টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন | বর্ণমালা সিম পাওয়ার উপায়

    টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

    বর্তমান সময়ে আমরা অনেকেই স্বল্পমূল্যে অনেক ধরনের ইন্টারনেট অফার এবং কম কলরেটে কথা বলতে চাই। আর এই সকল কথা চিন্তা করেই টেলিটক নিয়ে এসেছে তাদের বর্ণমালা সিম। এই সিমে অনেক ধরনের অফার রয়েছে। যে অফারগুলো শুধুমাত্র টেলিটকের বর্ণমালা সিম এই পাওয়া যায়



    তাই আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব টেলিটকের বর্ণমালা সিম সংগ্রহ করার পদ্ধতি নিয়ে এই সিমটি পাইতে হলে আপনাকে তাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলো সঙ্গে নিয়ে আপনাকে আবেদন করতে হবে এটি নেওয়ার জন্য এই বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি  তো চলুন দেখে আসি কিভাবে আপনারা এই বর্ণমালা সিম টি সংগ্রহ করবেন:


    টেলিটকের বর্ণমালা সিম সংগ্রহ করার পদ্ধতি

    বর্ণমালা সিম নিতে হলে আপনাকে টেলিটক সিম থেকে এসএমএস অথবা অনলাইনে আবেদন করতে হবে। যে সকল শিক্ষার্থী 2005 থেকে 2022 সালের মধ্যে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে। শুধুমাত্র তারা বর্ণমালা সিমের জন্য আবেদন করতে পারবে। সিমের মূল্য 100 টাকা। আবেদন করার পর ID এবং OTP নম্বর দেওয়া হয় যা দিয়ে আপনি সিমটি উত্তোলন করতে পারবেন। সিমটি উত্তোলন করার সময় অবশ্যই নিচের  জিনিসগুলো আনতে হবে


    টেলিটক বর্ণমালা সিম পাওয়ার উপায়

    টেলিটক বর্ণমালা প্যাকেজের সিমটি আপনাকে নিতে হলে তাদের দেওয়া রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে তারপরেই আপনি টেলিটক সিম টি হাতে পাবেন আর এই আবেদন প্রক্রিয়া আপনি দুই ভাবে করতে পারবেন এক অনলাইনের মাধ্যমে এবং অফলাইনে এর মাধ্যমে। নিচে আমরা কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা তুলে ধরা হয়েছে


    টেলিটক সিমের দাম কত ( বর্ণমালা, অপরাজিতা, আগামী, স্বাগতম, শতবর্ষ )


    টেলিটক বর্ণমালা সিম এর প্রয়োজনীয় কাগজপত্র

    টেলিটক বর্ণমালা সিম সহ অন্যান্য সিম রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই নিচের দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র গুলো সঙ্গে নিয়ে তারপরে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তা না হলে সিমের জন্য রেজিস্ট্রেশন সম্ভব হবে না 

    • টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
    • যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
    • যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
    • যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে । বর্ণমালা সিমটি চালু করে প্রথম ৫০টাকা রিচার্জে পাচ্ছেন যেকোন অপারেটরে ৫০ মিনিট, ৫০ এসএমএস (মেয়াদ ৩০দিন) ও ৫জিবি ডাটা,মেয়াদ ৩০দিন। রিচার্জকৃত টাকা একাউন্টে জমা হবে। 


    টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

    টেলিটক বর্ণমালা সিম দুইভাবে রেজিস্ট্রেশন করা যায় আর এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটা অনলাইন মাধ্যমে একটা অফলাইন এর মাধ্যমে তবে বর্তমানে অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে এটি টাইপ করে রেজিস্ট্রেশন করতে হবে মেসেজ অপশন নিচের দেওয়া সিস্টেম অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে


    BOR<space>SSC_board<space>roll<space>Year<space>Contact_no<space>cc_id and send to 16222.

     Example: BOR Dhaka 123456 2015 0155xxxxxxxxx 100



    অনলাইনে বর্ণমালা সিম  আবেদন করার নিয়ম

    টেলিটক সিম দুইভাবে আবেদন করা যায় এক অনলাইন এবং আপনার মোবাইলের এসএমএস এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে চাইলে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সঙ্গে নিয়ে আপনি বর্ণমালা সিমটি সংগ্রহ করার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন নিচে আমরা লিংক দিয়ে দিয়েছি


    bornomalateletalk.com.bd



    টেলিটকবর্ণমালা সিমের সুবিধা

    টেলিটক বর্ণমালা সিম চালু করলে ফ্রিতে পাবেন 50 মিনিট টকটাইম 50 টা এসএমএস এবং মেয়াদ থাকবে 30 দিন সাথে দুই জিবি ডাটা মেয়াদ 7 দিন টেলিটক বর্ণমালা সিমের যেকোনো নাম্বার এ থাকছে 24 ঘন্টা কল রেট 45 পয়সা/মিনিট অফার এবং 10 সেকেন্ড পালস এই সুবিধাটি রয়েছে আবার যে কোন নাম্বারে এসএমএস করতে মাত্র 30 পয়সা করে

    সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২২

    স্কিটো মিনিট অফার 2022


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন