আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা ও আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা খরচ

    আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা  ও আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা খরচ


    আজকে আমরা কথা বলবো আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে কিভাবে আপনি আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তাছাড়াও কথা বলব আইল্যান্ডে স্টুডেন্ট ভিসা পেতে কি কি যোগ্যতা লাগবে এবং খরচ কত পড়বে এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো কি কি লাগবে এই নিয়ে আজকে আমাদের এই কনটেন্টে সাজানো হয়েছে


    আয়ারল্যান্ড বিশ্বের অন্যতম একটি ধনী দেশ এদের প্রধান মাতৃভাষা ইংরেজি তাই ইংরেজি হওয়ার কারণে বিভিন্ন ধরনের কোর্স করার সুবিধা রয়েছে আয়ারল্যান্ডে স্টুডেন্টদের জন্য। তাই চাইলে যেকোন দেশ থেকে আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিতে পারবে তবে সে ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলো থাকলে তবেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন তাছাড়া আবেদন সম্ভব নয়


    আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা 

    আইল্যান্ডে স্টুডেন্ট ভিসা পেতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। আইএলটিএস স্কোর 8.0 থেকে 7.5 পর্যন্ত থাকা লাগবে। অথবা TOEFL হতে CBT তে 213 অথবা 236 কিংবা IBT তে 69 or 93 খেতে হবে তাছাড়া আপনি যে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন বা এডমিশন নিতে চাচ্ছেন সে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করবে GRE লাগবে কিনা


    বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্ট পাড়ি জমাচ্ছে এবং সেখানে প্র্যাকটিক্যাল সিস্টেম বেশি হওয়ায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পাড়ি জমাচ্ছে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার জন্য। তাই অবশ্যই আয়ারল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে উপরোক্ত রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই লাগবে সেই সাথে কিছু নিয়ম এবং পদ্ধতি অবলম্বন করা লাগবে


    রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি?   সুযোগ সুবিধা কেমন এবং সেলারি কত?


    আয়ারল্যান্ডে কেন পড়তে যাবেন

    বিশ্বের অন্যতম একটি আয়ারল্যান্ড এখানে পড়াশোনার পাশাপাশি হাতে কলমে কাজ শেখার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে তা ছাড়াও বিশ্বের অন্যান্য ভার্সিটির সাথে ভালো যোগাযোগ হয় কম্পিটিশন টা অনেক বেশি আইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর। তাছাড়াও বর্তমানে আয়ারল্যান্ডের বেশকিছু বিশ্ববিদ্যালয় বিশ্বের টপ রেংকিং গুলোর মধ্যে অন্যতম স্থান দখল করে আছে। তাই এখানে উচ্চ শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ সুবিধা রয়েছে এবং স্টুডেন্টদেরকে স্কিলড  হওয়ার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তৈরি করে থাকে সেখানকার শিক্ষকরা


    আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা খরচ

    আইল্যান্ডে স্টুডেন্ট ভিসা খরচ নির্ধারিত হয়ে থাকে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছেন তা ছাড়াও আইল্যান্ডে পড়াশোনার খরচ বাবদ স্নাতক ডিগ্রির জন্য খরচ হয় 10500 ইউরো থেকে শুরু করে 15 ইউরো 150 ইউরোর মত। তাছাড়াও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য 7400 ইউরো থেকে শুরু করে 15 ইউরো 700 টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে কলেজে পড়ার জন্য 30% কম হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম সুযোগ-সুবিধা এবং Feeকম রাখা হয়ে থাকে


    আইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃত্তি পাওয়ার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে তবে মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে আয়ারল্যান্ডের নেশনাল স্কলার্শিপ প্রগ্রম ছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে এ দেশে প্রায় 100 টি বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি চালু আছে আয়ারল্যান্ডে। স্টুডেন্ট যদি তাদের শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারে তাহলে শিক্ষা বৃত্তি পাওয়ার বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করে নিতে পারবে


    বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় | ইতালিতে বেতন কত?


    আইল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন

    স্টুডেন্ট ভিসা নিতে হলে আইএলটিএস স্কোর মিনিমাম 7 থেকে শুরু করে 8.5 পর্যন্ত থাকতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে তারপরে আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো সেই অনুযায়ী স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন


    স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    অরল্যান্ডো স্টুডেন্ট ভিসার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে নিচের দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র গুলো সঙ্গে নিয়ে তারপরেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পূর্বে প্রয়োজনীয় ফি অনলাইনের মাধ্যমে তা প্রদান করতে হবে

    • একটি ভ্যালিড পাসপোর্ট
    • এনআইডি কার্ডের ফটোকপি
    • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
    • আইএলটিএস স্কুল সার্টিফিকেট
    • এডুকেশন কোয়ালিফিকেশন এর সার্টিফিকেট
    • বিশ্ববিদ্যালয় হতে চারিত্রিক সনদ
    • এসএসসি এবং এইচএসসি মার্কশিট
    • ইংলিশে প্রফেশনাল কোর্স সার্টিফিকেট
    উপরোক্ত বিষয়গুলো সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই জেনে নিতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করছেন এবং তাদের ইনভাইটেশন লেটার পাওয়ার পরেই আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন তার আগেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না


    আয়ারল্যান্ডে কোন কোর্স গুলো করবেন

    বিশ্বের অন্যান্য ভার্সিটির মত আয়ারল্যান্ডের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ সুবিধা আছে তাই এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে সেখানে জব করার সুযোগ পাবেন তাছাড়া অন্যান্য বিভিন্ন কোম্পানির আয়ারল্যান্ডের ভার্সিটিগুলোর লিংক রয়েছে সেখান থেকে পড়াশোনা শেষ করার পরেই এসমস্ত কোম্পানিতে জব করার সুযোগ সুবিধা রয়েছে

    1. অ্যাকাউন্টিং
    2. কৃষি
    3. অ্যানাটমি
    4. ফলিত গণিত
    5. স্থাপত্য
    6. নকশা
    7. শিল্প
    8. মানবিক
    9. অডিও ইঞ্জিনিয়ারিং
    10. অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং
    11. অ্যারোনটিক্যাল স্টাডিজ
    12. জীববিদ্যা
    13. ব্যাংকিং
    14. ফিন্যান্স
    15. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
    16. সিভিল ইঞ্জিনিয়ারিং
    17. কমিউনিকেশন এবং মিডিয়া
    18. নৃত্য
    19. নাটক
    20. ই-কমার্স
    21. অর্থনীতি
    22. অ্যাকাউন্টিং
    23. দেশীয় অধ্যয়ন
    24. বিকল্প চিকিৎসা
    25. নৃবিজ্ঞান
    26. ফলিত গণিত
    27. বিজ্ঞান
    28. জলজ চাষ
    29. পরিবেশবিদ্যা


    আইল্যান্ডে স্টুডেন্টের থাকার ব্যবস্থা

    আপনি যে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেই আপনার থাকা-খাওয়ার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে থাকে তার পরেও আপনি যদি বাহিরে থাকতে চান তাহলেও সুযোগ আছে । তবে স্টুডেন্টদের জন্য বাহিরে থাকার ক্ষেত্রে বেশি পরিমাণ খরচ হয়ে থাকে তবে স্টুডেন্টরা যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোস্টেলে থাকে সে ক্ষেত্রে অনেকটা খরচ কম হয়


    জাপানে কাজের ভিসা | জাপান ভ্রমণ ভিসা | জাপান স্টুডেন্ট ভিসা


    আইল্যান্ডে স্টুডেন্ট অবস্থায় কাজ

    আয়ারল্যান্ডে স্টুডেন্ট অবস্থায় কাজ করার সুযোগ আছে তবে আপনাকে আপনার কোর্স এর সময় অনুযায়ী আপনাকে জব ম্যানেজ করতে হবে তবে পড়াশোনা বাদ দিয়ে স্টুডেন্টরা কখনোই কাজ করতে পারবেনা আইল্যান্ডের নিয়ম অনুযায়ী তবে আপনি ওভারটাইম এবং ছুটির দিন গুলোতে কাজ চালিয়ে যেতে পারবেন এক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই। স্টুডেন্ট অবস্থায় কাজ করে আপনার কলেজের ফি এবং অন্যান্য সমস্ত টাকা-পয়সা প্রদান করতে পারবেন এ সুযোগ সুবিধা রয়েছে


    আয়ারল্যান্ডে কাজ খোঁজার উপায়

    আয়ারল্যান্ডে কাজ খোঁজার জন্য অবশ্যই আপনাকে আয়ারল্যান্ডের গভমেন্ট জব ওয়েবসাইটগুলোতে নজর রাখতে হবে পাশাপাশি বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে থাকে সেখান থেকে দেখে আপনার আসিফ এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার পরেই আপনাকে মেইল এ অথবা ফোনের মাধ্যমে তারা জানিয়ে দিবে এবং আপনার সময় অনুযায়ী সমস্ত জব গুলো করতে পারবেন


    আইল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

    নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংক তুলে ধরা হলো এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা তাদের কোর্স কারিকুলাম সম্পর্কে জানতে পারবেন এবং স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে কিনা এবং তাদের শিক্ষাবৃত্তি চালু আছে কিনা সেই নিয়ে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন

    1. www.dcu.ie
    2. www.nuigalway.ie
    3. www.tcd.ie
    4. www.ucd.ie
    5. www.rockwellcollege.ie
    6. www.gcd.ie
    7. www.ait.ie

    আয়ারল্যান্ডের শিক্ষার নূন্যতম যোগ্যতা

    আয়ারল্যান্ডে প্রতিবছর দুইটা সেমিস্টারে পড়ানো হয় একটি হল ফলের সেমিস্টার অন্যটি হলো স্প্রিং সেমিস্টার। আর এই দুইটা সেমিস্টার এর মাধ্যমে আয়ারল্যান্ডে পড়াশোনা করানো হয়।সেমিস্টার আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এবং পরবর্তী স্পিনিং সেমিস্টার জানুয়ারি থেকে মে পর্যন্ত চলে


    আয়ারল্যান্ডে পড়াশোনা করার জন্য মিনিমাম যোগ্যতা হিসেবে 12 বছরের শিক্ষা থাকতে হবে সেইসাথে এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। এবং আইএলটিএস 6.5 থেকে শুরু করে 6.0 পর্যন্ত থাকতে হবে। তবে এক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট কিছুটা ভিন্ন হয়ে থাকে তার আগে উপরের দেওয়া ওয়েবসাইটগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন তাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে সচারাচার এ বিষয়গুলি দেওয়া থাকে


    ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে 2022 | অস্ট্রেলিয়া যাওয়ার খরচ


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন