কম দামে ভালো রাউটার ২০২২ | ভালো রাউটার চেনার উপায়

    কম দামে ভালো রাউটার ২০২২ | ভালো রাউটার চেনার উপায়


    বর্তমানেই ডিজিটাল সময়ে প্রতিটি মানুষের স্মার্ট ডিভাইস ব্যবহার করে আর এই স্মার্ট ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয় আর ইন্টারনেট করতে হলে দরকার ভালো একটি রাউটার। স্মার্ট ঘড়ি, স্মার্টফোন, স্মার্ট টিভি, সহ আরো অনেক কিছুতেই ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়। মুভি দেখা ইউটিউবিং করা ফেস বুকিং করা সহ বিভিন্ন পত্র-পত্রিকা পড়তে হলে ইন্টারনেট প্রয়োজন পড়ে আর এইটা নেট ব্যবহার করতে হলে আমাদের প্রয়োজন হলো ভালো একটি রাউটার। যেটার মাধ্যমে পরিবারের সবাই ভালোমতো ব্যাবহার করতে পারি। তাছাড়াও বাসাবাড়িতে বা অফিসে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো একটি রাউটার এর প্রয়োজন হয়


    ভালো রাউটার হলে সব জায়গা থেকেই সমানভাবে স্পিড পাওয়া সম্ভব হয় এবং নেটের বাফারিং থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া ওর রুমের মধ্যে যদি রাউটার থাকে তাহলে দূরবর্তী স্থানে থেকে ব্যাবহার করতে সমস্যা হয় কিন্তু ভালো রাউটার হলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক কম দামে ভালো রাউটার


    বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানির রাউটার রয়েছে। তবে সমস্যা হল এ সমস্ত রাউটারের গুণগত মানের দিক দিয়ে কোন রাউটারটি ভালো এবং কোনটি খারাপ বিশ্লেষণ করা মুশকিল হয়ে দাঁড়ায়। আজকে আমরা কয়েকটি রাউটার নিয়ে কথা বলবো যে রাউটারগুলো ভালো পারফরমেন্স দেয় এমন

    কম দামে ভালো রাউটার ২০২২

    আজকে আমরা পর্যায়ক্রমে পাঁচটি রাউটার নিয়ে কথা বলবো যে রাউটারগুলো বর্তমান বাজারের সেরা রাউটার। যেগুলোর মাধ্যমে আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য রাউটার থেকে বেটার পারফরম্যান্স দিবে আশা করা যায় তাই চলুন কম দামের মধ্যে ভালো পাঁচটি রাউটার নিয়ে কথা বলি

    কম দামে ভালো রাউটার DIR-615 N300

    বর্তমান বাজারে 2 অ্যান্টেনার বিশিষ্ট এ রাউটারটি খুবই ভাল একটি রাউটার। DIR-615 N300 এই রাউটারটির ডাটা ট্রান্সফার রেট দেয় 300mbps এবং এই রাউটারের সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। তাছাড়াও এই রাউটারে সিকিউরিটি সিস্টেম অন্যান্য রাউটার এর থেকে বেশি শক্তিশালী। যেকোনো হ্যাকাররা সহজে আক্রমণ করতে পারবে না। তাছাড়া বাজারে রাউটারটি ব্যান্ডউইথ কন্ট্রোল করার সুবিধাও রয়েছে। এর আওতায় রয়েছে চারটি ল্যান্ড পোর্ট এবং একটি ওয়ান পোর্ট। আরে রডের মূল্য ধরা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র। তাই কেউ যদি এই দামের মধ্যে ভালো রাউটার চান তাহলে এটাই আপনার জন্য বেস্ট

    কম দামে সেরা রাউটার TendaF-3

    এর অর্ডার টি তে রয়েছে তিনটি এন্টেনার। আর এই TendaF-3 রাউটার থেকে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এটা ডাটা ট্রান্সফার রেট 300mbps এবং অন্যান্য রাউটারের মত এটিতে রয়েছে মোট চারটি ল্যান্ড পোর্ট। আরেকটা বাজার মূল্য ধরা হয়েছে 1150 টাকা মাত্র

    ভালো রাউটার TP-LinkTL-WR840N

    বর্তমানে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাউটারের মধ্যে এটাই হলো টিপি লিংক এর রাউটার। গুণগত মান সহ দামের দিক দিয়ে টিপি লিংক রাউটার সবথেকে সেরা রাউটার। কারণ টিপি লিংক রাউটার এ সর্বদা সিকিউরিটি সিস্টেম শক্তিশালী হয়ে থাকে। এছাড়াও এটাতে পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং চারটি ল্যান্ডপোর্ট বিশিষ্ট। এটার ডাটা ট্রান্সফার রেট হল 300mbps এবং ফ্রিকুয়েন্সি রেট 2.4। রাউটার কন্ট্রোল করার সুবিধা রয়েছে। আর এই রাউটারটির দাম নির্ধারণ করা হয়েছে হাজার 1990 টাকা মাত্র

    অল্প দামে ভালো রাউটার TL-WR8020N

    বাজারে অল্প দামে ভালো রাউটারের মধ্যে অন্যতম এবং আকর্ষণীয় ডিজাইনের মধ্যে বা স্পিডের দিক দিয়ে এই রাউটার TL-WR8020N টি বেস্ট। এ রাউটারটি ডাটা ট্রান্সফার রেট হল 300mbps এবং এর সাথে রয়েছে এক বছরের ওয়ারেন্টি তার সাথে রয়েছে নানা ফিচার। রাউটার এর বর্তমান বাজার মূল্য 1050 টাকা। তাই কেউ যদি এই অল্প দামের মধ্যে ভালো রাউটার খুঁজে থাকেন তাহলে এটাই হবে অল্প দামের মধ্যে সবথেকে ভালো রাউটার


    ভালো রাউটার চেনার উপায়

    বর্তমান বাজারে আকর্ষণীয় অনেক ব্যান্ডের অত্যাধুনিক ফিচার যুক্ত উন্নত আকর্ষণীয় বিভিন্ন রাউটার রয়েছে কিন্তু আমরা অনেকেই ভালো রাউটার চিনতে পারিনা তাই আজকে আমরা আপনাদেরকে জানাবো ভালো রাউটার চেনার উপায় নিয়ে। রাউটার কিনতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে তার ওপর ভিত্তি করেই আপনি সিদ্ধান্ত নিতে হবে কোন রাউটার কি আপনি নিবেন

    কভারেজ এরিয়া:
    রাউটারের কভারেজ এরিয়া হল কতটুকু জায়গা বা পরিমাণ আপনি রাউটারের সার্ভিস গ্রহণ করতে পারবেন এটাই হলো রাউটারের কভারেজ এরিয়া ভালো রাউটার নির্বাচনের ক্ষেত্রে কভারেজ এরিয়া সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং রাউটারের কভারেজ এরিয়া সম্পর্কে জানতে হবে

    ডিভাইস সংখ্যা 

    একটি রাউটার থেকে আপনি যত বেশি সংখ্যক ডিভাইস সংযোগ দিতে চাইবেন এক্ষেত্রে রাউটারের গতিতত্ত্ব বেশি হতে হবে। কেননা রাউটার থেকে যখন অনেকগুলো ডিভাইস সংযোগ প্রদান করে থাকে তখন সম্ভবত রাউটারের পারফরমেন্সের উপর চাপ সৃষ্টি করে তাই ডিভাইসের সংখ্যা অনুযায়ী নির্বাচন করতে হবে। 

    রুম সংখ্যা
    আপনাকে অবশ্যই রাউটারের রেঞ্জ এর বিষয়টি জেনে রাখতে হবে কেননা রাউটারের যত বেশি হবে রাউটারের এরিয়া পর্যন্ত সার্ভিস প্রদান করতে পারবে। 300 মিটার পর্যন্ত হয়ে থাকে অপরদিকে রাউটারের রেঞ্জ 150 করে 300 ফিট বিস্তৃত হতে পারে। তাই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করে আউটডোর রাউটার ব্যবহার করতে হবে

    অ্যান্টেনা
    এটি রাউটারের এন্টিনা সংখ্যা যত বেশি শেয়ারের সার্ভিস ততো বেশি ভালো হবে। বর্তমানে বাজারের ও একাধিক এন্টিনার যুক্ত রাউটার পাওয়া যায় একই সঙ্গে অনেকগুলো ডিভাইসের কানেকশন হ্যান্ডেল করতে পারা যায় এ রাউটার গুলোতে। তাই চাইলে আপনি একাধিক এন্টিনা সংযুক্ত রাউটার ক্রয় করতে পারেন

    রেঞ্জ
    রাউটারের রেঞ্জ বিষয়ে আপনার ধারণা থাকতে হবে রাউটারের রেঞ্জ যত বেশি সেও রাউটার ততো ভালো। রাউটারের রেঞ্জ অনুযায়ী এরিয়ার সার্ভিস প্রদান করে থাকে


    আরো পড়তে ভিজিট করুন:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন