কুয়েতে শ্রমিকদের বেতন কত | কুয়েত ভিসা নিউজ

    কুয়েতে শ্রমিকদের বেতন কত  কুয়েত ভিসা নিউজ


    আজকে আমরা কথা বলবো কুয়েতে শ্রমিকদের বেতন কত এবং কোন কাজে কত বেতন এবং কোট কাজগুলোতে আপনি সুযোগ-সুবিধা এবং বেতন বেশি পাবেন এই নিয়ে বিস্তারিত ভাবে কনটেন্ট এর মাধ্যমে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা এই কনটেন্টে সম্পূর্ণ পড়লে কুয়েতের বেতন সম্পর্কে এবং নতুন ভিসার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন


    অন্যান্য দেশের মতো প্রবাসী কর্মীদের জন্য নির্ধারিত বেতন পাওয়া যায় তবে কুয়েতের বিভিন্ন কাজের ডিমান্ড অনুযায়ী বেতন নির্ধারিত থাকে তাই আমরা সেই আলোকে স্পেসিফিক যে কাজগুলো বেশি প্রবাসী কর্মীরা করে থাকে সেই কাজগুলোর উপর ডিপেন্ড করে আমরা এভারেজ একটি বেতনের প্রকাশ করেছি এই লিস্টের মাধ্যমে আপনারা কুয়েতের স্পেসিফিক কিছু কাজের বেতন সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন


    কারণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক টাকা খরচ হয়ে থাকে তাই অনেকেই চিন্তা-ভাবনা করে থাকে কত বছর লাগবে টাকা তুলতে এবং কত টাকা বেতনের চাকরি পাওয়া যাবে তাই এই প্রশ্নের সকল সমস্যার সমাধান আমরা এই কনটেন্টে মাধ্যমে দিব যেখান থেকে আপনারা একটি ধারণা পাবেন কত বছর লাগবে এই টাকা উঠাতে। কুয়েতের বেতন সম্পর্কে একটি লিস্ট তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে


    কুয়েতে শ্রমিকদের বেতন কত

    বর্তমানে কুয়েতে শ্রমিকদের বেতন কত যাচ্ছে এবং কোন কাজের কত বেতন পাওয়া যায় এই নিয়ে বিস্তারিত ভাবে কয়েকটি ক্যাটাগরির ওপর বেতন স্কেল দেওয়া হল। এটি বর্তমানে যে সমস্ত কাজ চলছে এবং এই কাজ গুলোর উপর একটি বেতন লিস্ট আকারে প্রকাশ করা হয়েছে এখানে ওভারটাইম সহ মাসে কত টাকা ইনকাম করতে পারবেন ওভারঅল একটি বেতন এর লিস্ট প্রকাশ করা হলো

    ক্রমিক নং

    কাজ

    বেতন

    1

    ড্রাইভিং

    70 থেকে  90 হাজার

    2

    রেস্টুরেন্ট

    50 থেকে 70 আজার

    3

    কনস্ট্রাকশন 

    40 থেকে 70 হাজার

    4

    ক্লিনার

    40 থেকে 80 হাজার

    5

    হাসপাতাল

    40 থেকে 75 হাজার

    6

    কৃষি

    30 থেকে 80 হাজার

    7

    গবাদি পশু পালন

    30 থেকে 90 হাজার


    ক্লিনারের বেতন কত?

    কুয়েতে একজন প্লেয়ার এর বেতন 40 হাজার থেকে 80 হাজার এর মধ্যে হয়ে থাকে তবে আপনি যদি ওভারটাইম সহ অন্যান্য কাজে কর্মে এবং হাদিয়া স্বরূপ কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু বেতনের পরিমাণ আরো বেড়ে যেতে পারে তবে ডিউটি টাইম এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় দিয়ে 40,000 থেকে 80 হাজার এর মধ্যে হয়ে থাকে অনেকেই 70,000-60,000 পর্যন্ত বেতন পেয়ে থাকে। তাই কেউ যদি ক্লিনার ভিসা নিয়ে কুয়েতে যেতে চায় তাহলে এরকম বেতন পাওয়া সম্ভব


    কুয়েত ফ্রি ভিসা | কুয়েত কোম্পানি ভিসা ২০২২ | কুয়েত ভিসা দাম কত


    মসজিদ মাদ্রাসায় কাজের বেতন?

    লিস্টে এই কাজে বেতন সম্পর্কে তুলে ধরা হয়নি তবে এই কাজের বেতন আসলে নির্ধারিত হয়ে থাকে বিভিন্ন কোম্পানি এর ওপর কারণ এই কাজগুলোতে সচারাচার বেতন নির্ধারিত হয়ে থাকে 30 হাজার থেকে সাত হাজার 70 হাজার টাকা পর্যন্ত তাই এই কাজ নিয়ে আমরা বিস্তারিতভাবে সেখানে তুলে ধরে নি। তাছাড়া ওই কাজগুলোতে বর্তমানে চাহিদা কমে আসছে নতুন কোন বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না তবে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরব


    গবাদি পশু পালনে কত বেতন

    ক্ষেত-খামার কাজের জন্য অন্যান্য দেশের তুলনায় কুয়েতে একটু বেশি পাওয়া যায় সেই তুলনায় 30 হাজার থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 90000 টাকা পর্যন্ত এখানে বেতন হিসেবে পেতে পারেন তবে অবশ্যই আপনাকে ওভারটাইম সহ বিভিন্ন দূরবর্তী স্থানে আপনাকে কাজে যাওয়া লাগতে পারে অথবা এরমধ্যে আপনাকে নিজের খরচ বহন করা লাগতে পারে আনুষঙ্গিক বিষয়াদি এ আপনার মান্থলি 30 হাজার থেকে 90 হাজার টাকার মধ্যে আপনার বেতন নির্ধারিত হতে পারে


    বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন


    হাসপাতলে কাজের বেতন

    হাসপাতালেও কাজের বেতন নির্ধারিত হয়ে থাকে সচারাচার আপনাকে চুক্তির মাধ্যমে তারা নির্ধারণ করে নিবে আর হাসপাতালে ওভারটাইম ডিউটি সহ আপনার মাসে সর্বোচ্চ আপনি 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অন্যান্য কাজের তুলনায় হাসপাতালে কাজ একটু সহজ বেশি এবং কষ্ট অনেক কম হয়ে থাকে তাই এই কাজটিতে বেতন কম হলেও অনেকেই এই কাজের প্রতি আগ্রহ দেখায়। তাই আপনি চাইলে হাসপাতালে কাজ করে মাসে সর্বোচ্চ 80 হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন


    ডাইভিং করে ইনকাম

    কুয়েতে আপনি ড্রাইভিং করে ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আপনি মাসে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং এর উপর দক্ষতা থাকলেই আপনি ড্রাইভিং ড্রাইভিং ভিসার মাধ্যমে কুয়েতে যেতে পারবেন। কুয়েতে ড্রাইভিং ভিসা প্রসেস সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের অন্য একটি কমেন্টের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন


    ইসলামী ব্যাংক প্রবাসী লোন | ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি


    ক্লিনার ভিসাতে ইনকাম কত

    ক্লিনার মাধ্যমে আপনারা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কেননা ক্লিনার পেছাতে ওভারটাইম সহ বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা তৈরি হয়ে থাকে তাই এই ভিসার মাধ্যমে কেউ যদি কুয়েতে কাজ করে থাকে তাহলে তার সর্বোচ্চ বেতন 40 হাজার থেকে 80 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এক্ষেত্রে আপনার ওভারটাইম সহ হাদিয়া স্বরূপ আপনি এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম বেশী করা লাগবে


    কুয়েত ভিসা নিউজ

    বর্তমানে কুয়েতের প্রায় সকল ভিসা কার্যক্রম চালু আছে। তবে নতুন ভিসা নিতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট কাজের উপর ট্রেনিং নিয়ে তারপরে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে বিগত বছরগুলোতে কোন রকমের ট্রেনিং ছাড়াই কুয়েতে যাওয়া যাচ্ছিল কিন্তু বর্তমানে নতুন নিয়ম হিসেবে কুয়েতে যেতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট স্কিনের উপর ট্রেনিং নিয়ে তারপরে আপনাকে কুয়েতে যেতে পারবেন। আপনি যেই বিষয় কাজে যাবেন সেই বিষয়ে আগে অবশ্যই দক্ষতা অর্জন করে সার্টিফিকেট তৈরি করতে হবে


    এবং কুয়েতে টুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা কার্যক্রম বর্তমানে চালু আছে করণা মহামারীর কারণে দীর্ঘ 3 বছর যাবৎ ভিসা কার্যক্রম একটু জটিল ছিল তবে একেবারে দুই বছর যাবত ভিসা কার্যক্রম বন্ধ ছিল কিন্তু এখন টুরিস্ট ভিসা সহ যাবতীয় ভিসা কার্যক্রম চালু আছে চাইলে যে কেউ অনায়াসে এখন ভিসার জন্য আবেদন করতে পারবে


    তবে আগের মতোই এখনই ভিসার যাবতীয় খরচ এবং রিকোয়ারমেন্ট যা যা প্রয়োজন ছিল আগের মতই আছে নতুনভাবে করণা ভ্যাকসিন সহ কয়েকটি বিষয়ের উপর নজর দেয়া হয়েছে তাই বিদেশ যাওয়ার আগে মেডিকেল ট্রিটমেন্ট এবং করণা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে তারপরে আপনি কুয়েতে ভিসার জন্য আবেদন করতে পারবেন তাছাড়া আপনার ভিসা গ্রহণযোগ্য হবে না


    ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে 2022 | অস্ট্রেলিয়া যাওয়ার খরচ

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন