ল্যাপটপ নাকি ডেস্কটপ?
অনলাইন প্রফেশনালদের জন্য কোনটি বেটার ল্যাপটপ নাকি ডেক্সটপ। সেটা নিয়ে আজকের পোস্টে আমরা আলোচনা করব। অনলাইনে আমরা একেক জন একেক ধরনের কাজ করি। কেউ ওয়েব ডিজাইনিং করে কেউ গ্রাফিক্স ডিজাইনার। কেউ আবার ভিডিও এডিটিং ব্লগিং এসিও ইত্যাদি বিভিন্ন কাজ করে থাকে। এক্ষেত্রে একজনের জন্য একটা পারফেক্ট। সেটা আপনার কাজের ধরন এবং কাজের উপর নির্ভর করবে।
ব্লগিং এর জন্য কোনটি ভাল: ল্যাপটপ নাকি ডেস্কটপ
আপনি যদি ব্লগার হয়ে থাকেন ব্লগিং করেন আর্টিকেল রাইটিং করেন এখন আপনাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়। সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন এর দরকার হয় না অনেক সময়, ব্রডব্যান্ড লাইন দরকার হয় না তেমন। আপনি অফলাইনেই কাজ গুলো করে নিতে পারেন। আপনি আর্টিকেল লিখেন এবং নেট কানেক্ট করে সাবমিট করে দিতে পারেন তাহলে আপনার জন্য ল্যাপটপ পারফেক্ট।
আপনি ল্যাপটপ দিয়ে খুব সহজেই কাজগুলো করতে পারছেন। এক্ষেত্রে আপনার ডেস্কটপ নেয়াটাই দেখা গেল বোকামি হবে। কারণে ডেক্সটপ নিলে আপনাকে সবসময় এক জায়গায় বসে কাজ করতে হবে।আপনি কোথাও মুভ করতে পারবেন না। বাসায় সবসময় একটা নির্দিষ্ট টেবিলের কাজ করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি ব্লগার হয়ে থাকেন আর্টিকেল রাইটার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ল্যাপটপ নেয়াটা ভালো হবে।
ভিডিও এডিটিং এর জন্য কোনটি ভাল: ল্যাপটপ নাকি ডেস্কটপ
আবার আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করেন। তাহলে আপনাকে একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে হবে। আপনার এক্সট্রখ রেম এর দরকার হবে। আপনার কম্পিউটারে এসএসডি দরকার হবে। যার সবগুলো হয়তোবা আপনার ল্যাপটপ এ পাবেন না।
ল্যাপটেপে যদি আপনি এই কনফিগারেশন গুলো এড করতে চান তাহলে অনেক বেশি টাকা খরচ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আপনি ডেক্সটপে চলে যেতে পারেন। কারণ ডেক্সটপে আপনি 40 থেকে 50 60 হাজারের ভিতরে গ্রাফিক্স কার্ড সহ প্রয়োজনীয় কনফিগারেশন দিয়ে ভালো মানের একটি পিসি বানিয়ে নিতে পারবেন।
তাই আপনি ভিডিও এডিটিং যদি আপনি করেন তাহলে অবশ্যই ডেক্সটপে আপনার জন্য বেটার হবে।
ওয়েব ডিজাইনিং এর জন্য কোনটি ভাল: ল্যাপটপ নাকি ডেস্কটপ
অনুরূপভাবে আপনি যদি ওয়েব ডিজাইনিং করেন। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার না ল্যাপটপ কিনবেন এ বিষয়টা একটু কনফিউজিং। ওয়েব ডিজাইনের জন্য আপনি ল্যাপটপেও কাজ করতে পারেন কম্পিউটারেও কাজ করতে পারেন।
ল্যাপটপের সাথে এক্সটার্নাল মনিটর লাগিয়ে মানে ল্যাপটপ টা কে শুধু মেশিন হিসেবে ব্যবহার করে আপনি এক্সট্রা মনিটর দিয়ে খুব সহজেই ডেক্সটপ পিসি বানিয়ে ফেলতে পারেন ল্যাপটপ দিয়েই। সে দিক দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্টের জন্য ল্যাপটপ ব্যবহার করতে পারেন।
তবে একজন প্রফেশনাল ডেভলপার কে অবশ্যই ডেস্কটপ নেওয়া উচিত।কারণ ডেস্কটপে আপনি ভালো পারফর্মেন্স পাবেন। স্বল্প খরচেই একটি ভালো মানের পিসি তৈরি করতে পারবেন।
যেমন ধরুন আপনি যখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন তখন কিন্তু অনেকগুলো কম্পিউটার টেপ ওপেন করে রাখতে হয় ব্রাউজারে। দেখা গেল আমি ক্রোমে এখন কাজ করতেছি তখন হয়তোবা 30 টা 40টার মত ট্যাপ ওপেন হতে পারে।
ল্যাপটপে যদি আপনার ভাল মানের রেম, এসএসডি না থাকে তাহলে দেখা যায় যে ল্যাপটপ হ্যাং করতে পারে। আসলেই এই হ্যাং সমস্যা থেকে বাঁচার জন্যই আপনাকে ডেক্সটপ নেওয়া উচিত। আপনি যদি ওয়েব ডেভলপার হয়ে থাকেন তাহলে কম্পিউটার বা ডেস্কটপ নিতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন এর জন্য কোনটি ভাল: ল্যাপটপ নাকি ডেস্কটপ
অনেকেই গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন করেন। গ্রাফিক ডিজাইনিং এর ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে কম্পিউটার বা ডেস্কটপ নিতে পারে। আপনি যখন ল্যাপটপ ব্যবহার করবেন সেখানে যদি অনেক বেশি সফটওয়্যার ব্যবহার করেন ভারি ভারি সফটওয়্যার গুলো যদি ইউজ করেন যেমন ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়াম প্রো ইত্যাদি অন্যান্য যে সফটওয়্যারগুলো হয়েছে এগুলো যখন আপনার ল্যাপটপে ইন্সটল করবেন তখন আপনার ল্যাপটপ টা তুলনামূলকভাবে একটু স্লো হয়ে যাবে।
কিন্তু ডেক্সটপে আপনাকে এই সমস্যায় পড়তে হবে না।যদি আপনার কম্পিউটার একটি ভালো মানের এসএসডি থাকে ভালো রেম থাকে।
কম্পিউটারের বা ল্যাপটপ এর স্পিড কিভাবে বাড়ানোর যায়
এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমার কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য আমি কি করতে পারি। বা আমার ল্যাপটপে আছে সেটাকে স্পিড বাড়ানোর জন্য আমি কি করব।
এক্ষেত্রে আপনারা যে সকল পুরাতন ল্যাপটপ গুলো যেগুলোতে কাজ করতে পারতেছেন না ঠিকমত সেক্ষেত্রে আপনি যদি একটি এসএসডি যোগ করতে পারেন আর যদি সম্ভব হয় রেম টাকে বাড়াতে পারেন তাহলে আরো ভালো। যদি না বাড়াতে পারেন তাহলে শুধুমাত্র এসএসডি যুক্ত করেন, দেখবেন কম্পিউটার বা ল্যাপটপে অনেক স্পিড বেড়ে গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন