বাংলাদেশ থেকে ইতালিতে যেতে হলে যথাযথ ভিসা পদ্ধতি অনুসরণ করে আপনাকে যেতে হবে। ২০২৫ সালে ইতালি ভিসার খরচ এবং আবেদনের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের বাহিরে থেকে অথবা বাংলাদেশ থেকে কিভাবে আবেদন করবেন খরচ কত দেখে নেওয়া যাক।
ফেব্রুয়ারি মাসে ইতালির সরকার বাংলাদেশীদের জন্য কঠোর কিছু পদক্ষেপ নিয়েছে। ভিসা প্রসেসিং এর দুর্নীতি বন্ধ করার পাশাপাশি নতুন কিছু ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। এখন থেকে সরাসরি ইতালি দূতাবাস এ বিষয়টি পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছে।
ইতালি ভিসার ধরন ২০২৫
ইতালি যাওয়ার জন্য কয়েক ধরনের ভিসা সার্ভিস চালু রয়েছে:
- টুরিস্ট ভিসা: পর্যটকদের জন্য টুরিস্ট ভিসা।
- স্টুডেন্ট ভিসা: শিক্ষার্থীদেরপড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা।
- ওয়ার্ক পারমিট ভিসা: যেকোনো ধরনের কাজের ভিসা।
- ফ্যামিলির ইউনিয়ন ভিসা: পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য ভিসা।
- বিজনেস ভিসা: ব্যবসার কাজে ইতালিতে যাওয়ার জন্য।
- কৃষি ভিসা: সিজনালভাবে এবং নন সিজনাল ভাবে কৃষি ভিসা।
নোট: ইতালির এই ভিসা গুলো নেওয়ার জন্য এখন বাংলাদেশ থেকেই গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টার থেকে ভিসা আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে কোন ধরনের জালিয়াতি ছাড়াই ঢাকায় ইতালি দূতাবাসের মাধ্যমে ইতালির যেকোনো ধরনের ভিসা আবেদন করুন।
আরো পড়ুন : দক্ষিণ কোরিয়া লটারি সার্কুলার কবে ছাড়বে দেখুন
ইতালি ভিসা খরচ ২০২৫
ইতালি ভিসা খরচ মূলত নির্ধারণ হয় ভিসার ধরন অনুযায়ী। ইতালি কোন ভিসাতে কত খরচ নিচে তুলে ধরা হলো:
- টুরিস্ট ভিসা: ৮০ ইউরো।
- স্টুডেন্ট ভিসা: ৫০ ইউরো।
- ওয়ার্ক পারমিট ভিসা: ১২০ ইউরো।
- ফ্যামিলি ভিসা: ১২০ ইউরো।
- বিজনেস ভিসা: ৯০ থেকে ১০০ ইউরো।
- কৃষি ভিসা: ৫০ থেকে ৭০ ইউরো।
নোট: বাংলাদেশ এজেন্সিগুলোর মাধ্যমে যদি ভিসা আবেদন করে থাকেন তাহলে অন্যান্য কাগজপত্র এবং হিডেন কিছু চার্জ থাকে এগুলোর জন্য কিন্তু বেশি খরচ করতে পারে। তবে এই খরচ গুলো যে কোন সময় পরিবর্তিত হয়।
ইউরোর রেড পরিবর্তন অনুযায়ী এই খরচ পরিবর্তিত হতে পারে
ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৫
ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ইতালি ভিসা আবেদন ফরম পূরণ করুন
- নিয়োগকৃত ভিসা সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন
- ইতালি ভিসা ফি পরিশোধ করুন।
- বায়োমেট্রিক তথ্য প্রদান নিশ্চিত করুন
- ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করুন
- ইতালি ভিসা প্রসেসিং এর সময়কাল ১৫ দিন থেকে ৩০ দিন পর্যন্ত
- পরবর্তী সময়ে ইতালি ভিসা স্ট্যাটাস চেক করুন
নোট: ইতালি ভিসা আবেদন করার পরে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনার কাগজপতি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে যদি দেরি হয় তাহলে অবশ্যই গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
আরো পড়ুন : হাঙ্গেরি কাজের ভিসা কত টাকা এবং সরকারিভাবে খরচ কত দেখুন
ইতালি কাজের ভিসার দাম ২০২৫ আপডেট তথ্য
২০২৫ সালে ইতালি কাজের ভিসার ধরন অনুযায়ী ভিসার দাম এবং আবেদনের উপর নির্ভর করে: ইতালি কাজের খরচ নিচে উল্লেখ করা হলো:
- সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা: ১২০ ইউরো থেকে ১৫০ ইউরো।
- ননসিজোনাল ওয়ার্ক পারমিট ভিসা: ১৫০ ইউরো থেকে ২০০ ইউরো।
- ওয়ার্ক পারমিট ফি: নির্ধারিত নয়
বিশেষ দ্রষ্টব্য: ইতালির যেকোনো ধরনের ভিসা নেওয়ার ক্ষেত্রে দালালের মাধ্যমে একেবারে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। সরাসরি নিজেই ঢাকা গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টার থেকে আবেদন করতে পারবেন।এক্ষেত্রে কম খরচ এবং বিশ্বস্ততার সাথে ইতালি ভিসা নিতে পারবেন।
ইতালির সিজনাল ভিসা ২০২৫ কিভাবে আবেদন করবেন
২০২৫ সালে ইতালি সিজনাল ভিসা আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
যোগ্যতা:
- ইতালির কোম্পানি থেকে অফার লেটার থাকতে হবে
- যুক্তিভিত্তিক কাজের সুযোগ পেতে হবে
- নির্দিষ্ট কাজের উপর দক্ষতা থাকতে হবে
প্রক্রিয়া:
- ভালো কোন এজেন্সির মাধ্যমে অফার লেটার সংগ্রহ করুন
- কাজের অনুমতির জন্য ইতালি ভিসা অফিস আবেদন করুন
- ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে অনুমোদন পেয়ে যাবেন
ইতালির সিজনাল ভিসা আবেদন বছরে একবারই হয়। তাই অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ইতালি সিজনাল ভিসার জন্য আবেদন নিশ্চিত করুন।
ইতালি নন-সেজনাল ভিসা ২০২৫
বর্তমানে ইতালিতে দীর্ঘমেয়াদী কাজের জন্য ননসিজোনাল ভিসা দেওয়া হয়। এক্ষেত্রে নির্মাণ কাজ, শিল্প এবং আইডি খাতে দক্ষ কর্মীদের এই সুযোগ দেওয়া হয়। ইতালির ভিসা নিয়ে বিস্তারিত নিচে দেখুন:
নন সিজনাল ভিসার সুবিধা:
- দীর্ঘদিন অথবা স্থায়ীভাবে কাজ করা যায়
- পরিবারের সদস্যদের স্পন্সর করার সুযোগ থাকে
- নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা বেশি থাকে
নন সিজনাল ভিসা আবেদন প্রক্রিয়া
ইতালি নন সিজনাল ভিসা পাওয়ার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন:
- ইতালি কোম্পানি থেকে অফার লেটার সংগ্রহ করুন
- Nulla Osta পেতে হবে
- দূতাবাসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
- গ্লোবাল ভিসা সেন্টারে প্রয়োজনীয় তথ্য জমা দিন
- ভিসা আবেদন ফি নিশ্চিত করুন
ইতালি ভিসা আবেদন ফরম ২০২৫
ইতালি ভিসা আবেদন ফরম পাওয়া যাবে গ্লোবাল ভিসা সেন্টারে অথবা ইতালি দূতাবাসের ওয়েবসাইটে।ইতালি ভিসা ফর্ম পূরণে প্রয়োজনীয় তথ্য:
- ৬ মাস মেয়াদী পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র
- ভ্রমণের উদ্দেশ্য
- আর্থিক অবস্থার বিবরণ
- ব্যাংক স্টেটমেন্ট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- ইতালি ভিসা ফরম
প্রয়োজনীয় নথিপত্রে কোন ধরনের ভুল থাকলে ভিসা জটিলতা দেখা দিতে পারে। তাই প্রয়োজনীয় নথিপত্র গুলো ভালোমতো চেক করে তারপরে জমা দিন।
আরো পড়ুন : জাপানের সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
ইতালি কাজের ভিসা নতুন আপডেট ২০২৫
পাঁচ বছরের জন্য যারা ইতালিতে সেনজেন অঞ্চলের ভিসার জন্য বায়োমেট্রিক দেননি তাদেরকে আবারো নতুনভাবে বায়োমেট্রিক দিতে হবে। এক্ষেত্রে ইতালি দূতাবাসের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবেন।
সহজ ভাবে ইতালি ভিসা অনলাইন আবেদন ২০২৫
এখন থেকে বাংলাদেশ গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টার থেকে সরাসরি আবেদন করতে পারবেন অথবা চাইলে ঘরে বসেই এখন অনলাইনের মাধ্যমে অ্যাপার্টমেন্ট বুক করে ভিসার জন্য আবেদন নিশ্চিত করতে পারবেন।
তবে এক্ষেত্রে যারা বাংলাদেশের বাহির থেকে অন্যান্য দেশের মাধ্যমে আবেদন করবেন সে ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই দেশে উপস্থিত থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। বর্তমানে যারা নেপালে বা ভারত থেকে আবেদন করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে অপেক্ষা করতে হয় পাসপোর্ট জমা দেওয়ার পরে।
ইতালি ভিসা পলিসি পরিবর্তন
২০২৫ সালে ইতালি ভিসা পলিসি পরিবর্তন করেছে এটাই সরকার। এখন থেকে ভ্রমণকারীদের কাগজপত্র জমা দেওয়া লাগবে। বর্তমানে পর্যটন এবং বিজনেস ভিসা ক্ষেত্রে এই নিয়মটিতে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইটালি কাজের ভিসা নতুন শর্ত:
২০২৫ সালে ইতালি কাজের ভিসার ক্ষেত্রে নতুন শর্ত দেওয়া হয়েছে:
- নির্দিষ্ট কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে
- কাজের প্রশিক্ষণের একটি সনদ দেখাতে হবে
- ভাষা প্রশিক্ষণের সনদ দেখাতে হবে
নোটিশ: পূর্ববর্তী কোন কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানি কর্তৃক বেতনের রশিদ অথবা সেখানকার কোন একটি ছাড়পত্র দেখানো লাগবে।
একটি মন্তব্য পোস্ট করুন