বর্তমানে কাতারে যারা সফররত অবস্থায় এবং কাজে নিয়োজিত আছে তারা অনেকেই চিন্তা ভাবনা করে কাতারের সোনা কিনা সেটা বিজনেস এর উদ্দেশ্যে অথবা গহনা অলংকার তৈরীর উদ্দেশ্যে তাই আজকে আমরা কথা বলবো কাতারে আজকে সোনার দাম কত এবং কত ক্যারেট স্বর্ণের কতদাম এই নিয়ে বিস্তারিত তাহলে চলুন দেখে নেওয়া যাক কাতারে আজকের সোনার দাম কত।
অন্যান্য দেশের তুলনায় বর্তমানে কাতার সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর এ সমস্ত জায়গায় সোনার দাম অনেকটাই কম থাকে বিশেষ করে 22 ক্যারেট স্বর্ণের চাহিদা কাতারে বেশি থাকে তাই যারা 22 ক্যারেট স্বর্ণ অথবা গহনা ও অলংকার এর জন্য স্বর্ণ নিতে চান তারা কাতার থেকে খুব সহজেই এ সমস্ত স্বর্ণগুলো কম দামের মধ্যে কিনতে পারেন। অন্যান্য জায়গার তুলনায় কাতারে তুলনামূলকভাবে দাম কিছুটা কম পাওয়া যায়।
কাতারে কেন সোনা সোনা কিনবেন
যারা বর্তমানে কাতারে আছেন তারা কাতার থেকে স্বর্ণ কিনার চিন্তাভাবনা করছেন সেটা বিতেস করার জন্য অথবা অলংকার তৈরি করার জন্য তাহলে আপনারা নিঃসন্দেহে কাতার থেকে স্বর্ণ ক্রয় করতে পারেন কাতারের স্বর্ণ একেবারেই নির্ভেজাল এটা কিভাবে ভেজাল থাকে না এজন্য কাতার থেকে সচরাচর স্বর্ণর বিজনেস বেশি করা হয়ে থাকে। তাই কাতার থেকে স্বর্ণ মিলে আপনার ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। বিশেষ করে 22 ক্যারেট স্বর্ণের চাহিদা এবং 24 ক্যারেট স্বর্ণের চাহিদা বেশি থাকে কাতারে।
ডিসেম্বর মাসের নাম অনুযায়ী স্বর্ণের ক্যারেট নির্ধারণ করা হয়েছে। তবে আগের তুলনায় স্বর্ণের দাম কিছুটা কমেছে যারা বর্তমানে ডিসেম্বর মাসে স্বর্ণ কিনতে চাচ্ছেন তারা চাইলে কিনে নিতে পারেন এই মুহূর্তে বাজারের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক এবং কম রয়েছে। নিচের দেওয়া স্বর্ণের চার্ট অনুযায়ী কাতার থেকে স্বর্ণ কিনতে পারবেন।
কাতার আজকের সোনার দাম কত
কাতারে থেকে 24 ক্যারটের স্বর্ণ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ক্যারেটের দাম বিভিন্ন রকম হয়ে থাকে স্বর্ণের বাজার বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে চলে তাই কিছুটা কম বেশি হতে পারে তবে কাতার সৌদি আরব দুবাই মালোশিয়া সমস্ত জায়গা গুলো স্বর্ণের ব্যবহার বেশি হওয়ার কারণে কিছুটা কম পাওয়া যায় এবং বিশ্ব বাজারে এই সমস্ত বাজারগুলোতে বিজনেস এর উদ্দেশ্যে মানুষ বেশি যাই কাতারে তাই অনেকটাই কমে স্বর্ণ পাওয়া যায়।
সৌদি আরবে সোনার দাম কত | সৌদি আরবে আজকে সোনার দাম
আজকের কাতার গোল্ড রেট
6 ক্যারেট সোনার দাম: ৭৫ রিয়াল
10 ক্যারেট সোনার দাম : ৯২ রিয়াল
14 ক্যারেট সোনার দাম: ১১৭ রিয়াল
18 ক্যারেট সোনার দাম : ১৭৫ রিয়াল
21 ক্যারেট সোনার দাম: ১৮৮ রিয়াল
22 ক্যারেট সোনার দাম : ২১০ রিয়াল
24 ক্যারেট সোনার দাম: ২১৭ রিয়েল
কাতারের 24 ক্যারেট স্বর্ণের দাম
বর্তমান বাজারমূল্য অনুযায়ী কাতারে 24 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 200 রিয়াল এটি সর্বনিম্ন রেট তবে 24 ক্যারেট স্বর্ণের দাম কিছুটা উঠানামা করে থাকে তাই বর্তমান বাজারমূল্য অনুযায়ী কাতারে 24 ক্যারেট স্বর্ণ কেনা উচিত কাতারে সবথেকে বেশি 24 ক্যারেট এবং 22 ক্যারেট স্বর্ণের চাহিদা থাকে তাই অবশ্যই অনলাইন দেখে তারপরে 24 ক্যারেট স্বর্ণ কেনার সিদ্ধান্ত নেবেন।
দুবাই এ সোনার দাম কত| দুবাই আজকের সোনার দাম
কাতারে 22 ক্যারেট স্বর্ণের দাম কত
22 ক্যারেট স্বর্ণের দাম লিস্টে আমরা রিসেন্টলি তুলে ধরেছি বর্তমানে আগের তুলনায় স্বর্ণের দাম প্রতিটা ক্যারাটে অনেকটাই কমেছে তাই বর্তমানে যারা স্বর্ণ কিনতে চাচ্ছেন তারা উপরের লিস্ট অনুযায়ী কাতারের স্বর্ণ কিনতে পারবেন। এবং আপনি যখন কিনতে যাবেন তার আগে অবশ্যই অনলাইন থেকে যাচাই-বাছাই করে এবং বর্তমান দাম সম্পর্কে জেনে তার পরে গান স্বর্ণ কেনার সিদ্ধান্ত নিবেন।
কাতারে ২২ ক্যারেট স্বর্ণের দাম যাচ্ছে ২১১রিয়াল বর্তমান বাজারমূল্য অনুযায়ী। কাতারে স্বর্ণের বাজারে 22 ক্যারেট স্বর্ণ বেশি হয়ে থাকে। তাই বর্তমান বাজারমূল্য অনুযায়ী ২১১ রিয়াল তবে এক্ষেত্রে ২২ ক্যারেট ২৪ ক্যারেট স্বর্ণের দাম উঠানামা করে থাকে তাই অবশ্যই অনলাইনে চেক করে তারপরে আপ্নারা স্বর্ণ বাজারে স্বর্ণ কেনার সিদ্ধান্ত নিবেন।
কাতার আজকের সোনার দাম কত ২০২৩
- ৬-ক্যারেট সোনার দাম: 75.59 রিয়াল
- ১০-ক্যারেট সোনার দাম : 92.38 রিয়াল
- ১৪-ক্যারেট সোনার দাম: 117.39 রিয়াল
- ১৮-ক্যারেট সোনার দাম : 175.90 রিয়াল
- ২১-ক্যারেট সোনার দাম: 198.22 রিয়াল
- ২২-ক্যারেট সোনার দাম : 209.99 রিয়াল
- ২৪-ক্যারেট সোনার দাম: 217.54 রিয়েল
কাতার গোল্ড প্রাইস 21 ক্যারেট
আজকের বাজার অনুযায়ী কাতারে গোল্ড প্রাইস ২১ ক্যারেটের দাম ১৯৮ রিয়াল। এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম বর্তমানে নির্ধারিত আছে 172.5 রিয়াল। সকালে একই দাম এবং বিকেলবেলা তো একই দাম নির্ধারিত আছে। তবে আগামী ঈদের মধ্যে আরও দাম বৃদ্ধি পাবে বলে কাতার স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছে।
ঈদ উপলক্ষে প্রত্যেক বছর কাতারের স্বর্ণের বাজার অনেকটাই গরম থাকে। তো বর্তমানে যারা কাতার থেকে স্বর্ণ কিনতে চাচ্ছে তারা অবশ্যই অনলাইন থেকে দাম জেনে তারপরেই কিনার সিদ্ধান্ত নিবেন।
প্রবাসীদের স্বর্ণ কেনার আগে সর্তকতা
প্রবাসীদের স্বর্ণ কেনার আগে সতর্কতা স্বরূপ অবশ্যই আপনার মেমো তৈরি করে নিবেন। আপনি যে দোকান থেকে স্বর্ণ কিনবেন আপনার কত ক্যারেট স্বর্ণ এবং কত দাম এবং কোথা থেকে নিয়েছেন সেই বিষয়টি নিশ্চিত করবেন তা না হলে আপনাকে বিমানবন্দরসহ বাংলাদেশ বিমানবন্দর এবং অন্যান্য বিমানবন্দরগুলোতে আপনাকে আটক করতে পারে তাই অবশ্যই বিষয়টি মাথায় রেখে তারপরে স্বর্ণ কেনার সিদ্ধান্ত নেবেন এই ছিল আজকে আমাদের কাতারে সোনার দাম কত এই নিয়ে বিস্তারিত তথ্য।
সিঙ্গাপুর সোনার দাম কত | আজকে সিঙ্গাপুর সোনার দাম
একটি মন্তব্য পোস্ট করুন