কোন বাইকে তেল কম লাগে (এক লিটারে ৭০ কিলো)

    কোন বাইকে তেল কম লাগে


    বর্তমান সময়ে বাইকের তেলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই অনেকেই চাচ্ছেন কম তেলের মধ্যে অধিক পরিমাণ যাত্রা করতে। এক্ষেত্রে অনেকেই খুজে থাকছে কোন বাইকে তেল কম লাগে এবং কম তেলের মধ্যে বেশি পরিমাণ বাইক চালানো সম্ভব হয়। তাই মূলত আজকে আমরা এমন কিছু বাইকের নাম তুলে ধরব যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই কম তেলে বেশি পরিমাণ ড্রাইভ করতে পারবেন।


    বর্তমান সময়ে এক লিটার তেলের দাম প্রায় ১৩০ টাকা থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত। তাই অনেকেই চাচ্ছেন কম তেলে বেশি চলে এমন কিছু বাইক। বর্তমানে ভালো মানের গাড়িগুলোতে এক লিটার তেলে ৪০ কিলোমিটার চলে তবে আপনি যদি আরো বেশি পরিমাণ বেশি চালাতে চান এক লিটার তেলে তাহলে আমরা আজকে আপনাদের কি কিছু বাইক সাজেস্ট করব এই বাইকগুলো ব্যবহার করতে পারেন।


    আপনি যদি কম তেলে বেশি পরিমাণ বাইক চালাতে চান তাহলে কোয়ালিটি দিক থেকে একটু কমা হবে এবং দেখতে অসুন্দর হবে তবে বাইক গুলা চালিয়ে আরাম পাবেন এবং খুবই কম খরচের মধ্যে লং টাইম ড্রাইভ করতে পারবেন। এক্ষেত্রে এক লিটার তেলে 70 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব।


    সাধারণত কম দামি বাইকগুলোতেই আপনারা বেশি পরিমাণ সুযোগ সুবিধা পাবেন কেননা এক লিটার দিলে কম দামি বাইকগুলোতে 70 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব। এখন মূলত বড় বাইকগুলোতে এক লিটারে ৪০ কিলোমিটার চালানো যায় কিন্তু আগের মডেলের অথবা নতুন কিছু মডেল বের হয়েছে যেগুলো এক লিটার তেলে 70 কিলোমিটার অথবা 80 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব হয়।


    নতুন মডার্ন কিছু বাইকের নাম বলবো যেগুলোর মাধ্যমে আপনারা ১ লিটার তেলে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। এক্ষেত্রে নতুন কিছু মডেল দেখতে সুন্দর এবং পুরানো কিছু মডেল নিয়ে বিস্তারিতভাবে আজকে তুলে ধরবো।


    কোন বাইকে তেল কম লাগে এই প্রশ্নের উত্তরে বলা যায় যে Hero Splendor এই বাইকটি থেকে আপনি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। এক লিটার তেলে ১৭০ কিলোমিটার মাইলেজ পাওয়ার জন্য Hero Splendor গাড়ি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে তেলের ঝামেলা একেবারেই কম পোহাতে হবে।


    রবি সিমে ১৭ টাকায় ৩ জিবি ইন্টারনেট 


    যারা সাধারণত ডেলিভারির কাজ করেন অথবা বেশি বাইকে যাতায়াত করেন এবং তেল খরচ কমাতে চাচ্ছেন তারা Hero Splendor এই বাইকটি নিতে পারেন। এতে একেবারেই কম তেল খরচ হবে এবং আপনি বেশি লাভবান হতে পারবেন এবং গাড়ির খরচ অনেক অংশে কমে যাবে।


    বাইকে তেল কম লাগে এমন ১০ টি বাইক

    ১/হিরো স্প্লেন্ডার আই স্মার্ট ১০২.৫০ কিলোমিটার

    ২/বাজাজ প্লাটিনা ইএস ৯৬.৯০ কিলোমিটার

    ৩/হিরো স্প্লেন্ডার প্রো ৯৩.২১ কিলোমিটার

    ৪/হিরো স্প্লেন্ডার প্রো ক্ল্যাসিক ৯৩.২১ কিলোমিটার

    ৫/বাজাজ ডিসকভার ১০০ সিসি ৯০.৩০ কিলোমিটার

    ৬/হিরো স্প্লেন্ডার এনএক্সজি ৮৯.০৪ কিলোমিটার

    ৭/হিরো এইচএফ ডন ৮৮.৫৬ কিলোমিটার

    ৮/হিরো এইচএফ ডিলাক্স ৮৮.৫৬ কিলোমিটার

    ৯/হিরো এইচএফ ডিলাক্স ইকো ৮৮.৫৬ কিলোমিটার

    ১০/টিভিএস স্টার স্পোর্ট : ডিউরো লাইফ ৮৭.৭০ কিলোমিটার


    উপরে দশটি বাইক নিয়ে বিস্তারিতভাবে আমরা তুলে ধরেছি এই মডেলের বাইকগুলোতে কমতলে বেশি পরিমাণ মাইলেজ পাওয়া যায়। এখানে যে ১০টি বাইক আমরা উল্লেখ করেছি সেখানে ৫০ কিলোমিটার থেকে শুরু করে ৮৭ কিলোমিটার পর্যন্ত এক লিটার তেলে চলবে।


    মোবাইলের গোপন সিক্রেট মেসেজ গুলো দেখুন


    আপনার পছন্দের মডেল অনুযায়ী বাইকগুলো নিতে পারেন এক্ষেত্রে আপনি কত পরিমাণ মাইলেজ চাচ্ছেন এবং কত কিলোমিটার পর্যন্ত এক লিটার তেলে যাতায়াত করতে পারবেন এই বিষয়গুলো বিবেচনা করে আপনি আমাদের দেওয়া এই দশটি বাইকের মধ্যে যে কোন একটি বাইক নিতে পারেন।


    কম তেলে বেশি চালানো বাইক Honda Livo

    Honda Livo 10 এই বাইকটিতে এক লিটার তেলে ৬০ কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব। এই বাইকটিতে এক লিটার তেলে আপনি সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত চলাতে পারবেন। গাড়ির মডেল দেখতে অনেক সুন্দর এবং হোন্ডা কোম্পানির এই গাড়িটি দুটি ভার্সনে বাংলাদেশ এভেলেবল আছে।


    যারা কম দামের মধ্যে কম তেলে বেশি বাইক চলবে এবং বেশিক্ষণ চালানো সম্ভব এবং গাড়ির খরচ কম হবে এবং দেখতে সুন্দর তারা চাইলে Honda Livo এই গাড়িটি নিতে পারেন খুবই কম খরচের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভবHonda Livo


    বর্তমান বাজারে আধুনিক মডেলের সাথে তাল মিলিয়ে এই বাইকটি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং দেখতেও অনেকটা গর্জিয়াস যারা কম দামের মধ্যে বেশি পরিমাণে সার্ভিস ভালো দিবে তারা চাইলে এই বাইকটি অনায়াসে নিতে পারেন এতে করে এক লিটার তেলে ভালো পরিমাণ মাইলেজ পাওয়া সম্ভব।


    হরিণের মাংসের এত দাম কেন অবাক করা বিষয়


    কম তেল লাগে এমন বাইক Yamaha Saluto

    Yamaha Saluto এই বাইকটিতে ১ লিটার তেলে ৬৫ কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব এক্ষেত্রে যারা কম তেলে বেশি পরিমাণে বাইক চালাতে চাচ্ছেন তারা এই বাইকটি অনায়াসে নিতে পারেন দেখতে সুন্দর এবং যেকোনো পরিবেশেই নিয়ে যাওয়া সম্ভব।


    ইহামাহার আরো অন্যান্য মডেল আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রেই ইয়ামাহার কিন্তু দামি গাড়িগুলোতে খুবই কম পরিমাণ মাইলেজ সার্ভিস দিয়ে থাকে। তাই আপনি যদি আগের কিছু মডেল নিয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু খুবই ভালো পরিমাণ মাইলেজ পাবেন।


    বাইক কেনার আগে অবশ্যই তার মাইলেজ দেখা উচিত এক কিলোমিটার তেলে কত কিলোমিটার যাওয়া সম্ভব এবং বর্তমান সময়ে কোনগুলো সার্ভিস ভালো দিচ্ছে এই বিষয়গুলো আগে থেকে আপনাকে রিচার্জ করে নেওয়া উচিত তা না হলে পরবর্তীতে বাইক নেওয়ার পরে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারে।


    বর্তমান সময়ে আরো তেলের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তাই অনেকেই যারা বেশি পরিমাণ বাইক রাইড করে থাকেন তারা চাইলে এর মধ্যে বেশি পরিমাণ যাতায়াত করা যাবে এমন কিছু বাইক নেওয়াই উচিত যারা ডেলিভারি বয়ের কাজ করেন অথবা বেশি পরিমাণ বাইক চালিয়ে থাকেন তারা চাইলে অনায়াসে এই সমস্ত বাইকগুলো নিয়ে ব্যবহার করতে পারেন।


    ফ্রী ফায়ার হ্যাক করা যায় এত সহজে দেখুন


    তেল সাশ্রয়ী মোটরসাইকেল ২০২৩ বাংলাদেশ

    তেল সাশ্রয়ী মোটরসাইকেল নিতে সালে ২০২৩ সালে সবথেকে ভালো হবে Hero Splendor এই বাইকটি। ২০২৩ সালে এক লিটার তেলে সর্বোচ্চ ৭০ কিলোমিটার চালানো সম্ভব। বা একটি দেখতে সুন্দর এবং সার্ভিসও খুব ভালো। তাই যারা কম তেলের মধ্যে ২০২৩ সালে উন্নত মানের ভালো মানের বাইক নিতে চাচ্ছেন তারা অনায়াসে এই বাইকটি নিয়ে ব্যবহার করতে পারেন।


    বর্তমান সময়ের মধ্যে সেরা মাইলেজ পাওয়া বাইকটি হলো এটি। বেশি পরিমাণ যারা বাইক রাইড করে থাকেন তারা অনায়াসে এই বাইকটি নিতে পারেন এবং তেলের ঝামেলা একেবারে নেই বললেই চলে 1 লিটার তেলে 70 কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব হয়।

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন