বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জেনে নিন

    বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো


    মাংস না মাছ সবজি বিভিন্ন খাবার ভালোভাবে সংরক্ষণের জন্য বাসায় দরকার ভালো মানের একটি ফ্রিজ। তাই অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশের কোন কোম্পানির সব থেকে ভালো আজকেই আপনাদেরকে ক্লিয়ার করে দেবো বাংলাদেশের কোন কোম্পানির ফ্রিজ গুলো ভালো এবং তাদের সার্ভিস কোয়ালিটি কেমন এবং কেমন দামের মধ্যে হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা


    সামনে কোরবানির ঈদ মাংস সংরক্ষণের জন্য মানুষ এখন ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই আবার অনেকেই আছেন যাদের পুরানা ফ্রিজ বিক্রি করে দিয়ে অথবা চেঞ্জ করে নতুন ফ্রিজ কিনার চিন্তাভাবনা করছেন। তাই অনেকেই দ্বিধার মধ্যে আছেন কারণ বাজারে রয়েছে নানান ধরনের নানান ব্র্যান্ডের ফ্রিজ ডিপ ফ্রিজ। তাই এই নিয়ে মাথাব্যথা না করে আজকেই সমাধান নিয়ে যান কোন ব্যান্ডের ফ্রিজ আপনি নিবেন। এবং কোন ব্যান্ডের সুবিধা কেমন এবং কত দিন মেয়াদ পর্যন্ত দিয়ে থাকে তা সম্পূর্ণ জেনে নিন


    বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো

    বাংলাদেশ নানান ধরনের ফ্রিজের কোম্পানি রয়েছে তার মধ্যে সবথেকে ভালো ফ্রিজের ব্যান্ড হলো স্যামসাং, হিটাচি, সিঙ্গার, এলজি বাটারফ্লাই, আতাশী, ওয়ালটন এই ফ্রিজ গুলো ব্যবহার করলে আপনি অনায়াসেই প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করতে পারবেন এবং জিনিসপত্রের মান নিয়ন্ত্রণের ভালো ভূমিকা রাখে

    স্যামসাং ফ্রিজ

    বর্তমানে বাংলাদেশে স্যামসাং প্রতিষ্ঠান ফ্রিজ গুলো আমদানি করে থাকে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। বর্তমান সময়ের বছরগুলিতে স্যামসাংয়ের মোট বারোটি বিভিন্ন মডেলের নতুন ফ্রিজ বাজারে নিয়ে আসা হয়েছে। এ বিষয় নিয়ে জানিয়েছেন ট্রান্সকম ইলেকট্রনিক্স এর একটি ম্যানেজার ধানমন্ডি শাখা থেকে

    ঈদ উপলক্ষে বর্তমানে স্যামসাং কোম্পানির ফ্রিজ গুলোতে চলছে সকল পণ্যের ওপর নগদ মূল্য ছাড় অফার। এখানে দুই পাল্লা এবং এক পাল্লার ফ্রিজ ও রয়েছে তবে দুই পাল্লার  ফ্রিজের মডেল আছে দুটি। এখানে 554 লিটার ফ্রিজের দাম ধরা হয়েছে 1 লাখ 70 হাজার টাকা আর 524 লিটার ফ্রিজের দাম ধরা হয়েছে 1 লাখ 90 হাজার টাকা। তবে অবশ্যই ঈদের জন্য নগদ মূল্যের উপর ছাড় দেওয়া হয়েছে

    হিটাচি ফ্রিজ

    বর্তমানে হিটাসি ফ্রিজ গুলোর বিভিন্ন ফিচার এবং বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে ডাবল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ইনভার্টার প্রযুক্তি ও ইনক্লুড করা হয়েছে। কয়েকটি কোম্পানির জানিয়েছে এখানে তাদের মোট নতুন পাঁচটি মডেলের ফ্রিজ বাজারে নিয়ে আসা হয়েছে এদের মধ্যে রয়েছে দুটি দুই পাল্লার ফ্রিজ। 510 লিটার ফ্রিজের দাম 1 লাখ 28 হাজার টাকা ধরা হয়েছে। 450 লিটার ফ্রিজের দাম 1 লাখ 17 হাজার টাকা। এবং সর্বনিম্ন 345 লিটার ফ্রিজের দাম 80 হাজার টাকা সবগুলোতেই থাকছে 5 বছরের ওয়ারেন্টি


    সিঙ্গার ফ্রিজ

    বর্তমানে বাজারের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো সিঙ্গার আরে সিঙ্গার ফ্রিজের নানা ধরনের আকর্ষণীয় মডেলের ফ্রিজ বাজারে এসেছে সর্বনিম্ন 30000 হাজার থেকে সর্বোচ্চ 150000 টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের সিঙ্গার ফ্রিজ কিনতে পারবেন। নানা ধরনের নানা মডেলের আকর্ষণীয় ফ্রিজ বাজারে এসেছে সেই সাথে ঈদ উপলক্ষে তাদের সিরিজগুলোতে পাওয়া যাচ্ছে 1 হাজার টাকা থেকে 20 হাজার টাকা পর্যন্ত ছাড়

    এলজি বাটারফ্লাই ফ্রিজ

    অনেকদিন যাবত এলজি বাটারফ্লাই ফ্রিজ মানুষের চাহিদা অনুযায়ী ভাল পারফরম্যান্স দিয়ে আসছে তারা এই ঈদ উপলক্ষে নিয়ে আসছে ক্যাশ কার্ড অফার 10 হাজার এর ওপরে কেউ পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যাচ্ছে 500 টাকা থেকে শুরু করে শতকরা একশতভাগ ডিসকাউন্ট। বর্তমানে এলজির 9.5 সেফটি ফ্রিজের দাম 33 হাজার টাকা আর বড় ফ্রিজ 12 সেফটি দাম 47 হাজার টাকা

    আতাশী ফ্রিজ

    আতাশী ব্যান্ডের ফ্রিজ এবার নয়টি মডেলের নতুন ফ্রিজ নিয়ে এসেছে বাজারে সে ক্ষেত্রে এদের নতুন কোন ডিপ ফ্রিজের নতুন আপডেট আসেনি। এগুলোর দাম 23000 থেকে শুরু করে 43 হাজার টাকা পর্যন্ত আপনি বিভিন্ন মডেলের পাবেন। এগুলা ধারণক্ষমতা 140 টাকা থেকে শুরু করে 255 লিটার পর্যন্ত আছে এই ব্যান্ডের ফ্রিজের ওয়ারেন্টি দিয়ে থাকে পাঁচ বছর পর্যন্ত

    ওয়ালটন ফ্রিজ

    বর্তমানে ওয়ালটন ফ্রিজ 10 শতাংশ মূল্যছাড়। গ্রাহকদের ক্রেতাদের জন্য 1000 থেকে  থেকে তিন হাজার টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়। বাংলাদেশের বর্তমান বাজারে ওয়ালটন একটি বড় জায়গা দখল করে আছে। ফেইসবুক ডিজিটাল ডিভাইস ওয়ালটনের বড় একটি ভূমিকা পালন করছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির থেকে। তাই ফ্রিজের বাজার বর্তমানে ওয়ালটন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাই ঈদ উপলক্ষে চলছে তাদের নানা ধরনের অফার এবং নতুন নতুন বিভিন্ন আকর্ষণীয় মডেলের নতুন ফ্রিজ


    কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ


     কোন ফ্রিজ কিনব

    কোন ব্র্যান্ডের ফ্রিজ নিবেন সেটা আপনার ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে। যে সৃষ্টি বায়ু প্রবাহ দ্বারা খাবারের মান এবং খাবারকে ঠান্ডা রাখে সেটাই কিনুন। অনেকগুলো ফ্রি আছে যেগুলো খোলার পরে দেখবেন আপনার দিকে কিছু ঠান্ডা বাতাস চলে আসছে এবং খাবার রাখার জন্য এটাই সব থেকে ভালো। সেই তুলনায় কন্টাক্ট ফ্রিজে বরফ জমে থাকে এবং সবদিক থেকে সমানভাবে ঠান্ডা হয়না তাই নতুন খাবার তুলনামূলকভাবে ভালো কম থাকবে এবং ফ্রিজে বরফ বার্নের সম্ভাবনা বেশি থাকে

    আপনার যদি ব্র্যান্ড হিসেবে ফ্রিজ কিনতে চান এবং পর্যাপ্ত টাকা থাকে তাহলে এলজি, স্যামসং, এলজি বাটারফ্লাই, ওয়ালটন, ফিলিপস, সিঙ্গার, কেলভিনেটর এই ফ্রিজ গুলো কিনতে পারেন। তাদের সার্ভিস খুবই ভালো এবং পণ্যের মান খুবই ভালো দিয়ে থাকে


    ফ্রিজ কেনার আগে করণীয়

    ফ্রিজ কেনার আগে অবশ্যই জেনে নিতে হবে সৃষ্টির ফাস্ট নাকি নন ফ্রস্ট এ বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে নিবেন। কারণ ফ্রিজে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপার থাকে অথবা খাবারের মান ঠিক রাখতে পারে কিনা এই বিষয়টি অবশ্যই নজরে রাখবেন এবং চারদিক থেকে খাবার কে সঠিকভাবে সংরক্ষিত রাখতে পারে কিনা এবং অতিরিক্ত মাত্রায় বরফ জমে কিনা সে বিষয়টি অবশ্যই জেনে নেবেন

    কোন ফ্রিজ ভালো ফ্রস্ট না নন ফ্রস্ট

    নন ফ্রস্ট ফ্রিজ অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ খরচ হয়ে থাকে এবং কারেন্ট চলে গেলে খাবারের মান আড়াই থেকে তিন ঘণ্টা পর্যন্ত থাকেনা। তবে ফ্রস্ট ফ্রিজ  বিদ্যুৎ যদি নাও থাকে অধিক সময়ের জন্য সে ক্ষেত্রে ফ্রস্ট ফ্রিজ খাবারের মান ভালো রাখে। তাই ফ্রিজ কেনার সময় অবশ্যই ফ্রিজে থাকা স্টিকার গুলো ভালো মত দেখে পড়ে নিবেন এখানে কি কি সার দেওয়া আছে কি কি সুবিধা পাবেন এই নিয়ে বিস্তারিত তথ্য ফ্রিজের ছোট্ট একটি নটি অথবা ফ্রিজের গায়ে থাকা স্টিকার এই দেওয়া থাকে সম্পূর্ণ তথ্য


    ঈদ উপলক্ষে মোবাইল অফার ২০২২ | স্যামসাং মোবাইল ঈদ অফার


    ভালো ফ্রিজ চেনার উপায়

    ভালো ফ্রিজ চেনার জন্য কয়েকটি কৌশল অবলম্বন করা লাগবে যেমন ফ্রিজের মেইন ইঞ্জিন যার উপর নির্ভর করে ফ্রিজের যাবতীয় কার্যক্রম ফ্রিজের মেন ইঞ্জিন হলো কম্প্রেসার আর এটার উপর নির্ভর করে কতদিন পর্যন্ত ফ্রিজ সার্ভিস দিবে এবং খাবারের মান নিয়ন্ত্রণ করবে। কম্প্রেসার যদি খারাপ হয়ে থাকে তাহলে ফ্রিজের মান দিন দিন খারাপ হতে থাকবে এবং বিদ্যুৎ খরচ প্রতিনিয়ত বাড়তে থাকবে ফ্রিজের কম্প্রেসারের মান যত ভালো হবে ততই জন্নত এবং খাবারের মান ভালো রাখবে তাই এই বিষয়টি সৃষ্টির আগে অবশ্যই দেখে নিবেন


    কোন ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী

    নন ফ্রস্ট সিস্টেম থাকে সে সমস্ত সিরিজগুলো মে বিদ্যুৎ খরচ কম হয় এবং কারেন্ট চলে গেল 23 ঘন্টা বেশি পরিমাণে খাবারের মান ভালো রাখতে পারে। অন্যদিকে যদি বিদ্যুৎ না থাকে আবার কয়েক ঘন্টা সেই ক্ষেত্রে ফ্রস্ট ফ্রিজ  ভালো সার্ভিস দিয়ে থাকে এটি অধিক সময় পর্যন্ত খাবার সংরক্ষণ করতে পারে এবং বিদ্যুত সাশ্রয় অনেকটাই কম করে। তাই ফ্রিজ কেনার আগে এই দুইটা সিস্টেম আছে কিনা সে বিষয়টি ভালোমতো দেখে নেবেন তাহলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে আর আশাকরি বুঝতে পেরেছেন কোন বিষয়গুলো থাকলে ফ্রিজের বিদ্যুৎ সাশ্রয় হবে


    কিস্তিতে ওয়ালটনের ল্যাপটপ কেনার নিয়ম |  কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ


    বর্তমানে বাজারে বাংলাদেশের কয়েক ধরনের নতুন নতুন কোম্পানির ফ্রিজ আমদানি হয়েছে এক্ষেত্রে এ সমস্ত ফ্রিজ গুলো নেওয়ার ক্ষেত্রে ইউটিউব থেকে আপনারা রিভিউ দেখে নিবেন সেই সাথে যারা এই ফ্রিজ গুলো ব্যবহার করছে সেই বিষয়গুলো তাদের মাধ্যমে ফিডব্যাক নেই কেনার সিদ্ধান্ত নিবেন কেননা অনেক সময় ফ্রিজ অতিরিক্ত গরম হওয়ার কারণে ফ্রিজ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তাই অবশ্যই অনলাইন থেকে ভালোমতো রিভিউ দেখে যাচাই-বাছাই করে তারপরে নেওয়ার সিদ্ধান্ত নিবেনকিস্তিতে সিঙ্গার ফ্রিজ কেনার নিয়ম এবং কিস্তিতে কিনতে হলে সর্বনিম্ন কত টাকা দেওয়া লাগে তা নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন