৮ থেকে ১০ হাজারের মধ্যে স্মার্টফোন | এই দামের মধ্যে যেমন মোবাইল পাবেন

     ৮ থেকে ১০ হাজার মধ্যে স্মার্টফোনে যে ফিচারগুলো পাবেন

    ৮ থেকে ১০ হাজারের মধ্যে স্মার্টফোন


    ৮ থেকে ১০ হাজারের মধ্যে স্মার্টফোনে আমরা কি কি পেতে পারি সে সম্পর্কে আলোচনা করব। আমরা সবসময়ই কোন কিছু কেনার আগে সবদিকে বিবেচনা করে কিনবো কেন না এটা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে কেনা তার জন্য জেনে-বুঝে আমরা যে কোন জিনিস কিনব।


    ফোন কিনতে হলে ফোন সম্পর্কে আমাদের জানা অতি জরুরী। কেমন দামের মধ্যে কি কি পাওয়া যায় কেমন প্রসেসর, কেমন ডিসপ্লে, কেমন ক্যামেরা ইত্যাদিএগুলা কেমন হলে ভালো হয় তা জানা আমাদের জরুরী, এই সম্পর্কে আজকে আলোচনা, দেখে নি আমরা এমন দামের মধ্যে কি কি পেতে পারি।


    ৮ থেকে ১০ হাজারের মধ্যে স্মার্টফোনে যেমন ডিসপ্লে পাবেন

    যার কথা না বললেই নয়, ডিসপ্লে ছাড়া আমাদের কোন কিছুই করা সম্ভব নয় তার জন্য ডিসপ্লেটা আমাদের দেখে নেওয়া উচিত ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে আমার ডিসপ্লে পেয়ে যেতে পারে 6 ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি ইত্যাদি ডিসপ্লে রেজুলেশন এর উপর নির্ভর করে ভিডিও কেমন দেখাবে এর পারফর্মেন্স কেমন দেবে এগুলো। এই দামের মধ্যে আমরা HD+, FULL HD+ ডিসপ্লে পেতে পারি 720 পিক্সেল থেকে 1600\1640 পিক্সেল পর্যন্ত এই দামের মধ্যে এইচডি প্লাস ডিসপ্লে বেস্ট


    ৮ থেকে ১০ হাজারের মধ্যে স্মার্টফোনে 2024

    ৮ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে বাজারে বেশ কিছু ভালো মানের স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ফোন হলোঃ এই ফোনগুলো আপনি কম দামের মধ্যে নিলেও ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি পারফরমেন্স সেই সাথে গেমিং করতে পারবেন তাহলে চলুন মডেল গুলো দেখে নেয়া যাক

    • Samsung Galaxy A03 Core
    • Realme C21Y
    • Tecno Spark 8C
    • Nokia C20 Plus
    • Symphony i65

    Samsung Galaxy A03 Core

    • 6.5-inch HD+ PLS LCD display
    • Unisoc T618 processor
    • 2GB RAM + 32GB storage
    • 8MP rear camera + 5MP front camera
    • 5000mAh battery
    • Android 11 Go Edition
    • দাম: 9,399 টাকা

    Realme C21Y

    • 6.5-inch HD+ LCD display
    • Unisoc T618 processor
    • 4GB RAM + 64GB storage
    • 13MP rear camera + 5MP front camera
    • 5000mAh battery
    • Android 11 Go Edition
    • দাম: 9,950 টাকা

    Tecno Spark 8C

    • 6.6-inch HD+ IPS LCD display
    • Unisoc SC9863A processor
    • 2GB RAM + 32GB storage
    • 13MP rear camera + 8MP front camera
    • 5000mAh battery
    • Android 11 Go Edition
    • দাম: 8,790 টাকা

    Nokia C20 Plus

    • 6.5-inch HD+ LCD display
    • Unisoc SC9863A processor
    • 2GB RAM + 32GB storage
    • 8MP rear camera + 5MP front camera
    • 4950mAh battery
    • Android 11 Go Edition
    • দাম: 8,990 টাকা

    Symphony i65

    • 6.52-inch HD+ IPS LCD display
    • Unisoc SC9863A processor
    • 2GB RAM + 32GB storage
    • 13MP rear camera + 5MP front camera
    • 5000mAh battery
    • Android 11 Go Edition
    • দাম: 8,490 টাকা


    এছাড়া আরো অন্যান্য ব্র্যান্ডের মোবাইল গুলো পাওয়া যাচ্ছে তবে নয় হাজার টাকা থেকে শুরু করে আরো কম দামের ও পাবেন আবার ১০ হাজার টাকার উপরে গেলেও আরো ভালো পারফরমেন্সের আরো ভালো ফোন গুলো পাবেন

    ওয়াল্টন ব্যান্ডের ফোন গুলো অনেক ভাল চলছে বর্তমানে এক্ষেত্রে ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে আরো ভালো মানের স্মার্টফোন কিনতে পারবেন এই নিয়ে বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো


    ফোন কেনার আগে ফোন সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নেওয়া আমাদের অতি জরুরী |

    ৮ থেকে ১০ হাজারের স্মার্টফোনে যেমন ক্যামেরা পাবেন

    আমরা ফোন অনেক রকম কাজের জন্য কিনে থাকি তার মধ্যে একটি হচ্ছে ক্যামেরা, যা দিয়ে আমরা ছবি তুলি ভিডিও করি এবং ছবি, ভিডিও গুলো যেন ভালো লাগে দেখতে তার জন্য ক্যামেরাটা দেখে নেওয়া জরুরী ৮ থেকে ১০ হাজারের মধ্যে ফন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা মেন ক্যামেরা 13\12 মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিং হবে 1080 পিক্সেল

     

    ৮ থেকে ১০ হাজারের মধ্যে স্মার্টফোনে র‍্যাম

    র‍্যাম সম্পর্কে আমরা সচরাচর সবাই কম বেশি জানি, এটা ফোনের গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে র‍্যাম পেতে পারি 2GB, 3GB; 4GB এই দামের মধ্যে বেস্ট


    এই দামের মধ্যেই কেমন স্টোরেজ পাবেন 

    কারণ বর্তমান সময়ে ফোনের স্টোরেজ এর মাধ্যমে  ফোনের পারফরম্যান্স বিবেচনা করা যায় এবং ফোনের স্টোরেজ যত বেশি হবে পারফরম্যান্স ততই ভালো হবে তাহলে চলুন ৮ থেকে ১০ এরমধ্যে দেখে নেওয়া যাক কেমন পারফরম্যান্স আলা  স্মার্ট ফোন পাবেন

    ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে আমরা স্টোরেজ পেতে পারি 32 GB, 64 GB। স্টোরেজ যত বেশি হয় ততই ভালো। কেননা স্টোরেজে আমরা অনেক কিছু রাখতে পারি ছবি, গান, ভিডিও ইত্যাদি। যেগুলোর জন্য স্টোরিজ বেশি হওয়া প্রয়োজন

     

    কম দামের মধ্যে ভালো প্রসেসর 

    এটা ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ প্রসেসর যত ভালো হবে ফোন তত শক্তিশালী হবে। ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন মিডিয়াটেক হেলিও G 30,G35,G70 ইত্যাদি। 30 এর নিচে নেওয়া যাবেনা স্নাপড্রাগণ এর প্রসেসর এদের মধ্যে পাওয়া যাবে বলে মনে হয় না এই বাজেটের ফোন কিনতে চাইলে স্ন্যাপড্রাগন এর চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে

    প্যানেল টাইপ

    এই দামের মধ্যে পাওয়া যাবে IPS LCD, আই পি এস এল সি ডি ডিসপ্লে


     কিস্তিতে ওয়ালটন ফ্রিজের দাম

     অল্প দামের মধ্যে ভালো ব্যাটারি

    ব্যাটারি ফোনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ব্যাটারি ফোন কে সচল রাখে। ব্যাটারি ভালো হওয়া উচিত এই দামের মধ্যে ব্যাটারি পাওয়া যাবে 5000 এম্পিয়ার এবং 6000 এম্পিয়ার এবং চার্জার হিসেবে পাওয়া যাবে দশ ওয়াট চার্জার


    8 থেকে 10 হাজারের মধ্যে মোটামুটি ভালো অপারেটিং সিস্টেম পাবেন

    বর্তমানে প্রতিনিয়ত অপারেটিং সিস্টেম আপডেট হচ্ছে এবং তারা নতুন নতুন ফিচার নিয়ে বাজারে ছাড়ছে তাই কেউ বা কোন কোম্পানি এখন খারাপ মানের অপারেটিং সিস্টেম বা অল্ড ভার্শন দিতে চাচ্ছে না এটা সবসময়ই লেটেস্ট ভার্সন টা নিতে হয়। যেমন, এখন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 কিছুদিন আগে ছিল অ্যান্ড্রয়েড 10 ইত্যাদি | সুতরাং, সবসময় আপডেট সিস্টেমটা নিতে হবে


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন