মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩ ( ১০০ একটি বাছাই করা প্রশ্ন )

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩


    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য এসএসসি এবং এইচএসসি সিলেবাসের ভিত্তিতে তুলে ধরা হলো।  মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর একই সঙ্গে এখানে তুলে ধরা হয়েছে।  আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এবং উত্তরগুলো সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করলে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব হবে।



    মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেকেই চিন্তিত আছেন হয়তো বারবার বিভিন্ন ধরনের বই পড়ার চেষ্টা করছেন এবং কোন প্রশ্নগুলো আসবে এই নিয়ে দ্বিধায় আছেন তাই আজকে আমরা একশটি যাচাই করা প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই প্রশ্নগুলো যদি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পড়েন কোন মন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে

    এ প্রশ্নগুলো আপনারা সম্পূর্ণভাবে নিজের পার্সোনাল মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আপনি যেকোনো সময় ঢুকে এই ১০০ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো করতে পারবেন

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

    ১/কোনটি মানুষের মুখমন্ডলীয় অস্থি নয়?

    উত্তর: এমথয়েড অস্থি।


    ২/ঐচ্ছিক পেশী নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে?

    উত্তর: টেনডন।


    ৩/কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?

    উত্তর: অ্যালডোস্টেরন।


    ৪/কোন অঙ্গাণুটি কোষে ‘Translation’ প্রক্রিয়ার সাথে জড়িত?

    উত্তর: Ribosome.


    ৫/মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়?

    উত্তর: Anaphase


     ৬/গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি?

    উত্তর: একে আকের চিনি বলা হয় ও ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না।


    ৭/কোনটি RNA ভাইরাসের উদাহরণ নয়?

    উত্তর: Variola virus


     ৮/কোনটি বাদামী শৈবালের সঞ্চিত খাদ্য নয়?

    উত্তর: স্টার্চ।


     ৯/‘প্রটোনেমা’ কোন উদ্ভিদে পাওয়া যায়?

    উত্তর: মস।


     ১০/বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতজীবী উদ্ভিদ কোনটি?

    উত্তর: হাইপোগ্লোসাল – স্বাদ গ্রহণ।


     ১১/ ‘ব্যাঙের শীতনিদ্রা’ কোন ধরনের ট্যাক্সিনের উদাহরণ?

    উত্তর: ঋণাত্বক থার্মোট্যাক্সিস।


    ১২/কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়?

    উত্তর: সক্রিয় প্রতিরক্ষা।


    ১৩/কোনটি মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়?

    উত্তর: থ্যালামাস।


    ১৪/চোখের রেটিনার ভিতর সবচেয়ে আলোক সংবেদী অংশের নাম কি?

    উত্তর: পীত বিন্দু।


    ১৫/রক্তে CO2 পরিবহনের মাধ্যম নয় কোনটি?

    উত্তর: কার্বন মনোঅক্সাইড।


    ১৬/মানবদেহে সবচেয়ে ছোট অনাল গ্রন্থি কোনটি?

    উত্তর: পিটুইটারী।


    ১৭/নিচের কোনটি মানবদেহের শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়?

    উত্তর: অ্যালভিওলার নালী।


    ১৮/হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ?

    উত্তর: Basophil.


    ১৯/হৃদপিন্ডের কোন কপাটিকায় তিনটি কাস্প থাকে না?

    উত্তর: বাম এন্ট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা।


    ২০/কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রনে ভূমিকা রাখে?

    উত্তর: নিম্নচাপ ব্যারোরিসেপ্টর।


    ২১/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ২০১৬ সালে ওষুধ প্রতিরোধী কোন রোগের ‘ চিকিৎসার নির্দেশিকায় ’ বাংলাদেশে উদ্ভাবিত পদ্ধতিকে স্বীকৃতি দেয়া হয়েছে?

    উত্তর: কলেরা।


    ২২/কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে?

    উত্তর: Na.


    ২৩/কোনটি ভারী ধাতুর উদাহরণ?

    উত্তর: Zn.


    ২৪/পর্যায় সারণীর কোন মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়?

    উত্তর: ২য় ও ৩য় পর্যায়ের মৌল সমূহ।


    ২৫/অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি?

    উত্তর: SiO2


    ২৬/কত তাপমাত্রায় তুঁতে সাদা আনাদ্র কপার সালফেটে রুপান্তরিত হয়?

    উত্তর: ২৬০°।


    ২৭/বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?

    উত্তর: ৫৫ %


    ২৮/চশমার লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়?

    উত্তর: Flint glass.


    ২৯/শতভাগ রিসাইকেল করা যায় নিচের কোনটি?

    উত্তর: তামা।


    ৩০/পাইনওয়েলে নিচের কোন উপাদানটি থাকে?

    উত্তর: টারপিনল।


    ৩১/কোন রাসায়নিক বিক্রিয়াটির ব্যবহার সঠিক?

    উত্তর: 1, 1, 2 – ট্রাইক্লোরোইথেন – ড্রাইওয়াশ।


    ৩২/পাকা কলায় নিচের কোনটি থাকে?

    উত্তর: পেন্টাইল এসিটেট এস্টার।


    ৩৩/ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয়?

    উত্তর: NaCl.


    ৩৪/হেয়ার ওয়েলের ইমালসিফাইয়ার রুপে নিচের কোনটি ব্যবহৃত হয়?

    উত্তর: অলিক এসিড।


    ৩৫/পানির গলন তাপ কত?

    উত্তর: + 6 KJmol-1.


    ৩৬/ What is the adjective form of the word ‘ home ‘?

    উত্তর: Homely.


    ৩৭ ‘ War and Peace ‘গ্রন্থের রচয়িতা কে?

    উত্তর: Leo Tolstoy


    ৩৮/World Wide Web ( WWW) এর প্রতিষ্ঠাতা কে?

    উত্তর: টিম বার্নাস লি।


    ৩৯/BIMSTEC কোন ধরনের প্রতিষ্ঠান?

    উত্তর: অর্থনৈতিক।


    মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা


    ৪০/ নিচের কোনটি এশিয়া কাপ ২০১৮ তে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে?

    উত্তর: অধিনায়কের অসামান্য দৃঢ়তা।


    ৪১/কোন তারিখটি ‘ বিশ্ব তামাক মুক্ত দিবস ’ হিসেবে পালিত হয়?

    উত্তর: ৩১ মে।


    ৪২/নিচের কোন জোড়াটি , আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা?

    উত্তর: রাঙ্গামাটি ও নারায়নগঞ্জ।


    ৪৩/ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা – চরণের রচয়িতা কে?

    উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়।


    ৪৪/কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

    উত্তর: ১৯৭৪ সালে।


    ৪৫/কোনটি ‘ ডেটল ’ এর উপাদান নয়?

    উত্তর: পিকরিক এসিড।


    ৪৭/একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 mg/dl হলে , mmol/L এককে এর মান কত?

    উত্তর: 10.56 mmol/L


    ৪৮/ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ , বায়ুমন্ডলের কোন স্তরে বাঁধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?

    উত্তর: আয়োনোস্পিয়ার।


    ৪৯/কোন একটি নমুনা পানির BOD ( Biochemical Oxygen Demand. 3 mg/L নমুনা পানিটি সর্ম্পকে কোনটি সঠিক?

    উত্তর: মোটামুটি ভালো।


    ৫০/কোনটির কার্যকরী মূলক সঠিক?

    উত্তর: কিটোনঃ -CO-


    ৫১/কোনটি প্রোক্যাম্বিয়াম সৃষ্টি হয় না?

    উত্তর: কর্টেক্স।


    ৫২ সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে উৎপন্ন যে কোনটি?

    উত্তর: NADPH2 ও ATP


    ৫৩/ নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয়?

    উত্তর: জাইগোস্পোর।


    ৫৪/মাস্টার ব্লু-প্রিন্ট’ বলা হয় কোনটিকে?

    উত্তর: Genome.


    ৫৫/কোন উদ্ভিদটি লোনা পানিতে জন্মায় না?

    উত্তর: বাবলা


    ৫৬/মুখ বিবরে ‘র‌্যাডুলা’ নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে?

    উত্তর: Mollusca.


    ৫৭/হাইড্রার বহিঃত্বক সমগ্র জুড়ে অবস্থান করে কোনটি?

    উত্তর: পেশি আবরণী কোষ।


    ৫৮/ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষির কোন অংশটি আলো গ্রহণ করে?

    উত্তর: র‌্যাবডেম।


    ৫৯/রুই মাছের আইশ কোন ধরনের?

    উত্তর: সাইক্লয়েড।


    ৬০/করোটিক স্নায়ুর কাজ র্সম্পকিত নিচের কোন তথ্যটি সঠিক নয়?


    ৬১/নাড়ানী হিসেবে গ্লাস রডের বিকল্প নিচের কোনটি?

    উত্তর: টেফলন রড।


    ৬২/স্পিরিট ল্যাম্প সর্ম্পকে সত্য কোনটি?

    উত্তর: শিখার তাপমাত্রা কম।


    ৬৩/লিভার সিরোসিস করতে পারে নিচের কোনটিতে?

    উত্তর: হ্যালোজেনযুক্ত যৌগ।


    ৬৪/Ca (OH.2) দ্রবণ চোখে পড়লে কোন দ্রবণ দিয়ে ধুতে হয়?

    উত্তর: H3BO3 দ্রবণ।


    ৬৫‍/নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?

    উত্তর: তাপমাত্রা।


    ৬৬/মঙ্গল গ্রহের ব্যাস 60000km। এর পৃষ্ঠে g এর মান 3.8ms-2 হলে মঙ্গল গ্রহ থেকে কোন বস্তুর মুক্তি বেগ কত?

    উত্তর: 4.77 kms-1


    ৬৭/পারদের রেখা বর্ণালিতে কোন রংটি সুস্পষ্ট ভাবে পাওয়া যায়?

    উত্তর: কমলা।


    ৬৮/পর্যায়কাল ও বল দ্রুবকের মধ্যে সর্ম্পক সূচক সমীকরণ কোনটি?

    উত্তর: T α 1/ √K


    ৬৯/তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নেই?

    উত্তর: চাপ।


    ৭০/শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়?

    উত্তর: স্বরকম্প।


     ৭১/কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য?

    উত্তর: বড় উন্মেষের দর্পণ ব্যবহৃত হয়।


     ৭২/তেজস্ক্রিয়তার SI unit একক কোনটি?

    উত্তর: বেকরেল।


     ৭৩/অডিটরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়?

    উত্তর: আলোকতড়িৎ কোষ।


     ৭৪/গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?

    উত্তর: গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য।


     ৭৫/কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়?

    উত্তর: এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।


     ৭৬/কম জায়গায় বেশি জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়?

    উত্তর: ইলেকট্রালাইটিক ধারক।


     ৭৭/চৌম্বক সর্ম্পকিত নিচের কোন এককটি সঠিক?

    উত্তর: চৌম্বক ক্ষেত্র – টেসলা।


     ৭৮/ আবিষ্ট তড়িৎ প্রবাহমাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না?

    উত্তর: চুম্বকের আপেক্ষিক বেগ।


     ৭৯/কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন?

    উত্তর: কোপার্নিকাস।


     ৮০/ইন্টিগ্রেটেড সার্কিড সর্ম্পকে সত্য নয় কোনটি?

    উত্তর: Blank


     ৮১/ একটি দন্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10cm ও প্রকৃতমান 10.40cm হলে, পরিমাপে ত্রুটি কত?

    উত্তর: 3.84 %.


     ৮২/নিচের কোনটি ভেক্টরের বিনিময় সূত্র?

    উত্তর: P + Q = Q + P.


     ৮৩/একটি বন্দুকের গুলি কোন কাঠের তক্তার মধ্যে 0.56 m প্রবেশের পর এর অর্ধেক বেগ হারায়। গুলিটি তক্তার মধ্যে আর কত খানি প্রবেশ করতে পারবে?

    উত্তর: 0.187 m .


     ৮৪/কোন গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ঐ গ্যাসের ত্বরণের অবস্থান কী হবে?

    উত্তর: ত্বরণ বৃদ্ধি পাবে।


     ৮৫/কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়?

    উত্তর: ঘর্ষণ বল।


     ৮৬/মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

    উত্তর: ১০ এপ্রিল , ১৯৭১।


     ৮৭/ ‘ Poll took place peacefully _______ the country ‘. Fill up the blank with correct option .

    উত্তর: across .


     ৮৮/” আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ ” Which one is the correct English translation?

    উত্তর: I am very grateful to you .


     ৮৯/‘একজন নতুন শিক্ষষার্থীকে ডাক্তার হবার জন্য পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হয়।’ Which one is correct English translation?

    উত্তর: An entrant will have to require to work hard for five years to become a physician .


     ৯০/ Which one is the correct from the sentence?

    উত্তর: Mathematics is a subject of study in any school


     ৯১/The antonym of ‘well mannered’ is –

    উত্তর: Sassy .


     ৯২/Choose the correct sentence from the below –

    উত্তর: Man proposes but god disposes .


     ৯৩/The antonym of ‘revenge’ is –

    উত্তর: Grace .


     ৯৪/Choose the correct preposition for the following sentence . ‘He lives ______ honest means ‘.

    উত্তর: by .


     ৯৫/What is the synonym of ‘exhausted’?

    উত্তর: Drained .


     ৯৬/ইচ্ছা থাকলে উপায় হয়’ Which one is the correct English translation?

    উত্তর: Where there is a will , there is a way .


     ৯৭/Which one is the correct from the sentence?

    উত্তর: I forbade him to go.


     ৯৮/Pragmatic’ শব্দের অর্থ কি?

    উত্তর: বাস্তবধর্মী।


    ৯৯. He was wise enough to accept the other . Here ‘ enough ‘ is –

    উত্তর: Adverb.


    ১০০/চৌম্বক সর্ম্পকিত নিচের কোন এককটি সঠিক?

    উত্তর: চৌম্বক ক্ষেত্র–টেসলা।


    এছাড়াও আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর পরবর্তীতে নতুন আরও সংযোজন করব এজন্য আপনার ফেসবুক টাইমলাইনে অথবা পার্সোনাল মেসেজ বক্সে  এই ওয়েবসাইটের লিংকটি সংরক্ষণ করে রাখুন তাহলে পরবর্তীতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন প্রশ্ন দেওয়া মাত্রই আপনারা আপডেট পেয়ে যাবেন।


    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমরা এমনভাবে সাজিয়েছি আপনি দশটি-১০টি করে পরে মুখস্থ করতে পারবেন। এভাবে যদি আপনারা সম্পূর্ণ 100 প্রশ্ন পড়তে পারেন তাহলে আপনার মনে রাখা সহজ হবে এবং পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ এসএসসি এবং এইচএসসি সিলেবাস অনুযায়ী এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সাথে রসায়ন জীববিজ্ঞান সহ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকেও এবারের প্রশ্ন তৈরি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এখানে তুলে ধরেছি আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর করলে আপনাদের ২০২৩ সালের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে


    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২ pdf

    মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩ এর আপনারা যদি সম্পূর্ণভাবে পিডিএফ আকারে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করেই আপনারা খুব সহজেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৩ সম্পূর্নভাবে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য ক্লিক করুন

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন