বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন (নমুনা কপি)

বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন

বিভিন্ন কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বেতন পরিশোধ করতে দেরি করে থাকেন। এক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের কাছে লিখিতভাবে আবেদন করতে হয়। তাই আজকে আমরা এখানে বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র লেখার নিয়ম তুলে ধরলাম। 

এক্ষেত্রে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের দীর্ঘদিন যাবত বেতন পরিশোধ না করে থাকেন। তাহলে কিন্তু প্রতিষ্ঠান প্রধান আপনাকে পরীক্ষার হলে ঢুকতে দিবে না। তাই কিভাবে আপনারা আবেদন পত্র লিখলে পরীক্ষা দেওয়ার অনুমতি দিবে এ বিষয়টি আবেদন পত্র দেখানো হয়েছে। 

বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন

বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র নিচে তুলে ধরা হলো:

তারিখ: ২০/০২/২০২৫ ইং

বরাবর,

অধ্যক্ষ,

ঢাকা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

বিষয়: বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন


মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি (…আপনার নাম….), (…শ্রেণি/বর্ষ ..), (….রোল নম্বর….), আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি আগামী (..পরীক্ষার তারিখ …) হতে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী। আমার আর্থিক সমস্যার কারণে আমি এখনই বেতন পরিশোধ করতে সক্ষম নয়। 

আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, পরীক্ষার পর আমি যথা সময়ের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করব। অনুগ্রহ করে আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করলে কৃতজ্ঞ থাকব। 

অতএব, 

মহোদয়ের সমীপে আকুল আবেদন আমার বর্তমান অবস্থা বিবেচনা করে বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার সুযোগদ দানে বাধিত করবেন। 

নিবেদক

নাম: তারেক মাহমুদ

বিভাগ: বিজ্ঞান (তৃতীয় বর্ষ)

রোল: ১১৬৪৮


বিশেষ দ্রষ্টব্য:
সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্যই বেতন বাকি রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে যদি আপনার পারিবারিক কোনো সমস্যার কারণ থাকে সে বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। 


আরো পড়ুন: সেমিস্টার ফি/বেতন মওকুফের জন্য আবেদন পত্র লিখার নিয়ম (নমুনা কপি)


এটা প্রত্যেকটি স্টুডেন্টের অধিকার এটা শিক্ষা প্রতিষ্ঠান বরাবর যদি আপনি আবেদন করে থাকেন তাহলে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনার প্রতিষ্ঠানে আপনি এভাবে বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। 


বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র নমুনা কপি

বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র নমুনা কপি তুলে ধরা হলো:

তারিখ: ২০/০২/২০২৫ ইং

বরাবর,

অধ্যক্ষ,

(এখানে নিজ কলেজ/স্কুলের নাম লিখুন)

বিষয়: বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন


মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি (…আপনার নাম….), (…শ্রেণি/বর্ষ ..), (….রোল নম্বর….), আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি আগামী (..পরীক্ষার তারিখ …) হতে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী। আমার আর্থিক সমস্যার কারণে আমি এখনই বেতন পরিশোধ করতে সক্ষম নয়। 

আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, পরীক্ষার পর আমি যথা সময়ের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করব। অনুগ্রহ করে আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করলে কৃতজ্ঞ থাকব। 

অতএব, 

মহোদয়ের সমীপে আকুল আবেদন আমার বর্তমান অবস্থা বিবেচনা করে বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার সুযোগদ দানে বাধিত করবেন। 

নিবেদক

নাম:…..(নিজের নাম লিখুন )

বিভাগ: ………….(বিভাগের নাম ও বর্ষ)

রোল: ………(রোল নাম্বার লিখুন)


আরো পড়ুন: বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ দেখুন

বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদনপত্র লেখার নিয়ম

বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র লেখার ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
  • শুরুতেই আবেদনের তারিখ উল্লেখ করুন
  • প্রতিষ্ঠান বরাবর আবেদন পত্র লিখুন
  • আবেদনের বিষয়েই উল্লেখ করুন
  • প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখুন
  • দরখাস্তের মধ্যে বেতন বাকি রাখার কারণ উল্লেখ করুন।
  • বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিন।
  • পরবর্তী শেষে আবার আপনার নাম, ঠিকানা, রোল নম্বর লিখুন।
বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র লিখার ক্ষেত্রে উপরের ধাপগুলো অনুসরণ করে সম্পূর্ণ আবেদন পত্র সুন্দর মত গুছিয়ে লিখুন, এক্ষেত্রে কোন ধরনের ভুল ত্রুটি বা লেখার মধ্যে কাটাকাটি করা যাবে না। 

 বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার আবেদন পত্র লিখার টিপস

সঠিক নিয়মে বেতন বাকি রেখে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন পত্র লিখলে গ্রহণ করা সম্ভাবনা বেশি থাকে। নিচের টিপস গুলো আবেদন পত্র লেখার ক্ষেত্রে অনুসরণ করুন:

  • আর্থিক অসুস্থতার কারণ উল্লেখ করুন।
  • কালো কালি দ্বারা আবেদন পত্র লিখুন।
  • আবেদন পত্রের কোন ধরনের ভুল ত্রুটি করা যাবে না।
  • আবেদন পত্র ভুল হলে পুনরায় নতুন আবেদন লিখুন।
  • নামের বানান এবং প্রতিষ্ঠানের নাম সঠিকভাবে লিখুন।
  • যেদিন আবেদন পত্র জমা দিবেন সেই দিনের তারিখ লিখুন।
  • দরখাস্তের মধ্যে আপনার সমস্যাটির বিষয় ফুটিয়ে তুলুন।
  • বেতন বাকি থাকলে দেওয়ার প্রতিশ্রুতি দিন।

এই টিপস গুলো আবেদন পত্র উল্লেখ করলে আবেদন পত্র গ্রহণ করা সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই আবেদন পত্র লিখার আগে এই টিপস গুলো ফলো করে আবেদন পত্র লিখে তারপরে জমা দেননি এক্ষেত্রে আবেদনপত্র গ্রহণ হয়ে গেলে বেতন বাকি রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

উপসংহার

প্রায় প্রত্যেকটি জন্য এভাবে আবেদন পত্র লিখতে পারবেন। এক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তে বেতন বকেয়া রেখে পরীক্ষা দেওয়ার আবেদন পত্র লিখে প্রতিষ্ঠান বরাবর জমা দিতে হয়। এক্ষেত্রে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি লিখে জমা দিন। 

Leave a Comment