মুখের ঘা এর ঔষধের নাম | জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম | মুখে ঘা দূর করার উপায়

মুখের ঘা এর ঔষধের নাম | জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম

মুখের ঘা একটি অস্বস্তিকর একটি বিষয়। এ সমস্যায় অনেকেরই মাঝে মাঝেই হয়ে থাকে তবে এ সমস্যা হওয়ার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যেগুলোর মাধ্যমে মুখে ঘা হয়ে থাকে তাই আজকে আমরা কথা বলবো মুখে ঘা কি কারনে হয় এবং মুখের ঘা দূর করার উপায় এবং মুখের ঘা এর ঔষধের নাম তাহলে চলুন দেখে নেয়া যাক পর্যায়ক্রমে মুখের ঘা এর ঔষধের নাম কি এবং কি কারণে হয়ে থাকে। 

বিভিন্ন ভিটামিনের অভাবে  মুখে বা মুখের ভেতরের জিভে ঘা হতে পারে। তবে যাদের ঘা হয় তাদের মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয় খেতে গেলে সমস্যা হয়। এতে শরীরের জন্য অনেকটা ক্ষতি হয়ে পড়ে তাই চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক কি কি কারণে হয়ে থাকে এবং কোন শক্তি ভালো কাজে দেয়

মুখের ঘা এর ঔষধের নাম 2025

ওষুধের নাম দাম
ডক্সিসাইক্লিন (Doxycycline 100 mg) ৮-১২ টাকা
মেট্রোনিডাজল (Metronidazole 400 mg) ২-৫ টাকা
নিমেসুলাইড (Nimesulide 100 mg) ৫-৮ টাকা
সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin 500 mg) ৮-১৫ টাকা
ডেসলোরাটাডিন (Desloratadine 5 mg) ৭-১০ টাকা
প্যারাসিটামল (Paracetamol 500 mg) ১-৩ টাকা
অমিপ্রাজল (Omeprazole 20 mg) ৫-৮ টাকা
ইবুপ্রোফেন (Ibuprofen 200 mg) ২-৫ টাকা
পেন্টোপ্রাজল (Pantoprazole 40 mg) ৮-১২ টাকা
অ্যাজিথ্রোমাইসিন (Azithromycin 250 mg) ২৫-৩০ টাকা
বিকো-৪১ (Haslab Bico-41 Biochemic) ১৫০-২০০ টাকা
ক্লোট্রিমাজল (Clotrimazole 10 mg) ৫-১০ টাকা
টেট্রাসাইক্লিন (Tetracycline 250 mg) ৬-১০ টাকা
মল্টিভিটামিন (Multivitamin Tablets) ৩-৫ টাকা
সিট্রাম্যাক্স (Citrimax Tablets) ১০-১৫ টাকা

মুখে ঘা ও অস্বাভাবিক ব্যথা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মতে  Benzocaine gels, Carmellose Sodium যুক্ত পেস্ট ও জেল মুখে লাগাতে পারেন। এবং এটি Chlorhexidine Mouthwash মাউথ উয়াশ মুখের ব্যথা দূর করতে করে ঘা শুকাতে সাহায্য করে থাকে। বাজারে Bongel Cream, Viodin Mouthwash, Riboflabin পাওয়া যায়, যেটা মুখের ঘা এর জন্য ভালো এই টিমগুলোর মাধ্যমে মুখের ঘা দূর করে এবং ব্যথা দূর করে।

  • Mucopain Gel
  • Dologel
  • Orajel
  • Orasore Gel
  • Becosules
  • Zincovit
  • Folvite
  • Candid Mouth Gel
  • Paracetamol
  • Econorm Sachets
  • Sporlac Tablets

মুখের ঘা এর জন্য এই ওষুধগুলো খুবই কার্যকরী এই ওষুধগুলোর মধ্যে যে কোন একটি ওষুধ যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে দ্রুত মুখের ঘা সারিয়ে তোলা সম্ভব। তাই ক্ষেত্রে যারা দীর্ঘদিন পর্যন্ত মুখের ঘা নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা অবশ্যই এখান থেকে যে কোন একটি ওষুধ সেবন করে দেখতে পারেন এতে করে খুব দ্রুতই মুখের ঘা দূর করা যাবে।

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ও ছেলেদের ভালো নাইট ক্রিম

জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম

বাজারে Bongel Cream, Viodin Mouthwash, Riboflabin পাওয়া যায় মুখের ঘা এর জন্য। এই ক্রিমটি মুখের ঘা বা জিহবার ঘায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রিম এটাতে মুখের ঘা দূর করতে এবং জব্বার ব্যথা অথবা ঘা দূর করতে খুবই ভাল একটি ক্রিম। তাই যাদের মুখে ঘা আছে তারা এই ক্রিমটি এর যেকোনো একটি ব্যবহার করলে মুখের ঘা দূর হয়ে যাবে।

Sporlac Tablets, Paracetamol জিভে ঘা এর জন্য এটি খুবই কার্যকরী দুটি ঔষধ এই ওষুধ দুটি যদি নিয়মিত খান তাহলে খুব দ্রুতই জিওভবার ঘা দূর হয়ে যাবে এক্ষেত্রে যাদের চাকা চাকা ঘা রয়েছে সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী ভূমিকা রাখে। তারপরেও যদি না কমে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী সেবা নিন।

মুখের ঘা এর জেল নাম ২০২৫

মুখের ঘা ঔষধের তালিকা

মুখের ঘা ঔষধের তালিকা

ওষুধের নাম দাম
ওরাসোর জেল ৭৮ টাকা
মাইকোরাল ২% জেল ১২০-১৫০ টাকা
ক্যানডিড মাউথ পেইন্ট ১৪০-১৬০ টাকা
সিপ্রোজেন মলম ৭০-৯০ টাকা
জেরাসোল মাউথওয়াশ ২০০-২৫০ টাকা
হাইড্রোজেল ১০০-১৩০ টাকা
ড্যাকটিন জেল ৯০-১২০ টাকা
অ্যান্টিমাইক্রোবিয়াল মাউথওয়াশ ১৮০-২২০ টাকা
ফারাজিন ট্যাবলেট ৩০-৪০ টাকা
ভিটামিন বি কমপ্লেক্স ৫০-৭০ টাকা
নাইস্টাটিন সাসপেনশন ৮০-১০০ টাকা
বোরিক এসিড গার্গল ২০-৩০ টাকা
ক্লোট্রিমাজল জেল ৬০-৮০ টাকা
মেট্রোজেল ডেন্টাল জেল ৭০-১০০ টাকা
ডেন্টোকেইন জেল ৮০-১২০ টাকা


Benzocaine gels, Carmellose Sodium যুক্ত পেস্ট ও জেল মুখে লাগাতে পারেন। এতে করে মুখের জ্বালাপোড়া এবং ঘা দ্রুত সেরে যাবে। এই সময়ে ২০ থেকে ৩০ শতাংশ মানুষেরই এই সমস্যা হয়ে থাকে তাই এই দুইটি জেল এর মাধ্যমে মুখের ঘা দূর করতে পারবেন। এই জেল টি নিয়মিত ব্যবহার করলেই ঘা এবং জ্বালাপোড়া মাত্রা অনেকটাই কমে যাবে খুব দ্রুত। মুখের ঘা এর জেল নাম লিস্টে তুলে ধরা হলো যে কোন একটি ব্যবহার করতে পারেন।

  • ক্যানকারিল জেল
  • অরাবেজিক জেল
  • ক্যান্সিন জেল
  • ড্যাক্লোনিন জেল
  • স্টেরয়েড জেল
  • মাইকোনাজল জেল
  • নিসটাটিন

মুখের ঘা যদি বারবার হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে দীর্ঘস্থায়ীভাবে কখনোই মুখের ঘা রাখা যাবে না। এতে করে আস্তে আস্তে কিন্তু বড় আকার ধারণ করবে এবং ইনফেকশন জনিত বড় ভাবে আরো প্রসার ঘটতে থাকে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট গ্রহণ করুন।

বাচ্চাদের মুখের ঘা এর জেল

Benzocaine এবং Zelora Gel বাচ্চাদের মুখের ঘা এর জন্য জেল খুবই কার্যকরী। দিনে দুই থেকে তিনবার করে সপ্তাহে তিন দিন ঘায়ের স্থানে লাগালেই খুব দ্রুত ঘা দূর করা যায়। এগুলো বাচ্চাদের মুখের ঘা এর যন্ত্রণা থেকে দূরে রাখে এবং কোন ধরনের জ্বালাপোড়া ছাড়াই বাচ্চাদের মুখে ব্যবহার করা যায়।

অনেক হাড় রয়েছে যেগুলোতে ওষুধ দিলে কিন্তু বাচ্চার অনেক কষ্ট পায় এবং চিৎকার করে কান্না করে তবে এই জেলগুলো যদি ব্যবহার করা যায় তাহলে বাচ্চা নিরাপদে এটি ব্যবহার করতে পারবে এবং কোন ধরনের জ্বালা যন্ত্রণা করবে না।

বাচ্চাদের মুখের ঘা এর ওষুধের নাম

যে সমস্ত বাচ্চাদের মুখে ঘা হয়ে থাকে তাদের জন্য মধু ব্যবহার করা উচিত মধু জীবানুনাশক কাজ করে থাকে। এক থেকে তিন বছর বয়সী শিশুদের মুখে যদি খাওয়া হয় তাহলে মধু ব্যবহার করার সবথেকে উত্তম পদ্ধতি এবং এটি সব থেকে কার্যকর দাওয়াই। এবং শিশুদের মুখের আলসার চিকিৎসার জন্য হলুদ ব্যবহার করতে পারেন এতে করে হলুদ রয়েছে এন্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য উপাদান। সব ধরনের ক্ষত নিরাময় করে থাকে।

তাছাড়াও নারিকেল তেল দিয়ে গার্গল করলে ব্যথা কমবে। ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করলে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই ক্ষতস্থানে নারিকেল তেল লাগিয়ে দিলে ব্যথা বা জ্বালা পোড়ার মাত্রা কমে যাবে। ছয় মাসের কম বয়সী শিশুদের মুখে ঘা হলে আরো তিনটি ব্যবহার করে সবথেকে ভালো এবং কার্যকরী দাওয়াই।

আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান

বাচ্চাদের মুখে ঘা হলে তুলসির পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত বাচ্চাদের মুখে ঘা রয়েছে সে সমস্ত বাচ্চাদের মুখে তুলসী পাতা চিবিয়ে রস ঘষে দিলেই আস্তে আস্তে কমে যাবে এবং জ্বালাপোড়ার মাত্রাও কমে যাবে। তাই ক্ষতস্থানে তুলসী পাতার রস ব্যবহার করায় সবথেকে উত্তম এতে করে বাচ্চা ঘা দ্রুত সেরে যাবে।

 

মুখে ঘা হলে কি খেলে ভালো হয়

অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে মুখে ঘা হলে কি খেলে ভালো হয়। তাই আজকে আমরা সমাধান দিব মুখে ঘা হলে কি কি খেতে পারবেন এবং কোন খাবারগুলো খেলে খুব সহজেই মুখের ঘা দূর হয়ে যাবে তাহলে চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক মুখের ঘা দূর করার জন্য কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে এবং কোন বিষয়গুলো ব্যবহার করতে হবে।

কয়েকটি তুলসী পাতা যদি আপনি একসঙ্গে তুলে ভালোমতো ধুয়ে রসালো করে যিহোবার ঠোঁটের যেকোনো জায়গায় যদি ক্ষতস্থান বাঘা হয়ে থাকে সে সমস্ত স্থানে যদি লাগিয়ে দেন তাহলে মুখের ঘা বা যিহোবার কাটা অংশ খুব দ্রুত সেরে যাবে। তাই তুলসীপাতা অত্যন্ত কার্যকরী একটি পাতা যা মুখের ঘা দূর করতে সহায়তা করে।

Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম

মুখে ঘা হলে নারিকেল তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যাদের মুখে ঘা আছে তারা দিনে তিন থেকে চার বারের মত ক্ষত স্থানে নারিকেল তেলের সঙ্গে হালকা পরিমাণ দুধ মিশিয়ে ক্ষতস্থানে লাগালেই এবং আলতো করে মালিশ করে লাগালে ক্ষতস্থান দ্রুত সেরে যাবে এবং জ্বালাপোড়া কমে যাবে। তাই নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলেই দ্রুত মুখের ঘা সেরে যায়।

মুখে ঘা দূর করার উপায়

মুখের ঘা দূর করার উপায় অনেক ভাবেই আছে তার মধ্যে নারিকেল তেল এবং তুলসী পাতার ব্যবহার ঠিকঠাক ভাবে করতে হবে। যাদের মুখে অতিরিক্ত ঘা হয়ে থাকে তারা নারিকেল তেল এবং দুধ মিশিয়ে সেই ঘা এর স্থানে লাগালে খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। এবং যদি বেশি মাত্রায় মুখে ঘা থাকে তাহলে তুলসী পাতা ব্যবহার করায় সবথেকে ভালো হবে এবং এটি দিনে তিন থেকে চার বারের মত যদি ক্ষতস্থানে তুলসী পাতার রস লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি সেরে যায়।

  • এক মগ পানিতে আধা চামচ লবণ মিশিয়ে কুলি করুন
  • এক চামচ বেকিং সোডা পানিতে মিশিয়ে কুলি করুন
  • মুখের ঘায়ের স্থানে মধু লাগিয়ে রাখুন
  • তুলসী পাতা চিবিয়ে সেই স্থানে লাগিয়ে রাখুন
  • মুখে ঘা অবস্থায় দই বেশি বেশি খান
  • মুখের ঘা এর স্থানে নারিকেল তেল লাগিয়ে রাখুন
  • ভিটামিন বিযুক্ত আয়রন সম্পৃক্ত খাবার বেশি খান
  • ঝাল মশলা তার গরম খাবার মুখের ঘা এর সময় এড়িয়ে চলুন
  • ফার্মেসি থেকে অ্যান্টিসেপটিক জেল কিনে ব্যবহার করুন
  • সাত থেকে দশ দিনের মধ্যে মুখের ঘা না সারলে ডাক্তারের পরামর্শ নেন
  • সাত থেকে দশ দিনের মধ্যে না হলে জটিল ইনফেকশন করতে পারে

স্বাভাবিক অবস্থায় যদি এই পদ্ধতি গুলো অবলম্বন করার পরেও মুখের ঘা একেবারে সম্পূর্ণভাবে না ভালো হয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে তা না হলে এই সমস্ত স্থান থেকে আস্তে আস্তে ইনফেকশন জনিত সমস্যার দিকে চলে যাবে তাই অবশ্যই চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট নেওয়ার।

মুখে ঘা কোন ভিটামিনের অভাবে হয়

মুখের ঘা ভিটামিন b2 এর অভাবে হয়ে। যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভ অভাব রয়েছে তাদের মুখের ঘা মাঝেমধ্যেই হতে পারে তাই বিটু যুক্ত খাবার গুলো বেশি বেশি খাওয়া উচিত।  মুখের ফাটল ফাটল যিহোবা গলায় ঘা সবগুলোই ভিটামিন বি টু এর অভাবে হয়ে থাকে। এছাড়াও আরও কিছু ভিটামিনের কারণে ও মুখের ঘা হয়ে থাকে।

  • ভিটামিন বি
  • ফোলেট
  • ভিটামিন সি
  • আয়রন
  • জিংক

এই ভিটামিন গুলোর অভাবে মূলত মুখে ঘা হয় তবে এক্ষেত্রে অবশ্যই সাত দিনের বেশি যদি ঘা থাকে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা এই সমস্ত জায়গা থেকে মূলত আস্তে আস্তে ইনফেকশন জনিত সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ওষুধ সেবন করুন।

মুখের ঘা এর জন্য কোন ডাক্তার দেখাবো

যে কোন মানুষের মুখের ঘা এর জন্য দীর্ঘদিন অপেক্ষা না করে দ্রুত রেজিস্টার দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেকোন ফার্মেসি হতে অথবা যেকোনো ডাক্তার হতে কিন্তু মুখের ঘায়ের ঔষধ ব্যবহার না করাই ভালো। ঘায়ার ধরন এবং ঘায়ের আকার আকৃতি অনুযায়ী মূলত দন্তচিকিৎসকগণ ঔষধ প্রদান করে থাকে।

 এক্ষেত্রে যদি অন্যান্য ডাক্তারের ওষুধ ব্যবহার করেও ভালো না হয় তাহলে অবশ্যই ডাক্তার পরিবর্তন করুন এবং দন্ত বিষয়ক যে সমস্ত চিকিৎসক রয়েছে তাদের সাথে যোগাযোগ করে ঘায়ের ওষুধ সেবন করুন এতে করে ঘা আর বৃদ্ধি পাবে না দ্রুত সারিয়া তোলা সম্ভব।

মুখে ঘা এর এন্টিবায়োটিক

মুখের ঘা বা আলসার নিরাময়ের জন্য উত্তম চিকিৎসা প্রাচীন এবং এন্টিমাইক্রোবিয়াল মাউথওয়াশ ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি পূরণ করে এবং নির্দিষ্ট জায়গায় যন্ত্রণা ব্যথা দূর করতে সাহায্য করে। মুখের ঘা এর প্রতিষেধক হিসাবে ভিটামিন b2 যুক্ত খাবার খাওয়া প্রয়োজন এতে ফলিক অ্যাসিড যুক্ত কোন খাবার খাওয়া প্রয়োজন।

মুখে ঘা হলেই যে সমস্ত ওষুধ খেতে হবে তা কিন্তু না আপনার ঘা এর মাত্রা যদি বেশি মাত্রই হয়ে থাকে তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিতে হবে তা না হলে সেই ঘা থেকে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই তৎকালিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুখের ক্ষার জন্য ওষুধ সেবন করবেন

Leave a Comment