পর্তুগালের কোন কাজের চাহিদা বেশি
আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে পর্তুগালের কোন কাজের চাহিদা বেশি। অনেকেই যারা বাংলাদেশে আছে যারা পর্তুগালের দিতে চাচ্ছে তাদের জন্য মূলত আজকের এই পোষ্ট টি। কারণ আমরা আজকে এখানে আলোচনা করব কি কি কাজগুলো শিখে গেলে এবং কোন কোন কাজগুলো করলে আপনি পর্তুগাল গিয়ে সুন্দর একটা কাজ এর সন্ধান করতে পারবেন।
ইউরোপের মধ্যে সবচেয়ে কাজ করার মত যে দেশগুলো আছে তাদের মধ্যে পর্তুগালে কাজ পাওয়াটা একটু কঠিন। কারণ পর্তুগালের মধ্যে সরকার যাদের ইমিগ্র্যান্ট আছে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি কাগজপত্র দিয়ে দে। এই কাগজপত্র এর ঝামেলায় কারণে একটু এখানে কাজ পাওয়া টাফ।
আপনারা পর্তুগাল যাওয়ার আগে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে পর্তুগাল আসার পরে আমাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। এখানে যদি আপনি কষ্ট করে কিছুদিন থাকতে পারেন পরবর্তীতে যখন আপনার কার্ড হয়ে যাবে তখন যে কোন বড় কোম্পানিতে আপনি আবেদন করতে পারবেন।
দুবাইয়ে কোন কাজে চাহিদা বেশি এবং বেতন বেশি
অনেকগুলো কোম্পানি আছে যারা কার্ড ছাড়া চাকরিতে নেয় না। তার জন্য অবশ্যই মিনিমাম এক থেকে দেড় বছর কষ্ট করতে হবে। তারপরে আপনার যখন কার্ড টা হয়ে যাবে তখন কিন্তু সব জায়গাতেই জবের জন্য এপ্লাই করতে পারবেন।অথবা আপনি যদি কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান বা গাডিড় কাজ জানেন তাহলে আপনার যখন এই কার্ড হয়ে যাবে তখন কিন্তু এগুলো করতে পারবেন। তার আগে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে একটু।
পর্তুগালে কোন কাজের চাহিদা বেশি ২০২৩ এ
২০২৩ এ পর্তুগালে ব্যাপকভাবে কর্মী সংকট দিয়েছে কয়েকটি ক্যাটাগরিতে। বর্তমানে পর্তুগালে কনস্ট্রাকশন কোম্পানি সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্লিনিং ম্যান এবং সিকিউরিটি গার্ডের কাজগুলোতে কর্মী সংকট দেখা দিয়েছে। নিচের লিস্ট তুলে ধরা হলো কোন কাজগুলোতে বর্তমানে সংকট এই নিয়ে।
- কনস্ট্রাকশন কোম্পানি
- ফুড প্যাকেজিং
- হোটেল কর্মী
- ইলেকট্রিক্যাল
- মেকানিক্যাল
- ড্রাইভিং
- সিকিউরিটি গার্ড
- ক্লিনিং ম্যান
- কেয়ারিং ম্যান
- কৃষি
- ক্ষেত খামার
- গবাদি পশু পালন
তাছাড়া আরো অনেক কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানিগুলোতে ব্যাপকভাবে বিদেশে কর্মী নিয়োগ দিচ্ছে। পর্তুগালের এই সময়টা ব্যাপকভাবে কর্মী সংকর দেখা দেয় প্রত্যেক বছর কাটিয়ে তোলার পরে বিভিন্ন কোম্পানি চালু হওয়ার কারণে বর্তমানে।
পর্তুগালে কার্ড হওয়ার আগে কি কি কাজ করতে পারবেন
কার্ড হওয়ার আগে আপনি মি টুরিস্ট শপ, রেস্টুরেন্ট বাংলা এবং পর্তুগিজ রেস্টুরেন্টে কাজ করতে পারেন। ওইখানে মূলত কিচেন এর ভিতর কাজ করতে পারেন। সেখানে আপনি কিচেনার বা কিচেন হেলপের অথবা সেপ এর সাথে কাজ করতে পারবেন। এরকম যে নরমালি কাজগুলো আছে মুলা থেকে মোটামুটি এক থেকে দেড় বছর করতে হবে।
পরবর্তীতে যখন আপনার এক্সপেরিয়েন্স বেড়ে যাবে এবং কার্ড টাও হবে তখন কিন্তু আপনার আলাদা ভাবে কাজ করতে পারবেন এবং ধীরে ধীরে পজিশনটা উপরের দিকে যাবে। তাই আপনাকে কার্ড পাওয়া পর্যন্ত অনেক বেশি স্ট্রাগল করতে হবে।
তাছাড়া পর্তুগালে কাজ কিন্তু এত এভেলেবেল না যে আপনি আসার পরে আপনাকে কাজ দিয়ে দেবে। আসলে কিন্তু সিস্টেমটা এমন না। এখানে কাজ পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার পাশাপাশি যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে কিন্তু কাজ পেতে পারেন।
কানাডা কাজের ভিসা আবেদন প্রক্রিয়া
আর যদি পরিচিত কেউ না থাকে তাহলে কিন্তু কষ্ট করতে হবে। কারণ অনেক জায়গায় আপনাকে সিভি নিয়ে হাঁটতে হবে। যখন উনাদের লোক লাগবে তখন তারা আপনাকে ফোন দিবে।এইভাবে মূলত সেখানে কাজ গুলো কালেক্ট করা হয়। এবং এই সকল কাজ চাহিদাই বেশি।
সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনি যদি রেস্টুরেন্টের উপর কোন কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই আপনাকে যাওয়ার আগে অবশ্যই কিছু একটা কাজ শিশে যাওয়ার জন্য রিকমেন্ড করব। তাহলে সেটা আপনাদের জন্যই ভালো হবে। কার্ড না পাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে এই ধরণের কাজ গুলি করতে হবে।
সেনি বিভিন্ন বাঙালি ভাইয়ের দোকানে কাজ করতে হবে অথবা পর্তুগিজ রেষ্টুরেন্টগুলো বা কফি শপ গুলোতে কাজ করতে হবে।এরপর যখন আপনার কার্ড হয়ে যাবে তখন আপনি যেই কাজটা জানেন অথবা আইটি সেকশনে যদি কোন কাজ জানা থাকে তাহলে সেগুলো কার্ডটা পাওয়ার পরই করতে পারবেন।কার্ড পাওয়ার আগে এ ধরনের কাজ গুলো পাওয়াটা একটু টাফ ব্যাপার। এজন্য অনেকে বসে না থেকে যে যা কাজ জানে সেটা করতে না পেরে চলার মত যে কোন একটা কাজ করতেছে। পরবর্তীতে যখন তাদের কাটা হয়ে যাবে তখন তারা তাদের মূল কাজ করতে পারবে।
রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি?
কারণ পর্তুগালের যে সকল আইটি সেকশনে জব গুলো রয়েছে সেগুলোতে প্রত্যেক পারি রেসিডেন্ট পার্মিট থাকতে হবে। যদি আপনার রেসিডেন্ট পার্মিট থাকে তাহলে আপনি জবের জন্য এপ্লাই করতে পারবেন।তাই মূল কথা হচ্ছে যে আপনি যদি ভালো জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে রেসিডেন্ট পার্মিট থাকতে হবে। হার্ডি রেসিডেন্ট পার্মিট না থাকে তাহলে আপনি বাঙালি অথবা নেপালি এসব জায়গায় কাজ করে এক থেকে দেড় বছর কাটাতে হবে। এবং পরবর্তীতে যখন আপনার কাটা হবে তখন আপনাকে ফিউচার নিয়ে চিন্তা করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন