আজকে আমরা কথা বলব ইতালি এগ্রিকালচার ভিসা ২০২৩ নিয়ে। মূলত ইতালিতে এগ্রিকালচার কাজগুলোর উন্নত করার লক্ষ্যে ইতালি সরকার নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতালি এগ্রিকালচার ভিসা এর মাধ্যমে কর্মী নিয়োগ দেবে বলে তারা জানিয়েছে। যে সমস্ত কৃষি প্রধান দেশ রয়েছে ওই সমস্ত দেশ থেকেই মূলত ইত্যাদি এগ্রিকালচার ভিসা এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তবে ইতালি এগ্রিকালচার ভিসা নিতে হলে অবশ্যই দক্ষ ভাবে এগ্রিকালচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলেই যে কেউ ইতালি এগ্রিকালচার ভিসা নিয়ে খুব সহজেই ইতালিতে প্রবেশ করতে পারবে। তবে যে সমস্ত কৃষি কাজে দক্ষ শ্রমিক রয়েছে যেমন ক্ষেত খামার সহ গবাদি পশু পালন এবং অন্যান্য কৃষি কাজের উপর দক্ষ তারাই শুধুমাত্র এই ভিসার জন্য আবেদন করতে পারবে।
ইতালি এগ্রিকালচার ভিসা ২০২৩
সিজনাল ভিসার মাধ্যমে ইতালি এগ্রিকালচার ভিসা সার্ভিস চালু করেছে। ইতালি এগ্রিকালচার ভিসার মাধ্যমে কৃষি প্রধান দেশগুলো থেকেই দক্ষ কৃষি শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে যারা গবাদি পশু পালন এবং ক্ষেত খামার ও মৎস্য পালনে দক্ষ শ্রমিকদের গুরুত্ব বেশি দেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে।
২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে মূলত এগ্রিকালচার ভিসা আবেদন শুরু হবে। এক্ষেত্রে ননসিজোনাল ভিসার মাধ্যমে দুই বছর এবং এক বছর মেয়াদী ইতালি এগ্রিকালচার নিয়ে ইতালিতে কাজে নিয়োজিত হতে পারবে। তবে আগের তুলনায় ভিসার দাম কিছুটা বৃদ্ধি পাবে। বর্তমানে বিমান ভাড়া সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর প্রতি ভাড়া বেড়ে যাওয়ার কারণেই মূলত এবার ভিসার দাম বেশি হবে।
বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং কোথায় দেখে নিন
মূলত কৃষি কাজগুলো ইতালির বিভিন্ন বছরের ভিসার মাধ্যমে হয়ে থাকে। তাই বর্তমানে যারা এই এগ্রিকালচার ভিসার মাধ্যমে যাবেন তাদের আগের তুলনায় নতুন নিয়ম হিসেবে এগ্রিকালচার কাজের উপর দক্ষতা থাকলে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন করবেন।
ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন
ইতালি এগ্রিকালচার ভিসা আবেদন করার জন্য এই www.schengenvisainfo.com/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথম অবস্থায় আপনাকে নন সিজনাল অথবা সিজনাল ভিসা সিলেক্ট করতে হবে। তারপরে পর্যায়ক্রমে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট দেওয়ার পরেই। স্ক্যান করে আপনার প্রয়োজনীয় নথিপত্রগুলো সেখানে জমা দিতে হবে। তারপরে আপনারা ইতালি ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন নিচের বাটনে সাবমিট করে।
ইতালি এগ্রিকালচার ভিসা নেওয়ার জন্য প্রথম অবস্থায় আপনাকে দক্ষ একজন শ্রমিক হতে হবে কৃষি কাজের উপর। তারপরে বাংলাদেশ সরকার নিবন্ধিত যে সমস্ত রিকৌর্টিং এজেন্সি রয়েছে। এই এজেন্সি গুলোর মাধ্যমে ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা ননসিজোনাল অথবা সিজনাল ভিসার মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আগেরবারের তুলনায় এবার ব্যাপকভাবে লোক নিয়োগ দেওয়া হবে।
মালয়েশিয়া শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি নতুন আপডেট
ইতালি এগ্রিকালচার ভিসার দাম কত
ইতালি এগ্রিকালচার ভিসার দাম সেটা নির্ভর করে মূলত আপনি সিজনাল ভিসা নিতে চাচ্ছেন নাকি নন সিজনাল। নন এগ্রিকালচার ভিসা নিতে হলে খরচ পড়বে ৫ লক্ষ টাকা থেকে শুরু করে ৮ লক্ষ টাকা পর্যন্ত। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ হবে তিন বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত।
আপনি যদি ইতালি এগ্রিকালচার সিজনাল ভিসা নিতে চান তাহলে খরচ পড়বে ৩ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে ভিসার মেয়াদ ছয় মাস থেকে সর্বোচ্চ দেড় বছর অথবা দুই বছর পর্যন্ত হয়ে থাকে।
তবে আপনাদের জেনে রাখা উচিত যে ইতালি এগ্রিকালচার ভিসা কিন্তু নির্ভর করে সাধারণত নির্ধারিত কোন এজেন্সির মাধ্যমে। আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি কত টাকা বিচার দাম ধরছে এবং তারা কি কি খরচ সেখানে বহন করছে সেটা আপনাকে দেখে তারপরে ভিসার দাম নির্ধারিত করতে হবে।
তাছাড়া আপনি যদি সরকারিভাবে যেতে চান তাহলে কম খরচের মধ্যেও কিন্তু আপনারা ইতালি এগ্রিকালচার ভিসা সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে শুধু নাম মাত্রই আপনারা ইতালি এগ্রিকালচার ভিসার জন্য খরচ করতে হবে। প্রথম অবস্থায় আপনি যদি খরচ করেন তাহলে পরবর্তীতে আপনি যখন ইতালিতে কাজে নিয়োগ দেবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ টাকা পুনরায় সরকারি ব্যবস্থাপনায় ব্যাক দেওয়া হয়।
ইতালি এগ্রিকালচার ভিসা সংক্রান্ত তথ্য
ইতালি এগ্রিকালচার ভিসা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনাকে ইতালির দূতাবাসে যোগাযোগ করা উচিত। আপনি ইতালির দূতাবাসের ওয়েবসাইট দেখতে পারেন যার মাধ্যমে ভিসা আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। আপনার বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে সর্বশেষ নির্দেশনাগুলি অনুসরণ করুন এবং প্রয়োজনে সরাসরি দূতাবাসে যোগাযোগ করুন।
ইতালি এগ্রিকালচার ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আপনি নিম্নোক্ত ঠিকানা ব্যবহার করতে পারেন:
- ইতালির দূতাবাস, ঢাকা
- ঠিকানা: Road-90, House-2, Gulshan-2, Dhaka-1212, Bangladesh
- ফোন: (+88) 02 8853060-64
- ইমেল: segreteria.dacca@esteri.it
- ওয়েবসাইট: https://ambdhaka.esteri.it/ambasciata_dacca/en/
সরকারিভাবে জাপানি ভাষা শিক্ষা এবং কাজ
ইতালি এগ্রিকালচার ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
ইতালি এগ্রিকালচার ভিসার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে যেগুলো মূলত আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য স্ক্যান করে তা অনলাইনের মাধ্যমে জমা দিতে হয়। এক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে তা নিচে আমরা বিস্তারিত আকারে তুলে ধরলাম এবং কি কি প্রয়োজন সেগুলো আপনারা এখানে জানতে পারবেন।
- ৬ মাস মেয়াদে একটি ভ্যালিড পাসপোর্ট
- চার কপি পাসপোর্ট সাইজের ছবি
- এন আইডি কার্ডের ফটোকপি
- বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
- কৃষি কাজে দক্ষতার প্রমাণ
- কৃষি কোন প্রশিক্ষণ গ্রহণ করলে তার সনদপত্র
- কৃষি কাজে সাফল্য তা তার প্রমাণ
- পূর্বে কোথাও কৃষি কাজে নিয়োজিত ছিলেন কিনা সেটার প্রমাণ
একটি মন্তব্য পোস্ট করুন