ভালো মানের সিসি ক্যামেরার দাম | কোন সিসি ক্যামেরা ভালো

ভালো মানের সিসি ক্যামেরার দাম

আপনি যদি ভালো মানের সিসি ক্যামেরা কিনতে চান তাহলে দাম পড়বে ১৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এবং আরো বেশি মেগাপিক্সেল ক্যামেরার সিসি ক্যামেরা যদি কিনতে চান তাহলে দাম পড়বে ৫ থেকে ১২ হাজার টাকা। আইপি ক্যামেরা,4K Ultra HD এই ধরনের উন্নত সিসি ক্যামেরা গুলোর দাম ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। এগুলোতে নিরাপত্তার কাজ এবং উচ্চ বড় স্থাপনার জন্য ব্যবহার করা হয়।

তবে কম দামের মধ্যে যদি আপনি ভালো মানের সিসি ক্যামেরা কিনতে চান তাহলে ১৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে আপনারা ভালো মানের সিসি ক্যামেরা কিনতে পারবেন। ১ থেকে ৫ হাজার টাকার মধ্যে ভালো মানের সিসি ক্যামেরার তালিকা নিচে উল্লেখ করা হলো।

ভালো মানের সিসি ক্যামেরার দাম

Anran Mini CCTV Camera 

  • দাম : ২২০০ টাকা
  • ইনডোর ব্যবহারের জন্য
  • নাইট ভিশন
  • মোবাইল অ্যাপস সাপোর্ট

Anran Mini CCTV Camera বাজারে এই ক্যামেরাটির দাম পড়ছে পনেরশো টাকা থেকে পচিশশো টাকা পর্যন্ত, 2MP রেজুলেশন এর এই ক্যামেরাটি ইনডোরে ব্যবহারের জন্য এবং নাইট ভিশন এবং মোবাইল অ্যাপস সাপোর্টেড। এটি ব্যবহার করলে আপনারা মোবাইলের মাধ্যমে এই ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন।

Jovision JVS-H100

  • দাম : ১৭০০ টাকা।
  • 2 MP এসডি রেজুলেশন
  • ইন্ডোরে ও আউটডোর ব্যবহার

Xiaomi Mi 360° Home Security Camera

  • দাম ৩২০০ টাকা।
  • ৩৬০ ডিগ্রি প্যান
  • ওয়াইফাই সাপোর্টেড
  • ইনডোর ব্যবহারের জন্য
  • মোবাইল অ্যাপসে কন্ট্রোল

V380 WiFi IP Camera

  • দাম: ২২০০ টাকা।
  • ১০৮০ রেজুলেশন
  • ইন্ডোরে ব্যবহারের জন্য
  • মোবাইল এপপ্স এর মাধ্যমে কন্ট্রোল

TP-Link Tapo C100

  • দাম : ৪৮০০ টাকা।
  • ফুল এইচডি
  • মোবাইল অ্যাপস কন্ট্রোল
  • নাইট ভিশন একটিভ

এ সমস্ত ক্যামেরাগুলো ব্যবহারগুলো আপনারা অনলাইনে দেখতে পারবেন এক্ষেত্র youtube এর মাধ্যমে এদের রিভিউ দেখে নিতে পারেন অথবা এই নিয়ে অনেক টিউটোরিয়াল রয়েছে কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন এবং প্রয়োজনে আরো কিছু কিছু সরঞ্জাম লাগবে কিনা তা সকল বিষয়গুলো আগে থেকেই দেখে নিন।

আজকে আমরা এখানে ৫ হাজারটাকার মধ্যে ভাল মানের সিসি ক্যামেরার দাম উল্লেখ করেছি। এখান থেকে আপনার প্রয়োজনীয় যেই ক্যামেরাটি দরকার সেটি কেটে নিতে পারেন এক্ষেত্রে পনেরশো টাকা থেকে শুরু করে আপনি ৫ হাজার টাকার মধ্যে ভাল মানের ক্যামেরা গুলো নিতে পারেন।

মোবাইলের সিসি ক্যামেরা

মোবাইল সিসি ক্যামেরা কন্ট্রোল করার জন্য বাজারে অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে। এই সমস্ত ক্যামেরাগুলো দিয়ে আপনারা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। মনে করেন আপনি যখন বাসার বাইরে থাকবেন তখন মোবাইলের মাধ্যমে আপনার সিসি ক্যামেরা তে কি হচ্ছে সেগুলো দেখতে পারবেন। এই ক্যামেরাগুলোর দাম সাধারণত ১৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যে ভালো মানের ক্যামেরা পাওয়া যায়।

বর্তমান সময়ে প্রত্যেকটি ক্যামেরা গুলোতে এই ধরনের সুবিধা নিয়ে আসছে যে মোবাইলে সিসি ক্যামেরা কন্ট্রোল করা যায় এবং আপনি যদি দেশ থাকেন অথবা দেশের বাইরে থাকেন সেই সুযোগটা আপনি পাবেন এক্ষেত্রে ফোরজি সিম সাপোর্ট এবং অন্যান্য আরো সুযোগ সুবিধা থাকে।

মিনি সিসি ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ

মিনি সিসি ক্যামেরা অনেক রয়েছে তার মধ্যে সবথেকে ভালো মানের এবং কম দামের মধ্যে V380 Mini Wireless Wi-Fi IP Camera এই ক্যামেরাটি ভালো। V380 Mini Wireless Wi-Fi IP Camera ক্যামেরার দাম পড়ছে ১৪০০ টাকা। এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাই এক্ষেত্রে আপনি যদি বাড়ির বাইরে থাকেন সেক্ষেত্রেও বাড়ির বাহির থেকে বাসার সিসি ক্যামেরা নজর রাখতে পারবেন।

বোতাম ক্যামেরা দাম বাংলাদেশ

বর্তমানে বোতাম ক্যামেরার দাম ৪৫০০ টাকা। HD Button Spy Camera with 32GB Storage এই মডেলের বোতাম ক্যামেরাটি নিতে পারেন। এই ক্যামেরাগুলো মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এই ক্যামেরাগুলোতে কিন্তু অনেক সময় ওয়ারেন্টি থাকে না তাই অবশ্যই কেনার আগে ওয়ারেন্টি এবং কয়েকটি বিষয় লক্ষ্য করবেন। এক্ষেত্রে যদি আরো ভালো। মানের বোতাম ক্যামেরা নিতে চান তাহলে কিন্তু খরচ পড়বে প্রায়ই ১২ হাজার টাকার মত।

সবচেয়ে ছোট সিসি ক্যামেরার দাম কত

সবচেয়ে ছোট সিসি ক্যামেরা হল Hikvision DS-2CE16D0T-IRF Weatherproof Bullet Camera এটি। এই ক্যামেরাটির দাম বারোশো টাকা। এছাড়া আরো ছোট মানের ক্যামেরা এবং কোয়ালিটি ফুল ভিডিও নেওয়ার জন্য দাম পড়বে আরো বেশি। তবে কম দামের মধ্যে এটাই সবথেকে ভালো সিসি ক্যামেরা এবং সবথেকে ছোট সিসি ক্যামেরা।

কোন সিসি ক্যামেরা ভালো ২০২৫

বাজারে অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভালো সিসি ক্যামেরা গুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই ব্র্যান্ডের ক্যামেরা গুলো কিনতে হবে। বর্তমানে টিপি লিংক কোম্পানির সিসি ক্যামেরা গুলো অনেক ভালো এক্ষেত্রে আপনারা এ ১৫,০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের সিসি ক্যামেরা কিনতে পারবেন।

এছাড়া আরো অন্যান্য কোম্পানির ক্যামেরা রয়েছে সেগুলো দেখতে পারেন এক্ষেত্রে আপনাদের ছোট-বড় প্রয়োজনে যে কোন ক্যামেরাগুলো নিতে পারেন। এছাড়া কম দামের মধ্যে আরও ভালো মানের ক্যামেরা দিচ্ছে Dahua কোম্পানি।

ইন্টারনেট সিসি ক্যামেরা

বর্তমানে ইন্টারনেট সিসি ক্যামেরার দাম ২৮০০ টাকা। এই ক্যামেরাগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই ইন্টারনেট থেকে কন্ট্রোল করতে পারবেন অথবা আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে ওগুলো কন্ট্রোল করা যায় বাসা বাড়ির ফুটে যে কোন সময় দেখার জন্য এই ক্যামেরা গুলো খুবই ভালো। এছাড়া যদি আরো বেশি দামের এই টাইপের সিসি ক্যামেরা নিতে চান তাহলে তো আমারও বেশি পড়বে।

নাইট ভিশন সিসি ক্যামেরা দাম

বাংলাদেশের বাজারে নাইট ভিশন সিসি ক্যামেরার দাম ১,১০০ টাকা। এখন প্রায় প্রত্যেকটি ক্যামেরাতে নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আপনাদের জেনে রাখা ভালো যে নাইট ভিশন প্রযুক্তি ক্যামেরাগুলোতে কিন্তু ফুটেজ সাদাকালো হয়ে থাকে এক্ষেত্রে আপনি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিন্তু পরবর্তীতে রঙের ফুটেজে কনভার্ট করে নিতে পারবেন।

সিসিটিভি ক্যামেরা প্যাকেজ

১২০০ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরার প্যাকেজ রয়েছে। Dahua কোম্পানির সিসি ক্যামেরা প্যাকেজ গুলো দেখতে পারেন এক্ষেত্রে ১০,৫০০ টাকার মধ্যে অনেক ধরনের সার্ভিস তারা দিচ্ছে সার্ভিস ক্যামেরা ৫০০ জিবি হার্ডডিক্স ইনস্টলেশন প্রক্রিয়া সহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা তারা দিচ্ছে।

২০২৫ সালের আরও বেশ কিছু নতুন মডেলের ক্যামেরা বাজারে এসেছে যেগুলোর দাম ১২০০ টাকা থেকে ৩ হাজার টাকা মধ্যে। এই ক্যামেরাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যবহার করা যায় এক্ষেত্রে ওয়ারেন্টি সহ নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে।

Leave a Comment