শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন

    শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন


    যেকোনো শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করতে হলে আমাদের দেওয়া এই নিয়ম অনুযায়ী আপনারা যে কোন প্রতিষ্ঠান অথবা সহায়তা কেন্দ্র আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীর আর্থিক সহায়তার বিষয়টি ভালোমতো উল্লেখ করতে হবে। এবং শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য এবং ক্লাসের রেজাল্ট মার্কশিট সহ প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে আমরা বিস্তারিতভাবে নিচে তুলে ধরছি।


    দরিদ্র এবং মেধাবী স্টুডেন্ট দের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দিয়ে থাকে আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা প্রতিটি দরিদ্র স্টুডেন্টদের জন্য অথবা মেধাবী স্টুডেন্ট দের জন্য আর্থিক সহায়তার মাধ্যমে স্টুডেন্ট এর যাবতীয় খরচ বহন করে থাকে। তাই তাদের কাছে কিভাবে আপনারা শিক্ষার্থীর আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি।


    শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন

    আবেদন ফরম

    বরাবর

    ব্যবস্থা পরিচালক,

    প্রতিষ্ঠানের নাম............

    প্রতিষ্ঠানের ঠিকান.........

    বিস্তারিত ঠিকান..............

    বিষয়ঃ শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন

    মহোদয়,

                    বিনীত

                     নিবেদন এই যে, আমি................... নিজের নাম....................... প্রতিষ্ঠান............. প্রতিষ্ঠানের নাম........... শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক আছ............... আমি একজন ভূমিহীন/এতিম/মুক্তিযোদ্ধার সন্তান/আধা-সরকারি/প্রতিবন্ধী/দুস্থ পরিবারের সন্তান/স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীরা সন্তান। আপনাদের প্রতিষ্ঠান সহায়তার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হবার জন্য এবং অন্যান্য বিল প্রদান করার জন্য আর্থিক অনুদান প্রাপ্তির জন্য আবেদন করছি। নিম্নে প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় অবগতির জন্য করলাম।

    আবেদনকারীর নামঃ.........

    পিতাঃ...........................

    মাতাঃ...........................

    স্থায়ী ঠিকানাঃ....................

    শিক্ষাগত যোগ্যতাঃ..............

    পেশাঃ.............................

    জমির পরিমাণঃ...................

    বাৎসরিক আয়ঃ..............

    মোবাইল নম্বরঃ...............

    পরিবারের সদস্য সংখ্যাঃ......

    অভিভাবকের অর্থ সামাজিক অবস্থাঃ.........


    পিতা এবং অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র/সুপারিশ পত্র।

    আবেদনকারীর পূর্ববর্তী শ্রেণীর ফলাফলের একটি কপি সংযুক্ত করতে হবে।


    আমি প্রতিজ্ঞা পূর্বঘোষণা করতেছি যে আবেদন পত্রে উল্লেখিত তথ্যাদি আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য এবং আমি কোন তথ্য গোপন করিনি কোন মিথ্যা তথ্য এখানে সংযোজন করিনি। এবং এমন কোন কথা এখানে উল্লেখ করিনি যেটা আমার আছে।


    অতএব আমার আবেদন সদয় বিবেচনার পূর্বক আর্থিক অনুদান মঞ্জুরের জন্য বিনীত অনুরোধ করছি। আপনার সহায়তার মাধ্যমে আমি সাফল্য পেতে আগ্রহী।


    প্রতিষ্ঠান প্রধানের নাম, স্বাক্ষর ও সিল

    .................................................................


    আমার জানামতে আবেদনকারীর আবেদনের বর্ণিত

     তথ্যাদি সকল কিছুই সত্য

     আমি তাকে আর্থিক অনুদানের জন্য সুপারিশ করছি

    স্বাক্ষর..................


    শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্র

    • চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত ছবি
    • আবেদন ফর্মে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর
    • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
    • পূর্ববর্তী শ্রেণীর রেজাল্টের কপি
    • চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত সনদপত্র
    • নিবন্ধন আইডি কার্ডের ফটোকপি
    • বাবা-মায়ের এনআইডি কার্ডের ফটোকপি
    • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
    প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যদি কোন ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে আগে থেকে সবকিছু ঠিকঠাক করতে হবে এবং যে সমস্ত স্বাক্ষর গ্রহন করা লাগবে। সেগুলো আগে থেকেই সম্পন্ন করে রাখবেন তা না হলে আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


    শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য আবেদন এর বিস্তারিত

    শিক্ষার্থীকে আবেদন করার জন্য অবশ্যই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আবেদন করতে হবে এবং সেইসাথে যে বিষয়ের জন্য আবেদন করছে সেই বিষয়টি ভালোমতো এখানে উল্লেখ করা লাগবে প্রয়োজনীয় অনলাইন থেকে আপনারা ফরমটি পূরণ করে নিতে পারবেন অথবা নিজে হাতে পূরণ করেও জমা দিতে পারবেন।


    আরো পড়ুন:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন