এমআরআই করতে কত টাকা লাগে? ২০২৫ সালে বিভিন্ন পরীক্ষার খরচ

    Mri করতে কত টাকা লাগে  কোমরের এম আর আই খরচ


    আজকে আমরা কথা বলবো Mri করতে কত টাকা লাগে এবং কোমরের এম আর আই খরচ কত? এই নিয়ে আপনাদেরকে এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দিবো।  সেই সাথে আপনার এখানে জানতে পারবেন মাথার এমআরআই করতে কত টাকা খরচ হয় এবং হাঁটুর এমআরআই করতে কত টাকা খরচ হয় এই নিয়ে বিস্তারিত আজকের এই এমআরআই নিয়ে আলোচনা।


    আমাদের অধিকাংশ সময়ই জটিল কোন রোগ ধরার জন্য ডাক্তারের কাছে গেলেই তারা এম আর আই করার জন্য বলে থাকে তবে অনেকেই আমরা জানিনা কত টাকা খরচ হয় এবং এমআরআই কিভাবে করতে হয় এবং কোন এমআরআই করতে কত টাকা খরচ হয় তা অনেকেই জানিনা। তাই আজকে আমরা এই কনটেন্ট এর মধ্যেই বিস্তারিত তুলে ধরেছি।


    MRI করতে কত টাকা লাগে ২০২৫

    বাংলাদেশের শরীরের বিভিন্ন অংশের এমআরআই করতে কত টাকা লাগে নিচে উল্লেখ করা হলো। 

    এমআরআই পরীক্ষার নামখরচ (প্রায়)
    মস্তিষ্কের এমআরআই৫,০০০ - ১০,০০০ টাকা
    মেরুদণ্ডের এমআরআই৬,০০০ - ১২,০০০ টাকা
    হাঁটুর এমআরআই৭,০০০ - ১৪,০০০ টাকা
    হৃদযন্ত্রের এমআরআই১০,০০০ - ২০,০০০ টাকা
    পেটের এমআরআই৮,০০০ - ১৫,০০০ টাকা
    তলপেটের এমআরআই৮,৫০০ - ১৬,০০০ টাকা
    স্তনের এমআরআই৯,০০০ - ১৮,০০০ টাকা
    সম্পূর্ণ শরীরের এমআরআই২০,০০০ - ৫০,০০০ টাকা


    বাংলাদেশের মেডিকেল অনুযায়ী এমআরআই এর খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি মেডিকেলগুলোতে খরচ কিন্তু কম বেশি হয়ে থাকে। 


    কোমরের এম আর আই খরচ

    কোমরের এমআরআই করতে ৬,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা লাগে। এক্ষেত্রে মেডিকেল অনুযায়ী এমআরআই খরচ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাই এক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত মেডিকেলগুলো রয়েছে সেগুলোতে এই খরচের মধ্যেই কোমরের mri করাতে পারবেন। 


    পিজি হাসপাতালে MRI টেস্ট খরচ

    পিজি হাসপাতালের নির্ধারিত রোগ অনুযায়ী MRI টেস্ট এর খরচ নির্ধারিত হয়। যেমন হতে পারে মস্তিষ্কের জন্য এমআরআই করা অথবা মেরুদন্ড বা কোমরের জন্য এমআরআই করা। এক্ষেত্রে পিজি হাসপাতালে যেয়ে এমআরআই করলে খরচ ৬ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত লাগে


    চুল পড়া বন্ধ করার উপায় ও চুল পড়া বন্ধ করার ঔষধ


    এমআরআই কিভাবে করা হয়

    শুয়ে থাকা অবস্থায় এমআরআই যন্ত্রের রোগীকে প্রবেশ করানো হয়। এমআরআই করার সময় শান্ত এবং শিথিলভাবে শুয়ে থাকতে হবে। এমআরআই করার সময় যদি রোগীর নাড়াচাড়া করে তাহলে ছবির মান ঝাপসা আসতে পারে এক্ষেত্রে ফলাফল সঠিক না দেয়ার আশঙ্কা থাকতে পারে। এমআরআই করার মুহূর্তে এক ধরনের শব্দ হয়ে থাকে এই সময় ভয়ের কোন কারণ নেই রোগীকে স্থিরভাবে শুয়ে থাকতে হবে।


    এমআরআই করতে কত সময় লাগে

    এম আর আই করার জন্য সাধারণত ১০ থেকে ৪০ মিনিট অথবা ১ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। জটিল কোনো সমস্যা থাকার জন্য এক্ষেত্রে মনিটরের রোগীকে বারবার পর্যবেক্ষণ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তাই রোগীর যদি কোন ধরনের অসুবিধা হয় তাহলে এমআরআই কক্ষে থাকা কোন ডাক্তারের মাধ্যমে সাহায্য নিতে পারেন।


    মাথার এম আর আই খরচ কত

    মাথার এমআরআই করার খরচ পড়বে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা। তা ছাড়াও অন্যান্য আরো টেস্ট করানোর জন্য খরচ আরো বেশি লাগতে পারে এই ক্ষেত্রে ১৫ হাজারপর্যন্ত মাথার এমআরআই খরচ পড়তে পারে। তাছাড়া অন্যান্য হসপিটালে বিভিন্ন ধরনের টেস্ট করানোর জন্য অথবা ডাক্তারদের ফি সহ অন্যান্য খরচ বাবদ বেশি পরে ।


    হাটুর এম আর আই খরচ

    হাটুর এমআরআই খরচ ৭,০০০ থেকে ১৪,০০০ টাকা। তাছাড়া বাহিরে যদি অন্য কোথাও কোন ধরনের টেস্ট করা লাগে সে ক্ষেত্রে ডাক্তার জানিয়ে দিবে। তবে বাহিরে সাধারণত বিভিন্ন রিপোর্ট অথবা ছোটখাটো অন্যকোন টেস্টের জন্য খরচ আরো বেড়ে যেতে পারে।


    বাংলাদেশে এম আর আই খরচ

    বাংলাদেশ এম আর আই খরচ মোটামুটি ছয় হাজার টাকা থেকে শুরু করে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত খরচ পড়বে। এক্ষেত্রে ডিপেন্ড করে রোগীর কি ধরনের সমস্যা যদি জটিল কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সর্বোচ্চ ১৫,০০০ হাজার টাকা পর্যন্ত খরচ পড়তে পারে।


    এম আর আই কি কি রোগ নির্ণয় করে

    • মেরুদন্ড
    • মস্তিষ্ক
    • রক্তনালীর রোগ
    • কব্জি
    • গোড়ালি
    • ক্যান্সার
    • নাক
    • গান
    • গলা
    • চোখ
    • তলপেট
    • স্তন
    • লিভার
    • কিডনি
    • পিত্তথলি
    • আন্ত্রিক রোগ
    • ইত্যাদি


    এমআরআই মেশিনের দাম কত

    একটি ভাল মানের এমআরআই মেশিনের দাম ৩০ কোটি টাকা। এই এমআরআই মেশিনের মাধ্যমে মস্তিষ্ক এবং মেরুদন্ডের স্বচ্ছভাবে ছবি পাওয়া সম্ভব। এই এম আর আই এর এত মেশিন দিয়ে ক্যান্সারের মতো জটিল রোগের সমস্যা ধরা হয়ে থাকে।


    আরো পড়ুন: ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ও ছেলেদের ভালো নাইট ক্রিম


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন