রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি? রোমানিয়া সর্বনিম্ন বেতন কত?

    রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি?

    রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি?

    অনেকেই প্রশ্ন করে থাকেন যে রোমানিয়ায় কি কি কাজ আছে। কোন কাজগুলো চাহিদা বেশি কোন গুলোর স্যালারি বেশি ইত্যাদি। তো তাদের জন্যই আজকের এই পোস্ট টা। শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়লে রোমানিয়া সম্পর্কে আশা করি অনেক তথ্য  জানতে পারবেন।


    রোমানিয়ান কিন্তু সিনজেন ভুক্ত না। মানে এটি সিনজেন এর বাহিরের কান্ট্রি। বাট যারা ভাবছেন যে রোমানিয়ান  গিয়ে  সেখান থেকে সিনজেন ভুক্তা দেশগুলোতে যাবেন তারা সেখানে যাওয়ার আশা ভুলে যান। কারণ হচ্ছে রোমানিয়া সিনজেন ভুক্ত নয়। সিনজেনের বাইরের দেশ থেকে সিনজেনভুক্ত দেশ গুলোতে ঢোকা অনেক কঠিন ব্যাপার। বর্ডার অনেক  কঠোর আইন অনেক নিয়ম কারণ চেকপোস্ট রয়েছে।একবার ধরা খেলে আপনাকে দেড় বছর জেলে থাকতে হবে।


    তারপরেও দুটি উপায়ে রোমানিয়া থেকে ইউরোপ এ ঢোকা যায়। একটা হচ্ছে লিগাল। যদি আপনি লিগাল উপায় রোমানিয়া থেকে ইউরোপ যেতে চান তাহলে রোমানিয়াতে 4/5 বছর থেকে সেখান থেকে টুরিস্ট ভিসা দিয়া ইউরোপে যেতে পারবেন। আরেটি হচ্ছে ইলিগ্যাল। এই উপায়ে দিতে গেলে মানুষের অনেক প্রাণের ঝুঁকি রয়েছে। তাই এই উপায়টা আপনি আপনাদেরকে বলছি না।


    মধ্যপ্রাচ্য থেকেও রোমানিয়া বেশি আয়

    কিন্তু রোমানিয়া খুব খারাপ দেশ না। অনেক সুন্দর দেশ, অনেক শান্তিপূর্ণ একটি দেশ। আপনারা যদি কাজ করতে চান তাহলে রোমানিয়ায় কাজ করলে মধ্যপ্রাচ্যের দেশগু থেকেও বেশি টাকা আয় করতে পারবেন। যেমন ধরুন সৌদি আরব, কাতার,দুবাই,মালয়েশিয়া,ভিয়েতনাম গুলো থেকেও আপনারা রোমানিয়াতে বেশি টাকা আয় করতে পারবেন।


    রোমানিয়াতে কোন কাজের চাহিদা বেশি

    রোমানিয়াতে  যে কাজগুলো চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন,ফ্যাক্টরি,ফার্নিচার,গ্যারেজ,গার্মেন্টস এ ধরনের কাজে চাহিদা বেশি। সবচেয়ে ফেমাস এবং পপুলার কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার। যেমন রেস্টুরেন্টে হোটেল বয় লাগে ওয়েটার লাগে বা কিচেন হেলপের লাগে। কিন্তু সব কাজের ক্ষেত্রে একরকম স্যালারি না।


    আরো পড়ুন: বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় | ইতালিতে বেতন কত?


    তবে এই দিনগুলোতে একটা শ্রমিক আইন আছে। শ্রমিক আইন বলতে এখানে ইমপ্লোয়ীদের সর্বনিম্ন বেতনের স্কেল রয়েছে। কোন মালিকপক্ষ চাইলেও সেই বেতন স্কেল এর নিচে শ্রমিকদের স্যালারি দিতে পারবে না। যদি কোন কোম্পানীর মালিক  সেই কোম্পানির কর্মচারী বা এমপ্লয়ীদের সেই বেতন স্কেলে নিয়েছে বেতন দেয় এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাকে জরিমানা গুনতে হবে পাশাপাশি সেই কোম্পানি বদনাম হয়।


    রোমানিয়া গার্মেন্টস কাজের চাহিদা

    রোমানিয়াতে গার্মেন্টস কর্মী হিসেবে নিয়োগ পেতে চান তাদের ক্ষেত্রে এবার সুবর্ণ সুযোগ আসছে। রোমানিয়াতে গার্মেন্টস কর্মীদের একেবারেই সংকট দেখা দিয়েছে তাই নতুন বছর উপলক্ষে গার্মেন্টস কর্মী হিসেবে রোমানিয়াতে যেতে চান তারা এবার একটি সুযোগ করে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যারা বিদেশের নিয়োজিত আছেন গার্মেন্টস কর্মী হিসেবে তাদের সুযোগ সুবিধা বেশি থাকবে। গার্মেন্টস কর্মীদের বেতন অন্যান্য দেশের তুলনায় বেশি রোমানিয়াতে পরিমাণে পাওয়া যায়


    এবং অন্যান্য দেশের তুলনায় গার্মেন্টস কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হয় যেমন যাতায়াত খরচ থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়িতে যাতায়াতের জন্য এক বছর পর পর এক মাস পর্যন্ত ছুটি সময় দেওয়া হয়ে থাকে এবং এর মধ্যে বিমান ভাড়া সহ অন্যান্য খরচ কম্পানি বহন করে থাকে


    রোমানিয়াতে গ্যারেজের কাজ

    বর্তমানে রোমানিয়াতে গ্যারেজের কাজগুলোতে চাহিদা বেশি আছে কেননা নতুন নতুন অনেক গ্যাস তৈরি হয়েছে এবং সমস্ত গেমসগুলো একেবারে কর্মী সংকট থাকার কারণেই বিদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। রোমানিয়াতে একজন কর্মীর বেতন আনুমানিক 90 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত সে তুলতে পারবে তবে এ ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে


    গ্যারেজ কর্মীদের সাধারণত গাড়ি পরিষ্কার সহ গাড়ি ঠিকঠাক রাখা এবং গাড়িতে বিভিন্ন ধরনের ত্রুটি থাকলে সেগুলো শারিয়াতুল্লাহ গ্যারেজ কর্মীদের কাজ। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই সমস্ত কোম্পানির মাধ্যমে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সরকারিভাবে অথবা বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে যেতে হবে


    রোমানিয়াতে ফার্নিচারের কাজ

    অন্যান্য কাজের মত রোমানিয়াতে ফার্নিচারের কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই যারা ফার্নিচার কর্মী হিসেবে রোমানিয়াতে কাজ করতে চান তাদের জন্য অনেক সুযোগ সুবিধাসহ ভালো পরিমাণ বেতন পাওয়া সম্ভব। এবং অন্যান্য কাজের তুলনায় এই কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন কোন কঠিন পরিশ্রম নেই বললেই চলে ফার্নিচারের কাজগুলোতে সহজে রুমের মধ্যে বসে ফার্নিচারের কাজ গুলো করতে পারবেন


    রোমানিয়াতে ফার্নিচারের কাজ গুলো করার জন্য নির্দিষ্ট একটি কোম্পানির অধীনে কাজ করতে হয় এবং ওই কোম্পানির অধীনে ফার্নিচার ভিসা আপনারা সংগ্রহ করতে পারবেন। এই ক্ষেত্রে বাংলাদেশের অনেক কোম্পানি রয়েছে যাদের মাধ্যমে আপনারা রোমানিয়াতে ফার্নিচারের কাজ করার জন্য সুযোগ-সুবিধা তৈরি করে নিতে পারবেন এ সমস্ত কোম্পানি গুলো সাধারণত বেসরকারি অথবা সরকারের এজেন্সির মাধ্যমে


    রোমানিয়া ডাইভিংয়ে কাজের চাহিদা

    রোমানিয়াতে ড্রাইভিং পদে প্রতিনিয়ত কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এ ক্ষেত্রে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে সে সমস্ত কোম্পানিগুলোতে ডাইভিং এর নিয়োগ বিজ্ঞপ্তি বেশি দেখা যাচ্ছে। তা ছাড়াও বিভিন্ন কোম্পানির গাড়ির জন্য অথবা বাসাবাড়ির গাড়ির জন্য পার্মানেন্ট ভাবে ড্রাইভার নিয়োগ চলছে রোমানিয়াতে বর্তমানে যে সমস্ত ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় রিনিউ করার সুযোগ না থাকার কারণেই ড্রাইভিং পদে কর্মী সংকট দেখা দিয়েছে


    রোমানিয়াতে ড্রাইভিং পদে কাজ করার জন্য অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকা লাগবে এবং সেইসাথে ড্রাইভিং লাইসেন্স থাকলেই রোমানিয়াতে ডাইভিংয়ে কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। রোমানিয়াতে ড্রাইভিং বিষয় কাজ করলে ভালো পরিবর্তন সম্ভব এক্ষেত্রে যারা এখন পর্যন্ত আছে তাদের ভাষ্য অনুযায়ী মাসে 1 লক্ষ থাকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব বলে জানা গিয়েছে


    রোমানিয়া ফ্যাক্টরিতে কাজের চাহিদা

    রোমানিয়ার ফ্যাক্টরি গুলোতে কাজের চাহিদা অন্যবারের চেয়ে এবার একটু বেশি দেখা যাচ্ছে এক্ষেত্রে রোমানিয়াতে ব্যাপকভাবে কর্মী সংকট দেখা দেওয়ার কারণেই এই কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত ভিসা গুলানের মেয়াদ চার বছর থেকে ছয় বছর পর্যন্ত তাই নতুন ভাবে আর মেয়াদ বারানো না হওয়ার কারণে কর্মী অনেকটাই ছাঁটাই হয়ে গিয়েছে। এক্ষেত্রে নতুনভাবে সুযোগ না নেয়ার কারণেই কর্মী সংকট দেখা দিয়েছে


    রোমানিয়ার ফ্যাক্টরিগুলো একেবারেই কর্মীসংখ্যা দেওয়ার কারনে নতুনভাবে ভিসা কার্যক্রম চালু করার কথা বলেছে রোমানিয়া সরকার তাই নতুন বছর উপলক্ষে ফ্যাক্টরি ভিসা ব্যাপকভাবে কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত সরকারি অথবা সরকারি এজেন্সি গুলো রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা রোমানিয়া ফ্যাক্টরি ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন


    রোমানিয়া ফুড প্যাকেজিং

    রোমানিয়া ফুড প্যাকেজিং কাজের চাহিদা অন্যান্য কাজের তুলনায় ভালো সুযোগ-সুবিধা রয়েছে এই ক্ষেত্রে তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই। সরাসরি আবেদন করে প্যাকেজিং এর কাজ করতে পারবে তবে এক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। অন্যান্য ভিসা জটিলতা থাকার কারণে অনেক সময় কাজ পাওয়া কঠিন হয়ে যায় তবে ফুটপাতে একেবারে সহজ ভাবে নিয়োগ নেওয়া যায়


    এবং এই কাজগুলোতে সাধারণ শ্রমিক বেশি লাগার কারণে প্রতিনিয়ত কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন কোম্পানি তৈরি হওয়ার কারণেই কর্মী সংকট দেখা দিয়েছে তাই যারা রোমানিয়াতে ফুট প্যাকেজিং কাজ করতে চান তারা চাইলে সরকারিভাবে বুয়েসেল অথবা বিএমইটি এর মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ভিসা নিয়ে রোমানিয়াতে প্রবেশ করতে পারবেন


    রোমানিয়া সর্বনিম্ন বেতন কত

    আর এই রোমানিয়াতে সর্বনিম্ন বেতন স্কেল হচ্ছে ৫০০$ ডলার। তার মানে এই নয় যে, সকল এর বেতন পাঁচশো ডলার অথবা প্রত্যেকটি কাজের 500 ডলার বেতন। কাজের ধরন বা কাজের স্কিল অনুযায়ী আপনার বেতন বাড়বে। কাজের স্কেল অনুযায়ী কারো কারো কারো  ৬শ,৭শ,৮শ,১হাজার ডলার ইনকাম হয়ে থাকে।


    আরো পড়ুন:   সৌদি আরবে কাজের ভিসা | সৌদি আরবের ভিসা কবে খুলবে


    যেমন ধরুন যাদের প্রিন্ট এর কাজ তাদের একটু স্যালারি বেশি। সেভেন হান্ড্রেড কারো এইট হান্ড্রেড ডলার। তার থেকেও বেশি পরিমাণে ইনকাম করা যায় রেস্টুরেন্টের কাজ করে এইখানে যদি আপনি ক্লিনিং ম্যান অথবা রেস্টুরেন্টের অন্যান্য কাজ করতে পারেন তাহলে ভালো পরিমাণ বেতন তুলতে পারবেন। বর্তমানে রোমানিয়াতে রেস্টুরেন্ট কাজের আগ্রহ বেশি এবং কর্মীদের সুযোগ সুবিধা বেশি দিয়ে থাকে


    সেখানে যারা জব করে তাদের ইনকাম 900 থেকে 1200 ডলার পর্যন্ত। তার জন্য বলি রোমানিয়া কিন্তু একবারে খারাপ দেশ না। এখানেও অনেক টাকা আয় করা যায় মধ্যপ্রাচ্যক দেশগুলো থেকেও যদি একটু কষ্ট করতে পারেন। সেই সাথে যদি বিনা স্কেলে কেউ কাজ করতে চাই তাহলে রোমানিয়া হবে তার জন্য সবথেকে বেস্ট জায়গা এবং কাজ পাওয়ার সহজ জায়গা


    রোমানিয়াতে সর্বোচ্চ বেতন কত

    রোমানিয়াতে একজন কর্মীর সর্বোচ্চ বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে সব কাজের ক্ষেত্রে কিন্তু বেতন একই রকম না এক্ষেত্রে কাজের অভিজ্ঞতার ওপর বেতন নির্ভর করে। মূলত যারা শ্রমিক ভিসায় সেখানে কাজে যায় তাদের বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন তোলা সম্ভব। এক্ষেত্রে ইলেকট্রিক, মেকানিক্যাল ড্রাইভিং সহ বিভিন্ন কাজের উপর ভালো পরিমাণ বেতন পাওয়া যায়


    বাংলাদেশ থেকে যারা কাজের ভিসা নিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে আগেই জেনে নিতে হবে যে কোন কাজগুলোতে কত বেতন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা অন্যান্য কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছি। তবে আপনি যদি ভালো একটা স্কিল ডেভলপ করে রোমানিয়া তে গিয়ে কাজে নিয়োজিত হতে পারেন তাহলে বেতন প্রতিনিয়ত বাড়তে থাকবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী কোম্পানিতে কাজ করার সুযোগ করে নিতে পারবেন


    পাশাপাশি আপনি যদি মনে করেন যে নিজে কাজ করবেন অথবা কোন কোম্পানির অধীনে কাজ করবেন সেই সুযোগও কিন্তু করে নিতে পারবেন এজন্য সবার মূলে প্রথম অবস্থায় আপনাকে একটি স্কিলডেভলপ করতে হবে। যেটা রোমানিয়াতে গিয়ে আপনাকে কাজ পেতে সহায়তা করবে


    ইউরোপের অন্যান্য দেশের মতোই রোমানিয়াতেও শ্রমিকদের বেতন প্রদান করা হয়ে থাকে। তাই আপনারা যারা কর্মী হিসেবে রোমানিয়ার বিভিন্ন কোম্পানিতে অথবা নিজে কোন কাজ করবেন তখন কিন্তু রোমানিয়াতে অন্যান্য দেশের মতোই আপনারা সুযোগ-সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু কোন ধরনের অভিজ্ঞতা লাগে না যেমন রেস্টুরেন্ট এবং ডেলিভারি বইয়ের কাজগুলো করার জন্য


    রোমানিয়াতে বেসিক বেতন কত

    রোমানিয়াতে একজন কর্মীর বেসিক বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকা। নরমালি কর্মী হিসেবে যারা রোমানিয়াতে কাজ করে তাদের বেতন আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত এভারেজ বেতন ধরা হয়ে থাকে। তবে আইটি রিলেটেড কাজ অথবা অন্যান্য কাজগুলোতে কিন্তু বেতন এর থেকে দ্বিগুন প্রদান করা হয়


    মূলত সফটওয়্যার কোম্পানিগুলোতে চাহিদা থাকার কারণেই বেতন বেশি দেওয়া হয়। তবে যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয় নিয়ে সেখানে কাজ করতে পারেন তাহলে বেতন অন্যান্য কাজের তুলনায় অনেকটাই বেশি পাবেন বর্তমানে রোমানিয়াতে এই কাজের চাহিদা অনেকটাই বেশি রয়েছে। প্রদান করা হচ্ছে


    বর্তমানে রোমানিয়াতে যারা কর্মী হিসেবে যেতে চাচ্ছেন তাদের বেতন আনুমানিক এভারেজ বেতন ১ লক্ষ ৬০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে আপনার কয়েকটি কাজ আছে যেমন ফুড ডেলিভারি বয় রেস্টুরেন্ট সহ আরো কয়েক ধরনের কাজ আছে যেগুলানের বেতন আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা থেকে মান্থলি ইনকাম করা যায়


    রোমানিয়াতে গার্মেন্টস কাজে বেতন কত

    রোমানিয়াতে গার্মেন্টস কাজে বেতন ১ লক্ষ ৩০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত তবে উচ্চপর্যায়ের কাজগুলোতে 1 লক্ষ 75 হাজার টাকায় প্রদান করা হয়। তবে নরমালি আর সাধারণ কর্মী হিসেবে রোমানিয়াতে কাজ করেন তাহলে বেতন কিন্তু আপনার এক লক্ষ বিশ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে


    তবে যদি গার্মেন্টসের অন্যান্য সেক্টরগুলোতে কাজ করেন সেখানে এক লক্ষ 50 হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয়। তবে এক্ষেত্রে আপনাকে স্ক্রিল যোগ্যতা পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখানো লাগে সে ক্ষেত্রে আপনাদের একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্ব বেশি দেওয়া হয়


    তবে রোমানিয়াতে যারা গার্মেন্টস সেক্টরের কাজ করছে এই ক্ষেত্রে আটঘন্টা পরিমাণ ডিউটি করা লাগে পাশাপাশি ওভারটাইম ও করার সুযোগ আছে পরবর্তীতে ওভারটাইম দুই ঘন্টা পর্যন্ত করে আপনারা 10 ঘন্টা পর্যন্ত কাজে নিয়োজিত থাকতে পারবেন তবে কোম্পানি কিন্তু অফার টাইমের সিস্টেম কিন্তু ভিন্ন রকম প্রদান করা হয়ে থাকে


    বর্তমানে রোমানিয়া ভিসার খবর

    বর্তমানে রোমানিয়ার সকল ভিসা কার্যক্রম চালু আছে এক্ষেত্রে টুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে যে কেউ রোমানিয়াতে প্রবেশ করতে পারবে। বর্তমানে গোটা বিশ্বব্যাপী করোনা মহামারী একেবারে শিথিল অবস্থায় রয়েছে এক্ষেত্রে যেকোনো কাজের ভিসা অথবা অন্যান্য ভিসা নিয়ে যে কেউ রোমানিয়া প্রবেশ করতে পারবেন। রোমানিয়াতে বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা ব্যবস্থা আগের মতোই স্বাভাবিক হয়েছে। এবং রোমানিয়াতে কর্মী সংকট থাকার কারণে নতুন বছর উপলক্ষে নতুন ভিসা কার্যক্রম চালু করবে বলে নিশ্চিত করেছে।


    তবে এখন সম্পূর্ণভাবে কিন্তু রোমানিয়ার সকল ভিসা কার্যক্রম আপাতত কঠিন হয়ে দাঁড়িয়েছে কেননা বর্তমানে রোমানিয়াকে ব্যবহার করে তৃতীয় রাষ্ট্রে প্রবেশ করার জন্য মূলত বাংলাদেশের কোড চাপ সৃষ্টি হয়েছে তাই এখন পর্যন্ত রোমানিয়া সরকার এ বিষয়ে একটি ক্লিয়ার সিদ্ধান্ত দেয় নি

    করণা মহামারীর কারণে প্রায় দীর্ঘ দেড় বছর থেকে দুই বছর যাবৎ বিভিন্ন দেশের ভিসা কার্যক্রম বন্ধ ছিল তারা অপেক্ষা করছিল এটি কবে শিথিল হবে সেটি অনেকাংশে কমে আসছে তাই রোমানিয়া যাওয়ার জন্য যাদের ইচ্ছা তারা ভিসা অফিসে যেয়ে যোগাযোগ করতে পারেন অথবা রোমানিয়া এম্বাসি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন তারা নতুন ভাবে আপডেট করেছে তাদের বিষয়গুলো



    আপনারা জেনে খুশি হবেন যে রোমানিয়া যে কোন কাজের ভিসা কিন্তু এখন বাংলাদেশের সরকার নিবন্ধিত যে সমস্ত এজেন্সি গুলো আছে সেই এজেন্সি গুলোর মাধ্যমেই ভিসা পাওয়া যাচ্ছে এক্ষেত্রে যদি আপনারা বৈধ উপায়ে রোমানিয়াতে গিয়ে কাজ করতে চান তাহলে বাংলাদেশ থেকে এখন যাওয়া সম্ভব


    বাংলাদেশ থেকে কিছুটা আগের তুলনায় খরচ বেড়েছে তবে বৈধভাবে যাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে এক্ষেত্রে আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেছি যে রোমানিয়াতে কোন কাজের চাহিদা বেশি এই বিষয়টি নিয়ে আমরা অন্যান্য বিষয় নিয়ে তুলে ধরব তাহলে চলুন আমরা অন্যান্য বিষয় সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নেই


    রোমানিয়া ভিসা সতর্কতাঃ

    রোমানিয়া এই যাওয়ার জন্য যেকোনো ধরনের ভিসা হাতে পাওয়ার পরে অবশ্যই অনলাইন থেকে তা চেক করে নিবেন অথবা যদি কোন দালালের মাধ্যমে নিয়ে থাকেন অথবা কোন ব্যক্তির মাধ্যমে যদি নিয়ে থাকেন তারপরেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে রোমানিয়ার ভিসা চেক করে নিবেন


    রোমানিয়া ভিসা নিয়ে অনেক ধরনের প্রতারণার শিকার হয়েছে তাই অবশ্য এই সমস্ত ভিসা কার্যক্রমের জন্য সরাসরি সরকারি নিবন্ধিত এজেন্সির সঙ্গে যোগাযোগ করে রোমানিয়াতে যাওয়ার চেষ্টা করবেন আর রোমানিয়া যাওয়ার জন্য কোন ধরনের অবৈধ কোন ব্যক্তির মাধ্যমে অবৈধ কোন পথে যাওয়ার চেষ্টা করবেন না তা না হলে আপনি বড় ধরনের ক্ষতির মধ্যে পড়তে পারেন


    8 মন্তব্যসমূহ

    1. হোটেলের ভিসা কত টাকা খরচ হবে?

      উত্তরমুছুন
    2. আমি রোমানিয়া যেতে চাই,,কাজ জানি গার্মেন্টস, এবং ডাইবিং,,,,,দয়া করে জানাবেন 01979808977

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আমি ও রোমানিয়া যেতে চাই wekding and fitting এর কাজের উপরে । বতর্মান বাংলাদেশে আমি 35000 হাজার টাকা পাই।

        মুছুন
    3. E-Print Company Work Convey Computer Plate Romania Visa can be issued,contacts no:01894279805

      উত্তরমুছুন
    4. আমি ওয়েল্ডিং এর কাজ করি 5 বৎসর যাবৎ আমি এখন রোমানিয়া ওয়েল্ডিং এর কাজের উপর যেতে চাই

      উত্তরমুছুন
    5. ধন্যবাদ আপনাদের কারণ
      আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারতেছি 👍

      উত্তরমুছুন

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment

    নবীনতর পূর্বতন