বুয়েট ভর্তি পরীক্ষা 2022 (নতুন-আপডেট) বুয়েট ভর্তি পরীক্ষার সর্বনিম্ন যোগ্যতা কত?

    বুয়েট ভর্তি পরীক্ষা 2022 (নতুন-আপডেট) বুয়েট ভর্তি পরীক্ষার সর্বনিম্ন যোগ্যতা কত?

    বুয়েট ভর্তি পরীক্ষা 2022

    বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বিভিন্ন বিভাগে স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আপনাদের সামনে আলোচনা করব বুয়েট ভর্তি পরীক্ষা 2022 সম্পর্কে বিস্তারিত।

    বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ

    বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে যারা প্রিপারেশন নিচ্ছেন বুয়েট এডমিশন এর জন্য তারা পড়াশোনা চালিয়ে যান নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে নিচে তারিখ আপডেট করা হলো ঘোষণা করা হয়েছে 6 অক্টোবর 2022

    বুয়েট ভর্তি পরীক্ষার সর্বনিম্ন যোগ্যতা কত?


    আমরা অনেকেই বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমাদের জানা উচিত বুয়েট ভর্তি পরীক্ষার সর্বনিম্ন যোগ্যতা কত সে সম্পর্কে বিস্তারিত। বুয়েটে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জিপিএ 5.00 এর প্রয়োজন হবে। গণিত পদার্থ রসায়ন সাবজেক্ট নিলে 300 মধ্যে 270 মার্ক নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


    বুয়েট ভর্তি পরীক্ষা আবেদন পদ্ধতি?


    আজ আমরা আপনাদের সঙ্গে বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি সম্পর্কে যদি আপনার জানার প্রয়োজন থাকে তাহলে আপনি আমাদের থেকে সাহায্য পাবেন ইনশাআল্লাহ।

    1.www.buet.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

    2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে।

    3. ছবি এবং স্বাক্ষর লাগবে এটা জেপিজি ফরমেট হতে হবে।

    4. যদি ছবিও স্বাক্ষরের অস্পষ্টতা বিকৃতি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না।

    5. পরীক্ষার হলে আবেদনকারীর স্বাক্ষর মিলিয়ে দেখা হবে।


    বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন করার নিয়ম কি?


    আজকে আপনাদেরকে আমরা দেখাবো বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন করার নিয়ম কি স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করব।


    1. প্রথমত আবেদন ফরম টি প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে পূরণ করার পরে preview button এ ক্লিক করতে হবে।

    2. ক্লিক করার পর ছবি ও স্বাক্ষর সহ পূরণকৃত ফরম টি preview of application page এ দেখা যাবে।

    3. এ অবস্থায় যদি আপনি কিছু সংশোধন করতে চান তাহলে আপনাকে updated button এ ক্লিক করে তা বের করে নিতে হবে।

    4. সব তথ্য ঠিকঠাক থাকলে submit button এই ক্লিক করে তা submit করতে হবে।

    5. যতক্ষণ পর্যন্ত আপনি final submit button এ ক্লিক করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি পরিপূর্ণ হবে না।

    6. আবেদন সঠিকভাবে হলে একটি পেজ পাওয়া যাবে সেখানে পাঁচ অঙ্কের অ্যাপ্লিকেশন সিরিয়াল নং থাকবে এবং প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। পেজের নিচে (ডাউনলোড রিসিভ অফ অ্যাপ্লিকেশন বাটন) এ ক্লিক করতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে।



    বুয়েট ভর্তি পরীক্ষায় receipt of application ETSR চিহ্ন কি?


    আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বুয়েট ভর্তি পরীক্ষায় receipt of application ETSR চিহ্ন কি তা নিচে দেওয়া হল।

    E : GCE "O" লেভেল "A" লেভেল উত্তীর্ণ এবং যেকোনো শিক্ষাবোর্ড হতে উত্তীর্ণ হয়েছে এমন আবেদন কারি।

    T : ক্ষুদ্র জাতি-গোষ্ঠী ভুক্ত আবেদনকারী।

    S : হতে প্রাপ্ত তথ্য এর সাথে অমিল হলে ভাবে দরকারি তথ্য বোর্ড হতে প্রাপ্ত না হলে।

    R : ক্ষুদ্র জাতি গোষ্ঠী আবেদনকারী ক্ষেত্রে আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত তথ্যের অমিল হলে এবং আবেদনকারী তথ্য বোর্ড হতে পাপ্ত না হলে।


    বুয়েট ভর্তি পরীক্ষায় কতজন অংশগ্রহণ করবেন?


    আমরা হয়তো বুয়েট ভর্তি পরীক্ষায় কত জন অংশগ্রহণ করবেন এর সম্পর্কে অবগত নয়। আজকে আপনাদের জানাবো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য কতজন আবেদন করতে পারবে সে সম্পর্কে। বুয়েট ভর্তি পরীক্ষার জন্য মোট 24 হাজার জন শিক্ষার্থী আবেদন করতে পারবেন। যারা সংখ্যালঘু জাতি তাদের আবেদন করার যোগ্যতা থাকলে তাদের প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।


    বুয়েট পরীক্ষায় প্রার্থমিক সিলেকশন বিশাল সিলেবাস।


    আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বুয়েট পরীক্ষায় প্রার্থমিক সিলেকশন বিষয় ও সিলেবাস নিয়ে। বুয়েট পাঁচটি অনুষ্ঠানের মধ্যে দুইটি গ্রুপের অধীনে দুইদিনের চারটে সিপ্টে পরীক্ষা নির্বাচন করবেন।

    গ্রুপ এ : প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ বিষয় থাকবে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন ।

    গ্রুপ বি : প্রকৌশল বিভাগ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এবং বিষয় থাকবে গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন।


    বুয়েট প্রাথমিক পরীক্ষার নাম্বার বিন্যাস।


    আমরা অনেকেই বুয়েটে পরীক্ষা দিব কিন্তু আমরা জানি না বুয়েটে প্রাথমিক পরীক্ষার নাম্বার বিন্যাস কিভাবে করবে। আজকে আপনাদেরকে জানাবো এ সম্পর্কে বিস্তারিত।


    1. A এবং B গ্রুপের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

    2. এখানে 100 mcq থাকবে।

    3. পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 60 মিনিট।

    4. গণিত 34 মার্ক, পদার্থবিজ্ঞান 33, রসায়ন 33 মোট 100 মার্ক।

    5. প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক নির্ধারণ করা হয়েছে। 6. প্রতিটি ভুলের জন্য 25% কেটে নেওয়া হবে।

    7. ওয়েমার শিটে শুধুমাত্র কালো কালি বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হবে জেল কালি বা অন্য কোন কালি ব্যবহার করা যাবে না।

    8. ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি, জ্যামিতি বক্স, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।

    9. ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং আবেদন ক্রমিক নাম্বার লিখতে ভুল করলে উত্তর পত্র বাতিল হয়ে যাবে।


    বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন ফি কত 2022


    আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন ফি কত তা নিয়ে বিস্তারিত। আমরা যদি 2021 সালের দিকে তাকাই তাহলে দেখতে পাই ক এবং খ গ্রুপের জন্য 1000 টাকা এবং 1200 টাকা করে ফি নেওয়া হয়েছে। 2022 সালে আবেদন ফি কত নেওয়া হবে তা এখনো জানা যায়নি। আমরা জানার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাব ইনশা-আল্লাহ।




    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন