১৫ থেকে ২০ হাজারের মধ্যে ভালো মোবাইল ( গেমিং মোবাইল )

    ২০২২ সালের সেরা তিনটি গেমিং ডিভাইস ১৫ থেকে ২০ হাজারের মধ্যে


    আজকে আমরা আলোচনা করেছি 2023 সালে সবথেকে সেরা গেমিং ডিভাইস কোনগুলো এবং কোনগুলোতে আপনারা ভালো গেমিং পারফরম্যান্স পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আমরা এই আর্টিকেলের মধ্যে তুলে ধরেছি আশাকরি সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে বিস্তারিতভাবে আপনারা গেমিং ডিভাইস সম্পর্কে এবং তাদের দাম সম্পর্কে জানতে পারবেন


    ১৫ থেকে ২০ হাজারের মধ্যে ভালো মোবাইল 

    ১৫ থেকে ২০ হাজারের মধ্যে ভালো মানের মোবাইল গুলো আমরা এখানে আজকে বিস্তারিতভাবে অভার্ভিউ করেছি একটি মোবাইলে যে সমস্ত ফিচারগুলো ব্যবহার করা হয়েছে গেমিং এর জন্য খুবই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে তাই উক্ত ফোন গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এখানে তুলে ধরেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক ১৫ থেকে ২০ হাজারের মধ্যে ভালো মোবাইল 



    ২০২৩ সালের সেরা তিনটি গেমিং ডিভাইস 

    আমরা অনেকেই বর্তমান সময়ে গেম খেলে থাকি। আর এই বর্তমান যুগে গেমিং ইন্ডাস্ট্রি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। গেম খেলেও মানুষ এখন তাদের জীবিকা নির্বাহ করছে। তাই আজকে আমরা 2022 সালের 15 থেকে 20 হাজার টাকার মধ্যে সেরা তিনটি গেমিং ফোন সম্পর্কে জানব। এগুলো দিয়েছে যে শুধু গেম খেলতে পারবেন তা নয়। এগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি এবং এদের ব্যাটারি ব্যাকআপ ও অনেক ভালো। 

    তো চলুন শুরু করা যাক


    ডেক্সটপ নাকি ল্যাপটপ কোনটা নেওয়া ভালো


    Infinix Hot 11s

    আমরা সবাই জানি গেমিং এর জন্য একটা ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট কতটা প্রয়োজন। আর এই ফোনে পাচ্ছেন 99 হার্স এর একটি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে । 6 জিবি রেম এবং 128gb ইন্টার্নাল মেমোরি। তা ছাড়াও রয়েছে গেমিং এর জন্য পাওয়ারফুল চিপসেট মিডিয়াটেকের G88 প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালির G52 mc2। 


    এটি দিয়ে পাবজি গেম ৪০ fps এ খেলতে পারবেন এবং ফ্রী ফায়ার গেম আল্ট্রা সিটি খেলতে পারবেন।

    এই ফোনটা দিয়ে সুন্দর সুন্দর ছবি ওপরে তুলতে পারবেন। সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ফোনের পিছনের ক্যামেরা 50 মেগা পিক্সেলের  ট্রিপ ক্যামেরা। যেটা দিয়ে সর্বোচ্চ 2k রেজুলেশনের ভিডিও করতে পারবেন।তাছাড়াও সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। 

    আর গেম খেলার জন্য ব্যাটারি গিয়েছে   5000 মিলি এম্পিয়ারের বিগ ব্যাটারি। 

    ফোনটি আপনারা 15000 টাকার মধ্যেই অফিশিয়াল ভাবেই মার্কেট থেকে কিনতে পারবেন।


    Realme Narzo 30

    এই ফোনটিতে ও পাচ্ছেন আপনারা 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল মেমোরি আর ডিসপ্লেতেও থাকছে ৬.5 ইঞ্চি এর ৯০ হার্স রিফ্রেশমেন্টের আইপিএস ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের GG95 এবং GPU থাকছে মালি জি 76 mc4.


    ফোনটিক পিছনের  48 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে সেলফি তোলার জন্য থাকছে সিক্সটিন মেগা পিক্সাল এর ক্যামেরা। 


    আর  5000 মিলি এম্পিয়ারের  ব্যাটারি তো থাকছেই এবং থার্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং। 

    ফোনটি বাংলাদেশ মার্কেটে হাজার ১৯ থেকে ২০ হাজারের মধ্যে পাওয়া যাবে


    Poco M2 pro

    এই ফোনটিতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট 67 ইঞ্চি এর ফুল এইচডি রেজুলেশনের একটি পাংশুল ক্যামেরা যুক্ত ডিসপ্লে। সাথে থাকছে 6gb রেম এবং 64 জিবি রোম। পিছনের ক্যামেরায় পাবেন 48 মেগা পিক্সেলের কোয়াদ ক্যামেরা সেটআপ। এবং সামনে সেলফি ক্যামেরা 16 মেগা পিক্সেলের। সাথে থাকছে 5000 মিলি এম্পিয়ার এর ব্যাটারি এবং 33 ওয়ার্ডের সুপারফাস্ট চার্জিং স্পিড। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 17 হাজার টাকার মধ্যেদে


    এতক্ষণ যে উপরের তিনটি ডিভাইস নিয়ে আলোচনা করলাম তা খুবই গেমিং পারফরম্যান্স জন্য গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের ফোন বের হয়েছে সে ক্ষেত্রে কিন্তু গেমিং পারফরম্যান্স ভালো পাওয়া যায় না কিন্তু উপরের দেওয়ায় তিনটি ফোন কমদামের মধ্যে হলেও খুবই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে তাই উপরোক্ত ফোন গুলা নিয়ে আপনার গেমিং মোবাইল গুলো খুব ভালোমতো কাটাতে পারবেন


    গেমিং মোবাইল সংক্রান্ত তথ্য

    গেমিং মোবাইল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যাটারি পারফরমেন্সে পারফরম্যান্স বিবেচনা করবেন কারণ বর্তমানে যে সমস্ত গানগুলো প্লে করা হয় তা সাধারণত তিন দিন থেকে শুরু করে সর্বোচ্চ 7 জিবি পর্যন্ত দেখা যাচ্ছে তাই অবশ্যই ভালো রেম এবং ব্যাটারি পারফরম্যান্স ভালো এমন ফোন কেনার চেষ্টা করবেন এক্ষেত্রে গেম খেলার জন্য ভালো সুবিধা পাবেন এবং লংটাইম পারফরমেন্সের জন্য চার্জ ভালো থাকবে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন