এইচএসসি পরীক্ষা পেছানো সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তিনি জানিয়েছেন শিক্ষার্থীদের এমন দাবি একেবারেই ভিত্তিহীন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই বোর্ড এবং শিক্ষামন্ত্রণালয় ৩০ শে জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করে ফেলেছেন। তাই শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট না করে পরীক্ষায় মনোযোগী হওয়ার কথা বলেছেন।
বন্যার কারণে সিলেট বিভাগের উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা এবং কারিগরি পরীক্ষা আগামী ৮ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল ২০ শে জুন। তবে বর্তমানে সিলেট বিভাগে পরীক্ষা পেছালেও অন্যান্য বিভাগ গুলোতে কিন্তু ৩০ শে জুন থেকেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী। এদিকে পরীক্ষা প্যাচানোর দাবিতে শিক্ষার্থীরা এখন পর্যন্ত এই অব্যাহতি চলমান রেখেছে।
ভিডিওর মাধ্যমে দেখুন
বিগত বছরগুলোতে ২২ এবং ২৩ সেশনে ২৪ এবং 18 মাস সময় পেয়েছিল তবে ২০২৪ ব্যাচে একেবারেই সময় পাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বোর্ডের এই শিক্ষার্থী জানান তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন সমস্যা।
বর্তমানে নেত্রকোনা সহ আরো অনেক জায়গায় কিন্তু বন্যা এখন পর্যন্ত চলমান রয়েছে এক্ষেত্রে তাদের খাবার সংকট দেখা দিয়েছে এবং যাতায়াতের জন্য কিন্তু সমস্যা দেখা দিয়েছে এর মধ্যে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে পড়া সম্ভবনা রয়েছে কেননা তারা কেন্দ্রে উপস্থিত হতে পারবে না। তাই অবশ্যই পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা এখনো চলমান রেখেছে।
উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যা স্থিত হলেও এসব অঞ্চলের জন্য এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই শিক্ষার্থীরা চাই কর্তৃপক্ষের একটি সুনিশ্চিত সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পরীক্ষা পেছনের বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড একটি বিশেষ বৈঠকের মাধ্যমে অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন এই দাবি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এটা মানার মত কোন যৌক্তিকতা নেই বললেই চলে।
পরীক্ষা পেছনের কোন সুযোগ নেই বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩০ শে জুন পরীক্ষার শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি জানিয়েছেন পরীক্ষার্থীরা যাতে অন্য কোথাও সময় নষ্ট না করে সরাসরি পড়াশোনায় মনোযোগী হওয়া। তাই বুঝা যাচ্ছে পরীক্ষা পেছানোর সম্ভাবনা একেবারেই কম। এইদিকে সকল বোর্ডের পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে প্রধানমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন এইচএসসি ২০১৪ বাসের শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী কার্যালয়ে শিক্ষার্থীগণ এ স্মারকলিপি জমা দিয়েছেন। সেই সাথে ঢাকা ধানমন্ডি আইডিয়াল স্কুল এবং অন্যান্য স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেছেন আগামী ২০২৪ এর পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এ পত্রের মাধ্যমে উপস্থাপন করছি যে আপনার সদয় বিবেচনা কামনা করছি।
একটি মন্তব্য পোস্ট করুন