বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন আবেদন পত্র কিভাবে লিখবেন এবং কি কি বিষয় উল্লেখ করা লাগবে বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্রে এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আমরা তুলে ধরব।আশা করি সম্পূর্ণ কনটেন্টটি আপনারা বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে বিস্তারিত তথ্য।
তাই আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখবেন এবং কি কি বিষয় উল্লেখ করা লাগে সেই বিষয়টা তুলে ধরব। এবং কিভাবে লিখতে হয় সেই বিষয়টা আজকে আমরা নিচে বিস্তারিতভাবে তুলে ধরব সম্পূর্ণটা পড়লে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম।
বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন
বরাবর
রাজশাহী পলিটেকনিক স্কুল এন্ড কলেজ
সপুরা, রাজশাহী
বিষয়ঃবাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। ১১/১০/২৩ ইং থেকে ১৫/১০/২৩ ইং পর্যন্ত আমার বাবার অসুস্থতার কারণে আমি অত্র বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ৫ দিনের ছুটি বর্ধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
নাম: তারেক হাসান
শ্রেণি: দশম।
শাখা: খ
বিভাগ: কমার্স
রোল নাম্বার: ১৫
বাবার অসুস্থতার কারণ উল্লেখ করতে হবে এবং আপনি কতদিন থেকে কত দিন পর্যন্ত ছুটি কাটিয়েছেন এবং কত দিন পর্যন্ত ছুটি নিতে চাচ্ছেন সেই বিষয়টি ভালোমতো এখানে উল্লেখ করবেন। এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ করে আপনি সাবলীল ভাষায় আবেদনপত্রটি লিখবেন। বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র অ্যাপ্রভাল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
আরো পড়ুন: কিস্তিতে ল্যাপটপ কেনার নিয়ম | ছাত্রদের জন্য কিস্তিতে ল্যাপটপ
বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
বরাবর
.......................(প্রতিষ্ঠানের নাম)
.......................(প্রতিষ্ঠানের ঠিকানা)বিষয়ঃ বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কমার্স বিভাগের একজন নিয়মিত ছাত্র। .......................( ছুটি শুরুর তারিখ )ইং থেকে.......................( কত দিন ছুটি কাটাবেন ) ইং পর্যন্ত আমার বাবার অসুস্থতার কারণে আমি অত্র বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে .......................( ছুটির দিন উল্লেখ করুন ) দিনের ছুটি বর্ধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
....................( নিজের নাম )
শ্রেণি: ............(শ্রেণি)
শাখা: ..............(শাখা)
বিভাগ:............(বিভাগ)
রোল নাম্বার:.....(রোল নম্বর)
অফিস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে বাবার অসুস্থতার কারণ উল্লেখ করে আবেদনপত্র দিতে হয় সেখানে আবেদনপত্র গ্রহণ করা হলে তারপরে আপনি পরবর্তী ছুটি কাটাতে পারবেন অথবা ছুটি কাটানোর পরে অফিসে নিয়মিত কাজে বসার জন্য পুনরায় আবেদনপত্র জমা দিয়ে কাজে বসতে হয়।
অথবা আপনি যদি আপনার বাবার অসুস্থতার কারণেই স্কুল মিস করেন অথবা ক্লাস মিস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বাবার অসুস্থতার জন্য কারণ উল্লেখ করে একটি আবেদনপত্র তৈরি করে জমা দিয়ে তারপরে আপনাকে ক্লাসে বসতে হবে।
বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন ইংরেজিতে
Subject: Application for Leave Due to Father's Illness (বাবার অসুস্থ লিখুন ইংলিশে)
Dear [ প্রধান শিক্ষক, অফিসের বস, প্রতিষ্ঠানের প্রধান], (যে নামে অফিসের বসকে সম্বোধন করেন সেটি লিখুন)
I hope this message finds you well. I am writing to formally request leave from work as my father has fallen seriously ill and requires my immediate attention and care.(..শ্রেণী অথবা নাম উল্লেখ করার প্রয়োজন হলে করুন...)
I kindly request leave from [ ..কবে থেকে অসুস্থ...] to [ ...কবে অসুস্থ শেষ হয়েছে উল্লেখ করুন ইংলিশে..]. I will ensure that all my pending tasks are either completed beforehand or appropriately delegated to avoid any inconvenience.
Your understanding and support during this time would mean a lot to me. Please let me know if you require any additional information or documentation.
Thank you for your consideration.
Sincerely,
[Tariql]-[ ইংলিশ আপনার নাম লিখুন.]
[Student]-[ পরিচয় লিখুন ইংলিশ]
[Rajsahi,Bangladesh]-[ অ্যাড্রেস লিখুন ইংলিশ]
উপরের দেওয়া বিষয়গুলো অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে, নিজের নাম এবং ফ্যামিলি নাম, অথবা ফ্যামিলির কোন সদস্যর নাম লিখে এই সমস্ত জায়গাগুলোতে উল্লেখ করে দিন,
ছুটির জন্য আবেদন দরখাস্ত
বরাবর
.......................(প্রতিষ্ঠানের নাম)
.......................(প্রতিষ্ঠানের ঠিকানা)
বিষয়ঃ বাবার অসুস্থতার জন্য ছুটির আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। .......................( ছুটি শুরুর তারিখ )ইং থেকে.......................( কত দিন ছুটি কাটাবেন ) ইং পর্যন্ত আমার বাবার অসুস্থতার কারণে আমি অত্র বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে .......................( ছুটির দিন উল্লেখ করুন ) দিনের ছুটি বর্ধিত করবেন।(ছুটি শেষ করে আসলে আমাকে ক্লাসে বসার অনুমতি দিন এ বিষয়টি লিখুন)
বিনীত নিবেদক,
আপনার অনুগত ছাত্র
আবির
শ্রেণি: দ্বাদশ
শাখা: খ
বিভাগ: বিজ্ঞান
রোল নাম্বার: ১১
দরখাস্ত উল্লেখ করতে হবে আপনার বাবা কতদিন অসুস্থ ছিল এবং এই সময় গুলো আপনি কিভাবে কাটিয়েছেন সে বিষয়গুলো যে ভালোমতো উল্লেখ করেন তাহলে স্যার অথবা আপনার প্রতিষ্ঠান প্রধান আপনার উপরে অনেকটাই নরম হয়ে যাবে সে ক্ষেত্রে আপনার পরবর্তী ছুটি অথবা কাজে উপস্থিত হওয়ার জন্য অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন