নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক হয় ( নিয়ম, ইফেক্ট, দাম )

    নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক হয়


    নোরিক্স ১ খাওয়ার কতদিন পর মাসিক হয় হয় এবং নোরিক্স পিল কয়টা খাওয়া লাগে এবং খাওয়ার নিয়ম কি? তাছাড়াও জানতে পারবেন। নোরিক্স পিল খেলে পার্শ্বপ্রতিকরা হিসাবে কি কি সমস্যা হয়ে থাকে। এ সকল প্রশ্নের উত্তর গুলো আজকে এই কন্টেন্টের মধ্যে পেয়ে যাবেন। তাই আজকে আমাদের এই সম্পূর্ণ কনটেন্টটি যদি আপনারা পড়েন তাহলে নোরিক্স ১ এর যাবতীয় তথ্যগুলো জানতে পারবেন।


    অরক্ষিত সহবাসের পরে আপনি যদি নোরিক্স ১ সেবন করেন সেক্ষেত্রে পাঁচ দিন পরেই মাসিক হবে।নোরিস্ক ট্যাবলেট খাওয়ার পরে হরমোনাল কিছু পরিবর্তন হয় সে ক্ষেত্রে মাসিকের ৫ দিন থেকে ১০ দিন কম বেশি সময়ের মধ্যেই মাসিক হতে পারে। এতে ঘাবড়ানোর কোন দরকার নেই। স্বাভাবিকভাবে শরীর দুর্বল বা হরমোনালজনিত কোন সমস্যার কারণেই মাসিকের ডেট আগা ভিসা হতে পারে।


    তবে নোরিক্স খাওয়ার পরে যদি পাঁচ থেকে দশ দিন পরেও মাসিক না হয় তাহলে কিন্তু অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করতে হবে। প্রাথমিক প্রেগনেন্সি টেস্টে যদি গর্ভধারণের কোন ফলাফল না পাওয়া যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তাই নোরিস্ক ট্যাবলেট খাওয়ার পরেও যদি দেখেন সর্বোচ্চ ১০ দিন পরিমাণ ওয়েট করার পরেও কোন ধরনের ফলাফল পাচ্ছেন না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।


    নরমালি যাদের মাসিক হওয়ার ডেটের থেকেও বেশি সময় লেগে যায় তাদের কিছুদিন পর্যন্ত ওয়েট করা উচিত। এতে করে এই বিষয়ের জন্য একেবারে ঘাবড়াবেন না। নোরিক্স ১ খাওয়ার পরে কিছুদিন পর্যন্ত ওয়েট করুন এক্ষেত্রে এই ওষুধ আবার তৎক্ষণিকভাবে কখনোই সেবন করবেন না এরপরেও যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।


    নোরিক্স পিল কয়টা খেতে হয়

    মিলনের ৭২ ঘণ্টার মধ্যে নোরিক্স পিল একটি খেতে হয়।নোরিক্স পিল শুধু ইমারজেন্সি ক্ষেত্রে প্রযোজ্য এক্ষেত্রে এক মাসে একটি নোরিক্স ১ পিল সেবনের পর পরবর্তী পিরিয়ড না হওয়া পর্যন্ত দ্বিতীয় পীল সেবন করা উচিত না। কেননা এই নোরিক্স  যদি আবারও সেবন করা হয় তাহলে পিরিয়ড অনিয়মিত হতে থাকে। তাই এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই প্রভাব ফেলতে পারে। প্রথম পিলের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পরবর্তীতে নোরিক্স খাওয়া উচিত না।


    প্রথমবার ওষুধ খাওয়ার পরে পিরিয়ডের মাধ্যমে যদি সেগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে পরবর্তীতে প্রেগনেন্সি রোদের জন্য খাওয়া যেতে পারে। তবে অবশ্যই প্রথমটা খাওয়ার পরে অপেক্ষা করুন এবং দুই থেকে পাঁচ দিনের মধ্যে অথবা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে যদি কোন ফলাফল না পান তাহলেই অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করুন।


    গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহের লক্ষণ গুলো কি দেখুন


    নোরিক্স  এর একটা পিল সেবন করলেই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কয়েকবার মিলন করলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা নাই। তাই এটি খাওয়ার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে নীতিটাই মেলামেশা করা যাবে। এটি জরুরী ক্ষেত্রে প্রযোজ্য একটি ইমার্জেন্সি পিল।


    নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম

    অরক্ষিত সব অফিসের পর যত তাড়াতাড়ি সম্ভব নোরিক্স সেবন করুন। ৭২ ঘণ্টার নোরিক্স পিল সেবন করতে হবে। যদি 72 ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু নোরিক্স পিল কোন কাজ করবে না। নোরিক্স পিল একটি সেবন করার পরেই পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে কয়েকবার সহবাস করা যায়।


    এটি যে কোন সময় খেতে পারবেন এক্ষেত্রে রাত্রে বা দিনে তেমন কোন বিষয় নাই। প্রয়োজন অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো সময় খেয়ে নিতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন 72 ঘন্টা যেন আর না হয় তা না হলে কিন্তু নোরিক্স পিল কোনই কাজে আসবে না।


    তাই চেষ্টা করুন সহবাস করার ৭২ ঘণ্টার মধ্যেই নোরিক্স সেবন করার। এবং এই ওষুধ ৭২ ঘণ্টার মধ্যে কার্যক্রম শেষ হওয়ার পরেই পরবর্তী মাসিকের ডেটের মধ্যেই যদি পাঁচ থেকে দশ দিন পরেও না হয় তাহলে তারপরে টেস্ট করুন। এক্ষেত্রে শুধুমাত্র যাদের শারীরিক দুর্বলতা বা অন্যান্য সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেরি হয়।


    পিল খাওয়ার কতদিন পর সহবাস করতে হয় দেখুন


    নোরিক্স ১ পিলের পার্শ্বপ্রতিক্রিয়া

    নোরিক্স পিল সেবন করার ফলে অন্যান্য ওষুধের মত কিন্তু সাইড ইফেক্ট এর মত সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে বমি বমি ভাব এবং যেমনি ভাব দেখা দিতে পারে। বিষন্নতা, মাথাব্যথা, এবং তলপেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে স্তনের ব্যথা এবং যৌনি পথে হালকা পরিমাণ ব্যথা অনুভূত হতে পারে।

    • মাথা ঘোরা ভাব আসতে পারে
    • বমি বমি ভাব হয়
    • অবসন্নতা কাজ করে
    • পেটে ব্যথা হতে পারে
    • স্তনের ব্যথা অনুভূত হয়
    • যৌনি পথে ব্যথা অনুভূত হতে পারে
    • মাথা ব্যথা দেখা দিতে পারে
    • যোনিপথে রক্তক্ষরণ হতে পারে


    এছাড়াও আরো নানা ধরনের পার্শ্বপ্রতিকরা দেখা দেয় তবে এই ওষুধটি যত সম্ভব কম ব্যবহার করাই উচিত এবং শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত। এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত এই ওষুধটি পুনরায় না খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা


    নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়

    নোরিক্স পিল মূলত একটি ইমারজেন্সি পিল। অরক্ষিত মেলামেশার জন্যই এপ্রিল সেবন করা হয়। নোরিক্স পিল খাওয়ার 72 মধ্যে অনায়াসেই মেলামেশা করা যায়। নোরিক্স খেলে গর্ভধারণ থেকে রক্ষা পাওয়া যায় এক্ষেত্রে পরবর্তী সময়ের মধ্যে মাসিক হয়ে যাই এবং গর্ভধারণ থেকে মুক্তি পাওয়া যায়।


    এটি যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধা রয়েছে বিলটি খাওয়ার পরে সামান্য পরিমাণ সাইড ইফেক্ট হিসেবে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এটি শুধুমাত্র ইমার্জেন্সি পিল হিসেবে খাওয়া উচিত এবং মাসে একটি মাত্র পিল সেবন করা উচিত।


    কোন ইমার্জেন্সি পিল সব থেকে ভালো দেখে নিন


    নোরিক্স ১ দাম কত

     নোরিক্স ১ পিলের দাম ৬০ টাকা মাত্র। নোরিক্স পিল এর কোম্পানির নাম সোশ্যাল মার্কেটিং কোম্পানি এটি একটি ট্যাবলেট। মিলনের ৭২ ঘণ্টার মধ্যে এটি খেলে কোন ধরনের প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে না।


    নোরিক্স ট্যাবলেট এর দাম কিন্তু বিভিন্ন বাজারে ভিন্ন রকম হয়ে থাকে। নোরিক্স পিল এর দাম কিন্তু অফিসিয়ালি ৬০ টাকা করে কোম্পানি ডেটে বিক্রি করা হয়ে থাকে। তবে অন্যান্য জায়গায় কিন্তু অবস্থান ভেদের দাম কিন্তু পরিবর্তন দেখা যায়।


    নোরিক্স ১ পিলের কার্যকারিতা কত সময়

    নোরিক্স ১ পিলের কার্যকারিতা ৭২ ঘণ্টা পর্যন্ত। ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো সময় সহবাস করা যায়। ৭২ ঘণ্টা পার হওয়ার পরে কিন্তু এর কোন কার্যকরী ক্ষমতা থাকে না। এটি মেলামেশা করার ৭২ ঘণ্টার মধ্যেও খাওয়া যায় নোরিক্স পিল।


    72 ঘন্টা পার হলে কিন্তু এর কার্যকর নষ্ট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যদি মাসিক না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে জরুরী ভিত্তিতে বিল সেবন করলে এর কার্যকরী ক্ষমতাটা বেশি হয়ে থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন ৭২ ঘণ্টার মধ্যে খাওয়ার।


    নোরিক্স এর সাইড ইফেক্ট

    নোরিক্স পিল এর সাইড ইফেক্ট রয়েছে তবে এক্ষেত্রে অবশ্যই যাদের শরীর দুর্বল এবং যৌনি পথে কোন ধরনের সমস্যা আছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং এটি খাওয়ার ফলে যদি আপনার মারাত্মক আকারে কোন সমস্যা দেখা দেয় এবং অতিরিক্ত রক্তপাত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।


    নোরিক্স খাওয়ার পরে মাথা ব্যথা, মাথা ঘোরা, তলপেট ব্যথা সহ নানা ধরনের সমস্যা দেখা দেয় এগুলো যদি মারাত্মক আকারে দেখা দেয় তাহলে তৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিন। এবং পরবর্তীতে ওই মাসের মধ্যে আর এই বিল সেবন না করারই চেষ্টা করুন এতে করে না হলে মারাত্মক আকারে আরো এই সমস্যাগুলো দেখা দিতে পারে।


    হরিণের মাংসের এত দাম কেন হয় দেখুন


     নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম

    নোরিক্স ট্যাবলেট টি খাওয়ার নিয়ম হলো যৌন মিলন করার আগে অথবা যৌনমিলন করার পরে ৭২ ঘণ্টার মধ্যেই খেতে হবে। এক্ষেত্রে যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে খেতে হবে। যদি 72 ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু আর কোন কাজ করবে না। রাত্রে দিনে যেকোনো সময় এই ট্যাবলেটটি খেতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যেই খাতে হবে তা না হলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে।


    আর এই ওষুধটি সেবন করলে যে হান্ড্রেড পার্সেন্ট গর্ভনিরোধ করবে এমন কোন গ্যারান্টি নাই তবে এই ওষুধের 99% গর্ভনিরোধ করতে সম্ভব। এক্ষেত্রে যদি এই ওষুধটি সেবন করার পরে আপনি নিশ্চিন্তে থেকে যান এবং পরবর্তী ৪০ দিনের মধ্যে বা আপনার মাসিক পিরিয়ডের মধ্যে যদি মাসিক না হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রেগনেন্সি টেস্ট করতে হবে।


    ঠোটের কালো দাগ দূর করুন শুধুমাত্র একটি ক্রিম ব্যবহার করে


    এটি খাওয়ার পরে আপনাকে পরবর্তী মাসিকের ডেট অনুযায়ী আপনার কতদিন পার হচ্ছে এবং ওভার হয়ে যাচ্ছে কতদিন এই বিষয়টি অবশ্যই নজরে রাখবেন। এক্ষেত্রে পাঁচ থেকে দশ দিনের মধ্যে যদি হয় তাহলে ভালো আর যদি না হয় তাহলে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করুন। এবং সেখানে যদি কোন ফলাফল না পান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী ওষুধ সেবন করার চেষ্টা করুন ধন্যবাদ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন