মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা | মাল্টা যেতে কত টাকা লাগে | মাল্টা কাজের বেতন কত

    মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা | মাল্টা যেতে কত টাকা লাগে | মাল্টা কাজের বেতন কত

    আজকে আমরা কথা বলব মালটা ওয়ার্ক পারমিট ভিসা এবং মালটা যেতে হলে বর্তমানে কত টাকা লাগছে এবং মাল্টাতে কাজের বেতন কত তার সবগুলোই আজকে আপনারা এইটার মধ্যে পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মালটা ওয়ার্ক পারমিট ভিসার দাম এবং বর্তমানে যেতে হলে কত টাকা পর্যন্ত খরচ করা লাগছে এই নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা।


    বর্তমান সময়ে মালটাতে বিভিন্নভাবেই সেখানে বিজনেসের উদ্দেশ্যে অথবা কাজ করার উদ্দেশ্যে মানুষ পাড়ি জমাচ্ছে তবে আগের তুলনায় মাল্টাতে কাজ করার বেতন কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে বর্তমানে ডলারের বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে সেখানে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মালটাতে বিভিন্ন ফ্যাক্টরি এবং ড্রাইভিং সহ রেস্টুরেন্ট বা অন্যান্য বাসা বাড়িতে কাজ করার সুযোগ রয়েছে তবে এক্ষেত্রে কিভাবে সুযোগগুলো নিবেন তা দেখে নেওয়া যাক।

    মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা

    আপনারা অনেকেই মাল্টাতে কাজের ভিসা নিয়ে যেতে চান। আজকের কনটেন্ট টি আমরা সাজিয়েছি মালটা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। আপনারা অনেকেই কাজ করার জন্য অনেক দেশে যেয়ে থাকেন যেমন, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, আলবেনিয়া, ইন্দোনেশিয়া, ফিজি ইত্যাদি দেশে যেয়ে থাকেন। একটি দেশে যাবার জন্য যেসকল তথ্যগুলো জানা জরুরী সেই সকল তথ্য আমাদের কনটেন্টে পাবেন।


    যেমন, মাল্টা কাজের ভিসা পেতে কি কি লাগে। মালটা যেতে কত টাকা খরচ হয়। মালটা যেয়ে বাংলাদেশী শ্রমিকরা কি কি কাজ করেন। মাল্টায় কাজের বেতন কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর আমাদের কন্টেন্ট থেকে পাবেন ইনশাআল্লাহ।

    বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়

    আপনারা যারা মাল্টায় যেতে চান তারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা কিভাবে মাল্টা যাব সে সম্পর্কে। বাংলাদেশ থেকে মাল্টায় আপনি খুব সহজেই যেতে পারবেন। এখন প্রচুর পরিমাণ বাংলাদেশ মাল্টায় যাচ্ছে। আপনি নিজে নিজের সবকিছু করেও মালটা যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবার আপনি চাইলে কোন এজেন্সির মাধ্যমেও খুব সহজে মাল্টায় পৌছাতে পারেন।


    জাপানে কাজের ভিসা | জাপান ভ্রমণ ভিসা | জাপান স্টুডেন্ট ভিসা


    আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার পদ্ধতি সম্পর্কে। মাল্টা যাওয়ার জন্য এবং মালটা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হয়েছে। সে গুলা মনোযোগ দিয়ে দেখে আশা করি আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

    মাল্টা যেতে কত টাকা লাগে

    আপনারা অনেকেই অনেক দেশে কাজ করার জন্য যেতে চান। তেমনি অনেকেই মাল্টাতে কাজ করার জন্য যেতে চাই। আপনারা অনেকেই জানেন না মাল্টাতে যেতে হলে কত টাকা খরচ হবে সে সম্পর্কে। আপনি অনেক ভাবেই মালটা যেতে পারেন। আসুন জেনে নেই মালটা যেতে কত টাকা খরচ হয় সে সম্পর্কে বিস্তারিত।


    আসলে আপনি যদি মালটা যেতে চান তাহলে আপনার 2 লক্ষ থেকে আট, দশ, বারো লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আপনাদের মনে অবশ্য প্রশ্ন জেগেছে দুই লক্ষ কোথায় আর দশ লক্ষ কোথায় কিভাবে সম্ভব। অবশ্যই আপনি চাইলে 2 লক্ষ টাকা দিয়ে যেতে পারবেন আবার আপনি আরো 10 লাখ টাকা খরচ করেও যেতে পারবেন। আপনি যদি দুই লক্ষ টাকা দিয়ে যেতে চান মাল্টায় তাহলে আপনাকে নিজে নিজেই সকল কাজগুলো সম্পন্ন করতে হবে।


    ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে


    এখন আধুনিক যুগ আপনি নিজে নিজে চাইলে সবকিছু সম্পন্ন করতে পারবেন। আর আপনি যদি নিজে নিজে শব্দের সম্পূর্ণ করতে না পারেন তাহলে আপনাকে এজেন্সির সাহায্য নিতে হবে। আর এজেন্সিগুলো অনেক বেশি টাকা নিয়ে থাকে। কিছু কিছু কিছু এজেন্সি 8 লক্ষ নেয়, কিছু কিছু এজেন্সি 10 লক্ষ, কিছু কিছু এজেন্সি 12 লক্ষ টাকা নিয়ে থাকে মাল্টা যাওয়ার জন্য। আসলে মালটা যাওয়া খরচ টি নির্ভর করে এজেন্সির ওপর।


    এখানে এজেন্সির অনেক বেশি লাভ থাকে আপনার কাছ থেকে যত বেশি টাকা নিতে পারবে ততই তাদের লাভ। কি কারনে এজেন্সির মাধ্যমে গেলে এত টাকা খরচ হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি চাইলে খুব সহজেই 2 লক্ষ টাকার মাধ্যমে মাল্টা যেতে পারবেন। তার জন্য আপনাকে একটু পরিশ্রম করা লাগবে সেটাই। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন মালটা যেতে হলে কত টাকা খরচ হতে পারে তার সম্পর্কে বিস্তারিত তথ্য।


    মালটা কাজের ভিসার দাম কত ২০২৩

    মালটাই যদি কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে মালটা কাজের বিচার দাম পড়বে প্রায়ই ৭ লক্ষ টাকা থেকে প্রায় ১২ লক্ষ টাকা পর্যন্ত এ ক্ষেত্রে ভালো মানের কাজ নিয়ে যদি আপনি মাল্টাতে যেতে চান তাহলে খরচ আরো বেশি পড়তে পারে। নরমালি যদি ড্রাইভিং বা রেস্টুরেন্ট কাজের উপর আপনারা যদি মালটাকে যেতে চান তাহলে কিন্তু খরচ প্রায় ১০ লক্ষ টাকার মত করতে পারে।

    এক্ষেত্রে সরকারিভাবে যদি আপনারা মাল্টাতে গার্মেন্টস ভিসা নিয়ে যেতে চান তাহলে কিন্তু আরো খরচ কম হবে এক্ষেত্রে আপনারা পাঁচ লাখ থেকে ৭ লাখ টাকার মধ্যেই সরকারি এজেন্সি গুলোর মাধ্যমে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ করতে পারবেন।


    তবে মনে রাখবেন মালটা তে যাওয়ার উদ্দেশ্যে যদি আপনি কাজের ভিসা তৈরি করতে চান তাহলে সরকার নিবন্ধিতলার মাধ্যমে অবশ্যই করতে হবে তা না হলে মালটাতে যাওয়ার পরে আপনারা কাজবিহীন ভাবে বসে থাকতে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন সরকারি মাধ্যমগুলোতে যাওয়ার এতে করে আপনাদের তেমন কোনো সমস্যার মধ্যে করতে হবে না।

    মাল্টা কাজের বেতন কত

    আপনারা অনেকেই অনেক দেশে যেতে চান শুধুমাত্র টাকা আয় করার জন্য। আপনারা অনেক টাকা খরচ করে একটি দেশে যেতে চান শুধুমাত্র আপনার জীবন স্বাচ্ছন্দে যেন চালাতে পারেন সেই কারণে। এর জন্য আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আপনি যেই দেশে যাবেন সেই দেশে বেতন সম্পর্কে। আসুন আমরা জেনে নেই মাল্টাতে বেতন কত দেয় তার সম্পর্কে বিস্তারিত।


    যদি মালটা যান এবং মালটা যেয়ে ফুড ডেলিভারি করে থাকেন তাহলে আপনি মাসে 1000 থেকে 1200 ইউরো। যা বাংলাদেশী টাকায় এক লক্ষ দশ হাজার টাকার কাছাকাছি। মাল্টা তে যারা কাজ করে তারা প্রায় এক হাজার বারোশো ইউরও করে আয় করে থাকে। এটা এভারেজ বেতন হিসেবে ধরা চলে। কেউ কেউ একটু বিষ হয় এবং কেউ একটু কম আয় করে থাকে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যদি আপনি মালটা যান তাহলে আপনি মাসে 1 লক্ষ টাকা আয় করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালটা এগিয়ে বাঙালিরা কত টাকা ইনকাম করতে পারে তার সম্পর্কে।

    মাল্টায় কাজের চাহিদা কেমন

    আপনারা অনেকেই মাল্টায় কাজ করার জন্য যেতে চান। আমরা ইতিমধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করেছে মালটা এগিয়ে বাঙালিরা কি কি কাজ করে বেতন কত। সেখানে যেতে কত টাকা খরচ হয় ইত্যাদি সম্পর্কে। এখন আপনাদেরকে জানাবো মাল্টায় কাজের চাহিদা কেমন তার সম্পর্কে।


    কানাডা ওয়ার্ক পারমিট ভিসা


    মাল্টায় যে কেউই খুব সহজেই কাজ পেয়ে যাবে। আপনি মাল্টায় রাস্তা দিয়ে ঘুরতে লাগলে আশেপাশের দোকানগুলোতে দেখতে পাবেন কর্মী চাই এমন দেখা প্রায় জায়গায়। সেখানে ইংরেজিতে লেখা থাকবে আমি বাংলাতে আপনার সুবিধার জন্য বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেখানে কাজের চাহিদা কতটা বেশি। আপনি যদি একটু ইংলিশ জেনে থাকেন তাহলে আপনি সেখানে গিয়ে খুব সহজেই নিজে নিজেই কাজ খুঁজে করতে পারবেন কারো সাহায্য প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের এই কন্টেন্ট থেকে উপকৃত হয়েছেন।

    মাল্টায় বাঙালিরা কি কি কাজ করেন

    আপনারা অনেকেই অনেক দেশে কাজ করার জন্য যেতে চান। আপনারা যারা মালটাই কাজ করার জন্য যেতে চান তারা জানতে চান সেখানে গিয়ে কি কি কাজ পেতে পারেন তার সম্পর্কে। মাল্টায় কাজের চাহিদা অনেক সেখানে যে কেউ গিয়ে খুব সহজেই কাজ খুঁজে পাবে। এখানে গিয়ে যে সকল কাজ করবেন তা নিচে দেওয়া হল।


    • আপনারা মালটা গিয়ে ফুড ডেলিভারীর কাজ করতে পারেন। এটা একটি স্বাধীন পেশা আপনারা সকলেই জানেন।

    • সেখানে গিয়ে আপনি হোটেলে কাজ করতে পারেন।

    • মাল্টা গিয়ে আপনি ক্লিনারের কাজ করতে পারেন।

    • আপনি সেখানে গিয়ে সুপারশপে কাজ করতে পারেন।

    • আপনি মাল্টা গিয়ে খাদ্য প্যাকেজিং এর কাজ করতে পারেন।

    • আপনি মাল্টা গিয়ে কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে পারেন।


    আরো অনেক রকম কাজ করতে পারবেন মাল্টা গিয়ে। বাঙালিরা এ সকল কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন। ইতিমধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করেছি মাল্টা যেতে কত টাকা খরচ হয় এবং মাল্টা গিয়ে বাঙালিরা কত টাকা বেতন পায় সে সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাল্টা গিয়ে বাঙালিরা কি কাজ করে সে সম্পর্কে।

    মাল্টা যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন

    আপনারা অনেকেই মাল্টা যেতে চান কাজ করার জন্য। কিন্তু আপনারা জানেন না মাল্টা যেতে হলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় সে সম্পর্কে বিস্তারিত। আজকে আমরা আপনাদের সঙ্গে মাল্টা যেতে হলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।


    সৌদি আরবে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি


    আপনি যদি মাল্টা যেতে চান তার জন্য যে সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তা নিচে দেওয়া হল।

    • সর্বপ্রথম আপনার পাসপোর্ট এর প্রয়োজন হবে। পাসপোর্ট এর মেয়াদ অবশ্যই 6 মাসের উপরে থাকতে হবে।

    • আপনি যে কাজের জন্য মাল্টা যেতে চান সে কাজে অভিজ্ঞ হতে হবে। সে কাজের ওপর আপনার সার্টিফিকেট থাকতে হবে। এটা আবশ্যক নয়।

    • আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে।

    • পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট থাকতে হবে। বৈধভাবে মালটা যাচ্ছেন কোন খারাপ কাজ করে যাচ্ছেন না এটার প্রমাণ পত্র।

    • আপনার ট্যাক্স সার্টিফিকেট এর প্রয়োজন হবে।

    • আপনার অবশ্যই ইন্সুরেন্স থাকতে হবে এবং ইন্স্যুরেন্সের প্রমাণ দেখাতে হবে।

    • আপনার ছবির প্রয়োজন হবে।



    উপরে উল্লেখিত এ সকল ডকুমেন্ট গুলো সাধারণত প্রয়োজন হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ডকুমেন্ট যোগ করা লাগতে পারে সেটা আপনাকে তারা বলে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাল্টা যেতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সে সম্পর্কে।

    মাল্টায় মুদ্রার মান কত

    আপনারা অনেকেই মাল্টায় কাজ করার জন্য যেতে চান। মাল্টায় 1 ইউরো সমান সমান বাংলাদেশি কত টাকা হতে পারে সে সম্পর্কে। আপনারা জানেন মাল্টায় কাজ করে 1000 ইউরো এবং তার বেশি পাওয়া যায়। আপনারাও বাংলা টাকায় অনেকেই হিসাব করতে পারেন না। এখন থেকে আপনারা খুব সহজেই নিজে নিজেই মুদ্রার মান বের করতে পারবেন। এখন বর্তমানে মাল্টার 1 ইউরো সমান সমান বাংলাদেশ 91 টাকা। কিছু কিছু সময় মুদ্রার মান কম বেশি হতে পারে। যেমন, এখন মাল্টার এক ইউরো সমান সমান বাংলাদেশের 91 টাকা। অনেক সময় 88 টাকা 95 টাকা 85 টাকা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাল্টার টাকার মান সম্পর্কে।

    মাল্টারা কোন ভাষায় কথা বলে

    আপনারা শুনলে অবাক হবেন মালিকেরা বেশিরভাগ সময় ইংরেজি ভাষায় কথা বলে থাকে। কেননা, বাইরের দেশ থেকে যে কোনো মানুষই এসে যেন তাদের সঙ্গে খুব ভালোভাবেই মনের ভাব প্রকাশ করতে পারে তার জন্য। তাদের দেশে প্রায় সকলেই ইংরেজি ভাষায় কথা বলে যারা কাজে আসে বাইরে থেকে তাদের সুবিধার জন্য। তারা তাদের মাতৃভাষায় কথা বলে যখন তাদের মধ্যে কথা বলে তখন। মাল্টায় যে কেউ গিয়ে খুব সহজে চলাফেরা করতে পারবে যদি সে ন্যূনতম ইংরেজি জেনে থাকে। আশা করি আপনাদের ভাষা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না মাল্টা এগিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।


    আরো জানতে ভিজিট করুন


    দুবাই কাজের ভিসা | দুবাই ভিসা আজকের খবর

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন