মালয়েশিয়া শ্রমিক নিয়োগ 2023 আজকের খবর

    মালয়েশিয়া শ্রমিক নিয়োগ 2023 আজকের খবর


    সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে মালয়েশিয়া শ্রমিক নিয়োগে নতুন গতি পেয়েছে। মালয়েশিয়া শ্রমিক এর নতুন চুক্তির আওতায় প্রায় ২ লাখ ৪০ হাজার চাহিদা মাত্র অনুমোদন পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রায়ই প্রতি মাসেই ২০ থেকে ২৫ হাজার কর্মী মালয়েশিয়াতে যাচ্ছে। বর্তমানে প্রত্যেকদিন মালয়েশিয়াতে কলিং ভিসা ফ্লাইট থাকছে।


    আগামী দুই মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার জন্য সব ধরনের ফ্লাইট অলরেডি বুক হয়ে গিয়েছে। মালয়েশিয়ার বড় একটি অংশ জুড়ে নেপালের শ্রমিকরা বেশি ছিল। কিন্তু এখন প্রায়ই বাংলাদেশ তার শ্রমবাজার অনেকটাই ধরে ফেলেছে। নেপালের পরের স্থান বাংলাদেশের শ্রমিকরা জায়গা করে নিয়েছে মালয়েশিয়া শ্রম বাজারে। 


    মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ মাসের বৈঠকের পরে ধারণা করা হচ্ছে যে আরও ব্যাপকভাবে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ দিবে। এতে করে বাংলাদেশ থেকে পথিক পরিমাণ শ্রমিক মালয়েশিয়াতে কাজে নিয়োজিত হলে নেপালকে টপকে যাবে বাংলাদেশী শ্রমিকরা। 


    মালয়েশিয়া শ্রমিক নিয়োগ 2023

    ৪ই ফেব্রুয়ারি মালয়েশিয়া সর্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করেন। মালয়েশিয়াতে অবৈধভাবে থাকা শ্রমিকদের বৈধতা প্রসঙ্গে বৈধতা প্রসঙ্গে আলোচনা করা হয়।


    মালোশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেছে যে বর্তমানে কলিং ভিসার মাধ্যমে প্রায় বাংলাদেশ থেকে প্রত্যেকদিন শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করছে। এবং এই ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে আগের তুলনায় মালেশিয়ার নতুন শ্রমিক যাওয়ার সুযোগ পাবে।


    গত বছরের ৮ ই আগস্ট থেকে শুরু করে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হয় প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইটে মালয়েশিয়াতে কর্মী যাচ্ছে। এ সময় প্রায় এক লাখ ২০ হাজারের মতো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কর্মী যাচ্ছে। এবং বর্তমানে মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করেছে ১ লাখ ১১ হাজার ৯৬৬ টি।


    মালয়েশিয়া কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি


    মালয়েশিয়া শ্রমিক নিয়োগ আজকের খবর

    ৪ ই ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সাইফুদ্দিন ইসমাইল ঢাকা সফর করেন। বক্তব্য বৈঠকে মালয়েশিয়া শ্রম বাজারে আরেক দফায় আলোচনা করা হয়। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গুলো একচেটিয়া ভাবে মালয়েশিয়া কলিং ভিসার দখলদারি নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে।


    তবে এখন পর্যন্ত মালয়েশিয়াতে দুই মাসের মধ্যে কলিং ভিসার সমস্ত ফ্ল্যাট বুক। আশা করা যাচ্ছে বিগত দুই থেকে চার মাসের মধ্যে আরো প্রায় ৫থেকে ৭ লক্ষ কর্মী মালয়েশিয়াতে যাবে। উক্ত বৈঠকে আরো জানানো হয়েছে যে মালয়েশিয়াতে যারা বর্তমানে অবৈধভাবে অবস্থান করছে তাদের বিষয়েও বৈধতা দেওয়ার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।


    দুবাই কোন কাজের চাহিদা বেশি এবং বেতন বেশি


    মালয়েশিয়া কলিং ভিসার নতুন খবর

    আগামী দুই মাসের মধ্যে মালয়েশিয়া কলিং ভিসার ফ্লাইট বুক হয়ে আছে। প্রায় প্রত্যেকদিন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক যাচ্ছে গত এক মাসের মধ্যে প্রায় ২ লক্ষ কর্মী গিয়েছে। দেশের পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগের তুলনায় মালয়েশিয়া তে নতুন শ্রমিক বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী।


    তাই যারা নতুন কলিং ভিসার জন্য আবেদন করবেন তাদের ভিসা প্রসেস একটু দেরি হতে পারে। তাছাড়াও নতুন বৈঠকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল ঢাকা সফর করেন এবং তিনি আরো নিশ্চিত করেন যে এভাবে আগের তুলনায় আরো বেশি শ্রমিক নিয়োগ দিবে।


    এ বছরে হজের খরচ এবং নতুন নিয়ম


    মালয়েশিয়া কর্মী নিয়োগ এজেন্সি

    বাংলাদেশ থেকে নির্দিষ্ট ২৫ টি রিক্রুটিং এজেন্সি এবং ২৫০ টি  সাব এজেন্ট এর মাধ্যমেই মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে করবে পাঠানোর জন্য অন্য কোন প্রতিষ্ঠান এখন পর্যন্ত কর্মী পাঠাতে পারবে না। 


    বিগত বছরে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর কারণে দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার শ্রমিক ভিসা সম্পন্ন ভাবে বন্ধ ছিল। তবে এখন একেবারে সম্পূর্ণভাবে খোলা আছে এবং প্রত্যেকদিন মালয়েশিয়াতে কর্মী পাঠানোর কার্যক্রম চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকের মাধ্যমে জানিয়েছেন যে এখন থেকে নিয়মিতই মালয়েশিয়াতে কর্মী যাবে বলেও জানিয়েছে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন