মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য: মদিনা শহরে অবস্থিত বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। অবস্থিত পবিত্র হারাম সীমানার মসজিদে নববীর একেবারে পাশেই অবস্থিত। সৌদি আরবের স্বনামধন্য ও গণ্যমান্য ওলামা একরামের প্রাণবন্ত এটি একটি বিশাল ক্যাম্পাস। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলে মনমুগ্ধকর দৃশ্য দেখা যায় এবং ইলমচর্চার মনমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানেই স্কলারশিপ এর মাধ্যমে মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকে বাংলাদেশ থেকে প্রতিবছর মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এর মাধ্যমে অনেক স্টুডেন্ট সেখানে পড়াশোনার সুযোগ পাই। তাই আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ও মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ ২০২৩ নিয়ে বিস্তারিত তথ্য।
মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৪
মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৪ এ আবেদন শুরু: ১৫ ই মার্চ ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২৪। উক্ত সমাজের মধ্যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন সম্পন্ন করা যাবে।
যোগ্যতা:
- বাংলাদেশী নাগরিক হতে হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: আলিম/এইচএসসি (বিজ্ঞান বিভাগ)
- ন্যূনতম জিপিএ: 2.50 (বিজ্ঞান) / 2.75 (কলা)
- সর্বোচ্চ বয়স: 25 বছর (01/01/2000 তারিখে জন্মগ্রহণকারী)
- হাফেজদের জন্য বয়সসীমা 30 বছর (01/01/1994 তারিখে জন্মগ্রহণকারী)
- আরবি ভাষায় সাবলীল হতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- ৬ মাস মেয়াদী ভ্যালি পাসপোর্ট
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- সকল একাডেমিক সনদ আরবিতে ট্রান্সলেট
আবেদনের প্রক্রিয়া:
- অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ট্যাবে ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- পাসপোর্টের নামের সাথে ভোটার আইডি কার্ডে মিল থাকতে হবে
- সকল কাগজপত্র গুলো সত্যায়িত করে নিতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- স্ক্যান করা ছবি
- আলিম/এইচএসসি সার্টিফিকেট ও মার্কশীটের আরবি অনুবাদ
- পাসপোর্ট সাইজের ছবি
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- তাজকিয়া (2 কপি)
- পাসপোর্ট এর কপি
- মেডিকেল রিপোর্ট
স্কলারশিপ সুবিধা:
- পূর্ণ বৃত্তি
- থকা-খাওয়া
- চিকিৎসা
- বই
- পোশাক
- মাসিক ভাতা
- ভ্রমণ ভাতা
- পড়াশোনা শেষে চাকরি
মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সংক্রান্ত এবং যোগ্যতা এবং প্রয়োজনীয় আরো নতুন নতুন তথ্য গুলো জানার জন্য নিচের দেওয়া এই ওয়েবসাইট গুলো ফলো করতে পারেন এখানে যাবতীয় স্কলারশিপ সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় কি কি কাগজপত্র এবং লেটেস্ট নিয়োগ সম্পর্কে তথ্য গুলো জানতে পারবেন।
https://iu.edu.sa/en-us
https://moedu.gov.bd/
https://scholarshipcarecenter.com/
মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য বছরের যেকোনো সময় আবেদন করা যাবে। এই ক্ষেত্রে যে সমস্ত কাগজপত্র গুলো প্রয়োজন তার সবগুলোই আরবিতে ট্রান্সলেট করে নিতে হবে শুধুমাত্র পাসপোর্ট বাদে। এবং দুইজন আলেম কর্তিক সুপারিশ থাকতে হবে। এবং সৌদি আরবের দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
উপরোক্ত কাজগুলো করতে কোন ধরনের টাকা পয়সার প্রয়োজন পড়ে না এমনকি আবেদন করার জন্য কোন টাকা পয়সা খরচ হবেনা। আবেদন অ্যাপ্রভাল পাওয়ার পরেই ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু হবে। মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সেখানে পড়াশোনার জন্য কোন খরচ বহন করা লাগেনা। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্ত খরচ বহন করবে।
মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীদের জন্য ২৫ বছরের কম হতে হবে। মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছর অতিক্রম হলে আবেদন করা যাবে না। এক্ষেত্রে সৌদি আরবের অন্য কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক বা প্রতিষ্ঠান কর্তৃক যদি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না। অন্য কোন বিশ্ববিদ্যালয় হতে বহিস্কৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা
- বয়স ২৪ বছর বা তার নিচে
- এইচএসসি/এ লেবেল সমমানের যোগ্যতা
- দুজন আলেম এর সুপারিশ
- ৬ মাস মেয়াদী একটি ভ্যালিড পাসপোর্ট
- সকল কাগজপত্র গুলো আরবিতে অনুবাদ
মদিনা বিশ্ববিদ্যালয় ভর্তির শর্ত সমূহ
- আরবিতে পারদর্শী হতে হবে
- শিক্ষার্থীকে ইসলামিক বিশুদ্ধ আক্বীদা এবং সালফে অনুসারী হতে হবে
- জন্মগতভাবে মুসলিম এবং ইসলাম ধর্ম সনদপত্র লাগবে
- সৌদি আরবের আইনের বাইরে কোন ধরনের রাজনীতি সন্ত্রাসবাদ অবলম্বন করা যাবে না
- সৌদি আরবের নিয়ম অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য
- সৌদি আরবের কোন বিশ্ববিদ্যালয় হতে বহিস্কৃত শিক্ষার্থী আবেদন গ্রহণযোগ্য নয়
- বয়স অবশ্যই ২৫ বছরের কম হতে হবে
- উচ্চমাধ্যমিক সনদ উত্তীর্ণ ৫ বছরের অতিক্রম করতে পারবে না
মদীনা বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
- আলিম অথবা মাধ্যমিক এবং সমমানের সার্টিফিকেট
- আলিম এবং উচ্চ মাধ্যমিকের মার্কশীট
- উচ্চ মাধ্যমিক এবং আলিম প্রশংসাপত্র
- জন্ম নিবন্ধন এর ফটোকপি
- এনআইডি কার্ডের ফটোকপি
- পাসপোর্ট এর ফটোকপি
- ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি (টুপি পরা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
- ২ জন আলেমের সুপারিশ
- অতিরিক্ত যোগ্যতা থাকলে তার সনদপত্র (হাফেজ, আরবি ভাষায় দক্ষতা, ইংলিশ দক্ষতা)
মদিনা বিশ্ববিদ্যালয় কিভাবে আবেদন করবেন
প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রথমে আরবি এবং নেটারি করে শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করে নিতে হবে ( পাসপোর্ট বাদে )। পরবর্তীতে সবগুলো কাগজপত্র স্ক্যান করে ভার্সিটি এডমিশন ওয়েব পেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। মদিনা বিশ্ববিদ্যালয়ে বছরের যেকোনো সময় আবেদন করা যায়। আবেদন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং বিনামূল্যে করতে পারবেন।
তাছাড়াও জেনে রাখা উচিত যে মদিনা ভার্সিটির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই কিন্তু বিনামূল্যে হয়ে থাকে। বিশ্বের কোথাও কোন ভার্সিটির কোন এসিড থাকে না তাই কারো কাছে টাকা দিয়ে কখনই প্রতারিত হবেন না। আপনি চাইলে নিজেও কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: সৌদি আরবে স্কলারশিপ ২০২২ আবেদন প্রক্রিয়া
এক্ষেত্রে আরবি যদি ভালোমতো জেনে থাকেন তাহলে আরবিতে ট্রান্সলেট করে করে নিতে পারবেন অথবা ইংরেজিতে ট্রান্সলেট করে বিস্তারিত ভাবে দেখে নিতে পারবেন। আবেদনে যদি নির্বাচিত হয়ে যান তাহলে ভিসা প্রসেসিং এর জন্য অপেক্ষা করতে হবে। আবেদনের নির্বাচিত হয়েছেন কিনা এই জন্য ইমেইল ওপেন রাখতে হবে।
কওমি মাদ্রাসা থেকে মদিনা বিশ্ববিদ্যালয়
কওমি মাদ্রাসা থেকে একটু চেষ্টা করলেই ছাত্রদের মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে সক্ষম হবে। এবং কওমি মাদ্রাসার স্টুডেন্টরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারবে। ভার্সিটির প্রধানত সনদের ক্ষেত্রে সরকার অনুমোদিত হওয়া লাগবে। পরবর্তী অপশন হিসাবে ‘মুআদালা’ সিস্টেমের মাধ্যমে আবেদন করতে পারবে। সরকারি সনদপত্র না হয়ে থাকলেও মদিনা ভার্সিটির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ‘মুআদালা’ সিস্টেমের মাধ্যমে আবেদন করতে পারবে।
মুআদালা সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে নির্দিষ্ট ফরম পূরণ করে চুক্তিবদ্ধ হতে হবে। বাংলাদেশ আহলে হাদিসদের মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সরাসরি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় এর সঙ্গে চুক্তিবদ্ধ আছে।
মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস
মদিনা বিশ্ববিদ্যালয় বর্তমানে ৪ টি অনুষদ রয়েছে। তেইশটি বিভাগ এবং তিনটি মাহাদ আছে। ইসলামিক অনুষদ বা বিভাগগুলো পাশাপাশি আরও কিছু আধুনিক অনুষদ চালু রয়েছে ভবিষ্যতে আরও ফ্যাকাল্টি সংখ্যা বাড়ানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
- THE FACULTY OF SCIENCE
- THE FACULTY OF ENGINEERING
- THE FACULTY OF COMPUTER AND INFORMATION SYSTEM
- FACULTY OF ISLAMIC LAW
- FACULTY OF ISLAMIC PREACHING
- FACULTY OF THE HOLY QURAN AND ISLAMIC STUDIES
- FACULTY OF PROPHETIC TRADITION (HADITH) AND ISLAMIC STUDIES
- FACULTY OF THE ARABIC LANGUAGE
বিশ্বের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়
বিশ্বের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয় হল মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কোন ধরনের খরচ লাগে না এবং সেখানে আবেদন করার জন্য কোন ধরনের খরচ লাগবে না উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হলেই মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনার সুযোগ পাওয়া যায়।
এখানে পিএইচডি এবং ইসলামিক রিসার্চ হাদিস কোরআন নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে তা ছাড়াও সাইন্স টেকনোলজি সহ অন্যান্য সাবজেক্ট এর পরেও পড়াশোনার এবং দক্ষতা অর্জন করার সুযোগ সুবিধা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আরো পড়ুন: বিদেশ যাওয়ার জন্য কোন ব্যাংক লোন দেয় দেখে নিন
মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে
মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাউদ বিন আব্দুল আজিজ আল সাউদ। ২৫ রবিউল আউয়াল ১৩৮১ হিজরীতে প্রতিষ্ঠিত হয় মদিনা ইউনিভার্সিটি। উক্ত বিশ্ববিদ্যালয়ে ১৮০ টি দেশের ছাত্র একসঙ্গে পড়াশোনা করার সুযোগ রয়েছে। বর্তমানে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।
মদিনা ইউনিভার্সিটি ওয়েবসাইট
মদিনা ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট www.admission.iu.edu.sa/ এটি এখান থেকে স্কলারশিপ এর যাবতীয় তথ্য পাবেন এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন তা দেখে নিতে পারবেন। তাছাড়া মদিনা ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু জানতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন