ভালো জিন্স প্যান্ট চেনার উপায় ( জিন্স চিনার গোপন টিপস )

    ভালো জিন্স প্যান্ট চেনার উপায়


    ভালো জিন্স প্যান্ট চেনার উপায় সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে এই কনটেন্টে আলোচনা করব। পোশাক কেনাকাটা ক্ষেত্রে আমরা অনেক টাকা খরচ করি এক্ষেত্রে অনেকেই দ্বিধায় ভোগে যে আসলে এই পোশাকটি কিনেছি সেটা কি ভালো নাকি খারাপ। তাই আজকে আমরা এই কনটেন্ট এর মাধ্যমে ভালো জিন্স প্যান্ট চেনার উপাই আপনাদেরকে জানাবো এবং এমন কিছু গোপন টিপস জানাবো যেটির মাধ্যমে আপনার পোশাক বা ভালো জিন্স চিনতে পারবেন।


    ভালো জিন্স প্যান্ট কেনার আগে অবশ্যই আপনি কোন বিষয়গুলো লক্ষ্য করবেন সেই সম্পর্কে আমরা এখানে তুলে ধরেছি। এবং আপনি আমাদের দেওয়া এই ধারণা অনুযায়ী আপনারা যে কোন দোকান থেকে ভালো জিন্স প্যান্ট চিনতে পারবেন। বাজারে নানা ধরনের জিন্স প্যান্ট রয়েছে এর মধ্যে অনেকেই আসল জিন্স প্যান্ট চিনতে পারেনা তাই আজকে আমরা এমন কিছু পদ্ধতি শেখাব যেখান থেকে আপনারা ভালো জিন্স প্যান্ট চিনতে পারবেন।


    ভালো জিন্স প্যান্ট চেনার উপায়

    ভালো জিন্স সিনার ক্ষেত্রে জিন্স প্যান্টের একটি অংশও হাতের মুঠোয় বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে। ধরে রাখার পরে জিন্স প্যান্ট যদি কুঁচকে যায় কাগজের মতো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এই প্যানটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিশেষ ধরনের একটি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যা পোশাকের জন্য ক্ষতিকর। আর এই জিনিসগুলো কয়েকবার পরিষ্কার করার পরেই জিন্স প্যান্ট ব্যবহার করা যাবে না এবং দেখতে অনেকটাই খারাপ হয়ে যাবে।


    জিন্স প্যান্টের যে অংশগুলো সেলাই দিয়ে জোড়া লাগানো আছে সেগুলার ধরে জোরে জোরে টানদিয়ে দেখুন। যদি দেখেন জিন্স প্যান্টের ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে অথবা আলগা হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে জিন্স প্যান্টের কোয়ালিটি একেবারে নিম্নমানের। এইগুলো কিছুদিন ব্যবহার করলেই ওই সমস্ত জায়গা থেকে খুব সহজেই ছিড়ে যাবে।


    জিন্স প্যান্টের স্কাটের নিচে যে হেম সেলাই দেওয়া থাকে সেটা প্রস্থে 4 সেন্টিমিটার হওয়াটাই স্ট্যান্ডার্ড মাপ ধরা হয়। আর কোন প্যান্টে যদি নিচে হেম না থাকে তাহলে এটি একটি সাধারণভাবে সেলাই করা থাকে সেখানে। আর এই ছেলেগুলো সাধারণত যখন প্যান্টে দেখবেন না তখন এটা ধরে নিতে হবে একেবারে লো কোয়ালিটির পোশাক।


    আরো পড়ুন: বাংলাদেশে কোন কোম্পানির ফ্রিজ ভালো জেনে নিন


    যেসব জিন্স প্যান্টের কাপড় গুলো স্টেজ করে অর্থাৎ টানলে অনেকটা বড় হয় সেসব প্যান্ট একটু জোরে টানদিয়ে দেখুন। যদি পুনরায় আগের অবস্থানে ফিরে আসে তাহলে এটি ধরে নিবেন জিন্স প্যান্টের কোয়ালিটি ভালো। যদি দেখেন টান দেওয়ার পরে আবার আগের অবস্থানে সঠিকভাবে ফিরে আসছে না বা ফেব্রিক ঢেলে হয়ে আছে তাহলে বুঝে নেবেন এই জিন্স প্যান্টের কোয়ালিটি একেবারেই ভালো না।


    ভালো জিন্স প্যান্ট গোপন টিপস

    বাজারে নানা ধরনের জিন্স প্যান্ট পাওয়া যাচ্ছে অনেক ধরনের কোয়ালিটি রয়েছে। সাধারণত জিন্স প্যান্ট গুলোতে স্ট্রেস কাপড় বেশি ব্যবহার করা হয়। আর এই কাপড় গুলো তে খারাপ কোয়ালিটি কাপড় দিয়ে জিন্স প্যান্ট তৈরি করা হয়ে থাকে এই ক্ষেত্রে কিছুদিন পড়ার পরেই কাপড় নষ্ট হয়ে যায়। তাই নিচের দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার জিন্স প্যান্ট যাচাই করে নিবেন।

    • কাপড় পরে পুনরায় আগের অবস্থানে আসতে হবে
    • প্রতিটা সেলাই এর কাছে দুই হাত দিয়ে টান দিতে হবে
    • শ্রেণির দুই পাশের জায়গাগুলোতে ভালোমতো চেক করবেন
    • দুই পায়ের মাঝের অংশ ভালোমতো টান দিয়ে দেখবেন
    • দুই হাঁটুর কাছে ভালোমতো চাপ দিয়ে টেনে যাচাই করবেন
    • মাজার সাইজ ভালোমতো চেক করে নিবেন
    • জিন্স প্যান্ট পরার পরে উঠাবসা এবং হালকা দৌড় দিয়ে চেক করবেন

    একটা ভালো জিন্স প্যান্ট চেনার জন্য এই কয়েকটি গোপন টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার প্যান্টের কোয়ালিটি অন্যান্য প্যান্টের থেকে অনেকটাই ভালো হবে। আশা করা যায় আপনি ভালো জিন্স প্যান্ট কেনার ক্ষেত্রে এই কয়েকটি পদ্ধতি ভালোমতো চেক করে এবং যাচাই-বাছাই করে তারপর এই জিন্স প্যান্ট নেওয়ার সিদ্ধান্ত নিবেন।


    ভালো জিন্স প্যান্ট চেনার ট্রিপস

    ভালো জিন্স প্যান্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সেই প্যান্টের কাপড় হাতে নিয়ে হালকাভাবে ঘোষা দিবেন যদি দেখেন সেখান থেকে কালার উঠে যাচ্ছে অথবা কালারের কোন পরিবর্তন আসছে তাহলে বুঝে নিবেন এই জিন্সের কাপড় টি একেবারেই লো কোয়ালিটি এটি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রং ব্যবহার করা হয়েছে এই কাপড় গুলো কয়েকবার পরিষ্কার করার পরেই কালার হারিয়ে যাবে।


    পরবর্তীতে আপনি যদি এই কাপড় ব্যবহার করতে চান তাহলে কিন্তু কখনোই আর ব্যবহার করতে পারবেন না এবং দেখতে অনেকটা খারাপ লাগবে। পাশাপাশি তাদের সেলাই কোয়ালিটি এবং অন্যান্য বিষয়গুলো ভালোমতো লক্ষ্য করে দেখবেন যদি দেখেন যে সেলাই কোয়ালিটি একেবারে ভালো না তাহলে অবশ্যই এই জিন্স প্যান্ট কেনা থেকে বিরত থাকুন।


    আরো পড়ুন: আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    জিন্স প্যান্ট কেনার আগে কয়েকটি বিষয় জেনে নিন

    ভালো জিন্স প্যান্ট কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় ভালোমতো লক্ষ্য করে দেখবেন। এ কয়েকটি বিষয় যদি আপনি ভালোমতো লক্ষ্য করে দেখেন তাহলে আপনার জিন্স প্যান্ট ভালো মানের পাবেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনি ভালোমতো আরাম করে পড়তে পারবেন এবং পোশাকের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে।

    • সেলাই ঠিক আছে কিনা
    • কালার ঠিক আছে কিনা
    • মাজার সাইজ ঠিক আছে কিনা
    • 2 সেলাই এর মাঝে ফাঁকা আছে কিনা
    • জিন্স পড়ে হাঁটতে পারছেন কিনা
    • দুই হাঁটুর মাঝখানে চেক করুন

    এই বিষয়গুলো জিন্স প্যান্ট কেনার আগে অবশ্যই ভালো মত দেখে তারপরে কিনা সিদ্ধান্ত নিবেন প্রয়োজনে রুমে গিয়ে ভালোমতো চেক করে উঠে বসে দেখতে পারেন। যদি এই বিষয়গুলো আপনি চেক করে একটি ভালো প্যান্ট কিনতে পারেন তাহলে পরবর্তীতে সময়গুলো থেকে আপনি এই প্যান্ট গুলো পড়ে ভালোমতো চলাফেরা করতে পারবেন এক্ষেত্রে আপনার কোন ধরনের সমস্যা হবে না।


    এক্সপোর্ট প্যান্ট চেনার উপায় 

    ভালো এক্সপোর্ট প্যান্ট কেনার জন্য প্রথম অবস্থায় খেয়াল করবেন কালার ঠিক আছে কিনা। যদি দেখেন নির্দিষ্ট কালারের মধ্যে অন্যান্য কালার ইফেক্ট দেখা যাচ্ছে এবং এবং মাঝে মাঝে কালার উঠে গেছে এমন যদি দেখেন তাহলে বুঝবেন এটি ভালো মানের এক্সপোর্ট প্যান্ট না। সেইসাথে সুতার কোয়ালিটি মধ্যে যদি আপনি অন্যান্য সুতা বা ফেব্রিক্স দেখতে পান। তাহলে বুঝে নিবেন এটা এক্সপোর্ট প্যান্ট না।


    এবং প্রত্যেকটি এক্সপোর্টে প্যান্টের কোয়ালিটি একরকম থাকে এবং সেইসাথে সুতার মান এবং কালারের ভিন্নতা আলাদা হবে না। প্রত্যেকটি কাপুরকে যদি আপনি হাতে ঘষা দিয়ে দেখেন তাহলে এরকম দেখাবে এবং কোন ধরনের কালারের ইফেক্ট পড়বে না এবং কালার কোন পরিবর্তন হবে না। এরকম ধরনের যদি এক্সপোর্ট প্যান্ট পান তাহলে অবশ্যই সেটি অরিজিনাল হবে এবং সেটি আপনি নির্দ্বিধায় নিতে পারেন।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন