তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়ার উপায় | মুখের তৈলাক্ততা দূর করার ক্রিম

তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়ার উপায়  মুখের তৈলাক্ততা দূর করার ক্রিম

গরম অথবা শীতের যেকোনো সময় অনেকের ত্বকে খুব তৈলাক্ত ভাব দেখা যায়। আর এই তৈলাক্তভাব মানেই অস্বস্তিকর একটি বিষয়। এবং এই তৈলাক্তভাব এর কারণে মুখের মেকআপ টিকিয়ে রাখতে সমস্যা হয় চিটচিটে হয়ে যায় ধুলোবালি জমে যায়। এবং ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আজকে আমরা কথা বলবো তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে এবং মুখের তৈলাক্ততা দূর করার ক্রিম নিয়ে তাহলে চলুন পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি


আপনার ফেস প্যাক তৈলাক্ত ত্বক থেকে রেহাই পেতে হলে দিনে তিন থেকে চার বার ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে অথবা ভালো কোন ফেসপ্যাক মাকে ব্যবহার করতে হবে। যেগুলো প্রাকৃতিক উপায় নেই সহজেই তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে সে বিষয়ে আমরা আজকে ধারণা দিব প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনার তৈলাক্ত ত্বক দূর করবেন


তৈলাক্ত ত্বক থেকে মুক্তির উপায়

টমেটো এবং মধুর সাথে রস মিশিয়ে খুব ভালো একটি স্কিন টোনার বানাতে হবে। টসটসে পাকা টমেটো ভালোমতো রস বের করে নিতে হবে এবং তার সঙ্গে এক চামচ মধু মিশাতে হবে টমেটোর রস প্রয়োজনমতো নিতে হবে। এক্ষেত্রে আপনি দু চামচ টমেটো রসের সাথে এক চামচ মধু নিলে সব থেকে ভাল হয় সেটি ভালোমতো মিক্স করে নিবেন। এরপর 25 মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে সার্ভার ব্যবহার করুন তাহলে আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব খুব সহজেই দূর হয়ে যাবে


যদি আপনার ত্বকের তৈলাক্ত ভাব এর কারণে বিভিন্ন জায়গায় দেখা যায় তাহলে সামান্য পরিমাণ এই পেস্ট এর সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নেবেন। টমেটোর রস মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস নেওয়ার পরে ভালোমতো মিক্স করে মুখে আলতো করে মাসাজ করে লাগিয়ে রাখবেন এইভাবে সপ্তাহে 4 বার ব্যবহার করেন তাহলে খুব সহজেই ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে


দই শসা এবং ফিটকিরির মাধ্যমে ত্বকের তৈলাক্ত ভাব দূর করা সম্ভব এক্ষেত্রে আপনাকে যা করা লাগবে তা হল শসাকে ভালোমতো মিলিয়ে নিতে হবে। এবং ব্লেন্ডারে মাধ্যমে অথবা কাটাতে পেটে মলিন করে রস করে দিতে হবে। সেটার সাথে ফিটকিরি জল তৈরি করে নিতে হবে এবং কুড়ি মিনিট মিশিয়ে একসঙ্গে রেখে সবগুলো পেস্ট করে ফেলতে হবে। এবং আপনার ত্বকে 25 মিনিটের মতো লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন


লতা হারবাল ক্রিম এর উপকারিতা | লতা হারবাল ক্রিম এর দাম | লতা হারবাল ফেসওয়াশ

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

বর্তমান বাজারের অ তৈলাক্ত ত্বকের জন্য সবথেকে ব্যবহৃত ফেসওয়াশ এর মধ্যে অন্যতম ফেসওয়াশ হলো The body shop tea tree skin clearing facial wash। এই ফেসওয়াশ মোটামুটি দিনে দুই থেকে তিনবার প্রত্যেকদিন ব্যবহার করলে খুব সহজেই তৈলাক্ত ভাব চলে যায় এবং উজ্জল এবং আরো সুন্দর করে তোলে ত্বককে


The body shop tea tree skin clearing facial wash

  • এই ক্রিমটি অয়েলি স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন
  • প্লাস্টিকের একটি বোতলে এটি বাজারজাত করা হয়ে থাকে
  • দাম পরিমাণ অনুযায়ী যথেষ্ট থাকে
  • ভেতরে অনেক ক্লিন করতে সাহায্য করে এই ক্রিম
  • ফেসবুকে অতিরিক্ত ড্রাই করে না
  • অল্পদিনেই খুব ভালো পরিমাণে কাজ করে
  • ট্রাভেল ফ্রেন্ড একটি প্রোডাক্ট এর ক্রিম
  • অতিরিক্ত ব্যবহারের ফলে কোন ক্ষতি হয় না

সাধারণত গরমকালে আমরা নানা ধরনের ফেসওয়াশ ব্যবহার করে থাকি এই বিষয়গুলো শীতকালে ব্যবহার করা যায় না। শুধুমাত্র গরমকালের জন্য স্পেসিফিকভাবে আলাদাভাবে কোয়ালিটি ফেসওয়াশ তৈরি করা হয় যেটা আমাদের স্কিনকে অতিরিক্ত পরিমাণে দায়ী করে ফেলতে পারে তবে আজকে আমরা যেই ফেসওয়াশের কথা বলেছি সেটা ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি ফেসওয়াশ। এটি ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে

তৈলাক্ত ত্বকে ব্রণ দূর করার উপায়

1 টেবিল-চামচ তাজা লেবুর রসের সঙ্গে আধা টেবিল চামচ ফিটকিরি মিশিয়ে এবং তার সাথে 1 টেবিল চামচ মধু এবং সেইসাথে টক দই সামান্য পরিমাণ নিয়ে ভালোমতো বিলিনডারে মাধ্যমে পেস্ট করে ফেলুন। তারপরে পর্যাপ্ত অনুযায়ী আপনার শেষে ব্যবহার করুন 15 মিনিটের মতো লাগিয়ে রাখার পরে ভালোমতো ধুয়ে ফেলুন। ত্বকে ব্রণের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে লেবুর পরিমাণ একটু বাড়িয়ে দিলেও সমস্যা হবে না এক্ষেত্রে বরণের জন্য খুবই ভালো হবে। 


ত্বকের বরণের পরিমাণ বেশি থাকে তাহলে সে ক্ষেত্রে সাদা পানির সঙ্গে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে দিনের অন্যান্য সময় ভালোমতো মুগ্ধ করলে বরণের পরিমাণ কমে যায়। এভাবে যদি আপনার সপ্তাহে দু একদিন ব্যবহার করেন সেক্ষেত্রে আস্তে আস্তে বরণ দূর হয়ে যাবে আপনার ত্বক থেকে


নাইট ক্রিম কোনটা ভালো | নাইট ক্রিম ব্যবহারের নিয়ম | ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

পুরুষের মুখের তৈলাক্ত ভাব দূর করার উপায়

ছেলেদের মুখের তৈলাক্ত ভাব দূর করতে হলে ডিমের সাদা অংশের সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে সমস্ত মুখমন্ডল ভালো মতো ম্যাসাজ করে নিতে হবে। এবং আধাঘন্টা পরিমাণ লাগিয়ে রাখতে হবে পরবর্তীতে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং ঠাণ্ডা পানির সঙ্গে যদি লেবুর রস মিশিয়ে ধৌত করা যায় সে ক্ষেত্রে ত্বকের অন্যান্য সমস্যা থাকলে খুব সহজেই দূর হয়ে যাবে। তাছাড়াও তৈলাক্ত ভাব এর কারণে যদি কালচে ভাব দেখা যায় সেটার জন্য পানির সঙ্গে লেবু মিশিয়ে ধুয়ে ফেলতে হবে


মুখের তৈলাক্ততা দূর করার ক্রিম

মুখের তৈলাক্ত ভাব দূর করতে হলে রাতে ঘুমানোর আগে এই ক্রিমটি ব্যবহার করতে হবে The body shop tea tree skin clearing facial wash এটি যদি রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠে যদি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে। তাই যাদের মুখের তৈলাক্ত ভাব বেশি দেখা যায় তারা দিনের অন্যান্য সময়ে এই ক্রিমটি ও ব্যবহার করতে পারবেন


নাকে তেল দূর করার উপায়

নাকের তৈলাক্ত ভাব দূর করার জন্য লেবুর রসের সঙ্গে হালকা পরিমাণ চিনি এবং টক দই মিশাতে হবে নিশা নুর পরে হাতের আংগুল দিয়ে নাকের তৈলাক্ত জায়গাগুলোতে ভালো মতো লাগিয়ে 15 মিনিটের মত অপেক্ষা করতে হবে। 15 মিনিট হওয়ার পরে ঠান্ডা পানিতে লেবুর রস মিশিয়ে ভালোমতো নাকের জায়গাটি মুছে ফেলতে হবে। এভাবে যদি প্রত্যেকদিন একবার করে সপ্তাহে ব্যবহার করা যায় তাহলে সাত দিনের মধ্যেই নাকের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে


ঘরোয়া উপায়ে নাইট ক্রিম তৈরি | ফর্সা হওয়ার নাইট ক্রিম বানানোর উপায়


তৈলাক্ত ত্বকের জন্য ভালো নাইট ক্রিম

হিমালায়া রিভাইটালাজিং নাইট ক্রিম তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী একটি নাইট ক্রিম। এটার গুণগতমান অনেক ভালো এবং স্বল্প বাজেটের মধ্যেই পাওয়া যায় এই হিমালয়া রিভাইটালাইজিং নাইট ক্রিম টি। এটি ত্বকের সঙ্গে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে। আর এই নাইট ক্রিমের উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন অয়েল এবং অ্যাসেনশিয়াল অয়েল। তাই এই ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে এই নাইট ক্রিম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে


মুখের তিল দূর করার ফেসওয়াশ

মুখের তিল দূর করার জন্য বাজারে অনেক ধরনের কৃমি হয়েছে তবে ভালোমতো কাজ হয়না। তার থেকে ঘরোয়া উপায়ে ভালোমতো কার্যকরী করা যায়। কাস্টমারের সঙ্গে ব্রেকিং সোডা ভালো মতো মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। এবং প্রতিদিন নিয়ম করে এই প্যাকটি স্কিনে লাগাতে হবে যে স্থানে তিল এর সংখ্যা বেশি সেখানে। এভাবে সপ্তাহে কয়দিন লাগালেই ত্বকের অতিরিক্ত তিল দূর হয়ে যাবে। আরে বেকিং সোডা কে সরিয়ে ফেলতে সাহায্য করো। এবং ত্বককে অয়েল স্কিন মুক্ত করে

চুলের জন্য মেথির উপকারিতা  চুলে মেথি ব্যবহারের নিয়ম

Leave a Comment