চাকরির আবেদন পত্র লেখার নিয়ম | চাকরি ছাড়ার আবেদন লেখার নিয়ম

    চাকরির আবেদন পত্র লেখার নিয়ম | চাকরি ছাড়ার আবেদন লেখার নিয়ম

    চাকরি ছাড়ার দরখাস্ত

    আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনাকে প্রথমত একটি দরখাস্ত জমা দিতে হবে। যদি আপনার চাকরি করার ইচ্ছে বা প্রয়োজন না থাকে তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। চাকরি ছাড়ার জন্য কিছু নিয়মাবলী আছে। আপনি দরখাস্তের মাধ্যমে আপনার চাকরি ছেড়ে দিতে পারেন।

    সরকারি চাকরি ছাড়ার নিয়ম

    আপনি যদি একটি সরকারি চাকরিজীবী হন। আর যদি আপনি সরকারি চাকরি থেকে পদত্যাগ গ্রহণ করতে চান তাহলে আপনাকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। সরকারি চাকরি ছাড়ার জন্য আপনাকে প্রথমত একটি দরখাস্ত আবেদন লিখতে হবে যে আপনি চাকরি ছাড়তে চান তার সম্পর্কে।


    • আপনি যদি সরকারি চাকরি থেকে ইস্তফা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই 30 দিন পূর্বে আবেদন করতে হবে।

    • কি কারনে আপনি চাকরি ছাড়তে চান তার সম্পর্কে বিস্তারিত জানান।

    • চাকরি ছাড়ার পূর্বে আপনি অফিস থেকে যে সকল জিনিস গুলো পেয়েছেন যেমন, ল্যাপটপ, ক্যামেরা, গাড়ি ইত্যাদি কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হবে।

    • কম্পিউটারে যদি আপনার কোন তথ্য থাকলে সেগুলো ডিলিট করে ফেলুন। তারপর সেগুলো কর্তৃপক্ষের কে বুঝিয়ে দিন।

    • অফিসে আপনার ব্যক্তিগত যে সকল জিনিস ছিল সেগুলো আপনি সরিয়ে ফেলুন।

    • চাকরি ছাড়ার পূর্বে আপনি আপনার সনদপত্র এবং ছাড়পত্র সংগ্রহ করুন।

    সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ

    আপনি যদি একটি সরকারি চাকরিজীবী পেশার মানুষ হয়ে থাকেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই কনটেন্ট টি আপনার জন্য। সরকারি চাকরি থেকে কয়েক রকম ভাবে অবসর গ্রহণ করানো হয়।

    যেমন,


    • বয়স জনিত অবসরগ্রহণ

    • ঐচ্ছিক অবসর গ্রহণ

    • বাধ্যতামূলক অবসর

    • অক্ষমতার কারণে অবসর

    সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স

    আপনি যদি সরকারি চাকরিজীবী হন। তাহলে আপনাকে একদিন না একদিন অবসর গ্রহণ করতে হবে। আপনি সর্বোচ্চ চাকরি করতে পারবেন 60 বছর বয়স পর্যন্ত। তারপর আপনাকে অবসর গ্রহণ করতে হবে। তাই আমরা বলতে পারি একজন সরকারি কর্মচারী সর্বোচ্চ 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারে। তারপর তাকে অবসর গ্রহণ করতে হয়।

    চাকরি ছাড়ার আবেদন লেখার নিয়ম

    আপনি যদি কোথাও চাকরি করে থাকেন। আর যদি আপনি ভেবে থাকেন চাকরি ছেড়ে দেবেন তাহলে আপনাকে চাকরি ছাড়ার পূর্বে একটি আবেদন করতে হবে।


    অনেকেই চাকরি ছাড়ার আবেদন পত্র লিখতে পারেন না। আপনারা যদি আমাদের এই কনটেন্ট টি দেখে থাকেন তাহলে খুব সহজে আপনি চাকরি ছাড়ার আবেদনপত্র লিখতে পারবেন। চাকরি ছাড়ার জন্য যে যেমনভাবে আবেদনপত্র লেখার প্রয়োজন হয় তা নিচে দেওয়া হল।


    তারিখ :-............ আপনি আবেদন যেদিন করবেন সেই দিনের তারিখ এখানে লিখবেন।

    বরাবর,

    ..................... এখানে আপনি যার কাছে আবেদনপত্র জমা দিবেন তার নাম্বার কোম্পানির নামটা উল্লেখ করুন।

    বিষয় :-.................. আপনি চাকরি থেকে কেন অব্যাহতি নিতে চান সেটা এখানে লিখবেন।

    জনাব,

    .....................…

    এখানে আপনি লিখবেন যে কারণে আপনি সরকারি চাকরি ছাড়তে চান তার সম্পর্কে। তারিখ উল্লেখ করবেন। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা উল্লেখ করবেন।

    স্বাক্ষর :-.................. এখানে আপনার সাক্ষ্য দেবেন

    পদের নাম :-.................... এখানে আপনি যে পদে চাকরি করতেন সেই পদের নাম দেবেন।

    প্রতিষ্ঠানের নাম :-.................... আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেন সে প্রতিষ্ঠান নামটি এখানে দিবেন।

    প্রতিষ্ঠানের ঠিকানা :-............................ আপনি এখানে আপনার প্রতিষ্ঠানে ঠিকানাটি দিতে পারেন।

    চাকরির আবেদন পত্র

    আমরা চাকরির আবেদন করতে ভুল করলে আমাদের ভাইভাতে ডাকার সম্ভাবনা কমে যায়। তাই চাকরির আবেদন পত্র লেখার সময় সর্বোচ্চ টা ভালো ভাবে লেখার চেষ্টা করতে হবে যেন আপনার আবেদন পত্র দেখে সে ইম্প্রেশন হয়ে যায়। চাকরির আবেদন পত্র লিখতে অনেকে জানেন না। চাকরির আবেদন পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো ইনশাআল্লাহ।

    চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

    অনেকেই চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জানেন না। বন্ধু, বড় ভাই ইত্যাদি লোকের কাছ থেকে আবেদন পত্র লিখে নিয়ে থাকেন। আজকে আপনাদেরকে খুব সহজে আবেদন পত্র লেখার নিয়ম দেখাবো। এটা থেকে আপনারা নিজে নিজেই আবেদনপত্র লিখতে পারবেন ইনশাআল্লাহ। আবেদনপত্র লেখার নিয়ম নিচে দেওয়া হল।


    তারিখ :-.................. এখানে আপনি যে তারিখে আবেদন পত্র লিখবেন সেই তারিখটা উল্লেখ করবেন।

    বরাবর,

    ………………….. আপনি যার কাছে আবেদনপত্র জমা দিবেন তার নাম অথবা কোম্পানির নাম ইত্যাদি উল্লেখ করবেন।

    বিষয় :........................ এখানে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পথের নাম উল্লেখ করবেন

    জনাব,

    …………………………..... এখানে আপনি যে পত্রিকা থেকে নিয়োগের আবেদন সম্পর্কে জেনেছেন সেই বিজ্ঞাপনের নামটি উল্লেখ করে এবং তার একটি উল্লেখ করতে হবে। তারপরে আপনি আপনার মন মত সুন্দর করে দুই এক লাইন লিখবেন। নিচে আপনার জীবন বৃত্তান্ত বিবেচনায় এবং উপস্থাপন করবেন।

    আপনার যাবতীয় তথ্য, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, কম্পিউটার জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লিখবেন।

    পরিশেষে বিনতি নিবেদন লেখার পর আপনি আপনার নাম কি আপনি কোথায় থেকে শিখেছেন সেটা উল্লেখ করবেন।

    চাকরির জন্য যে দোয়া করবেন

    আমরা কোন কাজ করা আগে আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সে কাজটা ভাল ভাবে সম্পন্ন করতে পারি। আমরা যে কোন কাজ করার আগে আমরা বাবা মা এর থেকে দোয়া নিয়ে থাকি। আমরা যে কোন কাজের জন্য আল্লাহকে স্মরণ করে থাকি। আমরা যা কিছু চাই তা আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। আল্লাহর ইচ্ছা করলে আমাদেরকে সব দিতে পারেন আসার ইচ্ছা না করলে সবকিছু থেকে বহিষ্কার করতে ও পারেন। যেকোনো কিছু জন্য আল্লাহর কাছে আমরা সব সময় চাইতে পারি। আমরা কোন কিছু চাওয়ার জন্য যে দোয়াটি পরবো তা হলো :


    রাব্বি ইন্নি লিমা আঃযালতা ইলাইয়্যা মিন খাইরিং ফাক্বির

    এই দোয়া টির অর্থ হল : হে আমার প্রভু। তুমি আমার প্রতি যে অনুগ্রহ ব্রাজিল করবে নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।

    ভালো চাকরি পেতে যে আমল করবেন

    আমরা জীবন চলার পথে অনেক কিছু করে থাকি। আমরা ভালো থাকার সময় এবং খারাপ থাকার সময়ই সবসময় আল্লাহতালার শুকরিয়া আদায় করব। আপনি যদি ভাল একটি চাকরি করতে চান তাহলে আপনি এই দোয়াটি অনেক বেশি বেশি করতে পারেন। আমরা যদি কারো কাছ থেকে একই চাওয়ার বেশি বেশি চায় তাহলে তারা রাগান্বিত হয়ে যাই। কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি যত বেশি চাবেন আল্লাহ আপনার প্রতি ততই বেশি খুশি হবেন। আমরা যেকোন কিছু চাওয়ার প্রয়োজন হলে সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে চেয়ে থাকব ইনশাআল্লাহ। ভালো কোন চাকরি পেতে হলে যে আমল গুলো করবো তা নিচে দেয়া হল:


    ইয়া ওয়াহহাবু

    দোয়া টির অর্থ হল : কোনরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী।

    চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম

    আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত। যোগদান পত্র কিভাবে লিখতে হবে, লেখার নিয়ম, বিভিন্ন পদে যোগদান পত্র লেখার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি যোগদান পত্র লিখতে না পারেন এই কনটেন্টে দেখার পরে এখন আপনি নিজে নিজে যোগদান পত্র লিখতে পারবেন ইনশাআল্লাহ। চাকরিতে যোগদান করার পত্র লেখার নিয়ম নিচে দেওয়া হল:


    বরাবর,

    ব্যবস্থাপক

    সোহানুর রহমান সোহান পরিবহন লিমিটেড

    সাভার, ঢাকা

    বিষয় : নিয়োগ প্রাপ্ত কাজের জন্য যোগদান পত্র। আপনি যে বিষয়ে যোগদান করবেন সেটির নাম লিখবেন।

    জনাব,

    বিনতি নিবেদন এই যে, আমি মোঃ শাহিনুর ইসলাম আপনার কোম্পানিতে 01/01/2022 যোগদান করিলাম।

    অনুগ্রহপূর্বক আমাকে আপনার কোম্পানিতে যোগদান করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

    আপনার বিশ্বস্ত,

    মোঃ শাহিনুর ইসলাম

    শাহবাগ, ঢাকা


    আরো পড়তে ক্লিক করুন

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন