Omr sheet ভুল হলে করণীয়, বৃত্ত ভরাট ভুল হলে সংশোধন, সেট কোড না লিখলে

    Omr sheet ভুল হলে করণীয়, বৃত্ত ভরাট ভুল হলে সংশোধন


    বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় আমরা নানা ধরনের ভুল করে থাকি যেমন অনেকেই বৃত্ত ভরাট ভুল করে থাকি আবার অনেকেই সেট কোড না লিখে খাতা জমা দিয়ে দিই। তাই আজকে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো এই ফুলগুলোর দ্বারা কি হতে পারে এবং আপনার কি করা উচিত এই নিয়ে বিস্তারিত ভাবে আজকের আলোচনা তাহলে চলুন দেখে নেওয়া যাক Omr sheet ভুল হলে করণীয়, বৃত্ত ভরাট ভুল হলে সংশোধন,  সেট কোড না লিখলে এগুলো নিয়ে বিস্তারিত তথ্য।


    আমাদের বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এ ক্ষেত্রে অনেকেই ভুল করে বিষয় কোড এবং বৃত্ত ভরাট করতে ভুলে যায় অথবা সেট কোড না লিখে থেকে বের হয়ে যাই পরবর্তীতে সেটা মনে পড়লে তখন বিষয়টি খারাপ লাগে আবার অনেকেই জানেনা যে এগুলো ভুল হওয়ার কারণে আপনার রেজাল্ট এর পরিস্থিতি কি হতে পারে।


    তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো যে কোন ভুলের জন্য আপনার রেজাল্ট না আসতে পারে এবং এই ভুলগুলো থেকে আপনারা কিভাবে রেজাল্ট পেতে পারেন এই নিয়ে বিস্তারিত তাহলে চলুন দেখে নেওয়া যাক পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত।


    বিষয় কোড ভুল হলে করণীয়

    যদি কোন পরীক্ষার্থীর বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে এক টানে সম্পূর্ণটাই কেটে দিয়ে সঠিকভাবে আবার পুনরায় লিখতে হবে। অতিরিক্ত ঘসামাজা কখনোই করা যাবে না সরাসরি একটানে কেটে দিয়ে পুনরায় নাম্বারটি খাতায় লিখতে হবে। কোন ব্যক্তি যদি ভুল হয় এক্ষেত্রে সঠিক নতুনভাবে ভরাট করতে হবে।


    তাছাড়া আপনার হলে থাকা স্যারদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। যখন আপনার খাতায় ভুলের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে আলাদা ভাবে একটি নোট করে নিতে পারে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাই অবশ্যই চেষ্টা করবেন কোন ধরনের ভুল হলে স্যারদের সাহায্য নেওয়ার।


    বিষয় কোড ভুল হলে কোন সমস্যা হবে

    বিষয় কোড ভুল হলে কোনো সমস্যা হবে না নির্দিষ্ট একটি তারিখ এই নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে। অযথা কারো কথা শুনে টেনশন করবেন না। নির্দিষ্ট তারিখ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে তাই হান্ডেট পার্সেন্ট আপনার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওর পরীক্ষায় শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার ঠিকঠাক থাকলেই রেজাল্ট আসবে। সাধারণত এই সমস্ত আংশিক এর ত্রুটি এর জন্য রেজাল্টের কোন ধরনের সমস্যা হয় না।


    আরো পড়ুন: মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২২


    বৃত্ত ভরাট ভুল হলে সংশোধন

    বৃত্ত ভরাট ভুল হলে সঠিক বৃদ্ধটি আবার পুনরায় ভরাট করতে হবে। যদি দেখেন দুই এর জায়গায় 3 বৃত্তটি ভরাট করে ফেলেছেন। তাহলে পুনরায় আবার 2 বৃদ্ধটি ভরাট করে ফেলুন। এক কলামে অনেক বৃত্ত ভরাট অপশন থাকে এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয়ই নাই তবে ওপরের ঘরে যে বৃদ্ধটি থাকে সেটাতে লক্ষ্য রেখে ভালোমতো পূরণ করবেন।


    বৃত্ত ভরাট ভুল হলে কোন সমস্যা হবে

    বৃত্ত ভরাট ভুল হলে কোন ধরনের সমস্যা হবে না তবে এক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এর বৃত্ত ভরাট যদি ভুল করে থাকেন তাহলে সমস্যা হতে পারে। যদি উপরের লেখা টি আপনি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে কোন ধরনের সমস্যা হবে না। তাই যত সম্ভব উপরের বৃত্তটি সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। পরবর্তীতে শিক্ষকরা খাতা দেখার সময় বা আপনার খাতা যাচাই-বাছাই করার সময় উপরের লেখা দেখে বৃত্ত ভরাট করে দিয়ে থাকে।


    আরো পড়ুন: আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    সেট কোড না লিখলে

    সেট কোড খাতায় নালী ঘা হলে আপনার খাতা অন্য যে কোন একটি সাইটের সাথে মিল করে দেখা হবে। এই ক্ষেত্রে আপনার যেই সেট ছিল তার সাথে যদি না মিলে তাহলে অধিক ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা সেট কোড ভুল হওয়ার কারণে আপনার খাতাও বাতিল হয়েও যেতে পারে। তাই চেষ্টা করবেন সেট কোড প্রথম অবস্থায় দেখে ভালোমতো পূরণ করার।


    Omr sheet ভুল হলে করণীয়

    Omr sheet ভুল হলে দ্রুত বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটি আবেদন পত্রের মাধ্যমে বোর্ডে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। Omr sheet ভুল ভুল হলে রেজাল্ট না আসার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন বোর্ডের সাথে যোগাযোগ করে এটির সমাধান করার।


    Omr sheet সিটে রোল নাম্বার ভুল হলে কি রেজাল্ট আসবে

    রোল নাম্বার ভুল হলে রেজাল্ট না আসার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যদি বোর্ডে যোগাযোগ করে এই বিষয়টি ঠিক করে নিতে পারেন তাহলে কোন ধরনের সমস্যা হবেনা তাই যে কোনো মূল্যে বোর্ডের সাথে যোগাযোগ করে এই বিষয়টি ঠিক করে নিবেন ধন্যবাদ ছিল আজকে আমাদের বোর্ড পরীক্ষার যাবতীয় ভুল নিয়ে বিস্তারিত তথ্য।


    রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এর সংখ্যা পূরণের সময় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে আপনার হলে থাকা টিচারদের কে জানিয়ে দিন। টিচারদের কে জানানোর পরে তারা আলাদাভাবে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নোট করে নিবে। যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তারা পরবর্তীতে তাদের পদক্ষেপ অনুযায়ী আপনার বিষয়ে দেখভাল করবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন