পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায় ( সাবধান )

    পিল খাওয়ার কতদিন পর সহবাস করা


    আজকে আমরা কথা বলব পিল খাওয়ার কতক্ষণ পর্যন্ত মিলন করা যায় এবং মিলন করার আগে পিল সেবন করলে সর্বোচ্চ কত ঘন্টা পর্যন্ত আপনারা মিলনে লিপ্ত থাকতে পারবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অনিরপথ মিলনের জন্যই মূলত অনেকেই পিল সেবন করে থাকে। যাতে করে গর্ভে বাচ্চা চলে না আসে। এক্ষেত্রে অনেকেরই অনেক ধরনের ভুল হয়ে থাকে এবং অনেকেই জানেনা যে কখন পিল সেবন করতে হয় এবং পিল সেবনের কতদিন পর মিলন করা যায়


    আমরা অবগত আছি যে পিল খাওয়ার মাধ্যমে কিন্তু একজন পুরুষের স্প্যান দুর্বল করে ফেলে এবং সেটার কার্যক্রমতা একেবারে নষ্ট করে দেয়। এটার কারণেই মূলত একজন নারী আত্মসত্ত্বা থেকে মুক্তি পেয়ে থাকে। তাই অনিয়ন্ত্রিত প্রেগনেন্সি এড়ানো সম্ভব হয়। যাদের পরিবারের সন্তান রয়েছে অথবা একাধিক পরিমাণ সন্তান নিতে চাচ্ছে না তারাই মূলত পিল সেবন করে। তাছাড়া আরো বিভিন্ন কারণ রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে জানিয়ে দিব


    অনেকেই আমাদের মধ্যে সচেতন মা আছে যারা নিয়মিতভাবে পিল সেবন করেন এবং এই ক্ষেত্রে পিল খাওয়ার স্বাভাবিকভাবেই কতক্ষণ পর্যন্ত এই পিলের কার্যক্রম ক্ষমতা থাকে এবং নিরাপদ মিলনে কোন ধরনের সমস্যা হয় না এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে আমরা নিয়মিত পিল খাওয়ার ক্ষেত্রে অথবা ইমার্জেন্সি পিল খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং গোপন সমস্যাগুলোও কিন্তু জেগে উঠতে পারে


    কোন ইমারজেন্সি বিল সব থেকে ভালো দেখে নিন


    তাই এই পিল খাওয়ার আগে সতর্কতা স্বরূপ জানানো যাচ্ছে যে কোন ধরনের সমস্যা দেখা দিলে তৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং নিয়মিত পিল খাওয়া বাদ দিয়ে অন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। নিয়মিত পিল খাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কোন সময় বাচ্চা জন্মদানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পিল গুলো সেবন করা উচিত


    পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যাবে

    পিল খাওয়ার ৭২ ঘন্টা পর্যন্ত নিরাপদে সহবাস করা যাবে। আপনি যখন পিল খাবেন তখন থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘন্টার ভিতরে নিরাপদে মিলন করার সুযোগ থাকে। এ ক্ষেত্রে কোন ধরনের রিস্ক থাকবেনা। এছাড়া আপনি যদি নিয়মিত পিল সেবন করেন তাহলে যে কোন সময়ই সহবাস করতে পারবেন একেবারেই নিরাপদে। এক্ষেত্রে কোন ধরনের রিস্ক থাকবে না


    যারা নিয়মিত পিল সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম কিছু নিয়ম রয়েছে এক্ষেত্রে কোনদিনই কিন্তু পিল সেবন করা বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে যদি কোন ধরনের ভুল করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী যে ভুলটি করে ফেলেছেন তৎক্ষণিকভাবে সেই পিল খেয়ে ফেলতে হবে। এবং যে দিনের পিল খাওয়ার সময় ছিল সেটিও অবশ্যই তৎকালিকভাবে খেয়ে নিতে হবে এবং যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে


    ইউরিন ইনফেকশন কেন হয় দেখে নিন


    অনেক সময় দেখা যায় যে অনেকেই পিল খাওয়ার পরে পরবর্তী পিল খেতে ভুলে যান এক্ষেত্রে পরবর্তীতে যখন দেরিতে মাসিক হয় তখন কিন্তু অনেকেই ভুল ধারণা করে ফেলে। এক্ষেত্রে যদি আপনি দেরিতে পিল খান তবে পরবর্তীতে কিন্তু মাসিক হওয়ার সম্ভাবনা একটু দেরিতে হতে পারে তাই অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং এই কয়েকদিন আপনারা নিরাপদে মিলন করার চেষ্টা করুন


    ফেমিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়

    ফেমিকন পিল খাওয়ার পর পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত নির্দ্বিধায় মিলন করতে পারবে। মিলন করার পরে নিয়মিত ফেমিকন পিল সেবন করতে হবে এক্ষেত্রে পরবর্তীতে কোনদিন যদি পিল সেবন করা বন্ধ করে দেয় এবং ভুলক্রমে যদি দু-একটা খাওয়া মিস হয়ে যায় তাহলে তৎক্ষণিকভাবে করা পিলগুলো খেয়ে ফেলতে হবে। এতে করে কোন ধরনের সমস্যা হবে না যদি পরবর্তীতে মাসিক দেরিতেও হয় তাহলে কোন সমস্যা নেই


    ফেমিকন পিল হল একটি নিয়মিত খাবার পিল এই বুড়ি গুলো নিয়মিত নিয়ম না মেনে খেলে মাসের মাঝখান থেকে খেলে কোন ধরনের কাজ করবে না এ বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকা জরুরী। তাই মিলনের 72 ঘন্টা প্রেরণের আগেই একটি ইমার্জেন্সি পিল সেবন করতে হবে। তা না হলে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি থাকে


    পরবর্তী ২৪ ঘন্টার পরে যদি কেউ মিলন করে থাকে তাহলে কিন্তু তার বাচ্চা গর্ভে চলে আসতে পারে। এক্ষেত্রে পরবর্তী তৎকালীনভাবে ইমারজেন্সি পিল সেবন করতে পারে। এক্ষেত্রে ইমার্জেন্সি পিল যদি কেউ সেবন করে পরবর্তীতে কিন্তু সাইড এফেক্ট হিসেবে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই অবশ্যই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত


    কোন পিল সবথেকে ভালো ১০০% কার্যকরী দেখে নিন


    কেউ যদি পরবর্তী 24 ঘন্টার পরে আবারো ভুল করে ফেলে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট নিতে হবে। তা না হলে কিন্তু বাচ্চা গর্ভে চলে আসা সম্ভাবনাই বেশি থাকে তাই চেষ্টা করবেন পরবর্তী চব্বিশ ঘন্টার পরে সহবাস করলে এবং কোন ধরনের পিল সেবন না করে থাকলে কোন ইমারজেন্সি পিল গুলো আপনার জন্য বেটার সেটাই খাওয়ার চেষ্টা করবেন


    মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়

    মিনিকন পিল হল একটি স্বল্প মেয়াদী পিল যা মাসিকের সময় হতে নিয়মিত সেবন করতে হয়। মিনিকন পিল খাওয়া কালীন সময়ে যেকোনো সময়ের মধ্যেই নির্দ্বিধায় মিলন করতে পারবেন। মিনিকন পিল খাওয়া শুরুর ২৪ ঘন্টার মধ্যে যে কোন সময় মিলন করা যায়। তবে মিনিকনফিল কিন্তু নিয়মিত সেবন করতে হবে


    মিনিকনফিল খাওয়ার নিয়ম ভালো করে জেনে নিবেন এবং এর নিয়মিত যেইভাবে সেবন করার বিষয়ে উল্লেখ থাকে সেই অনুযায়ী সেবন করবেন। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেকোনো সময় নির্দ্বিধায় মিলন করার সুযোগ পাবেন। আপনি যেই পিল সেবন করবেন সেই পিলের প্যাকেটে বিস্তারিতভাবে দেওয়া থাকে সেই অনুযায়ী পিল সেবন করার চেষ্টা করবেন


    যে কোন ফিল সেবন করার আগে তার সতর্কতা স্বরূপ কি কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এ বিষয়গুলো ভালোমতো পড়ে নিবেন যদি আপনার শারীরিক কোন সমস্যা থাকে তাহলে এই সমস্ত পিল গুলো পরিহার করাই সবথেকে উত্তম হবে তাই অবশ্যই আপনার শারীরিক সমস্যা অনুযায়ী পিল সেবন করুন


    গর্ভবতী হওয়ার পর কি মাসিক হয় এই বিষয় জেনে নি


    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন