বিয়ের পর ছেলেরা মোটা হয় কেন

    বিয়ের পর ছেলেরা মোটা হয় কেন


    বিয়ের পর শুধু নারীরাই মোটা হয় না বিয়ের পর ছেলেরা ও মোটা হয়। আপনি আশেপাশে বড় ভাইদের লক্ষ্য করে দেখবেন তারা বিয়ের পর অনেকটাই মোটা হয়ে যাচ্ছে। এবং চেহারা সৌন্দর্য বেড়ে যাচ্ছে এটা কি কারণে হয় এবং বিয়ের পর ছেলেরা মোটা হওয়ার কারণ কি থাকে তা সকল বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করেছি


    সব ছেলেরাই কিন্তু বিয়ের পর মোটা হয়ে যায় তা কিন্তু না তবে বেশিরভাগই ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পর মোটা হয়ে যাচ্ছে এটা মূলত কি কারনে হচ্ছে এবং মোটা হলে তার লক্ষণ কিভাবে বুঝবেন যে মোটা হচ্ছে সকল বিষয়গুলো এখানে আলোচনা করেছি। ছেলেরা শুধু বিয়ের পরে মোটা হতে পারবে তা কিন্তু না অনেক ছেলেই কিন্তু ওই রুটিনে চললে বিয়ের আগেও কিন্তু মোটা হতে পারবে


    সাধারণত ছেলেরা বিয়ের আগে অনেক ধরনের টেনশন করে থাকে। চাকরির টেনশন, পড়াশোনা টেনশন, ফ্যামিলি টেনশন সহ আরো অনেক নানা ধরনের টেনশন থাকে সবথেকে বড় টেনশন থাকে হচ্ছে বিয়ে করার টেনশন এই টেনশন এ অনেক ছেলে শুকিয়ে যায় এবং বিয়ের আগে বিভিন্ন ধরনের কার্যকলাপে জড়িয়ে থাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় না অনেক কারণ থাকতে পারে। পর্যায়ক্রমের কারণগুলো আগে জেনে নেই যে কি কারণে বিয়ের আগে ছেলেরা মোটা হয় না


    বিয়ের আগে ছেলেরা মোটা হয় না কেন

    বিয়ের আগে ছেলেদের মোটা না হওয়ার কারণ হলো পারিবারিক টেনশন, পড়াশোনা টেনশন, চাকরির টেনশন, বিয়ের টেনশন, সংসারে আয় উন্নতির টেনশন, ভালো একটি মেয়েকে বিয়ে করা টেনশন, অথবা পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য টেনশন। বিভিন্ন টেনশন থাকার কারণে মূলত বিয়ের আগে ছেলেরা মোটা হয় না সেই সাথে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় না এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো হয় না দেখেই মূলত এর আগে ছেলেরা মোটা হয় না


    বিয়ের আগে যদি পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া এবং ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ রেস্ট না হয় তাহলে কিন্তু ছেলেরা মোটা হতে পারে না। তাই বিয়ের আগে কোন ব্যক্তি যদি মোটা হতে চাই তাহলে তার পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার এবং প্রয়োজনমতো খাদ্য দরকার সেই সাথে অবশ্যই রেস্ট নিতে হবে তাহলেই মূলত বিয়ের আগে মোটা হওয়া যাবে। এর আগে অনেকেই স্বাভাবিকভাবে হালকা মোটা হতে চাই এক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ মোটা হতে কেউ চায় না তাই অবশ্যই কিছুটা নিয়মের মধ্যে চললে কিন্তু এই হালকা পরিমাণ মোটা হওয়া যায়


    ভার্জিন মেয়ে চেনার উপায় এবং টেকনিক


     বিয়ের পর ছেলেরা মোটা হয় কেন

    বিয়ের পর ছেলেদের মোটা হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় এবং প্রয়োজনমতো খাবার খাই। সেই সাথে বিয়ের পর টেনশন অনেকটাই কমে যায় এবং নিয়মিত ঘুম হওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ রেস্ট পাই। সেই কারণে মূলত বিয়ের পরে ছেলেরা মোটা হয়ে যায়। বিয়ের পর থেকেই ছেলেরা রুটিন মাফিক খাবার খেতে পারে সেইসাথে পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং অনেকটাই আলসেমি চলে আসে এই কারণেই মূলত বিয়ের পরে ছেলেরা মোটা হয়


    বিয়ের আগে কিন্তু নানা ধরনের টেনশন থাকত কিন্তু বিয়ের পরে কোন টেনশন থাকে না দেখেই বিধায় কিন্তু ছেলেরা মোটা হয়ে যায়। বিয়ের আগে নিয়মিত ঘুমাতে পারতো না কিন্তু বিয়ের পরে নিয়মিত ঘুম হয় এবং নিয়মিত রুটিন মাফিক ঘুম থেকে ওঠা হয় সেই সাথে অফিস সহ বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা হয় দেখেই মূলত ছেলেরা মোটা হয়ে যায়


    পরকীয়া মহিলা চেনার উপায়


    একজন অবিবাহিত ছেলে চাইলেই কিন্তু সে বিবাহিত ছেলের মত রিটন মাফিক চলাফেরা করতে পারবে না এবং খাওয়া দাওয়া গ্রহণ করতে পারবে না কারণ অবিবাহিত বা ব্যাচেলরদের লাইফ স্টাইল কিন্তু অন্যরকম হয় রাত জেগে থাকা। রাত্রে না খাওয়া থাকা আবার অনেকে আছে খাবার টেনশনে থাকা এবং পড়াশোনা নিয়ে বিভিন্ন ধরনের টেনশনে থাকে সে সাথে চাকরির টেনশন আছেই। এ সকল টেনশন গুলোর কারণেই মূলত বিয়ের আগে ছেলেরা মোটা হতে পারে না


    বিয়ের পরে স্ত্রীর সেবা পাওয়ার কারণে মূলত ছেলেরা বেশি মাত্রই মোটা হয়ে যায় কেননা স্ত্রীদের হাতের রান্না এবং ইচ্ছা অনুযায়ী খাবারগুলো খাওয়া যায় সে কারণে মূলত বিয়ের পরে ছেলেরা অধিক মাত্রায় খেতে থাকে সেই কারণেই মোটা হতে থাকে। বিয়ের পর থেকে নিয়মিত খাবার দাবার খাওয়ার পাশাপাশি শ্বশুরবাড়িতে গিয়েও খাবার দাবার খাওয়া এবং সেই সাথে কয়েক মাস নাগাদ মূলত দাওয়াতের পরে থাকা আবার ভালোমন্দ খাবার খাওয়ার কারণেই মূলত এই কয়েকদিনের মধ্যে ছেলেরা বেশি মাত্রই মোটা হয়ে যায়


    বিয়ের পরে ছেলেদের মোটা হওয়ার লক্ষণ

    বিয়ের পরে ছেলেদের মোটা হওয়ার কিছু লক্ষণ রয়েছে। ব্যাচেলর লাইফে যদি সে মোটা না থাকে তাহলে বিয়ের পর কিছুটা মোটা হওয়ার লক্ষণ দেখা যায় এটা মূলত কিছু কারণ রয়েছে নিয়মিত খাবার খাওয়া এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুম পাড়ার কারণেই মূলত মোটা হওয়ার লক্ষণ গুলো টের পাওয়া যায় কিভাবে বুঝবেন বিয়ের পর মোটা হয়ে যাচ্ছেন

    • শরীর ভারি হয়ে যাওয়া
    • আগের মত জোরে হেঁটে না যাওয়া
    • বেশি মাত্রই ঘুমিয়ে থাকা
    • আগের থেকে খাবার রুচি বেড়ে যাওয়া
    • একটুতেই অলস হয়ে যাওয়া
    • জিম করতে গেলে আলসেমি লাগবে
    • কাজে কামে মন কম বসবে


    তাছাড়া আরো অনেক লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি আসলে মোটা হতে যাচ্ছেন। তবে আমরা আগেই বলে রেখেছি যে বিয়ের পরে সব ছেলেরা মোটা হবে তা কিন্তু না বিয়ের পরে অনেক ছেলের কিন্তু অভ্যাস পরিবর্তন হয় না। এই কারণে মূলত তারা মোটা হতে পারে না তবে কি কি কারণে মোটা হতে পারে না সেগুলো আমরা নিচে তুলে ধরেছি


    খারাপ মেয়ে চেনার কয়েকটি লক্ষণ দেখুন


    বিয়ের পর ছেলেরা মোটা হলে কি করবে

    বিয়ের পর কোন ছেলে মোটা হয়ে গেলে নিয়মিত জিমে যাওয়া সেই সাথে খাবার খাওয়ার সময়ই অতিরিক্ত খাবার না খাওয়া। প্রয়োজন মত রেস্ট নেওয়া অতিরিক্ত আলসেমি না করা। অফিসে যাতায়াতের সময় কিছুটা পথ হেঁটে যাওয়া। রাত্রে ঠিকঠাক মত ঘুমাতে যাওয়া এবং সকালবেলা ঠিকঠাক মতো ঘুম থেকে ওঠা


    এবং সব সময় মনে রাখবেন অতিরিক্ত পরিমাণ খাবার একেবারে না গ্রহণ করা। ড্রিঙ্কস জাতীয় খাবারগুলো কম খাওয়া। আধা ঘন্টা পরিমাণ হাঁটাচলা করা এতে করে শরীরের বাড়তি মেদ গুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করুন প্রত্যেকদিন মিনিমাম সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত হাটা হাটি করা


    আপনি কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান


    বিয়ের পর অনেক ছেলেরাই মূলত অবশ হয়ে যায় সেই কারণে মূলত তাদের মোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই আলসেমিটা দূর করতে হবে সেই সাথে খাবার কিন্তু অবশ্যই কম খেতে হবে এবং একেবারে কম খাওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণ খাবার গুলো খেতে হবে এবং ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে অন্যান্য শাকসবজি খাওয়ার চেষ্টা করতে হবে সেই সাথে প্রোটিন যুক্ত খাবার গুলো বেশি মাত্রায় খেতে হবে

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post a Comment (0)

    নবীনতর পূর্বতন