২০২৩ সালের এইচএসসি রেজাল্ট অনেক আগেই পাবলিশ করা হয়েছে এর মধ্যে যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে কবে নাগাদ নার্সিং ভর্তি পরীক্ষা হবে এবং নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কি কি এবং কোন সিলেবাস ভিত্তিক এবারে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মূলত এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি তাহলে চলুন দেখে নেয়া যাক নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে এবং কোন সিলেবাসের ভিত্তিতে হবে এবং কোন আসনে কতটি সিট ফাঁকা আছে।
নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে 2023
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষার আগামী ১৫ই মার্চ থেকে আবেদন শুরু হবে। ১৫ই মার্চ আবেদন শুরু হওয়ার পরে এপ্রিল মাসের মধ্যেই নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৫ মার্চ হতে আবেদন শুরু হবে।
পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশের পর এই আবেদন পত্র অনলাইন থেকে ডাউনলোড করার জন্য বিজ্ঞপ্তি অফিসিয়াল ভাবে তারা প্রদান করবে। এবং প্রবেশপত্র তোলার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ স্থান সহ বিষয়গুলো সেখানে উল্লেখ থাকবে।
নার্সিং ভর্তি পরীক্ষা পদ্ধতি
১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা (SSC/HSC ও এইচএসসি বা সমমান ৩০ সুতরাং মোট নম্বর 100+20+30=150)
নার্সিং ভর্তি পরীক্ষা
নার্সিং ও মিডওয়াইফারি ব্যাচেলর কোর্সের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 এপ্রিল 2022 এ শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে 11 টা পর্যন্ত।
সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য মোট 46 টি ইনস্টিটিউটে তাদের আসন সংখ্যা রয়েছে 2580 টি
বেসরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের জন্য সর্বমোট 204 ইনস্টিটিউট রয়েছে এবং তাদের সংখ্যা রয়েছে 9780 টি
বেসরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য সর্বমোট 28 টি ইনস্টিটিউট তাদের 950 সিট বরাদ্দ রয়েছে।
সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে জন্য 144 ইনস্টিটিউটে সর্বমোট তাদের আসনসংখ্যা বরাদ্দ রয়েছে 1050 টি
সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা
সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব 22 বছর। যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ থাকতে হবে 6 পয়েন্ট।
সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই এইচএসসি পরীক্ষা 2019 এবং 2020 সালে উত্তীর্ণ হতে হবে। এসএসসি এবং সমমানের পরীক্ষায় 2017 এবং 2018 সালে উত্তীর্ণ হতে হবে।
ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং চার বছরের জন্য বিজ্ঞান বিভাগে এসএসসি ও এসএসসি পরীক্ষায় 7 পয়েন্ট থাকতে হবে। তবে এসএসসি তে 3 পয়েন্ট এর কম হলে এবং এইচএসসি তে 3 পয়েন্ট এর কম হলে তার আবেদন গ্রহণ করা হবে না।
ডিপ্লোমা ইন নার্সিং যদি তিন বছরের জন্য করতে চাই তাহলে তার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জি পি এ থাকতে হবে 6 পয়েন্ট। এক্ষেত্রে যদি এসএসসি এবং এইচএসসিতে 2.50 এর কম পয়েন্ট থাকে তাহলে তাদের আবেদন গ্রহণ করা হবে না।
আমরা অনেক ছেলেরা নার্সিং এ পরীক্ষা দিব ভাবছি কিন্তু আমরা জানি না নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেদের কত শতাংশ নেয়া হয়। নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেদের আসন সংখ্যা থাকবে সরকারিতে 10 শতাংশ এবং বেসরকারী প্রতিষ্ঠান 20%। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে কোন পুরুষ আবেদন করতে পারবে না এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা | গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন সংখ্যা |গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ |
নার্সিং ভর্তি পরীক্ষার সিলেবাস
আমরা অনেকে নার্সিং পরীক্ষা দেবো কিন্তু আমরা নার্সিং পরীক্ষায় কি কি পড়তে হয় তার সম্পর্কে হয়তো অনেকেই জানিনা। আজকে আপনাদের বলব নার্সিং এর ভর্তি পরীক্ষা সিলেবাস সম্পর্কে। নার্সিং এর মধ্যে অনেক রকম ভাগ আছে। নার্সিং পরীক্ষা আর্স এবং সাইন্স থেকে দেওয়া যায়।আর হলে একরকম আর সাইন্স হলে অন্য রকম হয়।
আরো ভাগ আছে যেমন বিএসসি ডিপ্লোমা এমন। বিএসসি এদের জন্য কোশ্চেন প্যাটান অন্যরকম ডিপ্লোমা এর জন্য আরেক রকম।তাই আপনি আগে ঠিক করুন আপনি কেমন কি পড়তে চান। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে যে বিষয় গুলো পড়া লাগবে তা হল। গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি, সাধারণ বিজ্ঞান এবং বাংলা।
নার্সিং এ ছেলেদের কত শতাংশ নেয়
আমরা অনেক ছেলেরাই নার্সিং এ পরীক্ষা দিতে চাই। কিন্তু আমরা জানি না নার্সিং এ ছেলেদের কত শতাংশ নেই। আজকে আপনাদের বলব নার্সিং এ ছেলেদের কত শতাংশ নেই। সরকারি নার্সিং এ ছেলেদের কত শতাংশ এবং বেসরকারি তে নার্সিং এ ছেলেদের কত শতাংশ নেয় সে সম্পর্কে বিস্তারিত। নার্সিং এ ছেলেদের অনেক কম শতাংশ নেওয়া হয়। নার্সিং এ মেয়েদের কে বেশি নেওয়া হয়। নার্সিং এর ছেলেদের এতটাই কম নেই যারা এ সম্পর্কে খবর রাখেন শুধু তারাই কল্পনা করতে পারবেন। সরকারি নার্সিং 10% ছেলে নেয়। আর বেসরকারি নার্সিং এ 20 শতাংশ ছেলে নিয়ে থাকে।নার্সিং এ ছেলেদের কম শতাংশ নেওয়ার জন্য নার্সিং এ ছেলেদের চান্স কম হয়।
নার্সিং এ ভর্তি হতে কত টাকা লাগে
নার্সিং এ ভর্তি হতে কত টাকা লাগে এটা অনেকেই জানেন না। কিন্তু এ সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী আপনাদের জন্য আজকে আমরা নার্সিং এ ভর্তি হতে কত টাকা লাগে সে সম্পর্কে বিস্তারিত বলবো।
সরকারি নার্সিং এ কোর্স করতে খরচ কত
সরকারি নার্সিং কোর্স করতে কত খরচ হয় এই সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আজকে আপনাদেরকে সরকারি নার্সিং এর কোর্স করতে কত খরচ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বলবো। সরকারি নার্সিং কলেজ গুলো বিএসসি নার্সিং কোর্স করতে খরচ পড়ে আনুমানিক 1,00,000 থেকে 1,70,000 টাকার মতো। আর আপনি যদি বেসরকারি পর্যায়ে নার্সিং কলেজ গুলোতে পড়তে চান সে ক্ষেত্রে খরচ কমবেশি প্রতিষ্ঠানভেদে হয়ে থাকে। আর সরকারি কলেজগুলোতে ডিপ্লোমা ইন নার্সিং করতে কোন কোর্স ফি লাগে না।
বেসরকারি নার্সিং কোর্স করতে কত খরচ হয়
আমরা অনেকেই নার্সিংয়ে পড়তে চাই কিন্তু সরকারি নার্সিং এ চান্স না পাওয়ার জন্য আমরা বেসরকারি নার্সিং এ ভর্তি হয়ে থাকি। আমরা অনেকেই জানিনা বেসরকারি নার্সিং কোর্স করতে কত খরচ হয়। আজকে আপনাদের কে আমরা জানাবো বেসরকারি নার্সিং এ কোর্স করতে কত খরচ হয় সে সম্পর্কে। যদি আপনি বেসরকারি নার্সিং কলেজ গুলোতে পড়তে চান তাহলে আপনার চার বছরে খরচ হবে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো।
তবে একটা কথা আপনাদের জেনে রাখা জরুরি। বেসরকারি কলেজগুলোর প্রতিষ্ঠানভেদে খরচ কম বেশি হয়ে থাকে। যদি আপনি সরকারি কলেজগুলোতে ডিপ্লোমা ইন নার্সিং করতে চান তাহলে আপনার কোন কোর্স ফি লাগবে না। এটা সম্পূর্ণ ফ্রি।
বাংলাদেশের মোট কতটি নার্সিং ইনস্টিটিউট আছে
আমরা অনেকেই নার্সিং পরীক্ষা দিব কিন্তু আমরা বাংলাদেশের মোট কতটি নার্সিং ইনস্টিটিউট আছে সে সম্পর্কে জানিনা। কিন্তু এটা আমাদের জানা জরুরী। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো বাংলাদেশ মোট কতটি নার্সিং ইনস্টিটিউট আছে সে সম্পর্কে। বাংলাদেশের মোট নার্সিং ইনস্টিটিউট আছে 98 টি। তার মধ্যে সরকারি নার্সিং ইনস্টিটিউট আছে 43 টি। স্বায়তশাসিত নার্সিং ইনস্টিটিউট আছে 1 টি। বেসরকারি নার্সিং ইনস্টিটিউট রয়েছে 54 টি।
সরকারি নার্সিং কলেজের তালিকা
আমরা অনেকেই সরকারি নার্সিং কলেজে পড়বো এ আসা মনের মধ্যে বেঁধে রাখি। আমরা অনেকেই জানিনা সরকারি নার্সিং কলেজের নামগুলো। আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো সরকারি নার্সিং কলেজের তালিকা নিয়ে।
মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে | মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস |
সরকারি বিএসসি নার্সিং কলেজ কতটি?
সরকারি বিএসসি নার্সিং কলেজ কতটি সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। আজকে আপনাদের সে সম্পর্কে বিস্তারিত বলবো। সরকারী বেসিক বিএসসি নার্সিং কলেজ 7 টি মোট আসন সংখ্যা 700 টি
1. ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। 100
2. ময়মনসিংহ নার্সিং কলেজ, ময়মনসিংহ। 100
3. রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী। 100
4. চট্রগ্রাম নার্সিং কলেজ, চট্রগ্রাম। 100
5. রংপুর নার্সিং কলেজ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর। 100
6. সিলেট নার্সিং কলেজ, এমএজি ওসমানী, সিলেট। 100
7. বরিশাল নার্সিং কলেজ, শের-ই- বাংলা ,বরিশাল। 100
এছাড়া বর্তমানে বেগম ফজিলাতুন্নেসা নার্সিং কলেজ এ বং আর্ম ফোর্স নার্সিং কলেজে ও 15 টি বেসরকারি নার্সিং কলেজেও বেসিক বি.এস.সি প্রোগ্রাম চালু আছে।
সরকারি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কলেজের সংখ্যা কত
সরকারি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কলেজ কতটি এবং তার আসন সংখ্যা এবং কলেজগুলোর নাম সঙ্গে বিস্তারিত আলোচনা। সরকারী পোস্ট-বেসিক বিএসসি নার্সিং কলেজ 4 টি যার আসন সংখ্যা 500 ।
1. সেবা মহাবিদ্যালয়,, মহাখালী, ঢাকা। 125
2. ফৌজদারহাট নার্সিং কলেজ,, চট্টগ্রাম। 125
3. বগুড়া নার্সিং কলেজ,, শজিরমেকহা, বগুড়া। 125
4. খুলনা নার্সিং কলেজ,, খুলনা। 125
সেবা পরিদপ্তরের ও শাসনাধীন নার্সিং ইনস্টিটিউট কতটি
বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তরের ও শাসনাধীন নার্সিং ইনস্টিটিউট কতটি । মোট কতটি ইনস্টিটিউট আছে, মোট আসন কতটি এবং ইনস্টিটিউট এর নাম গুলো সহ বিস্তারিত আলোচনা। বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তরের প্রশাসনাধীন ইনস্টিটিউট সংখ্যা মোট 43 টি । মোট আসন হল 1,550 টি।
1. নার্সিং ইনস্টিটিউট, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। আসন ... 50 টি।
2. নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা। আসন ... 50 টি।
3. নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর। আসন ... 50 টি।
4. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, খুলনা। আসন ... 50 টি।
5. নার্সিং ইনস্টিটিউট, মেহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া। আসন ... 50 টি।
6. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, দিনাজপুর। আসন ... 50 টি।
7. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল,
নোয়াখালী। আসন . 50 টি।
8. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, পাবনা। আসন ... 50 টি।
9. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, যশোর। আসন ... 50 টি।
10. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া। আসন ... 50 টি।
11. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, টাংগাইল। আসন ... 50 টি।
12. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, রাংগামাটি। আসন ... 50 টি।
13. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, পটুয়াখালী। আসন ... 50 টি।
14. নার্সিং ইনস্টিটিউট, জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ। আসন ... 30 টি।
15. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মুন্সিগঞ্জ। আসন ... 30 টি।
16. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা। আসন ... 30 টি।
17. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাগুরা। আসন ... 30 টি।
18. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কক্সবাজার। আসন ... 30 টি।
19. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মৌলভী বাজার। আসন ... 30 টি।
20. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, শেরপুর। আসন ... 30 টি।
21. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাপাই-নবাবগঞ্জ। আসন ... 30 টি।
22. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জয়পুরহাট। আসন ... 30 টি।
23. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, সাতক্ষীরা। আসন ... 30 টি।
24. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঠাকুরগাঁ। আসন ... 30 টি।
25. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, রাজবাড়ী। আসন ... 30 টি।
26. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। আসন ... 30 টি।
27. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ফেনী। আসন ... 30 টি।
28. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বাগেরহাট। আসন ... 30 টি।
29. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কুড়িগ্রাম। আসন ... 30 টি।
30. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ভোলা। আসন ... 30 টি।
31. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নেত্রকোণা। আসন ... 30 টি।
32. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, গোপালগঞ্জ। আসন ... 30 টি।
33. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাদারীপুর। আসন ... 30 টি।
34. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পিরোজপুর। আসন ... 30 টি।
35. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বরগুনা। আসন সংখ্যা=৩০
36. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নওগাঁ। আসন... 30 টি।
37. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নীলফামারী। আসন ... 30 টি।
38. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পঞ্চগড়। আসন ... 30 টি।
39. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কিশোরগঞ্জ। আসন ... 30 টি।
40 নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জামালপুর। আসন ... 30 টি।
41. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঝিনাইদহ। আসন ... 30 টি।
42 নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাঁদপুর। আসন ... 30 টি।
43. নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, হবিগঞ্জ। আসন ... 30 টি।
বেসরকারি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট কতটি
বেসরকারি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট মোট কতটি। বেসরকারি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট এ আসন সংখ্যা কতটি । কলেজগুলো কোথায় অবস্থিত কোন কলেজে কতটি আসন আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। বেসরকারীতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স চালু ইনস্টিটিউট মোট 39 টি । মোট আসন 1,520 টি।
1. বিএ সিদ্দিকী নার্সিং ইনস্টিটিউট, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকা। আসন ... 50 টি।
2. কুমুদিনি নার্সিং ইনস্টিটিউট, মির্জাপুর, টাংগাইল। আসন ... 50 টি।
3. জহুরুল ইসলাম নার্সিং ইনস্টিটিউট, বাজিতপুর, কিশোরগঞ্জ। আসন ... 50 টি।
4. নার্সিং ইনস্টিটিউট, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল, রাজশাহী। । আসন ... 20 টি।
5. নার্সিং ইনস্টিটিউট, খ্রিষ্টিয়ান হাসপাতাল, চন্দ্রঘোনা। । আসন ... 30 টি।
6 সিআরপি নার্সিং ইনস্টিটিউট, চাঁপাইন, সাভার, ঢাকা। । আসন ... 40 টি।
7. খাজা ইউনুস আলী মেঃ কঃ হাঃ নার্সিং ইনস্টিটিউট, এনায়েতপুর, সিরাজগঞ্জ। । আসন ... 50 টি।
8. ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, ঝিলটুলি, ফরিদপুর। । আসন ... 40 টি।
9. শহীদ মনসুর আলী নার্সিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা। । আসন ... 20 টি।
10. ফাতেমা নার্সিং ইনস্টিটিউট, আদ্-দ্বীন হাসপাতাল, মগবাজার, ঢাকা। । আসন ... 50 টি।
11. আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট, যশোর। । আসন ... 30 টি।
12. সাফিনা নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়া। । আসন ... 30 টি।
13. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাঃ নার্সিং ইনস্টিটিউট, রাজশাহী। । আসন ... 80 টি।
14. নর্থ ইস্ট নার্সিং ইনস্টিটিউট, তেলিহাওড়, সিলেট। । আসন ... 70 টি।
15. নার্সিং ইনস্টিটিউট, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল। আসন ... 20 টি।
16. খ্রিষ্টিয়ান হেলথ প্রজেক্ট নার্সিং ইনস্টিটিউট, জয়রামকুরা, হালুয়াঘাট, ময়মনসিংহ। । আসন ... 20 টি।
17. নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল, উত্তরা, ঢাকা। । আসন ... 25 টি।
18. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, আগ্রাবাদ, চট্টগ্রাম। । আসন ... 25 টি।
19. নার্সিং ইনস্টিটিউট, সেন্ট্রাল হাসপাতাল, গ্রীণ রোড, ধানমন্ডি, ঢাকা। । আসন ... 20 টি।
20. টিএমএমসি নার্সিং ইনস্টিটিউট, তারগাছ, বোর্ড
বাজার, গাজীপুর। । আসন ... 50 টি।
21. গ্রীণ লাইফ হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা । আসন ... 40 টি।
22. টিএমএসএস নার্সিং কলেজ, ঠেঙ্গামারা, বগুড়া। । আসন ... 50 টি।
23. ইষ্ট ওয়েষ্ট নার্সিং ইনস্টিটিউট, তুরাগ, ঢাকা। । আসন ... 40 টি।
24. গ্রামীণ ক্যালিডোনিয়ান কলেজ অব নার্সিং, মিরপুর, ঢাকা । আসন ... 50 টি।
25. ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর, ঢাকা। । আসন ... 50 টি।
26. রংপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, ধাপ, রংপুর । আসন ... 50 টি।
27. ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স,জিয়া হাট ফাঃ হাঃ, উপশহর, দিনাজপুর। । আসন ... 50 টি।
28. সিএসএস নার্সিং ইনস্টিটিউট, তিলক, রূপসা, খুলনা।। আসন ... 30 টি।
29. জিএমআর নার্সিং ইনস্টিটিউট, সোনডাঙ্গা, খুলনা। । আসন ... 30 টি।
30. বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং (বিজিসি ট্রাস্ট), চন্দনাইশ, চট্টগ্রাম । আসন ... 50 টি।
31. বেগম রাবেয়া খাতুন চৌ: নার্সিং কলেজ, পাঠানটুলা, সিলেট । আসন ... 30 টি।
32. জেমিসন রেডক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, ৩৯৫ আন্দরকিল্লা। আসন ... 50 টি।
33. ঢাকা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউ, ওয়ারলেস গেট, মগবাজার, ঢাকা। আসন ... 30 টি।
34. কমিউনিটি বেসড নার্সিং ইনস্টিটিউট, ময়মনসিংহ । আসন ... 50 টি।
35. পাবনা কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, বিঞ্চপুর, সাঁথিয়া, পাবনা। আসন ... 40 টি।
36. শাহ মখদুম নার্সিং ইনস্টিটিউট, খড়খড়ি, বোয়ালিয়া, রাজশাহী। আসন ... 30 টি।
37. প্রাইম নার্সিং কলেজ, রংপুর। আসন ... 40 টি।
38. ল্যাম্ব নার্সিং ইনস্টিটিউট, পার্বতীপুর, দিনাজপুর। আসন ... 50 টি।
39. কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা। আসন ... 40 টি।
একটি মন্তব্য পোস্ট করুন