আজকে আমরা কথা বলব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তবে সেই হারে অভিজ্ঞ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কমই পাওয়া যাচ্ছে তাই অনেকের মধ্যেই প্রশ্ন জাগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত এবং এদের জব সেক্টর কোথায় এই নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে তাহলে চলুন পর্যায়ক্রমে দেখে নেয়া যাক টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত?
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত?
আজকে আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত। আপনারা অনেকেই জানেন না হয়তো আপনাদের আশেপাশের অনেক টেসটাইল ইঞ্জিনিয়ার আছে তাদের বেতন কত। আজকের আর্টিকেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের A টু Z সালারি সম্পর্কে জানব। আপনি টেক্সটাইলে পরেন লেখাপড়া শেষ করছেন। এখন আপনি জয়েন করবেন কিসে। কোম্পানি আপনাকে নতুন অবস্থায় জয়েন করাবে Management Trainee অথবা Assistant Executive.
Management Trainee সেলারি কত?
আপনি যদি Management trainee এ জয়েন হন তাহলে আপনি স্যালারি পাবেন 8 হাজার থেকে 12 হাজার টাকা। তবে এ ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞতার একটি ব্যাপার রয়েছে যদি আপনি দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে ম্যানেজমেন্ট ট্রেনিং হতে পারেন তাহলে অবশ্যই আপনার ডিমান্ড অন্যদের থেকে বেশি থাকবে তা অবশ্যই চেষ্টা করবেন দক্ষ এবং অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করা
Assistant executive সেলারি কত?
আর আপনি যদি assistant executive জয়েন করেন তাহলে আপনার সেলারি হবে 10 থেকে 20 হাজার। এক্ষেত্রে 0 থেকে 2 বছরের এক্সপেরিয়েন্স লাগবে। Assistant executive এ ভালো কাজ করলে আপনি প্রমোশন পেয়ে হবেন Executive। এখানে আপনার স্যালারি হবে 20-35k টাকা।এক্সপেরিয়েন্স দুই থেকে চার বছর। পরবর্তীতে আপনার এক্সপেরিয়েন্স এরপর এবং প্রমোশনের ভিত্তিতে বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বর্তমান বাজার অনুযায়ী অবশ্যই অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে
Senior executive বেতন
Executive এ ভালোভাবে কাজ করতে পারলে। 4 থেকে 7 বছরের এক্সপেরিয়েন্স হলে আপনি প্রমোশন পেয়ে Senior executive হবেন। সে ক্ষেত্রে আপনার বেতন হবে 35 থেকে 55 হাজার। তবে প্রত্যেক বছর বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন গার্মেন্টস সেক্টর গুলোতে সিনিয়র এক্সিকিউটিভ দের বেতন প্রত্যেক বছরই বৃদ্ধি করা হয়ে থাকে তাই সেই হিসাবে আপনি 35 হাজার টাকা থেকে শুরু করে 55 এবং 60 হাজার পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভাল অভিজ্ঞতা থাকা লাগবে।
Assistant manager এর বেতন কত
এরপর আসবে Assistant manager। এখানে আপনার ছয় থেকে আট বছরের এক্সপেরিয়েন্স লাগবে। সে ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন হবে 45 থেকে 65 হাজার। অন্যান্যদের মত তাদের বাৎসরিক ভাবে বেতন বাড়ানো হয়ে থাকে তাই প্রথম অবস্থায় 45000 টাকা থেকে শুরু করলে পরবর্তী বছরগুলোতে কে বেতন বাড়তে বাড়তে একপর্যায়ে 70 হাজার পর্যন্ত হতে পারে তবে সেইসাথে বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর ক্ষেত্রে।
Manager
এরপরে আসবে ম্যানেজার। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ম্যানেজারের বেতন 60 হাজার থেকে 1 লক্ষ টাকা। আপনার 6 থেকে 10 বছরের অভিজ্ঞতা হলে আপনি ম্যানেজার হতে পারবেন। তবে ম্যানেজার এর ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন অন্যান্য সেক্টরের মত ম্যানেজারের দায়িত্ব বেশি থাকে তাই অবশ্যই এই সেক্টরে অভিজ্ঞতা ছাড়া কখনোই সম্ভব নয় আর অভিজ্ঞতা থাকলে অবশ্যই বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
AGM/GM
এরপর আপনি একটি কোম্পানির AGM/GM হতে পারবেন। তার জন্য আপনার এক্সপেরিয়েন্স লাগবে 10 থেকে 20 বছর। আপনার বয়সের শেষকালে। সেক্ষেত্রে স্যালারি পাবেন এক লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত। সাথে গাড়ি। আর যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয় তার সাথে বাড়িও পাইতে পারেন। আপনার সবকিছুই থাকবে AGM/GM দের জন্য। তা ছাড়াও রয়েছে নানা রকমের সুযোগ সুবিধা যেমন যাতায়াত ভাড়া সহ ছেলেমেয়েদের পড়াশোনার অন্যান্য খরচ বাবদ আনুষঙ্গিক অনেক কিছুই দেওয়া হয়ে থাকে তবে সেই হিসাবে অবশ্যই 10 থেকে 20 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
এই ছিল আজকের পোস্ট আশা করি ভালো লেগেছে। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন