বার্থডে উইশ মেসেজ | বার্থডে উইশ স্ট্যাটাস | হ্যাপি বার্থডে উইশ


    একটি বছরের মধ্যে অনেকেরই বার্থডে থাকে সেটা বন্ধু বান্ধবী গার্ল ফ্রেন্ড অনেকেই হয়ে থাকে তবে তাদেরকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বার্থডে উইশ মেসেজ দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। আজকে আমরা নিয়ে এসেছি একগুচ্ছ বার্থডে উইশ মেসেজ বা বার্থডে উইশ স্ট্যাটাস। যা ভালোবাসার মানুষকে শুভেচ্ছা বিনিময়ের জন্য এখান থেকে নিয়ে তাদেরকে ম্যাসেজ অথবা ফেসবুক টাইমলাইনে পোস্ট করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক


    বার্থডে উইশ মেসেজ

    আমাদের জীবনের প্রতিটা অংশ জুড়ে থাকে বন্ধুরা। এই বন্ধুদের সাথে আমাদের কোন রক্তের সম্পর্ক নেই তাও জানো কলিজার একটি সম্পর্ক তৈরী হয়ে যায়। আর এই বন্ধুর জন্মদিন তাকে ওমরাহ স্পেশালভাবে করে তুলছে তাদের ফেসবুক স্টেটাস অথবা ফেসবুক মেসেজ এর মাধ্যমে আমরা শুভেচ্ছা এসএমএস দিয়ে থাকি। তাই নীচে দেওয়া মেসেজ গুলো দিয়ে। বার্থডে উইশ মেসেজ দিতে পারেন


    1...." আকাশে চাঁদ এবং অনেক তারা দিচ্ছিল আলো,

    শুভ জন্মদিন এর মতন তুমি,

    সর্বদা থেকো ভালো শুভ জন্মদিন"


    2...." শুভ শুভ দিন আজকে তোমার জন্মদিন,

    শুভ হোক তোমার পথ চলা,

    অটুট হোক কথা বলা,

    শুভ হোক তোমার প্রতিটা মুহূর্ত,

    শুভ জন্মদিন "


    3...." আজকের এই দিন,

    তোমার জন্য হক অনেক রঙিন,

    তাই তোমাকে জানাই শুভ জন্মদিন "


    4...." সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্মদিন হোক উজ্জ্বল,

    তোমাকে জানাই জন্মদিনের আন্তরিক অভিনন্দন,

    শুভ জন্মদিন💖"


    5...." আজ রাত বারোটায় কাটিয়ে একটুখানি ঘুমের রেশ,

    চোখটি তুমি মিলে দেখ আরো একটি বছর শেষ,

    শুভ জন্মদিন"


    6...." সকাল থেকে সন্ধ্যা,

    তোমার আজকের জন্মদিন হোক উজ্জ্বল,

    তাই তোমাকে জানাই জন্মদিনের অভিনন্দন,

    শুভ জন্মদিন "


    7...." বছর ঘুরে আবার এলো ,

    এমন একটি দিন, 

    আজ তোর জন্মদিন, 

    ভালো থাকিস তোকে জানাই শুভ জন্মদিন", 


    8...." আজকে তোমার জন্মদিন তাই এল একটি খুশির দিন,

    সর্বদা থাকে যেন ভালো তোমার মন,

    তাই আজকে তোমাকে জানাই অভিনন্দন,

    হ্যাপি বার্থডে বন্ধু"


    9...." আজ পর্যন্ত আছি সেই রকম ভাবেই পাশাপাশি,

    জীবনের শেষ দিন পর্যন্ত বন্ধু তোকে ভালোবাসি,

    তোকে জানাই জন্মদিনের শুভেচ্ছা "


    10...." শুভ জন্মদিন বন্ধু তোর জন্য দোয়া করে দিলাম,

    শত দিন পরেও তুই এমনি থাকবে পাশে,

    শুভ হোক তোর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত "


    বার্থডে উইশ স্ট্যাটাস 

    প্রতিটা জন্মদিনে কেউ না কেউ আপনার টাইমলাইনে সুন্দর একটি বার্থডে উইশ মেসেজ অথবা স্ট্যাটাস পোস্ট করে যাই চাইলে আপনিও আপনার বন্ধুদের ফেসবুক টাইমলাইনে গ্রে সুন্দর একটি বার্থডে স্ট্যাটাস পোস্ট করতে পারেন শুধু এখান থেকে কপি করে আপনার বন্ধুর ফেসবুক টাইমলাইনে গিয়ে পোস্ট করে দিবেন


    1...." আমি সর্বদা নিজেকে ধন্য মনে করি তোর মতন একজন বন্ধু পেয়ে, তাই আজকে তোর জন্মদিন মানেই আমার কাছে একটি বিশেষ মুহূর্ত, বিশেষ কিছু শুভ জন্মদিন বন্ধু। ভালো কাটুক তোর আগামীর দিনগুলো এবং পূর্ণ হোক তোর মনের ইচ্ছে গুলো"


    2...." আল্লাহর কাছে আমি সর্বদা দোয়া করি যেন তোর আগামীর দিনগুলো অনেক সুখের হয়। এবং শান্তিতে বসবাস করতে পারিস। আর আমরা যেন আমাদের সম্পর্ক গুলো এভাবেই টিকিয়ে রাখতে পারি সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য একে অপরের হাতে হাত ধরে চলতে পারি। বন্ধু তোমাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা "


    3...." বন্ধু আজকে তোমার এই বিশেষ দিনটিতে আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আজকে খুব মনে পড়ছে তোমার সাথে কাটানো গেল সেই দিন। কাটানো সেই স্মৃতিগুলো। আর এতদিন যে আমাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে পেরেছি সেইজন্যই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি প্রতিটা বছর তোমার এই দিনের জন্য অপেক্ষা করি। অবশেষে আবারো আজকে পেলাম এই দিনটি তোমাকে জানাই শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্ধু"


    4...." আমার কাছে দুইটা জিনিস খুবই সুন্দর লাগে মধুর মত লাগে। প্রথম হচ্ছে বন্ধু নামক একটি শব্দ এবং দ্বিতীয় আমার কাছে মধুর একটা বিষয় লাগে সেটা হলো তুমি। আর আমি চাই আমাদের এই মধুর সম্পর্ক গুলো যেন আজীবন টিকে থাকে। আসুক যত ঝড় আসুক না যত বিপদ। কিন্তু আমি সর্বদা চাই আমাদের সম্পর্ক আজীবন এর জন্য। বন্ধু তোমাকে জানাচ্ছি শুভ জন্মদিনের শুভেচ্ছা"


    5...." যখন আমার পাশে সর্বদা তোমার মতন একজন বন্ধু থাকে। তখন আমার মনে হয় আমার কাছে গোটা পৃথিবীটাই সকল বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এমনটা মনে হয়। আমার বাবা-মায়ের পর যদি আমি কাউকে বিশ্বাস করি ভালোবেসে থাকি তাহলে সেই মানুষটা হলে তুমি বন্ধু।  আর সেই কারণেই আমি তোর জন্মদিনের কথাটা কখনো ভুলতে পারিনি। তাই আজকে এই বিশেষ দিনটিতে বন্ধু তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভালো কাটুক তোমার আগামীর দিনগুলো"


    হ্যাপি বার্থডে উইশ

    1...." আজকের পূর্ব আকাশের এই সূর্যটাকে যেমন জানিয়ে নতুন মনে হচ্ছে। আজকে বাতাসের দোলনাটা যেন একটু অন্যরকম ভাবে অনুভূতি দিচ্ছে। আমি তার কারণ জানার অনেক চেষ্টা করলাম। পরে জানতে পারলাম আজকে আমার বন্ধুর শুভ জন্মদিন। বন্ধুত্বর আজকের এই দিনটিতে রইলো আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং আমার অবিরাম ভালোবাসা। আশা নয় আজীবন তোর উপর বিশ্বাস থাকবে। এবং শান্তিতে কাটবে আমাদের আগামীর দিনগুলো"


    2...." তোর সাথে আমাদের অনেকটা বছরই কেটে গেছে আমি কখনোই ভাবতে পারিনি এতটা দিন হয়ে গেল। আমি বারবার একটি প্রশ্ন জেগে থাকে সেটি হল প্রকৃত বন্ধুত্ব কি এমনই হয়। যাইহোক তোর জন্য আজকের জন্মদিনের শুভেচ্ছা রইল ভালো থাকিস বন্ধু। আর তোর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই আমি আজকে এসেছি। ভালো থেকো সুখে থাকো হ্যাপি বার্থডে "


    3...."  বন্ধু তোমার এই জীবনের যা কিছু আছে তা তুমি ভুলে যাও। আজকের এই দিনটি থেকে নতুন কিছু শুরু করো নতুন অধ্যায়ের শুরু করো। যে জীবনে থাকবে না কোন দুঃখ থাকবে না কোন হতাশা শুধুই থাকবে হাসিখুশি এই কামনা করি।শুভ জন্মদিন বন্ধু


    4...." আজ আমাদের বন্ধুত্বের আরো একটি বছর পূর্ণ হল। আশা করি আগামী দিনগুলো যেন আরো সুন্দর কাটাতে পারি আমরা। তাই তুমি ভুলে যাও আমাদের অতীতের দিনগুলো। নতুনভাবে শুরু হোক আমাদের বন্ধুত্বের পথ চলা। শুভ জন্মদিন "


    5...."  তোমার এই জীবনে এই শুভ দিনটা বারবার আসুক এটা আমি সর্বদা কামনা করি। এটা আমি সর্বদাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে তোমার ভবিষ্যৎ দিনগুলোতে আরো ভালো কাটুক। এবং তোমার আশেপাশের মানুষজন ও তোমাকে অসংখ্য ভালোবাসা দেয়। আর তোমার ভবিষ্যৎ লাইফ যেন উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো। আর এই নতুন বছরে তোমাকে জানাচ্ছি শুভ জন্মদিনের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। সুখে কাটুক তোমার আগামীর দিনগুলো"


    বার্থডে উইশ ফর ফ্রেন্ড

    বার্থডে উইশ করার জন্য বন্ধুদেরকে কিছু সারপ্রাইজ মেসেজ যদি দিতে চান তাহলে আমাদের এখান থেকে শুধু কপি করে আপনার বন্ধুর ফেসবুক মেসেঞ্জারে ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন খুব সহজে। আমরা এখানে নানা রকম ভাবে বিভিন্ন টেক্সট আকারে তুলে ধরেছি শুধু কপি করে সেন্ড করে দিতে পারবেন


    বন্ধু আমি আশা করি তোমার ভবিষ্যৎ জীবন আরো সুখের হোক যে দিনগুলোতে রয়েছে তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ভালোবাসা। এই জন্মদিন-এর মতই যেন রঙিন হয়ে ওঠে তোমার ভবিষ্যৎ প্রজন্ম


    জন্মদিন আসলে তেমন কিছু না ভোলা মুহূর্ত তৈরি করার সবথেকে ভালো সময় এটি। তাই যেন তোমার জন্মদিন হয় সূর্যের মতো আলোকিত। তাই তোমাকে জানাই বন্ধু জন্মদিনের শুভেচ্ছা


    শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু। যেহেতু তুমি আমার সবথেকে ভালো একজন কাছের বন্ধু তাই আমি তোমার জন্য দোয়া করি সর্বদা যেন তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারো। শুভ জন্মদিন বন্ধু


    সত্যিই তুমি অসাধারণ একজন আমার বন্ধু ছিল এবং ভবিষ্যতেও থাকবে আশা করি তোমার ভবিষ্যত জীবন সুখের এবং স্মৃতিময় হয়ে থাকে ভালো থেকো বন্ধু। শুভ জন্মদিন


    তোমার মত বন্ধু পাওয়া কোটি মানুষের মধ্যেও সম্ভব নয়। তাই আশা করি তোমার ভবিষ্যত চন্দ্র দিনগুলা যেত আরো সুন্দর হয় এবং এরকম জন্মদিন জানো অনেকদিন একসঙ্গে উপভোগ করতে পারি এই কামনাই রইল শুভ জন্মদিন বন্ধু


    তোমার বন্ধুকে আমি অনেক মুগ্ধ। আশাকরি যেমন আছো থেকেও যেন আরো ভালো থাকতে পারো এবং তোমার ভবিষ্যৎ স্বপ্নগুলো যত পুরনো হয়। আমার বন্ধু হয়ে আজীবন যেন তোমাকে পাশে পাই জন্মদিনের অনেক শুভেচ্ছা বন্ধু তোমার জন্য


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন