কলেজ পরিবর্তন করার নিয়ম
আমরা যারা কলেজ পরিবর্তন করতে চাই মূলত তাদের জন্য আমাদের আজকের এই কনটেন্টে টি লেখা হয়েছে কারণে অনেকেই জানেনা কলেজ পরিবর্তন করার নিয়ম। আশা করি আপনারা এখান থেকে আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর পেয়ে থাকবেন। আমাদের এই কনটেন্ট থেকে কিছু হলেও সাহায্য পাবেন ইনশাআল্লাহ।
TC এর জন্য আবেদন করতে যা যা প্রয়োজন।
1. যদি আপনার অভিভাবক সরকারি চাকরির বাজার সরবেলা সাহিত্য শাসিত চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সে এক জেলা থেকে অন্য জেলায় বদলি হয়ে থাকেন তার জন্য আপনিও এর জন্য এক জেলা থেকে অন্য জেলায় পিসি নিতে পারবেন।
এর কারণে আপনার অভিভাবকের বদলির আদেশ, আইডি কার্ড চাকরির, অভিভাবকের সম্মতিপত্র ইত্যাদি প্রয়োজন হবে।
2. যেসব মেয়েরা অনার্সে ডিগ্রী পড়া অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় টিসি নিতে পারবেন তার জন্য প্রয়োজন হবে বিবাহের কাবিননামা স্বামী স্ত্রীর ছবি বিয়ের দাওয়াত পত্র এবং স্বামীর পরিচয় পত্র যে প্রতিষ্ঠানে কাজ করে তার।
3.স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজ।
কলেজ থেকে যদি তাদের বাসায় অনেক দূর হয় এবং কাজ করতে অসুবিধা হয় তাহলে সে তার নিকটবর্তী কলেজে টিসি নিয়ে আসতে পারবে তার জন্য প্রয়োজন হবে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম এবং তাদের জাতীয় পরিচয় পত্র।
4.অভিভাবকের মৃত্যুর জন্য ছাড়পত্র।
অভিভাবকের মৃত্যুর জন্য কলেজ থেকে টিসি দেওয়া যায় এর জন্য প্রয়োজনীয় প্রমাণ অভিভাবকের মৃত্যু সার্টিফিকেট এবং চেয়ারম্যান এর প্রত্যয়ন পত্র।
টিসি নিতে পারবেন এর কারণসমূহ।
1. যদি আপনি অন্য জেলার কলেজে ভর্তি হন এবং আপনি যদি মনে করেন আপনার নিকটস্থ কলেজে আপনার পড়াশোনা ভালো হবে তাহলে আপনি আগের কলেজ থেকে টিসি জন্য আবেদন করে এ কলেজ আসতে পারবেন।
2. সরকারি থেকে সরকারি এবং বেসরকারিতে টিসি নেওয়া যায়।
TC এর আবেদন কখন করবেন।
টিসির জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনার্স বা ডিগ্রির প্রথম ফাইনাল পরীক্ষা হওয়ার 40 থেকে 45 দিন পর্যন্ত আবেদন করা যায়। এসময় আবেদন করতে হবে। এরপর আবেদন করা যাবে না।
টিসি নিতে প্রতারণা হতে সাবধান।
টিসি নিতে হলে স্যার বা ম্যাডামকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বা এলাকার রাজনীতিবিদ এবং দপ্তরী কেউ কোন টাকা দেওয়ার প্রয়োজন নেই।
যেসব কারণে টিসি পাওয়া যাবে না।
1. একই জেলায় দুইটা কলেজ হলে টিসি এর জন্য আবেদন করা যাবে না।
2. অনার্স প্রথম বর্ষ পড়া অবস্থায় ছাড়পত্র নেওয়া যাবে না।
3. তৃতীয় ও চতুর্থ বর্ষ বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র নেওয়া যাবে না।
4. ফাইনাল পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ছাড়পত্র নেওয়া যাবে না।
5. রেজাল্ট প্রকাশের 45 দিন পরে আবেদন করা যাবে না এবং ছাড়পত্র পাওয়া যাবে না।
ছাড়পত্রের কিছু কমন প্রশ্ন।
ছাড়পত্রের জন্য যে সকল প্রশ্ন গুলো করা হয়ে থাকে। তার জন্য কয়েকটি সাধারণ প্রশ্ন নিচে দেওয়া হল।
1. সরকারি থেকে বেসরকারি এবং বেসরকারি থেকে সরকারি কলেজে যাওয়া যায়।
2. ছাড়পত্র নেওয়া যায় অনার্স ও ডিগ্রির উভয় ক্ষেত্রে।
3. আগের কলেজের যে সকল বকেয়া থাকে সেগুলো সম্পন্ন করতে হয়।
4. একই জেলার ভেতর অন্য কলেজে যাওয়া যায় না।
5. সরকারি এবং বেসরকারি কলেজের ডিগ্রীপ্রাপ্ত মান সমান।
6. টিসি করা হয় www.nu.edu.bd ,
NU Admission Home
7. ফেল থাকা সত্ত্বেও আবেদন করতে পারবে যদি কলেজ পারমিশন দেয়।
কলেজ পরিবর্তন রাজশাহী বোর্ড।
রাজশাহি বোর্ড থেকে যারা কলেজ পরিবর্তন করতে চান তাদের জন্য এই কনটেন্টে টি। কলেজ পরিবর্তন করতে হলে প্রথমত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে সে সবের মধ্যে আবেদন করতে হবে সময় পেরিয়ে গেলেও আবেদন করা যাবে না। সঠিক সময়ের মধ্যে আবেদন করলে টিসি নেওয়া যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন