বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবের মোটামুটি তিন লাখের মতো মানুষ কাজে নিয়োজিত আছে।বহির্বিশ্বে সবথেকে সৌদি আরবের বিভিন্ন কাজের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে বাংলাদেশী শ্রমিকরাএবং ইন্ডিয়ান শ্রমিকরা। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা আমেল মঞ্জিল ভিসা মাধ্যমে যেতে চাচ্ছেন বাজার আগ্রহ প্রকাশ করেছেন তাদের জন্যই আজকে আমেল মঞ্জিল ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা। আজকে আমরা পর্যায়ক্রমে আমেল মঞ্জিল ভিসা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরব।
বর্তমানে প্রতিনিয়ত সৌদি আরবে কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে বাসাবাড়ি এবং মেডিকেল মাদ্রাসা মসজিদ এসমস্ত স্থানগুলোতে অতিরিক্ত কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন আমেল মঞ্জিল ভিসা নিয়ে যেতে পারবেন। তবে সে ক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে অবশ্যই সেগুলো অবশ্যই নজর রাখতে হবে তা না হলে কাজের অভাবে আপনাকে ওখানে গিয়ে আরো নিজের খরচে থাকতে হতে পারে।
প্রথমে আমাদেরকে যেতে হবে আমিন মঞ্জিল ভিসা কি এবং মানুষের ভিসার খরচ কত এবং আমিন মঞ্জিল ভিসাতে কি কি কাজ করা যায়। এবং যারা আমেল মঞ্জিল ভিসা আছে তারা তেমন সুবিধা পাচ্ছে এবং অসুবিধা কি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই কনটেস্ট এর মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন পর্যায়ক্রমিক শুরু করা যাক।
সৌদি আরবে কাজের ভিসা ২০২২ | সৌদি আরবের ভিসা কবে খুলবে
আমেল মঞ্জিল ভিসা কাজ কি
আমেল মঞ্জিল ভিসা সাধারণত বাসা বাড়ির কাজে মালিক ফ্রী দিয়ে থাকে। নির্দিষ্ট কোন কোম্পানির মাধ্যমে সৌদি আরবের স্থানীয় বাসিন্দারা আমেল মঞ্জিল ভিসা মাধ্যমে বাসা বাড়িতে কাজের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে। এই সবিতা ক্ষেত্রে মহিলারা বেশি পেয়ে থাকে। আমেল মঞ্জিল ভিসার মাধ্যমে প্রথম অবস্থায় বাসাবাড়িতে কাজ করার পরে ফ্রি টাইমে অন্যান্য জায়গায় কাজ করার সামান্য কিছু সুযোগ-সুবিধা রয়েছে। আমেল মঞ্জিল ভিসা মাধ্যমে বাসা ক্লিনিং ড্রাইভিং রান্নার কাজ বিষয়ে নিয়োগ দিয়ে থাকেন।
আমেল মঞ্জিল ভিসা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এবং আমিন মঞ্জিল ভিসা সাধারণত বাসা বাড়ির কাজের জন্য অথবা পার্মানেন্ট ভাবে ভাষাতে রাখার জন্যই আমেল মঞ্জিল ভিসা কি চালু করা হয়েছে। ইংলিশ এর মাধ্যমে বাসা ট্রেনিং অথবা রান্নাবান্নার জন্য মহিলা নিয়োগ দেওয়া হয়ে থাকে। তাছাড়াও পার্মানেন্ট ভাবে ডাইভার রাখার জন্য আমেল মঞ্জিল ভিসাতে নিয়োগ দিয়ে থাকে।
আমেল মঞ্জিল ভিসা দাম কত
আমেল মঞ্জিল ভিসা তে যাবতীয় খরচ সহ ভিসার দাম নির্ধারণ করা হয়েছে 2 লক্ষ 50 হাজার টাকা যার মধ্যে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স, ড্রাইভিং লাইসেন্স, ওকালা, উকালা মহাকুমা, সেইসাথে মুনাফা কিছু লাগবে না। শুধু সাথে লাগবে পাসপোর্ট, ল্যাব প্রিন্ট কপি 4, এবং ছবি ভিসার নম্বর। এই যাবতীয় খরচ দিয়ে ভিসার দাম ধরা হয়েছে 2 লক্ষ 50 হাজার টাকা।
আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং
সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং এর যাবতীয় বিষয়গুলো নিয়ে এখানে তুলে ধরা হয়েছে, জাতীয় মেডিকেল, স্টাম্পিং, মুফা, ওকালা, মুসানেট, ম্যানপাওয়ার কার্ড, বিমানের টিকিট দায়িত্ব প্রদান করা হয়, সৌদি আরব যেকোনো ধরনের ভিসা প্রসেসিং করানোর জন্য এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। রিক্রুটিং লাইসেন্স নম্বর -1544 RANGDHONU OVERSEAS LTD. .Govt.Approved manpower recruiting agent । ফোন নম্বর:01771104042 60/2 হালিম প্যালেস। পল্টন মডেল থানা বিপরীত নয়াপল্টন ঢাকা-1000
আমেল মঞ্জিল ভিসা ওকালা কবে চালু হবে
আমিন মঞ্জিল ভিসা করোনাকালীন সময় বন্ধ ছিল পরবর্তীতে 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে আবারও পুনরায় চালু করেছে। তাই বর্তমানে আবারও নতুনভাবে আমিন মঞ্জিল ভিসার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কাজের জন্য শ্রমিকরা পাড়ি জমাচ্ছে। সে ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমিন মঞ্জিল ভিসা কি ভালোমতো চেক করতে হবে আপনি কোন কাজের প্রতি এবং কার বাসায় নিয়োগ পেয়েছেন সেই বিষয় নিয়ে অফিসে গিয়ে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি | সৌদি আরবে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
আমেল আইডি ভিসা চেনার উপায়
আমিন মঞ্জিল ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হল আপনি কোন কাজের প্রতি সৌদি আরবে যাচ্ছেন। এবং কত ঘন্টা ডিউটি সে বিষয়টিও সেখানে উল্লেখ থাকবে। এবং বাশার ওনার এর নাম সহ মানে আপনি যার বাসায় কাজ করবেন তার বাসায়। যারা প্রবাসী আছে বা আমেল মঞ্জিল ভিসা তে গিয়েছে তাদের মধ্যে ভিসার ছবি তুলে পাঠিয়ে নিশ্চিত করে নিতে পারবেন।
সৌদি আরবের নতুন ভিসার খবর কি
বর্তমানে সৌদি আরবের নতুন বিছাতে নিয়োগ চলছে। যারা সৌদি আরবে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন তাদের 2022 সালে আবার নতুনভাবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। করণা মহামারীর সময় থেকেই সৌদি আরবের লোক নিয়োগ বন্ধ ছিল। তাই বর্তমানে আবারও নতুন ভাবে লোক নিয়োগ দিচ্ছে ড্রাইভিং এবং আমেল মঞ্জিল ভিসা সহ বিভিন্ন কাজের জন্য। বর্তমানে মসজিদ ট্রেনিং সহ মাদ্রাসা ক্লিনিক এর পদে ব্যাপক ভাবে লোক নিয়োগ দিচ্ছে সৌদি আরবে তাই যারা যেতে ইচ্ছুক তারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর আবেদন করলেই যেতে পারবেন।
- জাপানে কাজের ভিসা ২০২২ | জাপান ভ্রমণ ভিসা | জাপান স্টুডেন্ট ভিসা
- ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে 2022 | অস্ট্রেলিয়া যাওয়ার খরচ
একটি মন্তব্য পোস্ট করুন