বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ | বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার (নাবিক ও এমওডিসি)

    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ | বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার

    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২

    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নতুন সার্কুলার আজকে প্রথম প্রকাশিত হয়েছে  তাদের মেন অফিশিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে তা প্রকাশ করা হয়েছে। নাবিক এবং এমওডিসি পদে অনির্দিষ্ট  সংখ্যক লোক নিয়োগের কথা বলা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ ও নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও আপনারা পিডিএফ আকারে পাবেন।


    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার 2022(নাবিক ও এমওডিসি)

    আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 17 ফেব্রুয়ারি 2022 তারিখ হতে। বাংলাদেশ নৌ বাহিনী নিয়োগে আপনিও যোগ দিতে পারেন। তাই আজকে আমরা কথা বলবো আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে তাহলে চলুন জেনে আসি বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ 2022 সম্পর্কে নাবিক এবং এমওডিসি  পদ নিয়ে বিস্তারিত।


    বাংলাদেশ নৌবাহিনী আবেদন | বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার 2022

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যুদ্ধ শাখার একটি বাহিনী হল নৌ বাহিনী। এটা গঠন করা হয়েছিল 1971 সালে। বাংলাদেশের প্রায় 1 লক্ষ 18,000 আটশত 13 বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চল রয়েছে এবং গুরুত্বপূর্ণ  বিশেষ বন্দর রয়েছে। এই সমস্ত অঞ্চল গুলোতে বাংলাদেশ  নৌ বাহিনী এসব অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।


    আজ 17 তারিখ ফেব্রুয়ারি  2022 হতে  এই বাহিনীতে পুরুষ এবং মহিলা নাবিক ও এমওডিসি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 তা প্রকাশ করা হয়েছে। যারা এসএসসি পাস  বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ হতে পারবেন। 


    উল্লেখ্য যে মহিলারা নাবিক পদে এবার  জনবল নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে অর্থাৎ মহিলা আবেদন কারীদের আবেদন করার এখানে প্রয়োজন নাই শুধু নাবিক পদের জন্য।


    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ প্রয়োজনীয় তথ্যাবলী

    বাহিনী নাম: বাংলাদেশ নৌ বাহিনী

    পদ নাম: নাবিক ও এমওডিসি

    বাস:B-2022

    শূন্য পদ সংখ্যা: অনির্দিষ্ট

    চাকরির ধরন: ফুলটাইম

    কর্মস্থল: হতে পারে বাংলাদেশের যেকোনো স্থানে

    কিভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে

    আবেদন ফি: 200 টাকা

    আবেদন শুরু: 17 ফেব্রুয়ারি হতে 2022

    আবেদনের শেষ তারিখ: 7 মার্চ 2022

    তাদের হেল্পলাইন:+8801707609017

    ইমেইল অ্যাড্রেসjoinnavy@unlocklive.com

    অফিসিয়াল ওয়েবসাইট: joinnavy.navy.mil.bd


    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ pdf |নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার pdf

    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এর পিডিএফ ফাইল আকার এখানে প্রকাশ করা হয়েছে আপনারা যারা পিডিএফ ফাইল খুঁজছেন তাদের জন্য এই লিংকের মাধ্যমে প্রবেশ করলে আপনি পিডিএফ ফাইল টি ডাউনলোড করতে পারবেন PDF FILE DOWNLOD


    পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022


    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2022 এবং শিক্ষাগত যোগ্যতা

    • শাখা: (কমিউনিকেশন ও টেকনিক্যাল,সিম্যান) জিপিএ 3.50  থাকা লাগবে এবং বিভাগ বিজ্ঞান বিভাগে হতে এসএসসি সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে।
    • মেডিকেল: জীববিজ্ঞান বিষয়ের জন্য নূন্যতম 3.50 GPA লাগবে এই সাবজেক্টের উপর।
    • কুক ও স্টুয়ার্ড : ন্যূনতম 2.50 এবং এসএসসি সমমান পরীক্ষায় পাশ থাকা লাগবে
    • টোপাস: শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস হলেই  আবেদন করা যাবে

    বাংলাদেশ নৌবাহিনী আবেদন | শারীরিক  যোগ্যতা ন্যূনতম যা লাগবে

    1. সিম্যান : 5 ফুট 6 ইঞ্চি
    2. পেট্রোলম্যান :  5 ফুট 8 ইঞ্চি
    3. অন্যান্য শাখা: 5 ফুট 4 ইঞ্চি
    4. এমওডিসি (নৌ): 5 ফুট 6 ইঞ্চি
    5. বুকের মাপ:  30 থেকে 32 ইঞ্চি  সম্প্রসারণ 2 ইঞ্চি থাকা লাগবে
    6. ওজন এবং বয়স উচ্চতা অনুসারে হিসাব করা হবে

    বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগের জন্য অন্যান্য যোগ্যতা থাকা লাগবে

    বাংলাদেশ সেনাবাহিনী 2022 নিয়োগের জন্য আপনার অন্যান্য যোগ্যতা থাকা লাগবে এ সম্পর্কে জেনে

    নিন চলুন এবং আবেদন করতে হলে আপনার এই সমস্ত যোগ্যতা অবশ্যই থাকা লাগবে


    জাতীয়তা: বাংলাদেশি

    সাঁতার:  অবশ্যই সাঁতার জানা লাগবে

    বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে

     বয়স: একে জুলাই 2022 তারিখে নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর বয়স হতে হবে এবং

    এমওডিসি পদের জন্য 17 থেকে 22 বছর হতে হবে


    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার (নাবিক ও এমওডিসি)

    বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ | বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ সার্কুলার (নাবিক ও এমওডিসি)






    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন