পাসপোর্ট কিভাবে করতে হয় | পাসপোর্ট করার নিয়ম ২০২২ | পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র।

    পাসপোর্ট কিভাবে করতে হয় | পাসপোর্ট করার নিয়ম ২০২২ | পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র।

    পাসপোর্ট কিভাবে করতে হয়

    আমরা যারা পাসপোর্ট করতে চাই তারা অনেকেই জানেনা পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পাসপোর্ট কিভাবে করতে হয় তা নিয়ে। যদি আপনি অফলাইনে পাসপোর্ট এর আবেদন করতে চান তাহলে পাসপোর্ট এর অফিসে গিয়ে আপনাকে টাকা জমা দিয়ে আসতে হবে। পাসপোর্ট এর টাকা দেওয়ার জন্য একটি সিরিজ দেওয়া হয়ে থাকে তারপরে সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে সিলেটসহ টাকা দিতে হয়। যে এলাকার অফিস থেকে পাসপোর্ট করা হয় সেখানে টাকা দিলে বেশি ভালো হয়।


    পাসপোর্ট কি?


    বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট একটি দলিল হিসেবে কাজ করে। সেখানে বোঝায় যে ভ্রমণকারী একটি নির্দিষ্ট দেশ আছে এবং সে কোন দেশের নাগরিক কিন্তু কিছু সময়ের জন্য তিনি অন্য দেশে ঘুরতে বা অন্যান্য কাজে এসেছেন।


    বাংলাদেশের পাসপোর্ট অফিস বা দূতাবাস থেকে পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। পাসপোর্টে আকারে ছোট হলেও এর মধ্যে আপনার সকল প্রকারের তথ্য দেওয়া থাকে। বাংলাদেশের পাসপোর্ট এর মাধ্যমে একমাত্র ইসরাইল ছাড়া সকল দেশে যাওয়া যায়।


    পাসপোর্ট কয় প্রকার?


    পাসপোর্ট কয় প্রকার এটা আমরা হয়তো অনেকেই জানি না আজকে আপনাদের এ সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। পাসপোর্ট তিন ধরনের হয়ে থাকে।

    1. হাতে লেখা পাসপোর্ট

    2. ই-পাসপোর্ট

    3. মেশিন রিডেবল পাসপোর্ট


    হাতে লেখা পাসপোর্ট।


    কিছু কিছু দেশে এখন ও হাতে লেখা পাসপোর্ট এর প্রচলন আছে। তবে বাংলাদেশ থেকে 2015 সালের পর হাতের লেখা পাসপোর্ট ইস্যু করা হয় না। হাতের লেখার বদলে নিয়ে এসেছে মেশিন রিডেবল পাসপোর্ট সিস্টেম।


    সৌদি আরবে কাজের ভিসা ২০২২ | সৌদি আরবের ভিসা কবে খুলবে


    পাসপোর্ট আবেদন।


    পাসপোর্ট আবেদন দুই রকম ভাবে করা হয়ে থাকে। সাধারণ এবং জটিল। আবেদনের ধরনের ওপর পাসপোর্ট করতে কত খরচ হবে তা নির্ভর করে থাকেন।



    পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়?


    আপনারা অনেকেই এই প্রশ্নটা করে থাকেন পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়ে থাকে। আজকে আপনাদের সম্পর্কে বিস্তারিত বলবো। আপনি যদি সাধারণ পাসপোর্ট করতে চান তাহলে আপনার  ফি লাগবে 4,025 টাকা। এটাতে 21 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে পারেন।


    যদি আপনি নিজে করেন তাহলে 40 থেকে 50 দিন সময় লেগে যায় এবং ভাগ্য ভালো থাকলে আগে পেয়ে যাবেন। আপনি জরুরী জরুরী পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে ফি দিতে হবে 8625 টাকা। এখানে দুই দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন আর নিজে করলে 10 থেকে 15 দিন সময় লেগে যেতে পারে।


    পাসপোর্ট করার নিয়ম ২০২২


    আমরা অনেকেই পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে অবগত নয় তাদের উদ্দেশ্যে আমাদের এই লেখাগুলো। আপনি যদি পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে যে নিয়মাবলী গুলো মানতে হবে তা নিচে দেওয়া হল।

    1. ফি জমা দিতে হবে।

    2. প্রয়োজনীয় সকল কাগজপত্র লাগবে।

    3. পাসপোর্ট আবেদন ফরম।

    4. সত্যায়িত করা।

    5. পাসপোর্ট অফিসে আবেদন ফরম জমা দেওয়া।

    6. পুলিশ ভেরিফিকেশন।

    7. পাসপোর্ট স্ট্যাটাস চেক করা।

    8. পাসপোর্ট সংগ্রহ করা।


    দুবাই কাজের ভিসা ২০২২ | দুবাই ভিসা ২০২২ আজকের খবর



    পাসপোর্ট এর কাগজপত্র সত্যায়িত করা।


    পাসপোর্ট এর কাগজপত্র কিভাবে সত্য এটা করতে হয় কারা সত্যায়িত করতে পারে সে সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল। আবেদন ফরমের সাথে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন বা নাগরিক সনদের ফটোকপি একসঙ্গে নিতে হবে। তারপর ফরমের সেট দুটি পাসপোর্ট অফিসের যে কোন কারো থেকে সত্যায়িত করে নিতে হবে।


    যারা পাসপোর্ট এর কাগজপত্র সত্যায়িত করতে পারবেন তারা হলেন। সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরগণ, ডেপুটি মেয়র, গেজেটেড কর্মকর্তা।

    এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যায়িত করতে পারবেন। জাতীয় বেতন স্কেলের সপ্তম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগন সত্যায়িত করতে পারবেন।


    পাসপোর্ট করার টাকা জমা নেওয়া হয় যে ব্যাংক ত্র।


    পাসপোর্ট করার টাকা জমা নেওয়া হয় কোন কোন ব্যাংকে তা আজকে আলোচনা করব।

    সোনালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ওয়ান ব্যাংক, ওয়ান ব্যাংক। এসকল ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়া হয়।


    পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র।


    পাসপোর্ট করতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় তা সম্পর্কে নিচে দেওয়া হল।

    1. পাসপোর্ট ফরম পূরণকৃত দুই কপি।

    2. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

    3. জন্ম নিবন্ধন/ন্যাশনাল আইডি কার্ড/স্মার্ট কার্ড সত্যায়িত ফটোকপি।

    4. পেশাগত সনদের সত্যায়িত ফটোকপি।

    5. যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সরকারি আদেশ প্রয়োজন হয়।

    6. নাগরিক সনদপত্র ফটোকপি।

    আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে সবকিছু ভালোভাবে দেখে নেওয়া এবং মূল কপি নিজের কাছে রাখা।


    পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম।


    আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে তা দেখে নিতে পারেন। www.passport.gov.bd এখানে গিয়ে আপনার আইডি পাসপোর্ট এর ছবি তারপর আপনাকে যে রশিদ দিয়ে দেওয়া হবে সেখানে লিখা থাকবে এবং জন্মতারিখ দিতে হবে তারপর আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারেন।


    পাসপোর্ট সংগ্রহ করা।


    যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সাত দিন বা 20 30 দিনের মধ্যে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট করার সম্পূর্ণ হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অথবা আপনি চাইলে অনলাইনে ও চেক করে জানতে পারবেন।



    পুলিশ ভেরিফিকেশন।


    আবেদনপত্র জমা দেওয়ার কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশন করার জন্য আবেদনকারীর বাসায় আসে অথবা আবেদনকারীর আশেপাশের মানুষদের কেউ জিজ্ঞাসা করে নিতে পারে আবেদনকারীর সম্পর্কে।


    আবেদনকারীর কিছু ডকুমেন্ট তৈরি করে রাখতে বলা হয় যেমন জমির কাগজ, বিলের কপি ইত্যাদি। আবেদনকারীর যুলি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন হয়ে থাকে তাহলে দুই জায়গাতেই পুলিশ ভেরিফিকেশন করেন।



    উপরে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে:

    পাসপোর্ট কিভাবে করতে হয়, পাসপোর্ট করার নিয়ম ২০২২, পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট আবেদন,পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়?, পাসপোর্ট , ই পাসপোর্ট করার নিয়ম, পাসপোর্ট করার নিয়ম ও খরচ, পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২, দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম,

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন