ওয়ালটন এসির দাম ২০২৩
শীত বা গরম সবসময়ই বেশি ব্যবহার করে থাকি। আমরা অনেকেই এসির দাম এবং নতুন মডেল সম্পর্কে জানতে চাই। কেমন দামের মধ্যে কেমন এসি কেনা যাবে এই প্রশ্নটিই আমাদের সবার থাকে। আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
দেশের
অর্থনৈতিক উন্নয়নের কারণে এখন প্রতিটি বাড়িতেই এসে কিনছেন।এসি কেনার আগে যে সব বিষয়
গুলো জানা জরুরী তা হল। বাড়ির
আকার বা ধরন বুঝে
এসি কিনা। ঘরের আকার অনুযায়ী ছোট-বড় এসি কিনতে হবে।
ছোট
ঘরের জন্য ছোট এসি বড় ঘরের জন্য বড় এসি। ওয়ালটন আমাদের দৃশ্য ব্যান্ড এখানে সাশ্রয়ী মূল্যে এসি কেনা যাই। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়ালটন এসির দাম এবং তা বিস্তারিত নিয়ে
শেষ পর্যন্ত সাথে থাকুন।
ওয়ালটন ইনভার্টার এসির দাম
এক টনের ওয়ালটন ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে ৪৬ হাজার ৮০০ টাকাতে। দেড় টনের ইনভার্টার এসি দাম শুরু যথাক্রমে ৫৪ হাজার টাকা থেকে শুরু করে ৬০০০০ এবং ১ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। ওয়ালটনের দুই টনের নন ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু হয় যথাক্রমে ৬৯ হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত।
এক্ষেত্রে ওয়ালটন স্মার্ট এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আগের তুলনায় ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে দাম কিছুটা তফাৎ রয়েছে তবে ইনভার্টার এসিগুলোতে আগের তুলনায় দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
ওয়ালটন এসি সম্পর্কে
যেকোনো
আছে কিনা লাগে আমাদের মাথায় কিছু প্রশ্ন আসে। যেমন, এসির দাম কেমন হবে, এসি ব্যবহার করা ঝামেলাপূর্ণ, সঠিক রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এসি ব্যবহার করলে ব্যয় কেমন হবে বিদ্যুৎ বিল কত হবে ইত্যাদি
বিষয়ে প্রশ্ন জাগে। এই সকল প্রশ্নের
উত্তর এই কনটেন্ট এর
মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান
ওয়ালটন ইনভার্টার এসির মূল্য ২০২৩
ওয়ালটন
ইনভার্টার এসি দশ বছরের গ্যারান্টি
এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট দিয়ে থাকেন। ওয়ালটন কম্পানি কিনার জন্য ডিজিটাল প্রচারণা রাউতাড়ি এক বছরের বিদ্যুৎ
বিল ফ্রি এবং 1 লক্ষ টাকা ক্যাশব্যাক এর ভাউচার পাওয়ার
সুযোগ করে দিয়েছেন। বর্তমান বাজারে ওয়ালটনের যেসকল পণ্য রয়েছে তার কয়েকটি মডেল নিচে দেয়া হল।
·রিভারাইন প্রো
· রিভারাইন
· ক্রিস্টালাইন
1,,, 2 টনের বিভিন্ন ধরনের এসি রয়েছে। 1 টনের এসির মূল্য 36 হাজার 500 টাকা। 45 হাজার 900 টাকা থেকে 66 হাজার দেড় টন এসির দাম। 56 হাজার টাকা থেকে 75 হাজার টাকার মধ্যে 2 টন এর এসি পাওয়া যাবে।
ছোট এসির দাম কত
বাজারে ছোট এসির দাম ৩৫ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার এবং 45 হাজার টাকা এর মধ্যে ভালো মানের ছোট এসে পাওয়া যাবে এক্ষেত্রে এক রুম অথবা মাঝারি ধরনের রুমগুলোতে ভালো পরিমাণ ঠান্ডা করতে পারবে। যাদের বাজেট ৩৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা রয়েছে তারা ওয়ালটনের ছোট গুলো নিতে পারেন।
ওয়ালটন এসি নতুন মডেল ২০২৩
ওয়ালটন আমাদের দৃশ্য ব্যান্ড যা সবচেয়ে বড় ইলেকট্রনিক উৎপাদনকারী প্রতিষ্ঠান। ওয়ালটন ব্যান্ড আমাদের টিভি, এলইডি, ফ্রিজ, এসি, মোবাইল ফোন ইত্যাদি রকমের পণ্য তৈরি করে থাকেন।
ওয়ালটন প্রতিনিয়ত তাদের মডেল গুলো আপডেট করছেন এবং নতুন নতুন ফিচার যোগ করেছেন যাতে ওয়ালটন এর মান দিন
দিন আরও বেশি বৃদ্ধি পায়। আজকে আপনাদেরকে জানাবো নতুন মডেলের এসি সম্পর্কে যেন এসি কেনার ক্ষেত্রে আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন।
ওয়ালটন ইনভার্টার এসি কি
অনেকেই
ইলেকট্রিক পণ্যের গায়ে ইনভার্টার এসি নাম দেখেছেন কিন্তু আপনারা জানেন না ইনভার্টার দিয়ে
কি বুঝানো হয়। যে সকল এসের
গায়ে ইনভার্টার লেখা থাকে সে সকল এসি
ব্যবহারে সুবিধা বেশি। যেমন, এগুলো নিজের চলার গতি পরিবর্তন করতে পারে।
এতে
এমন একটি সেন্সর থাকে যেটি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্পিউটারটিকে বন্ধ না করে মোটরের
গতি কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়।
এর জন্য ইনভার্টার এসি তে বিদ্যুৎ বিল
কম ওঠে। ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি
এর দামের ও পার্থক্য রয়েছে।
আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান
ওয়ালটন নন-ইনভার্টার এসি কি
আপনারা
দেখে থাকবেন ইলেকট্রনিক্স সামগ্রীর গায়ে ইনভার্টার ও নন ইনভার্টার
লেখা থাকে। ওপরে ইনভার্টার নিয়ে আলোচনা করেছি এখন নন ইনভার্টার নিয়ে
আলোচনা করব। নন ইনভার্টার এসি
এর সুবিধা ইনভার্টার এসির চেয়ে কম।
নন ইনভার্টার এসি কম্প্রেসার বারবার চালু বন্ধ হয় এ জন্যই মূলত বিদ্যুৎ বিল বেশি হয়। এটি বারবার বন্ধ এবং চালু হওয়ার কারণে বিদ্যুৎ এর ওপর চাপ পড়ে এর জন্য বিদ্যুৎ বিল বেশি হয়ে থাকে। আশা করি আপনারা ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি সম্পর্কে বুঝতে পেরেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন