ওভারলক মেশিনের দাম কত: জনপ্রিয় ব্র্যান্ড এবং তাদের সেরা মূল্য

ওভারলক মেশিনের দাম কত

ওভারলক মেশিন সেলাই শিল্পে অত্যন্ত কার্যকরী একটি সরঞ্জাম। যা কাপড়ের দুই প্রান্ত সুরক্ষিত করে থাকে এবং সেলাইকে আরো মজবুত করে তোলার জন্যই এই মেশিন ব্যবহার করা হয়। বর্তমানে ওভারলক মেশিনের দাম ব্র্যান্ড এবং মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন।

ওভারলক মেশিনের দাম কত ২০২৫

নতুন ওভারলক মেশিনের মডেল এবং দামের তালিকা তুলে ধরা হলো:

ব্র্যান্ড দাম
বাটারফ্লাই ৫,৫০০ টাকা
ওয়ালটন ৪,৫০০ টাকা
সিঙ্গার ৪,৫০০ টাকা
নতুন মেশিন ৫,০০০ টাকা
পুরাতন মেশিন ৪,০০০ টাকা

এছাড়াও বাজার আরো বেশ কিছু কোম্পানির ওভারলোক মেশিন পাওয়া যায়। তবে এক্ষেত্রে ভালো মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ মেশিন গুলোর দাম আরো বেশি।

বাটারফ্লাই ওভারলক মেশিনের দাম

বর্তমানে বাটারফ্লাই ওভারলক মেশিন বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, বাটারফ্লাই ওভারলক মেশিনের দাম ৫,৫০০ টাকা থেকে শুরু। বাটারফ্লাই ওভারলক মেশিন বিভিন্ন মডেল এবং ফিচারের উপর ভিত্তি করেই দাম ভিন্ন ভিন্ন। 

বাটারফ্লাই ওভারলক মেশিনের কিছু মডেলের দাম আছে ৭, ৫০০ টাকা থেকে ১২,৫০০ টাকা। এক্ষেত্রে আরো বেশি দামের এবং আরো কোয়ালিটি সম্পূর্ণ ভালো নিতে হলে দাম কিছুটা আরো বেশি পড়বে। 

জুকি ওভারলক মেশিনের দাম

জুকি ব্যান্ডের ওভারলক মেশিন উচ্চমান এবং পেশাদার সেলাইয়ের জন্য খুব পরিচিত। জুকি অভারলক মেশিনের দাম ৪,৫০০ টাকা থেকে শুরু। জুকি ওভারলক মেশিনের মডেল অনুযায়ী ও মেশিনের ফিচার অনুযায়ী দাম পরিবর্তিত হয়। 

পুরাতন ওভারলক মেশিনের দাম

নতুন ওভারলক মেশিনের তুলনায় পুরাতন ওভারলক মেশিনের দাম অনেকটাই কম হয়। ভালো ব্যান্ডের পুরাতন ওভারলক মেশিনের দাম ৪০০০ টাকা থেকে শুরু। এক্ষেত্রে যদি এক বছর অথবা দুই বছরের পুরাতন হয় তাহলে সর্বোচ্চ ১৫,০০ টাকা থেকে ১ হাজার টাকা কমে পাওয়া যায়। 

ওভারলক মেশিন কেনার লক্ষণীয় বিষয় সমূহ:

  • মেশিনের কন্ডিশন ঠিক আছে কিনা ব্যবহার করে দেখুন
  • ওভার লোকের সেলাই সঠিক মত হচ্ছে কিনা চেক করুন
  • মেশিনের স্মুথলি কাজ করছে কিনা সে বিষয়টি দেখুন
  • ব্র্যান্ড এবং মডেল অনুযায়ী যে পারফরম্যান্স পাওয়ার কথা ঠিক আছে কিনা দেখুন
  • ওয়ারেন্টি সুবিধা আছে কিনা সে বিষয়টি দেখুন
  • কতদিন ওয়ারেন্টি এবং কিভাবে সার্ভিস পাবেন জেনে নিন

আপনার কাজের প্রয়োজন অনুযায়ী ওভারলক মেশিন কিনুন। এক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী মেশিন ক্রয় করুন এবং সেলাইয়ের কাজে আরও উন্নত করে তুলুন। এক্ষেত্রে ভালো ব্র্যান্ডের মেশিনগুলোতে দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস ভালো দেয়। তাই ওয়ারেন্টি এবং ভালো সার্ভিস দিচ্ছে এমন অভারলক মেশিন কিনুন। 

শেষ কথা:

নতুন এবং পুরাতন যেকোন ধরনের ওভারলক মেশিন কেনার আগে নিজে ব্যবহার করে দেখুন। সেলাই সবকিছু ঠিক আছে কিনা এবং ওয়ারেন্টির বিষয়টি কতদিন দিচ্ছে এবং কিভাবে ওয়ারেন্টি পাবেন সে বিষয়গুলো জেনে কিনুন। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের বাজারে ৪,০০০ টাকা থেকে আরও বেশি দামের ওভারলক মেশিন পাওয়া যায় তাই দামের বিষয়টিও কয়েকটি দোকান ঘুরে বাজেট অনুযায়ী কিনুন। 

Leave a Comment