আজকে আমরা কথা বলব ২০২৩ সালের ঈদে মোটরসাইকেল অফার নিয়ে এবারে বেশ কিছু কোম্পানি এই ঈদে মোটরসাইকেলের অফার নিয়েছে বিভিন্ন মোটর সাইকেলের উপর প্রায় 5000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে।
গতবারের মতো হিরো মোটরসাইকেলগুলোতে 5000 টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বেশ কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এই রিকোয়ারমেন্ট গুলো সম্পূর্ণ করতে পারলেই হিরোর যে কোন মডেলের গাড়িগুলোতে প্রায়ই সর্বোচ্চ 15 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন।
মোটরসাইকেল ঈদ অফার ২০২৩
Motorcycle EID Offer 2023. এবারের ঈদে মোটরসাইকেল প্রেমীদের জন্য হিরো মোটরসাইকেল নিয়ে আসছে বিশেষ অফার। হিরো মোটরসাইকেলে যে কোন পছন্দের মডেলের বাইক কিনলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এই অফার বাংলাদেশের যেকোন হিরো আউটলেটে গেলেই পাবেন। অথবা অনলাইনের বিশেষ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে হিরো মোটরসাইকেলের উপর আরো বেশি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে। সাথে রয়েছে আরও বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার।
প্রত্যেক বছরের মতো এবারও হিরো মোটরসাইকেলে নিয়ে আসছে ঈদ অফার। হিরো মোটরসাইকেলের ঈদ অফার আপনারা অনলাইন থেকেও দেখে নিতে পারবেন অথবা hero মোটরসাইকেলের আউটলেটে গেলে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন।
তাছাড়া এবারে হিরো মোটরসাইকেল কিস্তিতে কেনার সুযোগ রয়েছে তবে এই ঈদে কিস্তিতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না শুধুমাত্র ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিস্তিতে হিরো মোটরসাইকেল নিতে পারবেন এই জন্য কি নিয়মে হিরো মোটরসাইকেল কিনবেন এবং কত টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট দেওয়া লাগে তার বিস্তারিতভাবে দেখে নিন।
আরো পড়তে ভিজিট করুন: মোটরসাইকেল মালিকানা পরিবর্তনের নতুন নিয়ম
হিরো মোটরসাইকেল ঈদ অফার
এই ঈদ উপলক্ষে অফার হিরো তাদের প্রতিটি মোটরসাইকেলের উপর নির্দিষ্ট পরিমাণ মূল্য ছাড় দিচ্ছে তারা। এবারের ঈদে হিরো মোটরসাইকেল কিনলে আপনি পাচ্ছেন নির্দিষ্ট মডেলের উপর ভিত্তি করে সর্বোচ্চ 13 হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়। সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 13,000 পর্যন্ত মূল্য ছাড় পাওয়া যাবে হিরো মোটরসাইকেল গুলোতে। পবিত্র মাহে রমজান থেকে হিরো কোম্পানি তাদের এই অফারটি চালু করেছে। হিরো মোটরসাইকেল এর অফার মূল্য তালিকা একটি বিলের মাধ্যমে তুলে ধরা হলো।
ভিডিওর মাধ্যমে দেখে আসুন আপনার পছন্দের বাইক এর দাম
হিরো মোটরসাইকেল অফার এর মূল্য তালিকা
- Thriller 160R Double Disc কিনলেই আপনি পাচ্ছেন ৫,০০০ টাকা ছাড়।
- Thriller 160R Single Disc কিনলে আপনি পাচ্ছেন ৫,০০০ টাকা মূল্য ছাড়।
- Hunk 150 Matte color Double Disc & Single-Disc কিনলে আপনারা পাচ্ছেন ১৩,০০০ টাকা মূল্য ছাড়।
- Hunk Double Disc & Single-Disc কিনলে পাচ্ছেন ১৩,০০০ টাকা মূল্য ছাড়।
- HF Deluxe and HF-Deluxe BS4 মোটরসাইকেলে আপনারা পাচ্ছেন ৭০০০ টাকা মূল্য ছাড়।
- Splendor iSmart+ মোটরসাইকেলে পাচ্ছেন ৯০০০ টাকা মূল্য ছাড়।
- Splendor+& Splendor+ IBS মোটরসাইকেলে আপনারা পাচ্ছেন ৭০০০ টাকা মূল্য ছাড়।
- Splendor+ BS4 কিনলে আপনারাপাচ্ছেন ৬,০০০ টাকা মূল্য ছাড়।
- Passion X Pro এবং Passion X Pro Disc মোটরসাইকেলে আপনারা পাচ্ছেন আপনারা ৯০০০ টাকা মূল্য ছাড়।
- Hero Glamour মোটরসাইকেলে কিনলে ১০,০০০ টাকা ছাড়।
- New Glamour কিনলে আপনি পাচ্ছেন ৮,০০০ টাকা ছাড়।
- Ignitor Techno কিনলে আপনি পাচ্ছেন ৮,০০০ টাকা ছাড়।
- Ignitor মোটরসাইকেল আপনি কিনলে ৯,০০০ টাকা ছাড়।
- Hero Pleasure কিনলে আপনি পাচ্ছেন ৫,০০০ টাকা ছাড়।
- Maestro Edge কিনলে আপনি পাচ্ছেন ৫,০০০ টাকা ছাড়।
টিভিএস ঈদ অফার ২০২৩
২০২৩ এ টিভিএস ঈদ অফার উপলক্ষে প্রায়ই প্রত্যেকটি মোটরসাইকেলেই ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্ট চলবেই ঈদের সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত। ২৫ দিনের মধ্যে tvs এর যে কোন আউটলেটে গিয়েই আপনারা টিভিএস মোটরসাইকেল কিনতে পারবেন সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিসকাউন্ট পর্যন্ত।টিভিএস কোম্পানির প্রতিবারের মতো এবারও তাদের মোটর সাইকেলের উপর বিশেষ অফার দিয়েছেন।
প্রতিবারের মত এবারেও তারা ক্যাশব্যাক অফার সহ বিভিন্ন রকম অফার সিস্টেম চালু করেছে চাইলে আপনি তাদের বাইক কিনে এই অফারের আওতায় পড়তে পারেন। টিভিএস ঈদ অফার এর শর্তাবলী সম্পর্কে তুলে ধরা হলো।
টিভিএস ঈদ অফার নিয়মাবলী:
অফারটি ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত চলবে।
আপনি যদি একটি মোটরসাইকেল ক্রয় করেন বিনিময় একটি স্ক্র্যা চ কার্ড প্রদান করা হবে।
আপনার প্রাপ্য কার্ডটি ঘসে আপনার প্রাপ্য ক্যাশব্যাক জেনে নিতে পারেন এতে থাকবে 100% 500% 25% পর্যন্ত ক্যাশব্যাক অফার।
পুরস্কার বিজয়ী যারা তারা টিভিএস এর যেই ফেলসন কাছ থেকে ক্রয় করেছেন সেখানে আপনার কার্ডটি দেখাতে হবে এবং সেখান থেকে আপনার ক্যাশব্যাক অফার টি বুঝে নিবেন।
তবে এই অফারটি যেকোনো সময়ই কর্তৃপক্ষ চেঞ্জ করতে পারবে অথবা অফারের মধ্যে নতুন কোন অফার অপশন চালু করতে পারে বলে জানিয়েছে টিভিএস কোম্পানি।
উপহার গ্রহণের জন্য অবশ্যই আপনাকে কার্ডে উল্লেক্ষিত কিউআর কোড এবং ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম টি অবশ্যই পুরন করতে হবে।
তাই দেরি না করে শোরুম বাতিলা পয়েন্টে যোগাযোগ করুন এবং আপনার মূল্যবান অফারটির মাধ্যমে আপনার পছন্দের বাইক টি কিনে ফেলুন।
টিভিএস বাইকে ঈদ অফার ২০২৩
আপনাদের ঈদের আনন্দকে আরও দ্বিগুন করতে টিভিএস বাইক নিয়ে আসছে ঈদ উৎসবের দারুন অফার। ব্যাপারে নির্দিষ্ট মডেলে টিভিএস বাইক কিনলেই পাচ্ছেন দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। তাই এই ঈদের দারুন এই অফারটি নিতে হলে টিভিএস-এর স্পেসিফিক কিছু ক্যাটাগরি অনুযায়ী আপনি টিভিএস বাইক নিতে পারেন।
যারা এই অফারটি নিতে চান তাহলে চলে যান আজকেই নিকটবর্তী টিভিএস শোরুম এ যে কোন ডিলার পয়েন্টে গেলেই বুঝে নিতে পারবেন এই অফার সম্পর্কে। অথবা টিভিএস এর যে কোন কাস্টমার অফিসের নাম্বার থেকে খুব সহজেই যোগাযোগ করে তাদের বিস্তারিত অফার সম্পর্কে জানতে পারবেন অফার সম্পর্কে জানতে হলে হোয়াটসঅ্যাপ অথবা আপনার ফোন থেকে যে কোন মুহূর্তে ফোন করতে পারেন ফোন নাম্বার নিচে দেওয়া হল। 01919189111
আরো পড়তে ভিজিট করুন: মোটরসাইকেল এফিডেভিট করার নতুন নিয়ম
একটি মন্তব্য পোস্ট করুন