ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্ভাব্য প্রশ্ন উত্তর 2022


    ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্ভাব্য প্রশ্ন উত্তর

    ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্ভাব্য উত্তর মালা নিচে প্রকাশ করা হলো l এখানে 2022 সালের নতুন আপডেট প্রশ্ন এবং উত্তর গুলো সম্পূর্ণ ভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে তাই সম্ভাব্য উত্তর মালা প্রশ্নগুলো পর্যায়ক্রমে নিচে সাজিয়ে তোলা হয়েছে l পরবর্তীতে এখানে নতুন প্রশ্ন যোগ হলে আমরা এখানে আপডেট করে দিব সেখান থেকে আপনারা নতুন প্রশ্নগুলো দেখতে পারবেন খুব সহজেই l এটি সংরক্ষণ করার জন্য আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন আমাদের এই ওয়েবসাইটের নিচের দেওয়া ফেসবুক অপশন থেকেl


    ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্ভাব্য প্রশ্ন উত্তর 2022


     1. 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 6 , 8 , 12 , 21 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4 , 6 , 10 এবং 19 ভাগশেষ থাকে : 


    ( 1 ) 1174 


    ( 2 ) 1166 


    ( 3 ) 1006 


    ( 4 ) 1010




    2. কন্যাশ্রী প্রকল্প চালু হয়-


    (1 )সেপ্টেম্বর , 2013 


    (2)মার্চ , 2013 


    (3)অক্টোবর , 2013 


    (4)জুন , 2013




    3. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ( WHO ) - এর সদর দফতর কোথায় অবস্থিত ? 


    (1)জেনিভা 


    (2) ভিয়েনা 


    (3)প্যারিস 


    (1) নিউইয়র্ক



    4. একটি দুই অঙ্কের সংখ্যার যােগফল হচ্ছে 9 l যদি সংখ্যা দুটির স্থান পরিবর্তন করা হয় তাহলে নতুন সংখ্যাটি আসল সংখ্যাটির চেয়ে 27 কম হয় । তাহলে আসল নম্বরটি হলাে : ( 1 ) 45 


    ( 2 ) 36 


    ( 3 ) 54 


    ( 4 ) 63 




    5. The Discovery of India ' বইটির লেখক কে ?  


    (1) দাদাভাই নৌরজি 


    (2) আর এস শর্মা 


    (3)জওহরলাল নেহরু  


    (4)মহাত্মা গান্ধি




    6. দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় ? 


    (1)ক্রীড়া প্রশিক্ষক 


    (2) দাবা


    (4)হকি খেলােয়াড় 


    (3)ক্রিকেট খেলােয়াড়



    7. * চিহ্নটির বদলে 6 * 106 এই সংখ্যাতে কি বসবে যাতে সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় ? 


    ( 1 ) 3 


    ( 2 ) 4 


    ( 3 ) 2 


    ( 4 ) 1





    8. লােহিত রক্তকণিকার আকার -


    (1)গােলাকার 


    (2) উভ - উত্তল 


    (3)উভ - অবতল 


    (4) কোনােটিই নয়



    9. সবচেয়ে হালকা ধাতু কোন্‌টি ? 


    (1)লিথিয়াম 


    (2)ব্রোমিন 


    (3)পারদ 


    (4)সােডিয়াম



    10. 11.5-0.74 ÷ ( 0.25 +0.12 ) = ? 


    ( 1 ) 9.75 


    ( 2 ) 9.5 


    ( 3 ) 9.25 


    ( 4 ) 9




    11. দর্পণে প্রলেপ দিতে কোটি ব্যবহৃত হয় ? (1)সিলভার নাইট্রেট 


    (2)জিংক নাইট্রেট 


    (3)সিলভার অক্সাইড


    (4)পিচব্লেন্ড




    12. মুদ্রারাক্ষসের রচয়িতা হলেন : 


    ( 1 ) শুদ্রক 


    ( 2 ) কালিদাস 


    ( 3 ) বাণভট্ট 


    ( 4 ) বিশাখদত্ত




    13. যদি ' + ' এর অর্থ ' x ' , ' - ' এর অর্থ ' ÷' , ' x ' এর অর্থ '- , এবং ' ÷ এর অর্থ ' + ' তাহলে 


    10 ÷ 40 - 4 x 5 + 2 = ? 


    ( 1 ) 12 


    ( 2 ) 10 


    ( 3 ) 14 


    ( 4 ) 16 




    14. ভারতীয় সংবিধানের কোন সংশােধনীতে , সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যােগ করা হয়েছে ?


    ( 1 ) 42 তম সংশােধনী 


    ( 2 ) 44 তম সংশােধনী 


    ( 3 ) 43 তম সংশােধনী 


    ( 4 ) 45 তম সংশােধনী




    15. একটি ক্লাসে সুচিতা উপরের দিক থেকে 5 নম্বরে ও নিচের দিক থেকে 26 নম্বরে রয়েছে । ওই ক্লাসে মােট কতজন ছাত্রী আছে ?


    ( 1 ) 25 


    ( 3 ) 32 


    ( 2 ) 26 


    ( 4 ) 30




    16. কত বছরে 2000 টাকা 2420 টাকা হবে 10 শতাংশ বার্ষিক যৌগিক সুদের হারে ? 


    ( 1 ) 3 


    ( 2 ) 4 


    ( 3 ) 2 


    ( 4 ) 1




    17. ভারতীয় সেনা আকাডেমি কোথায় ( Land of the Midnight Sun ) অবস্থিত ? 


    ( 1 ) দেরাদুন 


    ( 2 ) পুণে  


    ( 3 ) ব্যাঙ্গালুরু 


    ( 4 ) কানপুর 






    18. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ? 


    ( 1 ) গােদাবরী


    ( 2 ) মহানদী 


    ( 3 ) কৃষ্ণা 


    ( 4 ) কাবেরী 




    19. একটি পরীক্ষায় কৃতকার্য হতে পরীক্ষার্থীদের নুন্যতম 40 শতাংশ নম্বর পেতে হবে । একজন পরীক্ষার্থী 220 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য কৃতকার্য হতে পারে না । ওই পরীক্ষায় মােট কত নম্বর ছিলাে 


    ( 1 ) 1200 


    ( 2 ) 800 


    ( 3 ) 600 


    ( 4 ) 450




    20. একটি ট্রেন একটি 50 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার হয় 14 সেকেন্ডে ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মানুষকে 10 সেকেন্ডে । তাহলে ট্রেনটির গতি কত ছিলাে ? 


    ( i ) 24 কিমি প্রতি ঘন্টায় 


    ( 2 ) 36 কিমি প্রতি ঘন্টায় 


    ( 3 ) 40 কিমি প্রতি ঘন্টায় 


    ( 4 ) 45 কিমি প্রতি ঘন্টায়




    21. 9 টি সংখ্যার গড় 30। প্রথম 5 টি সংখ্যার গড় হচ্ছে 25 ও শেষ তিনটি সংখ্যার গড় হচ্ছে 35। তাহলে ষষ্ঠ নম্বরটি কত ? 


    ( 1 ) 20 


    ( 2 ) 30 


    ( 3 ) 40 


    ( 4 ) 50






    22. 5 টি জিনিষের বিক্রয় মুল্য 3 জিনিষের ক্রয় মুল্যের সমান । লাভ বা ক্ষতির পরিমাণ কত শতাংশ ? 


    ( 1 ) 20 % লাভ 


    ( 2 ) 25 % লাভ 


    ( 3 ) 33.33 % ক্ষতি 


    ( 4 ) 40 % ক্ষতি 




    23. যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় , তা হল 


    (1) ভিটামিন A 


    (2) ভিটামিন B 


    (3)ভিটামিন C 


    (4)ভিটামিন D






    24. শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না ? 


    ( 1 ) জল 


    ( 2 ) ইস্পাত 


    ( 3 ) বায়ু


    ( 4 ) শুন্য মাধ্যম 






    25. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল ? 


    ( 1 ) 1792 


    ( 2 ) 1793 


    ( 3 ) 1794 


    ( 4 ) 1795 






    26. একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 20 % । ওই দ্রব্যটি কত টাকাতে বিক্রি করলে ব্যক্তিটির লাভ হতাে 20 % ? 


    ( i ) 400 টাকা 


    ( 2 ) 760 টাকা 


    ( 3 ) 720 টাকা 


    ( 4 ) 680 টাকা




    27. একটি কারখানায় অফিসার ও কর্মীদের গড় বেতন 70 টাকা । 12 জন অফিসারের গড় বেতন 400 টাকা ও বাকিদের গড় বেতন হচ্ছে 60 টাকা । কারখানাটিতে কর্মীর সংখ্যা হচ্ছে 


    ( 1 ) 376 


    ( 2 ) 386 


    ( 3 ) 396 


    ( 4 ) 400 




    28. বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ? 


    ( 1 ) জগদীশ চন্দ্র বােস 


    ( 2 ) রবীন্দ্রনাথ ঠাকুর 


    ( 3 ) জ্ঞানচন্দ্র ঘােষ 


    ( 4 ) প্রফুল্ল চন্দ্র রায় 






    29. শুঙ্গ রাজ বংশের প্রতিষ্ঠাতা হলেন : 


    ( 1 ) পুষ্যমিত্র 


    ( 2 ) অগ্নিমিত্র 


    ( 3 ) দেবভূতি 


    ( 4 ) কীর্তিবর্মন 




    30. যে দেশের উপর দিয়ে বিষুব রেখা ও মকরক্রান্তি রেখা গেছে , সেই দেশটি হল :


    ( 1 ) ব্রাজিল 


    ( 2 ) আর্জেন্টিনা 


    ( 3 ) কঙ্গো 


    ( 4 ) ইন্দোনেশিয়া




    31. A একটি কাজ 15 দিনে ও B 20 দিনে করতে পারে । C এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 5 দিনে শেষ করে । তাহলে C এর কাজটি শেষ করতে কত দিন লাগবে ? 


    ( 2 ) 14 দিন 


    ( 4 ) কোনটিই নয় 


    ( 1 ) 12 দিন 


    ( 3 ) 15 দিন




    32. একটি পরীক্ষায় মােট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিলাে যদি 31 শতাংশ অকৃতকার্য হয় এবং যারা পাশ করেছে তাদের সংখ্যা অকৃতকার্য পরীক্ষার্থীর চেয়ে 247 জন বেশি হয় ? 


    (1)650 


    ( 2 ) 750 


    ( 3 ) 670 


    ( 4 ) 770




    33. তিনটি সংখ্যার গ.সা.গু হচ্ছে 16. যদি ওই তিনটি সংখ্যার অনুপাত 1 : 2 : 3 হয় তাহলে ওই সংখ্যাটি হচ্ছে : 


    ( 1 ) 16 , 32 , 48 


    ( 2 ) 12 , 24 , 36 


    ( 3 ) 8 , 16 , 24 


    ( 4 ) 5 , 10 , 15 




    34. সােডা ওয়াটারে থাকে -


    ( 1 ) সােডিয়াম বাইকার্বোনেট 


    ( 2 ) সােডিয়াম কার্বোনেট 


    ( 3 ) কার্বনিক অ্যাসিড 


    ( 4 ) সােডিয়াম হাইড্রক্সাইড




    35. ইলেকট্রিক বালবে ব্যবহৃত ফিলামেন্টের :


    ( 1 ) রােধ বেশি , গলনাঙ্ক বেশি 


    ( 2 ) রােধ বেশি , গলনাঙ্ক কম 


    ( 3 ) রােধ কম এবং গলনাঙ্ক কম 


    ( 4 ) রােধ কম




    36. প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সুত্রটি । 


    ( 1 ) নিউটনের প্রথম সুত্র 


    ( 2 ) নিউটনের দ্বিতীয় সুত্র 


    ( 3 ) নিউটনের তৃতীয় সুত্র 


    ( 4 ) নিউটনের চতুর্থ সুত্র বর্তমানে




    37. আমেরিকা ও কানাডার সীমারেখা যে নামে পরিচিত , সেটি হল : 


    ( 1 ) 39 তম প্যারালাল 


    ( 2 ) 20 তম প্যারালাল 


    ( 3 ) 49 তম প্যারালাল 


    ( 4 ) 17 তম প্যারালাল 




    38. একটি ব্যগে এক টাকা , পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা 5 : 6 : 8 অনুপাতে রয়েছে । যদি মােট মুদ্রা 210 টাকার হয় , তাহলে পঁচিশ পয়সার মুদ্রা কটি ছিলাে ? 


    ( 1 ) 169 


    ( 2 ) 168 


    ( 3 ) 173 


    ( 4 ) কোনটিই নয় 




    39. দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4 : 5 । যদি উভয় সংখ্যাই 2 করে বৃদ্ধি পায় তাহলে অনুপাত হয় 7 : 9 . সংখ্যা দুটি কত ? 


    ( 1 ) 16 ও 20 


    ( 2 ) 15 ও 19 


    ( 3 ) 13 ও 17 


    ( 4 ) কোনটিই নয় 




    40. একটি মজুত খাদ্যশস্যের ভান্ডার 360 জন লােকের 48 দিনের জন্য পর্যাপ্ত । একই ভান্ডারে 320 জন লােকের কত দিন চলবে ? 


    ( 1 ) 50 দিন 


    ( 2 ) 40 দিন 


    ( 3 ) 54 দিন


    ( 4 ) কোনটিই নয়




    41. একটি নির্বাচনী কেন্দ্রে 20 % ভােটার ভােটদানে বিরত ছিল । বিজয়ী প্রার্থী প্রদত্ত ভােটের 70 % পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভােটে পরাস্ত করে । ওই কেন্দ্রে মােট ভােটারের সংখ্যা ? 


    ( a ) 16,000 


    ( b ) 15,500 


    ( c ) 15,000 


    ( d ) 14,500 






    42. ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি হল :


    ( 1 ) মৌলিক অধিকার 


    ( 2 ) প্রস্তাবনা 


    ( 3 ) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 


    ( 4 ) মৌলিক দায়িত্ব




    43. বিপন্ন প্রজাতির প্রাণীদের তালিকা পুস্তকে কোন রঙে থাকে ? 


    ( 1 ) কালাে 


    ( 2 ) লাল 


    ( 3 ) সবুজ 


    ( 4 ) নীল




    44. যে লিপিতে সিন্ধু সভ্যতার ইতিহাস লিপিবদ্ধ তা হলাে : 


    ( 1 ) খারােস্থি 


    ( 2 ) এখনও পড়া সম্ভব হয় নি 


    ( 3 ) ব্রাক্ষ্মী 


    ( 4 ) তামিল




    45. নিচে দেওয়া কোন শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত নয় ? 


    ( 2 ) আগ্রা 


    ( 3 ) মথুরা 


    ( 1 ) দিল্লি 


    ( 4 ) লক্ষৌ






    46. বু রেভলিউশন সম্বন্ধিত হচ্ছে : 


    ( 1 ) মাছের উৎপাদন 


    ( 2 ) খাদ্যশস্যের উৎপাদন 


    ( 3 ) তৈলবীজ উৎপাদন


    ( 4 ) দুগ্ধ উৎপাদন






    47. ভারতীয় সংসদ যা নিয়ে গঠিত : 


    ( 1 ) লােকসভা , রাজ্যসভা ও রাজ্যের বিধানসভাগুলি 


    ( 2 ) লােকসভা ও রাজ্যসভা 


    ( 3 ) লােকসভা , রাজ্যসভা ও রাষ্ট্রপতি 


    ( 4 ) লােকসভা , রাজ্যসভা ও সুপ্রীম কোর্ট




    48. টক ফল যেমন কমলা , লেবু প্রভৃতিতে থাকে : 


    ( 1 ) ল্যাকটিক অ্যাসিড 


    ( 2 ) সাইট্রিক অ্যাসিড 


    ( 3 ) অক্সালিক অ্যাসিড 


    ( 4 ) অ্যাসিটিক অ্যাসিড






    49. টেলিস্কোপ আবিস্কার করেছিলেন : 


    ( i ) কোপার্নিকাস 


    ( 2 ) ভ্যান হক 


    ( 4 ) গ্যালিলিও 


    ( 3 ) নিউটন






    50. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে : 


    ( 1 ) চিল্কা হ্রদ 


    ( 2 ) সম্বর হ্রদ 


    ( 3 ) ওযুলার হ্রদ 


    ( 4 ) ডাল হ্রদ 




    51. মানসরােবর অবস্থিত হচ্ছে : 


    ( 1 ) চিন


    ( 2 ) ভারত 


    ( 3 ) নেপাল 


    ( 4 ) ভুটান 




    52. লর্ড কার্জন ভাইসরয় থাকার সময় যে ঘটনাটি ঘটে নি ? 


    ( A ) পুরাতত্ত্ব বিভাগের স্থাপনা 


    ( 2 ) দ্বিতীয় দিল্লি দরবার 


    ( 3 ) ভারতের জাতীয় কংগ্রেসের গঠন 


    ( 4 ) বঙ্গভঙ্গ




    53. MS Word একটি— 


    (1)সিস্টেম সফ্টওয়্যার  


    (2)ওয়েব অ্যাপ্লিকেশন 


    (3) অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার 


    (4) কোনােটিই নয়






    54. বসুন্ধরা দিবস ( Earth day ) কত তারিখে অনুষ্ঠিত হয় ? 


    (1) 21 এপ্রিল 


    (2 ) 22 এপ্রিল 


    (3) 25 এপ্রিল


    (4) 23 এপ্রিল




    55. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি ? 


    ( 1 ) ভিয়েনা 


    ( 2 ) রােম । 


    ( 3 ) ভেনিস 


    ( 4 ) প্যারিস 






    56. যে অসুখটির জন্য এখনও পর্যন্ত কোন প্রতিষেধক তৈরি হয় নি :


    ( 1 ) এডস 


    ( 3 ) হাম 


    ( 2 ) টিটেনাস 


    ( 4 ) টিবি




    57. নারােরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে : 


    ( 1 ) উত্তর প্রদেশ 


    ( 2 ) হিমাচল প্রদেশ 


    ( 3 ) জম্মু ও কাশ্মীর 


    ( 4 ) হরিয়াণা




    58. নিচে দেওয়া কোন স্টেডিয়ামটি দিল্লিতে অবস্থিত নয় ? 


    ( 1 ) চিপক স্টেডিয়াম 


    ( 2 ) শিবাজি স্টেডিয়াম 


    ( 3 ) জহরলাল নেহেরু স্টেডিয়াম 


    ( 4 ) ইন্দিরা গান্ধী ইনডাের




    59. মহাজাগতিক বস্তুর অধ্যয়নকে বলা হয় : 


    ( 1 ) জ্যোতিষ 


    ( 2 ) অ্যাস্ট্রেনমি 


    ( 3 ) স্পেকট্রোস্কোপি 


    ( 4 ) ইকোলজি






    60. ভারতবর্ষের যে রাজ্যে কয়লা উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি : 


    ( 1 ) ছত্তিশগড় 


    ( 3 ) মধ্য প্রদেশ 


    ( 4 ) ঝাড়খন্ড 


    ( 2 ) ওডিশা




    61. বিখ্যাত হিন্দি উপন্যাস গােদান এর লেখক কে ? 


    ( 1 ) অমৃতা প্রীতম 


    ( 2 ) ভরতেন্দু হরিশচন্দ্র 


    ( 3 ) মুন্সি প্রেমচাঁদ 


    ( 4 ) সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা 






    62. জাপানের পার্লামেন্টের নাম হল : 


    ( 1 ) বুন্দেশটাগ 


    ( 2 ) ডায়েট 


    ( 3 ) কংগ্রেস 


    ( 4 ) সেনেট 






    63. ইরানের মুদ্রা হল :


    ( 1 ) রিয়াল 


    ( 3 ) পেসাে 


    ( 2 ) দিনার 


    ( 4 ) লিরা




    64. টোকিও অলিম্পিকে ভারতের   স্বর্ণপদক জয়


    (1) নীরাজ চোপরা ( জ্যাভলিন থ্রো , হরিয়ানা )


    (2)  মীরাবাঈ চানু ( ভারােত্তোলন , মনিপুর )


    (3)  রবি কুমার দাহিয়া ( কুস্তি , হরিয়ানা )  


    (4) পিভি সিন্ধু ( ব্যাডমিন্টন , তেলেঙ্গানা ) 






    65. সুন্দরবন অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে 


    ( A ) বহুফসল ভিত্তিক চাষবাস 


    ( B ) পর্যটন 


    ( c ) মৎস শিকার 


    ( D ) ব্যারেজ নির্মাণ




    66. 2021 সালে ফ্রেঞ্চ ওপেন কে জিতল?


    (1) Barbora


    (2)Rafael Nadal


    (3) Novak Djokovic


    (4)Gustavo Kuerten




    67. দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২০ বিজয়ী


    (1) Amitabh Bachchan


    (2)Kamal Haasan


    (3)Rajnikanth


    (4)Aishwarya R. Dhanush




    68. একটি পরীক্ষায় প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য নম্বর 1 এবং 3 টি ভুলের জন্য এক নম্বর কাটা যায় l যদি একটি ছাত্র 60 টি প্রশ্ন করে 36 নম্বর পায় l তবে সে কয়টি ঠিক করেছিল -


    (1) 18


    (2) 20


    (3) 42


    (4) 44




    69.স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে , এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘণ্টা বেশি সময় লাগে । স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘণ্টায় অতিক্রম করবে ? 


    A )4.5 


    B) 5.5 


    C) 5


    D)6 




    70. 7 টা বেজে 40 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত ? 


    (1) 14 Degre


    (2)12 


    (3) 10


    (4) 8




    71. A , B , C তিনজনে মােট 4700 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে । A , B- এর থেকে 500 টাকা বেশি এবং B , C- এর থেকে 300 টাকা বেশি বিনিয়ােগ করে । ব্যাবসাতে 1410 টাকা লাভ হলে , A কত টাকা পাবে ? 


    (1) 520 টাকা 


    (2) 600 টাকা 


    (3) 640 টাকা 


    (4) 680 টাকা




    72. 0.2 , 0.22 , 0.222 - এর গসাগু নির্ণয় করাে । 


    (1)0.01 


    (2) 0.002 


    (3) 0.001 


    (4)0 0.02




    73.একটি পরীক্ষায় 70 % পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80 % অঙ্কে পাশ করে কিন্তু 10 % উভয় বিষয়ে ফেল করে । যদি 144 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে তবে মােট পরীক্ষার্থী কত ? 


    (1) 200 


    (2)240 


    (3) 375 


    (4)125




    74. এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে । চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি / ঘণ্টা এবং 11 কিমি / ঘণ্টা হলে , 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে ? 


    (A)100 


    ( B )190 


    (C )200 


    (D)150




    75. 30 টাকা / কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা / কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা / কেজি দরে বিক্রি করলে 20 % লাভ হবে ? 


    (A )32 


    (B)35 


    (C) 30 


    (D)20 




    76. আগুণ নেভাতে যে গ্যাসের ব্যবহার হয় :


    ( 1 ) নিওন 


    ( 2 ) নাইট্রোজেন 


    ( 3 ) কার্বন ডাই - অক্সাইড 


    ( 4 ) কার্বন মনােক্সাইড




    77. কোনও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুন | যদি এটি পরিসীমা 2৪০ মিটার তবে ক্ষেত্রফল কত হবে ?


    ( 1 ) 3675 ব : মি : 


    (2) 6375 বু : মি : 


    (3 )675 ব : মি :


    (4) 3025 ব : মি :




    78. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায় । নদীর স্রোতের বেগ ঘণ্টায় কত কিমি ? 


    (1) 9 


    (2 ) 4.5 


    (3) 4 


    (4) 5.6 




    79. কোনাে মূলধন 7 বছরে দ্বিগুণ হয় । কত বছরে সেটা 7 গুণ হবে ? 


    (1)15 বছরে 


    (2 ) 41 বছরে 


    (3) 27 বছরে 


    (4) 42 বছরে




    80. যদি PARK শব্দটিকে 7192 এই কোডে লেখা হয়, তাহলে MART শব্দটিকে কী লেখা হবে ?


    (A)4192      


    (B)3193         


    (C) 2192          


    (D)5193




    81. ব্যতিক্রমী নির্ণয় কর :


    (A) CHOLERA   


    (B) TYPHOID  


    (C) SMALLPOX   


    (D)TETANUS




    82. 2,7,24,77,?


    (A)238  


    (B)138  


    (C)338 


    (D) 234




    83.ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে?


    (1) Shri Biplab Kumar Deb


    (2) Kamla Beniwal


    (3)Krishna Manikya 


    (4)Shri Ramesh Bais




    84. রাম হয় শ্যামের ভাই । মহেশ রামের বাবা । জগৎ প্রিয়ার ভাই এবং প্রিয়া শ্যামের মেয়ে । তাহলে জগৎ এর কাকা কে হবেন ?


    (A) রাম     


    (B) শ্যাম    


    (C) মহেশ     


    (D) কেউই না




    85. পিংকি পশ্চিম অভিমুখে 10 কিমি যাওয়ার পরে বাঁদিকে ঘুরে ও 12 কিমি যায় । সেখান থেকে আবার বাঁদিকে ঘুরে 5 কিমি যাওয়ার পরে থামে । তাহলে সে প্রাথমিক অবস্থান থেকে কতদূরে এসে পৌঁছায় ? 


    (A) 10 কিমি   


    (B)12 কিমি  


    (C) 13 কিমি   


    (D) 9 কিমি




              সাদৃশ্য দেখা :


    86. BODY : TONIC :: CROPS : ?


    (A) WATER (B) TREE (C) ROOT (D) FERTILIZER




       নিচের শব্দগুলি ক্রমানুসারে সাজাও :


    87. (1) BIRTH (2)DEATH (3)FUNERAL (4) MARRIAGE 


    (5) EDUCATION


    (A) 4,5,3,1,2  


    (B) 1,5,4,2,3 


    (C) 2,3,4,5,1 


    (D) 1,3,4,5,2




    88. ইংরেজি বর্ণমালার বামদিক থেকে 9 তম বর্ণের ডানদিকের 7 তম বর্ণ কোনটি ?


    (A) K     


    (B) P    


    (C) N     


    (D) B




    89. STUDENT শব্দটিতে কত জোড়া বর্ণ আছে যাদের মধ্যে এই শব্দটিতে যে সংখ্যক বর্ণ আছে, ইংরেজি বর্ণমালা অনুযায়ী তাদের মধ্যে সমসংখ্যক বর্ণ আছে ?


    (A)  2   


    (B)  3  


    (C) 4  


    (D)  5




    90. একটি শ্রেণীতে ইন্দ্রানীর স্থানে উভয় পক্ষ থেকেই 18 । শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা  কত ?


    (A) 35   


    (B) 36   


    (C) 37  


    (D)  40




    91. রাম হারির থেকে লম্বা হলেও গোপালের থেকে বেঁটে । গোপাল সুনীলের থেকে বেঁটে , কিন্তু সুনীল অনিলের মত লম্বা নয় । এদের মধ্যে কে সবচেয়ে লম্বা ? 


    (A) অনিল  


    (B) রাম  


    (C) হরি  


    (D) সুনীল




    92.


         4C      2B      3A


       28A      ?     45B


       7C      5A     15B




    (A)10C     


    (B) 12C     


    (C) 7C     


    (D) 13C




    93. কোনো মাসের তৃতীয় মঙ্গলবার যদি 16 তারিখ হয়, তবে ওই মাসের চতুর্থ শনিবার কত তারিখ হবে ?


    (A) 25      


    (B) 26     


    (C) 27     


    (D) 28




    94. একদিনে ঘড়ির কাঁটা দুটি কতবার 180 ডিগ্রী কোন উৎপন্ন করে ?


    (A) 12     


    (B) 24     


    (C) 22     


    (D) 48




    95.একটি টেনিস টুর্নামেন্টে 9 জন প্রতিযোগী যদি প্রত্যেকের সঙ্গে একটি করে ম্যাচ খেলে , তাহলে কতগুলো ম্যাচ হবে ?


    (A) 72    


    (B) 81    


    (C) 36    


    (D) 45




    96.একটি আন্তর্জাতিক দলে 25 জন ব্যাক্তি ইংলিশ বলে, 15 জন হিন্দি বলে , ও 5 জন হিন্দি ও ইংলিশ উভয় ভাষাতেই কথা বলে । 50 জন ব্যাক্তি ইংলিশ ও হিন্দি ছাড়া অন্য ভাষাতে কথা বলে । তাহলে ওই দলে মোট কতজন সদস্য আছে ? 


    (A) 95     


    (B) 90    


    (C) 85    


    (D) 80




    97. a_ba_cbaac_aa_ba




    (A) abca    


    (B) cabc     


    (C) acbc    


    (d) abac




    98. পাঁচটি বই P,Q,R,S ও‌ T  একটির উপর একটি করে রাখা রয়েছে । কিন্তু এই ক্রমানুযায়ী নয় ।  T হচ্ছে P এর উপরে, এবং R হচ্ছে Q এর নিচে । P হচ্ছে Q এর উপর, ও S রয়েছে R এর নীচে । কোন বইটি সবচেয়ে উপরে রয়েছে ? 




    (A) R    


    (B) Q    


    (C) T    


    (D) P




    99. ভারত বিল পেমেন্ট সিস্টেম এর নতুন সিইও কে-


    (1) Noopur Chaturvedi


    (2) Sundar Pichai


    (3) Mark Zuckerberg


    (4) Shaktikanta Das




    100. কোন দুই দেশের মধ্যে নৌসেনা CORPET সৈন্য অভ্যাস  আয়োজিত হয়েছে?


    (1) ভারত -চীন 


    (2) ভারত -ইন্দোনেশিয়া 


    (3) ভারত- রাশিয়া 


    (4) ভারত ও আফগানিস্তান


    উপরোক্ত প্রশ্নগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের অনুশীলন চালিয়ে যেতে পারবেন এতে করে এই প্রশ্ন গুলোর মধ্য থেকে খুব সহজেই কমন পাবেন বলে আশা করা যায় তাই পর্যায়ক্রমে নতুন প্রশ্ন আমরা এখানে আরো অ্যাড করে দিব সেখান থেকেও পরবর্তীতে আপনারা চাইলে দেখে নিতে পারেন


    আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো ধরনের পরীক্ষা বিষয়ক সমাধান এবং প্রশ্ন এবং উত্তর মালা দিয়ে থাকি এখান থেকে আপনি চাইলে খুব সহজেই যেকোন জব প্রিপারেশন অথবা সরকারি পরীক্ষাসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন তাই আমাদের সঙ্গে থাকুন আশা করা যায় পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন সাজেশন অথবা জবের জন্য প্রিপারেশন বিষয়ক বিভিন্ন টিপস দিতে পারব


    সাবধানতা

    উপরোক্ত প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা অনুশীলনী অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারবেন নতুন কোনো প্রশ্ন আসা মাত্রই আমরা এখানে তুলে ধরবো আশাকরি এখান থেকে আপনারা অনেক হেল্প ফুল হবেন আমরা পর্যায়ক্রমে নতুন নতুন ভাবে বিভিন্ন প্রশ্ন কালেক্ট করে দিয়ে থাকি এখানে শুধুমাত্র সম্ভাব্য প্রশ্ন গুলো পাবেন

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন