চোখের এলার্জি দূর করার উপায়, চোখের এলার্জি দূর করার ঔষধ

    চোখের এলার্জি দূর করার উপায়, চোখের এলার্জি দূর করার ঔষধ

    যাদের চোখে প্রায়ই পানি পড়ে অথবা অতিরিক্ত চোখ চুলকায় এবং লাল হয়ে যায় অথবা জ্বালাপোড়া করে। তাই আজকে আমরা কথা বলবো চোখের এলার্জি দূর করার উপায় নিয়ে এবং চোখের এলার্জি দূর করার কোন ওষুধ গুলো ভালো কাজ করে এই নিয়ে বিস্তারিত ভাবে আমরা এই কনটেন্ট এর মাধ্যমে আলোচনা করেছি আশাকরি সম্পন্ন কন্ট্রোলে আপনারা চোখের এলার্জি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন

    এলার্জি জনিত কারণে কঞ্জাঙ্কটিভার নামক প্রদাহ কে সুলতানি এক ধরনের রোগ বলা হয়ে থাকে। যেসব দ্রব্য অ্যালার্জি সৃষ্টি করে তাকে বলা হয় অ্যালার্জেন আমাদের পরিবেশের চারপাশে প্রচুর পরিমাণ পদার্থ আছে এই সমস্ত পদার্থের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকে এলার্জি। ধুলাবালি এবং বিভিন্ন খাবারে অথবা রসায়ন পদার্থ অনেক পরিমাণে এলার্জি তার মধ্যে বিদ্যমান থাকে


    তবে আপনাদের জেনে রাখা উচিৎ যে সব ক্ষেত্রেই অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ সবার চোখে এলার্জি হয় না। স্বাভাবিকভাবে যাদের শরীরে এলার্জির মাত্রা বেশি হয় তাদের চোখের এলার্জির মাত্রা বেশি দেখা দেয়। বিভিন্ন রোগের কারণে এলার্জির মাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে যেমন হাঁপানি রোগ শিশু এবং যারা বাইরে ধুলোবালির মধ্যে বেশি উঠাবসা করে থাকে তাদের সংস্পর্শে এলার্জি বেশি আক্রান্ত হয়ে থাকে। এমনকি আপনার মাথায় যদি খুশি থাকে তাহলে আপনি অ্যালার্জিতে আক্রান্ত হতে পারেন


    চোখের এলার্জির লক্ষণ সমূহ

    চোখে এলার্জি দেখা দিলে চোখের কয়েক ধরনের লক্ষণ দেখা যায় আর এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলেই আপনি বুঝতে পারবেন আপনার চোখে এলার্জি হয়েছে। অনেকে মনে করে থাকে যে চোখ লাল হলে হয়তবা এলার্জি হয়েছে তা কিন্তু ঠিক না বিভিন্ন কারণে আপনার চোখ লাল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে শুধু এলার্জির জন্য যখন নিচের দেওয়া লক্ষণ গুলো দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন আপনার চোখে এলার্জি হয়েছে

    • চোখের এলার্জি দূর করার উপায়
    • চোখ লাল হয়ে যাওয়া
    • চোখে অতিরিক্ত ভাবে চুলকানি
    • চোখ খচখচ করা এবং লাল হওয়া
    • চোখে চুলকানোর পর ঘোলাটে দেখা
    • চোখের পাতা ফুলে যাওয়া
    • চোখ দিয়ে পানি পড়া চুলকানোর কারণে

     চোখের এলার্জি দূর করার ঔষধ

    এলার্জি দূর করার জন্য সবথেকে ভালো ওষুধ হলো Alcet এই ঔষধটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে এলার্জি একেবারেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তাদের চোখে অতিরিক্ত এলার্জি রয়েছে তারা এই ওষুধটি খেতে পারেন এতে করে চোখ লাল হওয়া এবং চোখ চুলকানো থেকে মুক্তি পাওয়া যাবে। Fexo-120 mg এবং Alcet কেউ যদি একমাস নিয়মিত খাই তাহলে তার শরীর থেকে অ্যালার্জি দূর হয় যাবে


    fexo এই ঔষধটি কেউ যদি সেবন করে এক্ষেত্রে অন্যান্য এলার্জির মত কখনো এটিতে অতিরিক্ত ঘুম দেয় না এবং শরীরের এ নার্ভাস ফিল আসেনা তাই যে কেউই ওষুধ সেবন করতে পারবেন তবে এলসেট খাওয়ার কারণে অতিরিক্ত ঘুম ভাব তৈরি হবে তবে অবশ্যই এটিতে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। তাই যাদের বিভিন্ন এলার্জির সমস্যা হয়েছে যেমন চোখের এলার্জি অথবা নাকের ভেতরে চুলকানো এই সমস্ত সমস্যার জন্য এই দুটি ওষুধ ব্যবহার করতে পারেন


    আরো পড়ুন: চুল পড়া বন্ধ করার উপায় ও চুল পড়া বন্ধ করার ঔষধ


    চোখের এলার্জি দূর করার ড্রপ

    চোখের এলার্জি দূর করার ড্রপ রয়েছে। Alacot DS Eye Drops কেউ যদি নিয়মিত ব্যবহার করে তাহলে তার চোখের এলার্জি দূর হয়ে যাবেএক্ষেত্রে যদি চোখের এলার্জির কারণে চোখ লাল হয়ে যায় অথবা চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে এই ড্রপ যদি কেউ নিয়মিত ব্যবহার করে। তাহলে চোখের এলার্জি দূর হয়ে যাবে। তবে এক্ষেত্রে জেনে রাখবে যে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত


    এলার্জি সমস্যার কারণে সাধারণত কয়েক ধরনের টেস্ট করার মাধ্যমেই আপনার এলার্জির বিষয়টি নির্ধারিত হয়ে থাকে তবে এক্ষেত্রে অবশ্যই যেকোন ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এলার্জির চিকিৎসা নেওয়া উচিত তা না হলে এলার্জির ওষুধ অতিমাত্রায় খাওয়ার কারণে অথবা ড্রপ ব্যবহারের কারণে সমস্যা দেখা দিতে পারে। তাই চোখের এলার্জি দূর করার জন্য পরামর্শ জরুরি


    চোখের চুলকানি দূর করার উপায়

    • চোখে সানগ্লাস ব্যবহার করুন এবং নাকে মাস্ক ব্যবহার করুন
    • চোখ চুলকানোর পরে পানি দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন
    • টিভি বা কম্পিউটার অথবা মোবাইলের সামনে কম থাকুন
    • সাবধানে কন্টাক্ট লেন্স ব্যবহার করুন
    • গরুর মাংস চিংড়ি মাছ মিষ্টি কুমড়া খাওয়া থেকে বিরত থাকুন
    • ডাক্তারের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন
    • ঘরের কার্পেট নিয়মিত পরিষ্কার করুন বিছানার চাদর
    • আপনার ব্যবহৃত পোশাক আশাক পরিষ্কার রাখুন
    • ডেটল বা স্যাভলন দিয়ে পোশাক-আশাক ধুয়ে ফেলুন
    • বাড়িতে থাকলে নিয়মিত পরিষ্কার করুন
    উপরোক্ত বিষয়গুলো অবশ্যই মানার চেষ্টা করুন কেননা বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা তৈরি করছে এক্ষেত্রে অবশ্যই যাদের অ্যালার্জির মাত্রা বেশি রয়েছে তারা নিয়মিত ঘরবাড়ি পরিষ্কার রাখুন বিছানার চাদর পরিষ্কার রাখুন এবং সেইসাথে খাবার গ্রহনের সময় যে সমস্ত খাবার গুলোতে এলার্জির মাত্রা বেশি আছে সেই সমস্ত খাবারগুলো না খাওয়ার চেষ্টা করুন



    চোখের এলার্জি দূর করার ট্যাবলেট

    চোখের এলার্জি দূর করার জন্য সবথেকে কার্যকরী ওষুধ হল Fexo-120 তবে এই ওষুধ সেবন করার ফলে অন্যান্য এলার্জির ওষুধ সেবন করলে যেমন ঘুম হয়। এই এলার্জির ঔষধ সেবন করলে তেমন কোনো ঘুম হওয়ার সম্ভাবনা হবেনা এমনকি আপনার অন্যান্য সাইড ইফেক্ট দেখা দিবেনা। তাই যাদের চোখের এলার্জির সমস্যার কারণে চোখ দিয়ে পানি পড়ে অথবা বেশি মাত্রায় চোখ চুলকায় তারা এই চোখের এলার্জির জন্য এই ট্যাবলেটটি খেতে পারেন


    চোখের এলার্জি দূর করার জন্য কয়েক ধরনের ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেটগুলো যদি আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন তাহলে কয়েক ধরনের সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত সেবনের ফলে আপনার ঘুমের মাত্রা বেড়ে যাবে এক্ষেত্রে শরীরে নার্ভাসনেস কাজ করবে সেইসাথে আপনি কর্মদক্ষতা হারিয়ে ফেলতে পারেন। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের এলার্জির ওষুধ সেবন করা উচিত


    চোখের এলার্জি দূর করার দোয়া

    লাক্বাদ কুংতা ফি গাফলাতিম মিন হাজা ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাচারুকাল ইয়াওমা হাদিদ।

     (সুরা ক্বফ : আয়াত ২২)

    এই দোয়াটি প্রত্যেক ফরয নামাযের পর তিনবার করে পড়ার মাধ্যমে চোখের ব্যথা থেকে মুক্তি পাওয়া এবং চোখের এলার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া পড়তে হবে। এই দোয়াটি নিয়মিত পড়তে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের চোখের এলার্জি থেকে মুক্তি দিবেন সবাই আমিন


    চোখের চুলকানি দূর করার উপায়

    যদি নিয়মিতভাবে অতিরিক্তভাবে চুলকানি ভাব তৈরি হয় তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। তবে এটি জেনে রাখবেন যে শুধুমাত্র চোখে এলার্জির কারণে কিন্তু চোখ চুলকায় না বিভিন্ন কারণে চোখ চুলকাতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের চুলকানোর জন্য ওষুধ সেবন করতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন

    • নরম কাপড় দিয়ে হালকা করে মাসাজ করুন
    • হাত দিয়ে চোখ চুলকালে তা ভালোমতো ধুয়ে ফেলুন
    • চোখ চুলকানো ভাব হওয়া মাত্রই পানি দিয়ে ধুয়ে ফেলুন
    • চোখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত পরিষ্কার করুন
    • রুমাল অথবা টিস্যু পেপার ব্যবহার করুন চুলকানোর জন্য
    • চোখে চশমা পড়ুন এবং ধুলাবালি থেকে দূরে থাকুন
    • শোয়ার আগে অবশ্যই বিছানা পরিষ্কার করুন
    • বাড়িতে ধুলার পরিমাণ বেশি হলে তা কমানোর চেষ্টা করুন



    উপরোক্ত বিষয়গুলোর কারণেই কিন্তু সাধারণত চোখের এলার্জি বৃদ্ধি পায় এবং চুলকানি বৃদ্ধি পায় তাই এই সমস্ত বিষয় গুলো যদি ঠিকঠাক মত পালন করতে পারেন তাহলে তোকেও চুলকানি দূর করা একেবারেই সহজ একটি ব্যাপার তবে এক্ষেত্রে অবশ্যই উপরের দেওয়া বিষয়গুলো মেনে চলতে থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন

    চোখের এলার্জি দূর করার খাবার

    চোখের এলার্জি দূর করার জন্য স্পেসিফিকভাবে কোন খাবার নাই তবে অবশ্যই চোখের এলার্জি দূর করার জন্য আপনারা মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, পুঁইশাক, কালাই ডাল, ইলিশ মাছ, গরুর মাংস, পুটি মাছ সহ অনেকগুলো খাবার রয়েছে এই সমস্ত খাবারগুলো একেবারেই গ্রহণ করা উচিত না তবে যে সময় চোখের এলার্জি বৃদ্ধি পায় অথবা চোখের এলার্জি বের হয়েছে এক্ষেত্রে অবশ্য এই সমস্ত খাবার গুলো কখনোই গ্রহণ করবেন না

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন