আজকে আমরা আপনাদেরকে জানাবো বেসরকারি হজ্জ প্যাকেজ ২০২২ নিয়ে বিস্তারিত তথ্য। এবং এই কনটেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন হজ প্যাকেজ মূল্য ঘোষণা সহ-ব্যবস্থাপনা পরিচালনা গৃহীত অন্যান্য পদক্ষেপ গুলি সম্পর্কে জনসচেতনা। উল্লেখযোগ্য বেসরকারি ব্যবস্থাপনায় সম্মানিত হজযাত্রীদের কে অভিহিত করার লক্ষ্যেই আজকের এই কনটেন্ট।
2022 সালে সর্বমোট 57,585 জন হজ্বযাত্রী হজ পালন করেছেন এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4 হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় 53000 হাজার 588 জন যাত্রী হজ্বে গমন করেছেন। বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীদের জন্য সাধারন প্যাকেজ নামে একটি প্যাকেজ করা হয়েছে তাছাড়া প্রত্যেক এজেন্সি তার নিজস্ব স্পেশাল প্যাকেজ করতে পারে।
তবে এটি জেনে রাখবেন যে কোন প্যাকেজ ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্য থেকে কখনোই কম হবে না। বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যদি হজযাত্রীদের কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য ধরা হয়ে থাকে তাহলে মোট 4 লক্ষ 66 হাজার 740 টাকা এটি নির্ধারিত হয়েছে।
বেসরকারি হজ্জ প্যাকেজ ২০২৩
তবে এক্ষেত্রে জেনে রাখা উচিত যে সাধারণ প্যাকেজের মধ্যে বেসরকারি যে সমস্ত এজেন্সি রয়েছে এই সমস্ত এজেন্সির মাধ্যমে হারাম শরীফের 100 থেকে 300 কিলোমিটারের মধ্যে হতে পারে অথবা একটু দূরে হতে পারে এক্ষেত্রে আপনার আপনার এজেন্সির সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পারেন।
আরো পড়ুন: ওমরাহ প্যাকেজ ২০২৩, ওমরাহ প্যাকেজ এর খরচ কত?
হজযাত্রীদের যানবাহন সুবিধা
হজযাত্রীদের জন্য সৌদি আরবে পৌঁছার পর জেদ্দা থেকে মক্কা মদিনা অথবা মদিনা থেকে মক্কা জেদ্দা ইত্যাদি সকল স্থানে যানবাহন সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের যে সমস্ত কর্তৃপক্ষের মাধ্যমেই করা হয়ে থাকে। মিনা, আরাফা, মুজদালিফা, এই সমস্ত জায়গাগুলোতে সাধারণত সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত অধীনস্থ সৌদি মোয়ালেম মাধ্যমে হয়ে থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন