দাড়ি না গজানোর কারণ ও দাড়ি গজানোর উপায় ঔষধ নিয়ে বিস্তারিত

    দাড়ি না গজানোর কারণ ও দাড়ি গজানোর উপায় ঔষধ

    আজকের বিষয় দাড়ি না গজানোর কারণ এবং দাড়ি গজানোর উপায় এবং দাড়ি গজানোর ঔষধ কি কাজ করে এই নিয়ে আমরা বিস্তারিতভাবে এই কনটেন্ট এর মাধ্যমে আলোচনা করবো আশা করি সম্পন্ন কনটেন্টটি পড়লে আপনারা দাড়ি না উঠার কারন এবং কোন উপায় গুলো ফলো করলে খুব সহজেই দাড়ি উঠবে এই নিয়ে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করবো আশা করি সম্পন্ন কনটেন্টটি পরলে আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারবেন


    টেস্টোস্টেরন হরমোন সমস্যা জনিত কারণ এই প্রকৃত বয়সের পরে দাড়ি গোফ গজিয়ে থাকে। তবে অনেকাংশেই দেখা যায় যে পারিবারিক বা জন্মগতভাবে ও দাড়ি গজাতে অনেকটা দেরি হয়ে যায়। তাই যদি শারীরিক ভাবে কোনও রকমের সমস্যা থাকে তবে এক্ষেত্রে অবশ্যই হরমোনজনিত চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া অবস্থিত। এখানে আমরা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী মাধ্যমগুলো ব্যবহার করলে দাড়ি উঠবে নিয়ে কথা বলেছি


     দাড়ি না গজানোর কারণ

    এন্ড্রোজেন নামক এক ধরনের হরমোন রয়েছে সেটির কাজ হল দাড়ি গজানো মাথার চুল গজানো এবং বুকের লোম গজানো এবং এই এন্ড্রোজেন হরমোন কণ্ঠস্বর পরিবর্তন করে। আর এই এন্ড্রোজেন হরমোন ক্ষরণ না হওয়ার কারণে দাড়ি গজায় না। আর এটি একটি শারীরিক সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা বয়স পার হওয়ার পরেই দাড়ি গজায়। যদি কারো দাড়ি না গজায় তাহলে একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন


    তাছাড়াও আজকে আমরা কথা বলবো এখানে দাড়ি গজানোর ঔষধ নিয়ে এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে দাড়ি গজাবে এই নিয়ে বিস্তারিত ভাবে আমরা এখানে আলোচনা করেছি আশা করি আপনারা যদি সম্পূর্ণ বিষয়টি করেন তাহলে আপনার দাড়ি উঠানোর জন্য কিছুটা হলেও সাহায্য পাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক


    বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন


    ছেলেদের দাড়ি গজানোর বয়স

    বয়সন্ধিকাল উত্তীর্ণ ছেলেদের সাধারণত দাড়ি গজায়। সাধারণত ছেলেদের 12 থেকে 18 বছর বয়সের মধ্যেই শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে যার একটি হচ্ছে দাড়ি এবং শরীরের বিভিন্ন অংশের লোম ওঠা অথবা গোঁফ ওঠা। দাড়ি এবং গল্পটার জন্য এক ধরনের হরমন কাজ করে যেটির নাম হচ্ছে টেস্টোস্টেরন। এটি দাড়ি উঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে


    বর্তমানে ছেলেদের মুখে সাধারণত একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে বয়স হওয়ার পরেও কেন দাড়ি উঠে না এর কারণ হচ্ছে এন্ড্রোজেন নামক এই হরমোনটি যখন ক্ষয় হবে না ততক্ষণ পর্যন্ত শরীরের বিভিন্ন অংশের লোম গজাবে না তাই নির্দিষ্ট বয়স হওয়ার পরেও যদি দাড়ি গজায় তাহলে এই হরমোন কাজ করছে না বলেই ধরে নিতে হবে সে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত


    দাড়ি গজানোর উপায় ঔষধ

    দাড়ি গজানোর ওষুধ কি আসলেই কাজ করে। এক্ষেত্রে বলা যায় না আজ পর্যন্ত দাড়ি গজানোর কোন ঔষধ কাজ করবে তার কোন গ্যারেন্টি এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। দাড়ি গজানো সম্পূর্ণটা হরমোন এর উপর নির্ভর করে। দাড়ি গজানোর জন্য টেস্টরেন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে


    তবে আমরা সচরাচর অনলাইন মাধ্যমে অথবা বিভিন্ন টেলিভিশনে যে সমস্ত এডভেটাইজ গুলো দেখি সেখানে তারা দাড়ি গজানোর বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করে থাকে। এ সমস্ত ওষুধ গুলোতে শুধুমাত্র টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের জন্য এ সমস্ত ওষুধ তৈরি করা হয়ে থাকেআর এই ওষুধগুলো সেবনের ফলে হরমোন খয় হওয়ার কারণেই দাড়ি উঠার সম্ভাবনা থাকে তবে এ সমস্ত ওষুধ সেবন করে সরাসরি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা উচিত


    ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার 10 টি উপায়


    তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ সাজেস্ট করে থাকে সমস্ত ওষুধ গুলো ব্যবহার করে দেখতে পারেন যেমন বেয়ার্ড অয়েল সাজেস্ট করে থাকে এটি যদি ব্যবহার করতে পারেন তাহলে দাঁড়িয়ো উঠতে সাহায্য করবে তাই এটি ট্রাই করে দেখতে পারেন


    চাপ দাড়ি গজানোর উপায়

    নারিকেল তেল অথবা আমলকীর তেল, রেডির তেল, কদুর তেল এগুলো সাধারণত দাড়ি গজাতে সাহায্য করে। তাই প্রত্যেক দিন এই তেল গুলো এর মধ্যে যেকোনো একটি ট্রেন দিয়ে 10 থেকে 15 মিনিটের মত মেসেজ করুন। এরপর কিছুক্ষন রেখে তারপরে মুখ ধুয়ে নিতে পারেন। রাত্রে ঘুমানোর আগে অথবা সকাল বেলায় এইভাবে তেল মালিশ করতে পারেন


    দাড়ি ভালোমতো গজানোর জন্য দরকার প্রয়োজনমতো ঘুম। কারণ ঘুম শরীরের ক্ষতিগ্রস্ত কোষ কে বৃদ্ধি করতে সহায়তা করে এবং সজীব রাখতে সহায়তা করে সেই ক্ষেত্রে যদি ঘুম ঠিকঠাক মত হয় তাহলে দ্রুত দাড়ি উঠাতে সাহায্য করবে। তারপরে আর একটি মাধ্যম ফলো করা হবে যেটি হচ্ছে বাহির থেকে আসা মাত্রই ভালো মতো পরিষ্কার পানি দিয়ে অথবা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে


    টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় |  টিকটক কিভাবে অটো লাইক নিতে পারবেন


    আর সপ্তাহে একবার হলেও স্ক্রাব ব্যবহার করতে হবে কারণ স্ক্রাব ত্বকের গভীরে ময়লা বের করতে সাহায্য করে এবং ত্বকের কোষ কি পূর্ণ গঠন এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাই যাদের দাড়ি উঠছে সমস্যা তারা সপ্তাহে একবার করে হলেও স্ক্রাব ব্যবহার করতে হবে এতে করে তাড়াতাড়ি দাড়ি উঠার সম্ভাবনা বেশি থাকে


    মুখে দাড়ি গজানোর প্রাকৃতিক উপায়

    সেইসাথে খাদ্যতালিকায় অবশ্যই ভিটামিন এ এবং ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার গুলো রাখতেই হবে। এবং সেই সাথে মানসিক চিন্তা এবং মানসিক চাপ মুক্ত থাকতে হবে তাহলে দ্রুত দাড়ি গজাবে। এবং নিয়মিত প্রোটিন খাবার গুলো গ্রহণ করতে হবে


    যদি হালকা পরিমাণ দাড়ি ওঠার কোনো রকমের আলামত পেয়ে থাকেন তবে সে ক্ষেত্রে যদি পেঁয়াজের কোষ দাড়িতে লাগাতে পারেন তাহলে কিছুটা দ্রুত দাড়ি বাড়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে আপনাকে কয়েকটি পিয়াজ ভালোমতো ছিলে নিতে হবে তারপরে ব্লেন্ডারে অথবা পাঠাতে একটি রস তৈরি করে সেটা মুখে মাসাজ করতে হবে। এইভাবে এক সপ্তাহ করে দেখতে পারেন এতে করে সাহায্য করে


    টিকটক থেকে টাকা ইনকাম পদ্ধতি। টিকটকে ভাইরাল হওয়ার উপায়


    লেবুর সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে মাসাজ করলে দাড়ি গজাতে সাহায্য করে। এই ক্ষেত্রে অবশ্যই চাইলে আপনি হালকা পরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সপ্তাহে 1 থেকে 2 বার এটি মুখে মাসাজ করতে হবে এতে করে কয়েকদিন করলেই দাড়ি মোটা এবং গজাতে সাহায্য করবে


    সেভ করলে কি দাড়ি গজায়

    অনেকে ধারণা করে থাকেন যে ঘন ঘন শেভ করলে দাড়ি তাড়াতাড়ি উঠে এবং শক্ত হয় বা মোটা হয়। এই ধারণাটি একেবারেই সম্পূর্ণরূপে ভুল ধারণা। এটার আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বরং কেউ যদি ঘন ঘন শেভ করে সেক্ষেত্রে দাড়ি উঠার গ্রোথ অনেকটাই কমে যায়। তবে এক্ষেত্রে কিন্তু দাড়ি কখনোই বড় বা ঘন হয় না। আপনি যা করতে পারেন তাহলো 6 সপ্তাহ পর পর দাড়ি কাটতে পারেন অথবা নিয়মিত চিরুনি দিয়ে আসতে পারেন এবং ব্রাশ দিয়ে ভালো মত পরিস্কার করে রাখতে পারেন এতে করে দাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে


    কত বছর বয়সে দাড়ি গজায়

    সাধারণত ছেলেদের ক্ষেত্রে 12 বছরের পর থেকে দাড়ি গজাতে শুরু করে যাদের এন্ড্রোজেন নামক হরমোন খয় দ্রুত হয় তাদের ক্ষেত্রে দ্রুত দাড়ি বের হয়ে যায় তবে এটি যদি হয় না হয় তাহলে দাড়ি বের হতে দেরি হয়। তাই যদি নির্দিষ্ট বয়সের পরেও দাড়ি না ওঠে সে ক্ষেত্রে ভালো কোনো ডাক্তার এ পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলে দাড়ি গজাবে


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    দাড়ি না গজালে কি করবেন

    দাড়ি গজানোর জন্য প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খাবার তালিকায় যুক্ত রাখতে হবে। যেমন, ডিম, ছোট মাছ, মাংস, বাদাম, শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, এই খাবার গুলো খাবার তালিকায় রাখতে হবে এতে করে মুখের দাড়ি গজাতে সাহায্য করবে এবং সেইসাথে ভিটামিন এবং মিনারেল দাড়ি উঠাতে সাহায্য করে থাকে


    দাড়ি গজানোর উপায় ডাক্তারের পরামর্শ

    ভিটামিন বি কমপ্লেক্স দাড়ি বাড়াতে সাহায্য করে এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন

    এবং ইউক্যালিপটাস এই সমৃদ্ধ ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন এতে করে ত্বকের কোষ বৃদ্ধি করতে সাহায্য করে এবং দাড়ি ঘনত্ব এবং নতুন দাড়ি গজাতে সাহায্য করে

    ভিটামিন এবং মিনারেল দাড়ি গজাতে সাহায্য করে তাই নিয়মিত খাদ্যতালিকা ভিটামিন এ এবং ভিটামিন সি ভিটামিন ই সমৃদ্ধ খাবার তালিকায় রাখুন

    প্রত্যেকদিন 2 দশমিক 5 মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। এটি নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল শক্ত করে মোটা করে


    Vodi App দিয়ে টাকা আয় | মোবাইল দিয়ে টাকা ইনকাম


    ইসলামিক উপায়ে দাড়ি গজানোর নিয়ম

    ইসলামিক উপায়ে দাড়ি গজানোর নিয়ম হলো নিয়মিত ঘুম পারতে হবে এবং কালিজিরার তেল দিয়ে মাসাজ করতে হবে মুখে। সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং প্রত্যেক দিন সকাল বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দিনে প্রত্যন্ত পাঁচবার করে হলেও মুগ্ধ করতে হবে যাতে মুখে কোন ধরনের ধুলাবালি লেগে না থাকে। এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং সেইসাথে ভিটামিন এবং প্রোটিন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে


    Airdrop এ কিভাবে কাজ করতে হয় | এয়ারড্রপ থেকে ইনকাম


    চাপ দাড়ি গজানোর উপায়

    চাপ দাড়ি গজানোর জন্য প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিটের মত নারিকেল তেল অথবা সরিষার তেল মুখে মাসাজ করতে হবে এর ফলে মুখমন্ডলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং দাড়ি মোটা করতে সাহায্য করে এতে করেই চাপ দাড়ি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

    • ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে
    • নিয়মিত মুখ পরিষ্কার রাখতে হবে
    • মুখে তেল দিয়ে মাসাজ করতে হবে
    • মুখে পেঁয়াজের রস দিয়ে মাসাজ করতে হবে
    • প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে
    • দৈনিক পাঁ 5 বেলা মুখ ধৌত করতে হবে


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন