আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বাংলাদেশ থেকে নেপাল ভ্রমন করতে চাইলে দুইভাবে ভিসা পাওয়া যায় একটা হচ্ছে অন এরাইভাল ভিসা আরেকটা হচ্ছে নেপালের স্টিকার ভিসা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরুন আপনি যদি নেপালের ভিসা পেতে চান তাহলে কিভাবে পাবেন কি কি কাগজপত্র লাগবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি সে বিষয়ে বিস্তারিত।
এই অন এ্যারাইভাল' ভিসা সম্পর্কে আমরা তিনটা কনটেন্ট দেওয়ার চেষ্টা করব আজকে আমরা আলাপ করব নেপালের স্টিকার ভিসা কিভাবে পাবেন এবং অন এরাইভাল ভিসা। সে বিষয়ে আরেকটা কনটেন্ট আমি দেখিয়ে দেব নেপালের ভিসা ফরম পূরণ কিভাবে করা লাগে সেটি কীভাবে পূরণ করবেন সে বিষয়টি।
অন এরাইভাল ভিসা কি
অন এরাইভাল ভিসা মূলত আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশে প্রবেশের আগ মুহূর্তে যে ভিসা নেওয়া হয় তাকে এরাইভাল ভিসা বলে। অন এরাইভাল ভিসা নেওয়ার ক্ষেত্রে পাসপোর্ট নেওয়ার প্রয়োজন পড়ে না। অন এরাইভাল ভিসা নেওয়ার ক্ষেত্রে একেক দেশে একেক রকম সেই প্রদান করতে হয়। কতদিন পর্যন্ত আপনি ঐ সমস্ত দেশগুলোতে অন এরাইভাল ভিসা নিয়ে অবস্থান করবেন সেটা ভিসাতেই নির্ভর করে।
নেপালের অন এরাইভাল ভিসা পাবার পদ্ধতি
আপনি যদি নেপালের অন এরাইভাল ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বিমানের মাধ্যমে যেতে হবে। যদি আপনি সড়কপথে বাংলাদেশ হয়ে ভারত এর মাধ্যমে নেপাল ভ্রমণ করতে চান তাহলে নেপাল এম্বাসি থেকে আপনাকে একটি স্টিকার ভিসা নেওয়া লাগবে। তার পরবর্তীতে আপনাকে এপ্লাই করতে হবে ভারতের ট্রানজিট ভিসার জন্য।
এভাবে আপনি নেপালের স্টিকার ভিসা এবং ভারতের ট্রানজিট ভিসা হাতে পাওয়ার পরে। সড়ক পথে নেপাল ভ্রমণের জন্য যেতে পারবেন। তবে ভুটান ভ্রমণের ক্ষেত্রে ভুটানের স্টিকার ভিসা প্রয়োজন হয়না। সরাসরি ভারতের ট্রান্সলেট ভিসার মাধ্যমে ভুটানের বর্ডার গার্ড হতে অন এ্যারাইভাল' ভিসা নিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। নেপালের ভিসা নিয়ে যেমন সড়কপথে ইন্ডিয়া হতে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই স্টিকার ভিসা নিয়ে আপনি বিমানে ভ্রমণ করতে পারবেন।
অন এরাইভাল ভিসার মাধ্যমে নেপাল ভ্রমণ
যারা নেপাল ভ্রমণ করতে চাচ্ছেন তাদের কে উপরের দেওয়া দুইটি মাধ্যমেই আপনি নেপাল অন এ্যারাইভাল' ভিসা মাধ্যমে ভ্রমণ করতে পারবেন সে ক্ষেত্রে আপনাদেরকে উপরের দেওয়া প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। যারা যারা নেপাল ভ্রমণ করতে চাচ্ছেন তাদেরকে বছরে একবার শুধু জানুয়ারি থেকে 31 শে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র একবার নেপাল ভ্রমণের জন্য সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনি বিনামূল্যেই ভিসা পেয়ে যাবেন।
যদি আপনি এই ক্ষেত্রে আরো কয়েকবার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে নেপালের ভিসা ফি প্রদান করা লাগবে। সেক্ষেত্রে আপনাকে ভিসা নিতে হলে 15 দিন মাল্টিপল ভিসার জন্য খরচ করতে হবে বাংলাদেশি 2700 টাকা। আপনি যদি 30 দিনের মাল্টিপল ভিসা নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 4500 টাকা আর আপনি যদি 90 দিনের মাল্টিপল ভিসা নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে 11 হাজার 250 টাকা।
নেপালের অন এরাইভাল ভিসা পেতে কি লাগে
অন এ্যারাইভাল' ভিসা নিয়ে নেপালে যেতে চাইলে কি কি কাগজপত্র লাগবে
- ভ্যালিড পাসপোর্ট
- রিটার্ন এয়ার টিকেট
- হোটেল বুকিং পেপার
- পাসপোর্ট সাইজ ফটো এক কপি
নেপালের ভিসা পাবার জন্য আপনাকে একটি ফরম পূরণ করা লাগবে সেখানে এই তথ্যগুলো আপনাকে পূরণ করা লাগবে। আপনি যে বিমানের মাধ্যমে যাবেন সেই বিমানের কর্তৃপক্ষ আপনাকে এই ফরমটি দিয়ে থাকবে। এটি হলো এম্বর্কেশন ফর্ম এটি যারা নেপাল ভ্রমণ করে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
নেপালে অনারেবল ভিসা পাবার জন্য কিছু মেশিন আছে এবং এই মেশিনগুলো ব্যবহার করে আপনি নিজেই অনর্গল ভিসার জন্য একটি ক্লিপ তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে এবং আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে। এইভাবে আপনি নেপালের সেল অপারেটর মেশিনের মাধ্যমে আপনার অন এ্যারাইভাল' ভিসা পেয়ে যাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন