পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন কীভাবে করবেন এই নিয়ে আজকে আমরা এই কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছি। স্কুলে, কলেজে অথবা বিভিন্ন অফিসে শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কারনে আমাদের অনেক সময় আবেদনপত্র লিখতে হয়।
তবে কারণ ভেদে আবেদনপত্র লেখার ধরন কিন্তু আলাদা বা ভিন্ন হয়ে থাকে। আমরা অনেক সময় বিভিন্ন কারণে বিশেষ করে স্কুল বা কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনা। পরীক্ষায় কোন কারণে যদি অংশগ্রহণ করতে না পারে সে ক্ষেত্রে অধ্যক্ষের কাছে দরখাস্ত করতে হয়।
সে ক্ষেত্রে আমরা অনেকের কাছে কিভাবে পরীক্ষায় অনুপস্থিতির দরখাস্তের মাধ্যমে তুলে ধরবো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই কনটেন্ট এর মধ্যে তুলে ধরেছি। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখিয়েছি যে পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র কিভাবে লিখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন
প্রধান শিক্ষক,
রাজশাহী পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
সপুরা, রাজশাহী
বিষয়: পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন
জনাব,
আমি আজমাইন হাসিন আপনার বিদ্যালয়ের নবম শ্রেণী একজন নিয়মিত ছাত্র। আমি গত ১০ ই অক্টোবর হতে, ২০২৫ তারিখে জ্বরের কারণে অনেক কষ্ট পাচ্ছিলাম। এমনতো অবস্থায় আমি কোনমতেই উক্ত দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। আমার শরীরে অতিমাত্রায় জ্বর থাকার কারণে সেই দিন আমার কোনমতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার মত পরিস্থিতি ছিলো না।
অতএব
মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, উক্ত বাংলা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: আজমাইন হাসিন
শ্রেণি: নবম।
শাখা: ক
বিভাগ: বিজ্ঞান
রোল নাম্বার: ৩৫
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্র লিখার ক্ষেত্রে অবশ্যই অসুস্থতার কারণ ভালোমতো উল্লেখ করুন। সেইসাথে আপনার যদি পারিবারিক সমস্যা থাকে অথবা আপনি যদি মেডিকেলে ভর্তি হয়ে থাকেন সেই বিষয়টি দরখাস্তে ভালো মতো উল্লেখ করুন।
- অসুস্থতার কারণ উল্লেখ করুন
- কত দিন অসুস্থ ছিলেন সেটা উল্লেখ করুন
- অসুস্থতার শুরু এবং শেষের দাবি উল্লেখ করুন
- নাম এবং শ্রেণী,রোল নাম্বার উল্লেখ করুন
স্কুলের /কলেজ বেতন মৌকুফের জন্য আবেদন পত্র লিখুন সহজেই
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন পত্রের নমুনা
প্রধান শিক্ষক,
নিজ স্কুল/কলেজের নাম......................
জেলার নাম.................
বিষয়: .........................................
জনাব,
নিজের নাম............. আপনার বিদ্যালয়ের...... শ্রেণি...... একজন নিয়মিত ছাত্র।
আমি গত ........... তারিখ............ জ্বরের কারণে অনেক কষ্ট পাচ্ছিলাম। এমনতো অবস্থায় আমি কোনমতেই উক্ত দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। আমার শরীরে অতিমাত্রায় জ্বর থাকার কারণে সেই দিন আমার কোনমতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসার মত পরিস্থিতি ছিলো না।
অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, উক্ত ...... সাবজেক্ট.......পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: .......................
শ্রেণি: ..................
বিভাগ:..................
রোল নাম্বার:..........
জ্বরের কারণে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দরখাস্ত লেখার সহজ পদ্ধতি
জ্বরের কারণে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্তের নমুনা
তারিখ: ১৫ মার্চ ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
রাজশাহী পুলিশ লাইন কলেজ অ্যান্ড স্কুল
রাজশাহী
বিষয়: জ্বরের কারণে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি (আপনার নাম), এ (ক্লাস ও রোল নম্বর)-এর একজন নিয়মিত শিক্ষার্থী। আমি প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকি এবং নিয়মিত পড়াশোনা করি। তবে, গত কয়েকদিন ধরে আমি উচ্চ জ্বরে আক্রান্ত ছিলাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে ছিলাম। ফলে, আমার পক্ষে (নির্দিষ্ট পরীক্ষার নাম) পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি।
অতএব,
আপনার নিকট বিনীত অনুরোধ করছি যে, আমার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমাকে পরীক্ষার জন্য নতুন তারিখ নির্ধারণ করে সুযোগ প্রদান করা হোক। আমি আপনার সদয় অনুমোদনের জন্য কৃতজ্ঞ থাকবো।
নিবেদক,
আতিক হাসান
দশম শ্রেণী
রোল: ৫
শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রয়োজনে সঠিকভাবে আবেদনপত্র লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে রচিত আবেদনপত্র কর্তৃপক্ষের কাছে আপনার অনুপস্থিতির কারণ স্পষ্ট করে তুলে ধরলে আবেদনপত্র গ্রহণ করা সম্ভাবনা বেশি থাকে। নিচে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী অনুপস্থিতির জন্য আবেদনপত্র লেখার নিয়ম তুলে ধরা হলো।
অসুস্থতার কারণে ইনকোর্স পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদনপত্র
অসুস্থতার কারণে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে, প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিকভাবে আবেদনপত্র জমা দিতে হবে। এতে আপনার অসুস্থতার সময়কাল, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।
নমুনা:
তারিখ: ১৫ মার্চ ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক,
রাজশাহী পুলিশ লাইড স্কুল এন্ড কলেজ
রাজশাহী
বিষয়: অসুস্থতার কারণে ইনকোর্স পরীক্ষায় অনুপস্থিতির জন্য ছুটি আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র/ছাত্রী (আপনার নাম), রোল নম্বর (রোল নম্বর)। গত ১০ মার্চ ২০২৫ থেকে ১৪ মার্চ ২০২৫ পর্যন্ত আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম, যার কারণে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হইনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময় বিশ্রামে ছিলাম। চিকিৎসকের সনদপত্র সংযুক্ত করা হলো।
অতএব,
আমার অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করে আমাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
নিবেদক,
তারেক মাহমুদ
শ্রেণি: দশম
রোল নম্বর:১১
নির্বাচনী পরীক্ষা না দিতে পারায় আবেদনপত্র
কোনো জরুরি কারণে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে, কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পুনরায় পরীক্ষার সুযোগ চেয়ে আবেদন করা যেতে পারে।
নমুনা:
তারিখ: ১৫ মার্চ ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক,
রাজশাহী বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ
রাজশাহী
বিষয়: নির্বাচনী পরীক্ষায় অনুপস্থিতির জন্য পুনঃপরীক্ষার আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র/ছাত্রী (আপনার নাম), রোল নম্বর (রোল নম্বর)। গত ১২ মার্চ ২০২৫ তারিখে আমার নিকটাত্মীয়ের আকস্মিক মৃত্যু হওয়ায় আমি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।
অতএব,
আমার অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করে আমাকে পুনঃপরীক্ষার সুযোগ প্রদানের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
নিবেদক,
আরিয়ান মাহমুদ
শ্রেণি: দ্বাদশ
রোল নম্বর: ১১৬৪৪৫
বিলম্বে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন
কোনো কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে, বিলম্বে পরীক্ষার সুযোগ চেয়ে আবেদন কিভাবে করবেন নিচে উল্লেখ করা হলো।
নমুনা:
তারিখ: ১৫ মার্চ ২০২৫
বরাবর,
পরীক্ষা নিয়ন্ত্রক,
রাজশাহী বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ
রাজশাহী
বিষয়: বিলম্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিশ্ববিদ্যালয়ের (বিভাগের নাম) বিভাগের ছাত্র/ছাত্রী (আপনার নাম), রেজিস্ট্রেশন নম্বর (রেজিস্ট্রেশন নম্বর)। গত ৫ মার্চ ২০২৫ তারিখে আমার সড়ক দুর্ঘটনা ঘটায় আমি নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। চিকিৎসকের সনদপত্র সংযুক্ত করা হলো।
অতএব,
আমার পরিস্থিতি বিবেচনা করে আমাকে বিলম্বে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
নিবেদক,
রকি আহমেদ
বিভাগ: দ্বিতীয়।
রেজিস্ট্রেশন নম্বর: ১১৬৪৪৬
জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বেতন কত?
কলেজে পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদনপত্র
কলেজে পরীক্ষায় অনুপস্থিতির ক্ষেত্রে সঠিকভাবে আবেদনপত্র জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আপনার অনুপস্থিতির কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
তারিখ: ১৫ মার্চ ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক/অধ্যক্ষ,
রাজশাহী মসজিদ মিশন স্কুল এন্ড কলেজ,
রাজশাহী
বিষয়: কলেজের পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন
মহোদয়া,
আমি বিনীতভাবে জানাচ্ছি যে, আমি (আপনার নাম), আপনার কলেজের (আপনার বিভাগ) বিভাগের (বর্ষ/সেমিস্টার) এর একজন নিয়মিত শিক্ষার্থী। কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে দুর্ভাগ্যবশত আমি [পরীক্ষার নাম] পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।
আমার অনুপস্থিতির কারণ (অসুস্থতা/জরুরি পারিবারিক সমস্যা/যাতায়াত সমস্যা বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণ) ছিল, যার জন্য আমি যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে পারিনি। তবে আমি পুনরায় পরীক্ষার সুযোগ পেলে যথাযথ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে চাই।
অতএব,
মহোদয়ের নিকট আমার বিনীত অনুরোধ, আমার অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করে আমাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। আমি প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করছি (যদি প্রযোজ্য হয়)।
আপনার সদয় অনুমোদনের অপেক্ষায় থাকলাম।
বিনীত,
আরাফাত হোসেন
১২৬৬
দ্বিতীয় বর্ষ
এই আবেদনপত্রটি কলেজ কর্তৃপক্ষকে জমা দিলে তারা আপনাকে বিকল্প পরীক্ষার সুযোগ দিতে পারে, তাই অবশ্যই আবেদন পত্রটি ভালোমতো লিখে প্রধান বরাবর জমা দিন।
অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন (ইংরেজিতে)
যদি আপনি ইংরেজিতে পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন করতে চান, তাহলে নিচের ফরম্যাট অনুসরণ করতে পারেন:
Date: March 15, 2025
To,
The Principal,
Rajshahi college
Rajshahi
Subject: Application for Absence from Exam Due to Illness
Respected Sir
I am writing to inform you that I, (Your Name), a student of class (Your Class), Roll No. (Your Roll Number), was unable to attend the (Exam Name) held on (Exam Date) due to a severe illness. I was diagnosed with (specific illness, e.g., viral fever/dengue) and was under medical supervision from [start date] to (end date).
I sincerely request you to consider my situation and grant me permission to take a re-exam or provide an alternative solution as per the institution's policies. I have attached my medical certificate for your reference.
Yours sincerely,
Tarek Mahmud
Class:11th
Roll No:12938
অনুপস্থিতির জন্য আবেদনপত্র লেখার গুরুত্বপূর্ণ টিপস
- আবেদনপত্র বড় না করে সংক্ষেপে মূল বিষয় উপস্থাপন করুন।
- ভাষা অবশ্যই সম্মানজনক হওয়া উচিত।
- যদি সম্ভব হয়, ডাক্তারি সনদপত্র বা প্রাসঙ্গিক নথি সংযুক্ত করুন।
- অনুপস্থিতির তারিখ ও কারণ পরিষ্কারভাবে উল্লেখ করুন।
দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন
প্রধান শিক্ষক,
নিজ স্কুল/কলেজের নাম......................
জেলার নাম.................
বিষয়: দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদন
জনাব,
নিজের নাম............. আপনার বিদ্যালয়ের...... শ্রেণি...... দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র।
আমি গত ........... তারিখ............ উক্ত প্রতিষ্ঠান থেকে আমি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, উপরোক্ত ক্লাসে আমার ভর্তি হওয়ার জন্য অত্র মহোদয় কে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি, আমার উক্ত দাবিটি মেনে পরবর্তী ক্লাসে ক্লাস করার সুযোগ করে দিন।
অতএব
মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, উক্ত ...... সাবজেক্ট.......পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: .......................
শ্রেণি: ..................
বিভাগ:..................
রোল নাম্বার:..........
পরীক্ষার ফি মওকুফের জন্য আবেদন পত্র লিখুন
পরীক্ষায় অনুপস্থিতির জন্য আবেদন ডাউনলোড
পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণে আবেদন পত্র ডাউনলোড করার জন্য আমাদের এই অপশন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে এটি ব্যবহার করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন