প্রেগন্যান্ট হওয়ার কত দিন পর মাসিক বন্ধ হয়, গর্ভবতী হওয়ার কতদিন পর পেট বড় হয়

    প্রেগন্যান্ট হওয়ার কত দিন পর মাসিক বন্ধ হয়


    অনিরাপদ সময়ে স্বামী স্ত্রী মিলন করলে বাচ্চা কনসিভ হলে পরবর্তী মাস থেকেই মাসিক বন্ধ হয়। মিলন হওয়ার পরে যদি পরের মাসের ডেট অনুযায়ী মাসিক না হয় এক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন পরিমাণ সময় অপেক্ষা করে দেখতে পারেন। যদি দেখেন পরবর্তী মাসিকের ডেট অনুযায়ী যদি মাসিক না হয় তাহলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এক্ষেত্রে দেখা যায় যে অনেকের মাসিক দুই একদিন অথবা এক সপ্তাহ পর্যন্ত দেরিতে হয়ে থাকে।


    শরীর দুর্বলতা অথবা রক্তস্বল্পতা দেখা দিলে অথবা ভিটামিনের অভাব হলে শরীরের ওজন হ্রাস পায় এই ক্ষেত্রে কিন্তু মাসিক দেরিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বলা যায় প্রেগনেন্ট হওয়ার কতদিন পর মাসিক বন্ধ হয় এই বিষয়টি একেবারে নির্ভর করে বলা যাবে না। অবশ্যই পরবর্তী মাসিকের চক্র অনুযায়ী দেখতে হবে। মানসিক দুশ্চিন্তাসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের কারণেও মাসিক দেরিতে হতে পারে।


    তাই এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করুন যদি প্রেগন্যান্ট কনফার্ম হতে চান। তবে এক সপ্তাহ পর যদি কোন ধরনের মাসিক চক্র না শুরু হয়ে থাকে তাহলে ফার্মেসি থেকে প্রেগনেন্সি টেস্ট কাঠি নিয়ে এসে কনফার্ম হতে হবে। যদি সেখানেও কোন ধরনের প্রেগন্যান্ট হওয়ার বিষয়টি নিশ্চিত না হতে পারেন তাহলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অনেক সময় ইনফেকশন কারণে মাসিক দিতে হয়।



    গর্ভবতী হওয়ার লক্ষণ কত দিন পর বোঝা যায়

    গর্ভবতী হওয়ার লক্ষণ ১৫ দিন পর থেকেই বোঝা যায়। গর্ভবতী হওয়ার লক্ষণ হিসেবে স্তনে ব্যথা অনুভূত হয় এবং স্তন ভারী হয়ে যায় আগের তুলনায়। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বমি বমি ভাব হয়। এ ১৫ দিনের মধ্যে যদি মাসিক চক্রের ডেট থাকে আর তা যদি না হয় তাহলে ধরে নিতে হবে এটি গর্ভবতীর লক্ষণ। ১৫ থেকে ৩০ দিনের মধ্যে গর্ভবতী প্রথম লক্ষণ গুলো দেখা দেয়। এ সময়গুলোতে এসট্রোজেন ও প্রজেস্টরন হরমোনের স্তরের বৃদ্ধি ঘটায়।


    সিজার  অপারেশন কতবার করা যায় দেখে নিন


    স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে যদি ১৫ দিনের মধ্যে মাসিক না হয় তারপরে যদি এই লক্ষণ গুলো দেখা দেয় এবং সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে যদি বমি বমি ভাব হয় এবং বমি হয় তাহলে কিন্তু গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণ হিসেবে এই বিষয়গুলো দেখা দিয়েছে। প্রসাব করার প্রবণতা যদি বেড়ে যায় তাহলে ধরে নিতে হবে এটি একটি গর্ভবতী হওয়ার লক্ষণ। শরীর ক্লান্তি ভাব এবং মনের পরিবর্তন এগুলো গর্ভবতী হওয়ার লক্ষণ।


    গর্ভবতী হওয়ার কতদিন পর বমি হয়

    গর্ভবতী হওয়ার ২৮ দিন পর বমি বমি ভাব শুরু হয়। এটি মূলত এস্ট্রোজেন ও প্রোজেস্টোরনের স্তর বৃদ্ধি ঘটার ফলে সকালে অথবা ঘুম থেকে উঠার পরে বমি বমি ভাব শুরু হয়। মাসিক চক্র বন্ধ হওয়ার পরে চার সপ্তাহ থেকে ছয় ছয়সপ্তাহ পর যদি বমি বমি শুরু হয় তাহলে ধরে নিতে হবে এটি একটি গর্ভবতির লক্ষণ। গর্ভবতীর অন্যান্য লক্ষণ গুলো যদি দেখা দেয় যেমন, স্তন ভারী হয়ে যাওয়া, স্তনে ব্যথা অনুভূত হওয়া, অধিক পরিমাণে প্রসবের মাত্রা বেড়ে যাওয়া তাহলেই ধরে নিতে হবে গর্ভবতী হওয়ার এগুলো প্রথম লক্ষণ।


    এ সময় অনেকের অধিক মাত্রায় বমি বমি ভাব হয়ে থাকে তবে এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবন করলে এবং পরামর্শ অনুযায়ী মেনে চললে বমি বমি ভাব কিছুটা কমে আসে। তাই যারা বমি বমি ভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলেন তারা অবশ্যই তৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।


    গর্ভবতী হওয়ার কতদিন পর পেট বড় হয়

    অনেকদিন ধরে গর্ভবতী তারপরেও পেট কেমন বাড়েনি আবার বাইরে থেকে দেখেও এটি বোঝা যাচ্ছে না যে আসলে গর্ভবতী কিনা। তাই অনেকের মধ্যেই প্রশ্ন জাগে কখন পেট বড় হবে এই বিষয়টি নিয়ে। মূলত একটা নির্দিষ্ট সময় পর সকল গর্ভবতীর পেটি বাড়তে শুরু করে। আর সেই সকল বিষয় নিয়েই নিচে আমরা বিস্তারিত তুলে ধরেছি গর্ভবতী পেটের আকার কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে।


    প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত ডিম্বাণু উৎপন্ন হয় এবং পুরুষের শুক্রাণু এ সময়ের মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করে। তাই এই সময়ে পেট বড় হয় না কারণ এই সময় বাচ্চা শুধুমাত্র দুই মিলিমিটার হয়। পঞ্চম সপ্তাহ থেকে বাচ্চা এক ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে এবং অষ্টম সপ্তাহ পর থেকেই ট পেট কিছুটা ভারী হতে শুরু করবে এবং পেট বড় দেখাবে।  


    প্রথম সিজার দ্বিতীয় এবং তৃতীয় সিজার কত সপ্তাহে করতে হয় দেখে নিন


    নবম সপ্তাহ থেকে ১২ তম সপ্তাহ পর্যন্ত বাচ্চা আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে এই ক্ষেত্রে কোমরের সাইজ এবং পেটের বড় ভাব তৈরি হতে থাকবে এক্ষেত্রে যদি শাড়ি অন্যান্য কাপড় পরিধান করেন তাহলে সেগুলো টাইট অনুভব করবেন। ১৯ সপ্তাহ শুরু করে ২২ তম সপ্তাহ পর্যন্ত আপনি একেবারেই নিশ্চিত হতে পারবেন কারণ এই সময় বাচ্চার পরিমাণ ৭ ইঞ্চি পরিমাণ লম্বা হয় এক্ষেত্রে গর্ভবতী নারীর লক্ষণ হিসেবে পেট বড় হতে থাকে।


    গর্ভবতী হওয়ার প্রথম মাসের লক্ষণ সমূহ

    গর্ভবতী হওয়ার প্রথম মাসের লক্ষণ হিসেবে মাথা ঘোরা অনুভূত হবে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বমি বমি ভাব হবে। প্রথম মাসের লক্ষণ হিসেবে মাথা ব্যথা এবং স্তনে ব্যথা অনুভূত হওয়া শুরু করে। গর্ভাবস্থায়ী প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন এবং হরমোনের স্তর বৃদ্ধির কারণেই মূলত তীব্র মাথাব্যথা আকার ধারণ করে এবং শারীরিক ক্লান্তি অনুভূত হতে থাকে। প্রথম মাসে আগের তুলনায় প্রস্রাব করার প্রবণতা বেড়ে যাবে।


    তবে প্রথম মাসের লক্ষণ হিসেবে কখনো আপনি পেট দেখে বুঝতে পারবেন না যে আপনি গর্ভবতী কিনা তবে উপরোক্ত লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে ধরে নিতে হবে আপনি গর্ভবতী হতে চলেছেন। সেইসাথে সকাল বেলা এবং দিনের অন্যান্য সময় মাথা ঘুরতে পারে এবং বমি বমি ভাব হতে পারে এবং হয়ে থাকে।


    গর্ভবতী হওয়ার লক্ষণ সাদা স্রাব

    মূলত গর্ব অবস্থায় সাদা স্রাব এর প্রবণতা বেড়ে যায়। জীবাণুকে মাসিকের রাস্তা দিয়ে জরায়ুতে আসতে সাদা স্রাব বাধাপ্রাপ্ত করে। তাই গর্ভাবস্থায় সাদা স্রাব বাড়ার প্রবণতা বেশি দেখা যায় এতে ভয় পাওয়ার কোন কারণ নেই। তবে কিছু কিছু সময় সাদা স্রাব স্বাস্থ্য চোখের কারণ ও হতে পারে। মেয়েদের জন্য সাদা স্রাব হয় এটি একটি স্বাভাবিক ঘটনা। 


    গর্ভাবস্থায় সাদা স্রাব এর পরিমাণ বাড়তে থাকে তাই যদি মাসিক বন্ধ হওয়ার পরে সাদাস্রাব হতে থাকে তাহলে ধরে নিতে হবে এটি একটি গর্ভবতী হওয়ার লক্ষণ। জরায়ুতে জীবাণু প্রবেশ করার জন্যই সাদা সাপ বাধা প্রাপ্ত করে। ফলে গর্ভের সন্তানকে ইনফেকশন থেকে রক্ষা করার জন্যই সাদা স্রাব কাজ করে থাকে। এবং গর্ভ অবস্থায় শেষ দিকে সাদা স্রাবের পরিমাণ আগের তুলনায় বেড়ে যাবে।


    সিজারের কতদিন পর বাচ্চা নেওয়া যায় জেনে নিন


    সাদাস্রাব অস্বাভাবিক গন্ধ হতে পারে এবং সবুজ হলুদ লালচে অথবা ধূসর রঙ্গের দেখা যেতে পারে। এবং মাসিকের পথের আশেপাশে ব্যথা অনুভূত এবং চুলকানি ভাব আসতে পারে। প্রসবের সময় অধিক পরিমাণ জ্বালাপোড়া অনুভূত হবে। এবং প্রসাবের স্থানে লালচে অথবা কালো ভাব বেশি তৈরি হবে। সাদা স্রাব যদি বেশি মাত্রই হয়ে থাকে তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন